| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের গৌরবান্বিত স্বাধীনতা যুদ্ধ নিয়ে ৫ টা বাক্য যদি বলতে হয় তাহলে জিয়াউর রহমানের নাম আসবেই। জাতির সংকটকালে তিনি যেই নেতৃত্ব এবং দেশপ্রেম নিয়ে দেশের পাশে দাড়িয়েছিলেন তা অতুলনীয় । মুক্তিযুদ্ধে তার দেশপ্রেম নিয়ে যে কথা বলে, সে চূড়ান্ত অসত।
শেখ মুজিবের বন্দনা করতে গিয়ে আর হাসিনা কে খুশি করতে হলেই যে জিয়া উর রহমানের পিছে লাগতে হবে এর জন্য ইনু কে ধরতে হবে।
ইনু বুঝে গেছে মাঝে মাঝে খালেদা জিয়া আর জিয়াউর রহমান কে নিয়ে বাজে কথা বললেই মন্ত্রিত্ব কনফার্ম অথবা এজন্যই হয়ত তাকে নিয়োগ দেয়া হয়েছে ।
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কে নিয়ে এমন উক্তি স্বাধীনতার স্বপক্ষের শক্তির দাবিদার সরকারের একজন মন্ত্রীর মুখ থেকে কিভাবে উচ্চারিত হতে পারে?
ইনুর বক্তব্যের প্রতি তীব্র ঘৃনা এবং প্রতিবাদ জানাই
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
ধুলোময়বৃষ্টি বলেছেন: মুক্তিযুদ্ধ নামের বিপ্লব নিজেই তাঁর নেতা ও পথ খুজে নিয়েছিলো। - একমত
তবে যার যার সন্মান তাকে দেয়া উচিত
ভাই সময়ের ১ ফোড় অসময়ের ১০ ফোড় ।
জিয়াউর রহমান ওই সময় স্বাধীনতার ঘোষণা না দিলে পাকি রা আমাদের কোমর ভেঙ্গে দিত , কেউ সংগঠিত হইতে পারতো না , জাতি তখন দিশেহারা ছিল , জিয়াউর রহমান জাতিকে সংকটময় মুহুর্তে নেতৃত্ব দিয়ে করণীয় কি তা বুঝায়ে দিছিল , সাহস দিয়েছিল
আর এখনকার রাস্তার কুকুর ইনু মুখে যা আসতেছে তাই বলতেছে, আর মুক্তিযুদ্ধের ব্যবসায়ীরা অশ্লীল ভাবে হাসতেছে - ইতরের দল সব
২|
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
নষ্ট ছেলে বলেছেন: জিয়া তাহেরের লগে ইনুরে না ঝুলাইয়া ভুল করছে!
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
ধুলোময়বৃষ্টি বলেছেন: যথার্থ বলেছেন , ৭ ই নভেম্বর আর্মি অফিসারদের হত্যার দায়ে এই কুত্তার এখনো বিচার করা যায় , সে নিজেই স্বীকার করেছে এবং তার সম্পৃক্ততার যথেষ্ট প্রমান আছে
৩|
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২০
কবির মন্ডল বলেছেন: সাধীনতার ঘোষক মুজিব
খালেদার জন্ম দিন 15 আগস্ট না
আর কি কমু কন
শালা মির্জাফর নাস্তিক
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ধুলোময়বৃষ্টি বলেছেন: ভাই কে স্বাধীনতার ঘোষক ইটা বিতর্ক করতে পারেন অসুবিধা নাই , কিন্তু কেউ যদি বলে তাজউদ্দিন আহমেদ মীরজাফর ছিলেন বা শেখ মুজিব সম্পর্কে খারাপ কথা বলে এটা তো মেনে নেয়া যায় না
৪|
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
রিয়াজ৩৬ বলেছেন: নৌকা মার্কা নিয়ে নির্বাচন করা এই ইনু সাহেবেরা এত পটর পটর করার শক্তি যে কোথায় পান বুঝিনা।
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
ধুলোময়বৃষ্টি বলেছেন: ইনু চালু জিনিস , সে হাসিনার সাইকোলজি বুঝে ফেলছে ভালোভাবে , এভাবেই সে খালেদা জিয়ার বিরুদ্ধে আজে বাজে কথা বলে হাসিনার মন জয় করে মন্ত্রিত্ব পেয়েছে এবং সে এধরনের কথাবার্তা রেগুলার চালিয়ে যাবে তার প্রভু হাসিনা যেহেতু এগুলাতে খুব খুশি হয়
৫|
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
সেমিবস বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: জিয়া তাহেরের লগে ইনুরে না ঝুলাইয়া ভুল করছে!
