নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটি

ধুলোময়বৃষ্টি

কয়দিন ঘুরাঘুরি।

ধুলোময়বৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

মিরপুর ফ্লাই ওভার - হলমার্ক - বড় অঙ্কের হিসাব

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮



আমার মত গরিব মানুষের সরকারী বড় বড় অঙ্কের টাকার হিসাব সব একই মনে হতো - মানে ৩০০ কোটি টাকা , দের হাজার কোটি টাকা , ৪৫০ মিলিয়ন টাকা , ৭০০ কোটি ডলার এইগুলা সব এ সমান মনে হইতো, মানে মনে করতাম ওই আর কি বিরাট অঙ্কের টাকা, আমার ধারণার বাইরে।



কিন্তু হলমার্কের কেলেঙ্কারির পরে আমি এখন হিসাব করা শিখে গেছি বড় অঙ্কের টাকার।



যেমন মিরপুর টু এয়ারপোর্ট ফ্লাই ওভারের খরচ ১৯৯ কোটি ৮৮ লাখ টাকা।

তো আমি বুঝে গেছি ওই পরিমান টাকা হলমার্কের টাকার ২০ ভাগের এক ভাগ বা হলমার্কের টাকা দিয়ে এরকম ২০ টা ফ্লাই ওভার বানানো যাবে । এখন আর সমস্ত বড় অঙ্কই মাথার উপর দিয়া যায় না।



ধন্যবাদ তানভির সাহেব আমাকে বড় বড় অঙ্কের হিসাব বুঝানোর জন্য

শেয়ার মার্কেটে ৯৬ হাজার কোটি টাকা তুলে নেয়া হয়েছে সাধারণ মানুষের কাছে থেকে - আপনেরা এখন হিসাব করেন ওই টাকা দিয়ে কি কি করা যাইত



বি দ্র : এই পোস্টের সাথে যুদ্ধ অপরাধীদের বাচানোর কোনো বিন্দুমাত্র সম্পর্ক ও নাই - আমি গরিব এবং ছোট মানুষ আমাকে গালাগালি করবেন না প্লিজ

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

সাইবার অভিযত্রী বলেছেন:
বি দ্র : এই পোস্টের সাথে যুদ্ধ অপরাধীদের বাচানোর কোনো বিন্দুমাত্র সম্পর্ক ও নাই - আমি গরিব এবং ছোট মানুষ আমাকে গালাগালি করবেন না প্লিজ

হা হা হা ভাই সত্য কথা বললে গালি কিছু খেতেই হবে !

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

ধুলোময়বৃষ্টি বলেছেন: ধ তে ধুলোময়বৃষ্টি - তুই রাজাকার, তুই রাজাকার :)

২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

কক্ষচ্যুত বলেছেন: dont worry vai. galagali jara dey tader logic thakena. Logical ppl are with you.

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

ধুলোময়বৃষ্টি বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য

৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

মেটাল বলেছেন: এমনে চিন্তা করলে শুধু হতাশ লাগে ভাই , তাই চিন্তা করা ছাইড়া দিসি। /:) /:)
যখন দেখি , ২০ টা ফ্লাইওভারের টাকা তানভীরের পকেটে , তানভীর আবার সরকারের পকেটে , আর আমরা পদ্মা সেতু করতে পারি না , রাস্তা- ঘাটে জ্যামে ঘণ্টার পর ঘণ্টা পইড়া মরি , তখন কেমন লাগে :(( :(( :(( :((

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

ধুলোময়বৃষ্টি বলেছেন: :( :( :( :(

৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

মেটাল বলেছেন: ও ভুইলা গেসি ,
ধ তে ধুলোময়বৃষ্টি - তুই রাজাকার, তুই রাজাকার

আফনারে গালি দিয়া গেলাম , আর না হয় কখন আবার কে আমারে ছাগু বইলা বসে B-) B-) B-)

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

ধুলোময়বৃষ্টি বলেছেন: হাহা হা গা বাচায়ে চলার জন্য ধন্যবাদ :)

৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

অবাক েরাবট বলেছেন: ত- তে তানভীর , তুই রাজা .. .. , সরি , তুই দেশ প্রেমিক , তুই দেশ বন্ধু ।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

ধুলোময়বৃষ্টি বলেছেন: হাহা ধন্যবাদ

৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

২০১৩ বলেছেন: জিবনে যদি একবার তানভির গুরুরে পাই, চরন ধুলি নিতে ভুল করুম না, দেশি বিল গেটস রে ভাই, শুধু দেশি বইলা কদর হইল না।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

ধুলোময়বৃষ্টি বলেছেন: এত ট্যাকা - চিন্তায় করবার পারি না রে ভাই

৭| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

বলাক০৪ বলেছেন: Tanvir jindabad. General public murdabad. We only need Halmark and Halmark.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.