![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ আন্দোলন : পোস্টমর্টেম অর প্রি মর্টেম :
আন্দোলন কি এখনো জীবিত না কি মৃত ?
সামু উত্তর : আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে
লীগ উত্তর : আন্দোলনের আগুন জলছে বুকে, এই আগুনে জালায়ে দিব সাহ্ধীনতা বিরোধী অপশক্তি কে
জামাতি উত্তর : নাস্তিক দের বিরিয়ানি খাওয়ায়া আর কনসার্ট করায়ে কয়দিন রাখা যায়? আন্দোলন এখন মৃত ।
আন্দোলনের এই অবস্থার জন্য দায়ী কে ?
আমার মনে হয় আন্দোলনের শুরু টা ছিল সতস্ফুর্ত নদীর মতো যে সামনে যা আসে ভাসায়ে নিয়ে যায় ।
কাদের মোল্লার ভি সাইন মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছিল, সবাই বাধ ভাঙ্গা জোয়ারের মতো বের হয়ে এসেছিল - মনে আছে রায়ের আগের দিন জামাতিদের শো ডাউন এর কথা ? আর রায়ের পরে বিক্ষুব্ধ মানুষের ক্ষোভ দেখে জামাত তো জামাত , খোদ সরকার, বি এন পি সবাই কেঁপে গিয়েছিল ।
পরে আসতে আসতে সরকার সেই বাধ ভাঙ্গা নদীতে বাধ দিতে চাইল এবং আস্তে আস্তে এখন ইটা দলীয় প্লাটফর্মের মতো হয়ে গেছে - যেমন এর আগেরবার আওয়ামীলীগ বানিয়েছিল জনতার মঞ্চ ।
এখানে আরেকটা বড় ক্ষতি হয়েছে যেটা হলো পরের বার এরকম ভাবে মানুষ বের হয়ে আসার আগে ২ বার চিন্তা করবে , এরকম আন্দোলন আরেকটা করা আরেকটু কঠিন হবে ।
তবে বিপ্লব তো গ্রামার মেনে হয় না, যখন হবে তখন জামাত তো জামাত, বিএনপি, আওয়ামীলীগ এর সমস্ত হারামিদের সহকারে উড়ায়ে নিয়ে যাবে ।
ধন্যবাদ
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
ধুলোময়বৃষ্টি বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ ।
সরকারকে মাইনাস এরকম একটা আন্দোলন কে দলীয়করণের জন্য ।
২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২
আমরা তোমাদের ভুলব না বলেছেন: তবে বিপ্লব তো গ্রামার মেনে হয় না, যখন হবে তখন জামাত তো জামাত, বিএনপি, আওয়ামীলীগ এর সমস্ত হারামিদের সহকারে উড়ায়ে নিয়ে যাবে ।
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
ধুলোময়বৃষ্টি বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ ।
৩| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
tanbir10 বলেছেন: agreed,except ending part...now its not "like political platform", its "completely political platform"
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
ধুলোময়বৃষ্টি বলেছেন: সরকারকে মাইনাস এরকম একটা আন্দোলন কে দলীয়করণের জন্য ।
ইমরান নাকি ব্লগার ?
সে কোন ব্লগে লিখে?
আর এখন উনার খবর কি ?
৪| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
সুইট টর্চার বলেছেন: তাহলে এইবার ক্ষেমা দিলেন সামু কন পোস্টার খানা নামাইয়া ফেলতে এইডা আর দেখতে ভাললাগেনা
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
ধুলোময়বৃষ্টি বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ ।
পোস্ট নামায়ে ফেলতে বলাও ঠিক আছে ,
কিন্তু পোস্ট টা দেখতে ভালো না লাগা একটা রোগের নাম - জামাতি রোগ
জামাতি রা যেমন এইগুলা সহ্য করতে পারে না তেমনি কিছু আওয়ামী রোগ ও আছে
দাড়ি টুপি দেখলে ওদের কোথায় যেন জ্বলে
মাইন্ড কইরেন না আপনি হয়ত সরল মনে বলছেন
আবারও ধন্যবাদ
৫| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
সাউন্ডবক্স বলেছেন: Ek bare 100% khati kotha.... Babar sonar chele ra akhon ai andolon ta chalacche.... Sadharon manu ar aitar moddhe nai....
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
ধুলোময়বৃষ্টি বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ ।
৬| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০
জীবনকেসি বলেছেন: বিপ্লব তো গ্রামার মেনে হয় না, যখন হবে তখন জামাত তো জামাত, বিএনপি, আওয়ামীলীগ এর সমস্ত হারামিদের সহকারে উড়ায়ে নিয়ে যাবে ।
খুব কষ্ট লাগে। আমার বয়স হয়ে যাচ্ছে। কবে দিন আসবে আবার নামব। পারব কি????
ভাল থাকবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১০
তোমোদাচি বলেছেন: এখানে আরেকটা বড় ক্ষতি হয়েছে যেটা হলো পরের বার এরকম ভাবে মানুষ বের হয়ে আসার আগে ২ বার চিন্তা করবে , এরকম আন্দোলন আরেকটা করা আরেকটু কঠিন হবে ।
সহমত !