নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটি

ধুলোময়বৃষ্টি

কয়দিন ঘুরাঘুরি।

ধুলোময়বৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

'উ' তে উত্তর আমেরিকা, তুই রাজাকার, তুই রাজাকার!

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮

খবরে প্রকাশ: "৮ এপ্রিল কানাডার আদালতে পদ্মা সেতু দুর্নীতি মামলার শুনানি শুরু, দুদক দল কানাডা যাচ্ছে" এবং "আবুলকে তলব করা হচ্ছে কানাডার আদালতে"।



এই আম্রিকা-কানাডার হলো কী? এরা এতবড় সাহস পায় কোথায়? এরা কী বুঝতে পারছে না যে- পৃথিবীর শ্রেষ্ঠ মনোবিজ্ঞানীকে অপমান করে এরা মানষিকভাবে অসূস্থ্য হয়ে পড়েছে? বিশ্বের সেরা কম্পিউটার বিজ্ঞানীকে অপমান করে এদের প্রযুক্তির লালবাত্তি জ্বলে গেছে? আর সৈয়দ আবুল হোসেন এর মত এমন দেশপ্রেমিক ব্যবসায়ীকে অপমান করার কারণেই যে ওদের দেশ অর্থনৈতিক মন্দায় ভুগছে, তা বলাই বাহুল্য।





কানাডার সরকার বিএনপি জামায়াত জোটের সাথে মিলিত হয়ে এই প্রহসনমূলক বিচার করছে।আবুল কতবড় দেশপ্রেমিক তা বাংলার আকাশ,মাটি,পক্ষীকুল পর্য়ন্ত অবগত।তাই কানাডার সরকার যদি এই বিচার বন্ধ না করে তাহলে তাদের দেশে আমন ধান রপ্তানি বন্ধ করিয়ে দূর্ভিক্ষ ঘটিয়ে দিবো।মিঃ হার্পার তাই আগুন নিয়ে খেলবেনা,তাইলে বাংলার মানুষই ওই আগুন দিয়ে আপনাকে পুড়িয়ে কয়লা করে দিবে।



'উ' তে উত্তর আমেরিকা, তুই রাজাকার, তুই রাজাকার!















--------সংগৃহীত

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো বলেছেন

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২

সািকল খান বলেছেন: যেদিন থেকে শুনলাম সৈয়দ আবুল হোসেন দেশপ্রেমিক, সেদিন থেইক্কাই লজ্জ্বা লাগে। এখন কালো শরীরেও লাল দাগ বাসা বেধেছে।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১

কান্টি টুটুল বলেছেন:

আবুল কতবড় দেশপ্রেমিক তা বাংলার আকাশ,মাটি,পক্ষীকুল পর্য়ন্ত অবগত
=p~ =p~ =p~

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১

পরিবেশ বন্ধু বলেছেন: বিশ্ব ব্যাংক দালাল গুলারে লইয়া চুরি কইরা
বাঙাল রে ফাসাইল
অহন ফন্দি ফিকির
যত্তসব আবুল সব রাজাকার গো নাতি নাত্নি

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

ফার্ুক পারভেজ বলেছেন: চরম এবং গরম।

বলি...... আবুল হোসেন ও একজন দেশপ্রেমিক আর চুরি ও একটি মহৎ কাজ

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

ধুলোময়বৃষ্টি বলেছেন: কয়দিন পরে আইবো দ তে দুনিয়া , তুই রাজাকার , তুই রাজাকার :)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

ঘুমন্ত আমি বলেছেন: :-D

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

নন্দনপুরী বলেছেন: বিশ্ব ব্যাংক দালাল গুলারে লইয়া চুরি কইরা
বাঙাল রে ফাসাইল

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

ধুলোময়বৃষ্টি বলেছেন: কয়দিন পরে আইবো দ তে দুনিয়া , তুই রাজাকার , তুই রাজাকার :)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

আদনান মাননান বলেছেন: Click This Link

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

এ সামাদ বলেছেন: হাসতেই আছি হাসতেই আছি।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

মনজুরুল হাসান বলেছেন: স্বাধীনতা বিরোধী শক্তির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে! ঃপি

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

বাংলাদেশী দালাল বলেছেন: আবুল ভাই তো তাইলে এখন ইন্টারন্যাশনাল নেতা।

বিশ্ব প্রেমিক। :( )

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

হোমারদা বলেছেন: আবুল ও দেশপ্রেমিক আর নিজামিও মুক্তিযোদ্ধা!

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

ধুলোময়বৃষ্টি বলেছেন: শেখ হাসিনা ও সত্যবাদী :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.