![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনা (GOLD) এর দাম এত হওয়ার কারণ কি ? কোনো কাজেই লাগে না ।
না খাওয়া যায়, না যন্ত্রপাতি বানানো যায়।
গহনার জন্য এখন এখন অনেক অল্টারনেটিভ মেটাল দিয়ে অনেক সুন্দর গহনা বানানো যায় ।
ব্যাপরটা কি এমন না যে সবাই একটা আনকমন কিন্তু প্রয়োজন ও নাই এমন জিনিসের জন্য প্রতিযোগিতা করে এর মূল্য বাড়ায়ে দিয়েছে ?
ধরেন একটা ঘরের মেঝে তে দুই পাশে দুই টা হামাগুড়ি দেয়া বাচ্চা কে রেখে মাঝখানে একটা কাগজ দলা পাকায়ে রেখে দিলেন । দুই টা বাচ্চাই কাগজের দলা(বল) টা কে দেখল।
একটা বাচ্চা ঐটা ভালো করে দেখার জন্য একটু আগাতেই দ্বিতীয় বাচ্চাটাও আগানো শুরু করলো ।
একটু পরে দ্রুত আগানো শুরু করলো ওই কাগজের দলা তাকে অধিকারে নেয়ার জন্য - একটা বাচ্চা ঐটা পেল আরেক বাচ্চা না পেয়ে কান্না - আসলে কি কাগজের দলা বা বল টার কোনো মূল্য আছে ? নাকি ওদের প্রতিযোগিতার কারণেই একটা জিনিসের দাম অহেতুক বেড়ে গেছে ওদের কাছে।
আমার মনে হয় গোল্ড ও আমাদের বড়দের জন্য ওই কাগজের ডলার মত জিনিস - আপনাদের কি মনে হয় ?
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
ধুলোময়বৃষ্টি বলেছেন: হুম লিংক টা পড়লাম - মূল কথা তো ওই - মরিচা পড়ে না, গহনা বানানো যায়, মেয়েরা পছন্দ করে আর সহজ লভ্য না ।
মরিচা পড়ে না, গহনা বানানো যায় - অন্য ম্যাটেরিয়াল দিয়েও এটা সম্ভব ।
সহজলভ্য না - একটা জিনিস সহজলভ্য না হলেই আমি সেইটার পিছে দৌড়াব এইটা মানসিক রোগ ,আমার যদি দরকার থাকে তাহলেই আমি ঐটার পিছে দৌড়াব - দরকার না থাকলে তার পিছে ছুটার কোনো মানে নাই ।
মেয়েরা পছন্দ করে - এইটাই তো আমি বলতেছি গোল্ড পছন্দ করাটা ঠিক আছে, কিন্তু পছন্দের ফলে দামের এত পার্থক্য থাকা টা অসাভাবিক - মানে মানে অন্য মেটাল এর গহনা আর গোল্ডের গহনার সৌন্দর্যে যতটুকু পার্থক্য , কিন্তু দামের পার্থক্য কিন্তু অনেক বেশি - এটাই মুশকিল
কমেন্টের জন্য ধন্যবাদ
২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬
তানজিম রহমান বলেছেন: আসলেই। সহমত। খালি টাকা নস্ট ছাড়া কিছুনা
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
সুলাইমান হাসান বলেছেন: হুম, আমারও তাই মনে হয়। যাই হোক, gold কিনতে মুঞ্চায়।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
ধুলোময়বৃষ্টি বলেছেন: গোল্ড কিনেন , বউ কে উপহার দেন - খুব খুশি হবে - কিন্তু একটা জিনিস গোল্ড কিনলে বা পড়লে মেয়েদের মনে অহংকার আসে - সে দেখিয়ে বেড়াতে পছন্দ করে - সো বৌকে উপহার দিলেও এই কথা বুঝায়ে দিয়েন গোল্ডের সোন্দর্য আসল সৌন্দর্য নয় - মনের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য - যার উদ্বৃত্ত টাকা থাকে সেই গোল্ড কিনে - আর আপনার উদ্বৃত্ত টাকা থাকলে গরিবকে কিছু টাকা দিতে ভুলবেন না - অযাচিত পরামর্শের জন্য মনে কষ্ট পাইলে ক্ষমা প্রার্থী - ধন্যবাদ
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
সুলাইমান হাসান বলেছেন:
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
এেলােমেলা সব বলেছেন: ভাই একদম আমার মনের কথা। অযথা gold কেনার কোনো মানে হয় না।
৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
অকপট পোলা বলেছেন: ভাইয়ের কি বিয়া হইসে? নাকি গোল্ডের জন্য আটকায়া গেসে??
প্রশ্নটা অবশ্যই ভ্যালিড।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮
জেরিফ বিন্ আমির বলেছেন:
এখানে দেখুন