ইনুর নাম শুনলে ঘৃণা লাগে, পোষা কুত্তার মত........................
৬|
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯
হায়দার সুমন বলেছেন: ইনুর বক্তব্যের প্রতি তীব্র ঘৃনা এবং প্রতিবাদ জানাই
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬
ধুলোময়বৃষ্টি বলেছেন: ইনুর বক্তব্যের প্রতি তীব্র ঘৃনা এবং প্রতিবাদ জানাই
৭|
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০০
রাখালছেলে বলেছেন: জিয়া যদি রাজনীতিতে না আসত তাহলে ভাল হত । আজকে গো-আজমকে নাগরিকত্ব দেয়া তার কীর্তি । কর্নেল তাহেরকে হত্যা তার কীর্তি । আর্মিতে বিদ্রোহ দমন নামে শতাধিত হত্যা তার কীর্তি । মানি একটা দেশের শুরুতে অনেক ঝড় হয় । কিন্তু সেই ঝড়ে জিয়া নিজেকে না জড়ালে ভাল করত ।
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬
ধুলোময়বৃষ্টি বলেছেন: আপনি যেই পয়েন্ট গুলা বলেছেন সেইগুলা ভিন্ন টপিক , এইগুলা নিয়ে অনেক আলোচনা হতে পারে ।
তাহের ধোয়া তুলসী পাতা ছিল না , নিচের পোস্ট তা পরে দেখতে পারেন
Click This Link
আর কার সমালোচনা করার অধিকার কে রাখে সেইটা ও চিন্তা করা উচিত ।
আওয়ামীলীগ বা শেখ মুজিবের জন্য তোফায়েল আহমেদ, কাদের সিদ্দিকী ইনারা আবেগ দেখালে বা সমালোচনা করলে মানায় (১৫ ই agoster পরে কাদের সিদ্দিকী বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র হাতে তুলে নিয়েছিল ) , কিন্তু জামাতি কেউ শেখ মুজিবের সমালোচনা বা শ্রদ্ধা দেখালে সেটা গ্রহনযোগ্য নয় ।
সেরকম ইনুর মত রাস্তার কুত্তা , যে মন্ত্রিত্বের রুটির লোভে তার সমাজতান্ত্রিক আদর্শকে ড্রেনে ফেলে দিয়ে বুর্জোয়া ড্যান মজিনার সঙ্গ পাওয়ার জন্য ফ্যা ফ্যা করে ঘুরে , পাশে বসতে পারলে নির্লজ্জের মত অশ্লীল ভাবে খুশিতে ডগমগ করে, নব্য প্রভু হাসিনা কে খুশি রাখতে যা খুশি তাই বলে বেড়ায়
এই ইনুর মুখে জিয়াউর রহমানের প্রশংসা ও সভা পায়না , সমালোচনা ও গ্রহনযোগ্য নয় এমনকি তা যদি শালীনতার ভিতরে ও থাকে আর এই কুত্তা তো শালীনতা ই জানে না
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
রওনক বলেছেন: একটা বিপ্লব সুচনা করে দেয়াটা জরুরী। তারপর বিপ্লব নিজেই তাঁর নেতা ও পথ খুজে নেয়।
যেমন ১৯৭১ সালের ২৭সে মার্চে দেয়া মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা। এটা মুক্তিযুদ্ধ নামের ১টি বিপ্লবের সুচনা করে, যা বাংলাদেশের স্বাধীনতার মধ্যদিয়ে শেষ হয়।
যেখানে ২০ বছরেরও বেশি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে শেখ মুজিব এই বিপ্লবের সুচনা করতে পারেন নাই।
আবার মুক্তিযুদ্ধের সূচনাকারী হলেও মেজর জিয়া এর প্রধান নেতা বা সংঘটকদের কেউ ছিলেন না। মুক্তিযুদ্ধ নামের বিপ্লব নিজেই তাঁর নেতা ও পথ খুজে নিয়েছিলো।