নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটি

ধুলোময়বৃষ্টি

কয়দিন ঘুরাঘুরি।

ধুলোময়বৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবাল এনালাইসিস

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৬







জাফর ইকবাল - প্রজন্মের হিট কলামিস্ট



"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অপরাধের ব্যাপারে কোনটা সত্যিকার কথা সেটা জানি না। তবে অভিযোগ থাকলে তদন্ত হবে, শাস্তি হবে, কিন্তু আগেই নিজেরা একজনকে শাস্তি দিয়ে তার মানবাধিকার লঙ্ঘন করা হবে, সেটি কোন দেশের বিচার?"



এইটা আজকের লেখা জাহাঙ্গীর নগরের ভিসি কে নিয়ে



হয়ত সেইদিন বেশি দুরে নয় যেইদিন সাধা সিধে কলাম লেখক জাফর ইকবাল স্যার শামিম ওসমান , মখা আলমগীর অথবা টাকু কামরুলের আদর্শ , নৈতিকতা, আর চরিত্র যে কত ভালো এসব নিয়ে কলাম লিখবেন !



গত লেখাটা ছিল আদিলুর রহমানকে নিয়ে



কয়েক হাজার মুসল্লীকে হত্যা করা হয়েছে সেটি প্রচারিত হয়েছে গোপনে। প্রকাশ্যে সর্বশেষ যে প্রচারণাটি ছিল সেটি হচ্ছে ৬১ জনের, “অধিকার” নামে একটি সংগঠন সেটি দেশ-বিদেশে প্রচার করেছে। কয়েক হাজার থেকে সংখ্যাটি ৬১ তে নেমে এসেছে, তাই সরকারের খুশী হওয়ার কথা ছিল, কিন্তু সরকার খুশী হয়নি, তারা ৬১ জনের নাম জানতে চেয়েছে, আমিও জানতে চাইতাম। পৃথিবীর যে কোনো জায়গায় অভিযোগ করলে তার প্রমাণ থাকতে হয়। ‘অধিকার’ নামক সংগঠনটি নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে, কারণটি আমরা বুঝতে পারি, কারণ পুরো ঘটনাটি টেলিভিশনে দেখিয়েছে, সাংবাদিকেরা রিপোর্ট করেছে এবং কোথাও এত বড় একটি সংখ্যা কেউ দেখিনি। সরকার তখন মিথ্যা একটি তথ্য প্রচারের জন্যে ‘অধিকার’ নামক সংগঠনের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করেছে।



সামারি হচ্ছে - উক্ত গ্রেপ্তার সহিহ এবং ১০০% হালাল হয়েছে

-------------------------

এখানে আদিলুর রহমানের ক্ষেত্রে উনি কয়টা মিথ্যা বলেছেন -

"পুরো ঘটনাটি টেলিভিশনে দেখিয়েছে" - ডাহা মিথ্যার বাপ



- আমরা সবাই জানি মিডিয়া কে সরায়ে দিয়ে কারেন্ট অফ করে দিয়ে অপারেশন চালানো হয়েছে

- সরকার বিরোধী মিডিয়া কে বন্ধ করে দেয়া হয়েছে



- রাত আড়াইটার সময় এমন ৩০ হাজার আর্মড ফোর্স দিয়ে অপারেশন চালানো হলো, কতো হাজার রাউন্ড গুলি খরচ করা হলো কিন্তু আপনার অন্ধ চোখ কিছুই দেখল না। আপনার মোহগ্রস্থ বিবেকে মানবাধিকার বিষয়ক কোনো প্রশ্ন জাগলো না



- আপনি এর আগেও কয়বার বলেছেন আপনার বাড়িতে টেলিভিশন নাই

- বাড়িতে টেলিভিশন নেই তো আপনি কোথা থেকে দেখেছেন আপনিই ভালো জানেন



"অধিকার নামক সংগঠনটি নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।"

আবার মিথ্যা



আপনি কি জানেন যে অধিকার নামক সংগঠনটি ৬১ জনের নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায়নি?



'অধিকার' বলেছে তারা এই ৬১ জনের নাম ঠিকানা সংবলিত রিপোর্টটি দেবে , কিন্তু সেটা সরকার মনোনীত হাইকোর্টের কোন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের কাছে দেবে যারা এটার সত্যতা যাচাই করে সরকার এবং গনমাধ্যমকে জানাবে।

কারন তারা মনে করে যেহেতু সরকারের নির্দেশেই ৫ ই মে রাতে এই খুনাখুনি করেছে সরকারি বাহিনী সেহেতু সরকার এই ৬১ জনের পরিবারকে ভয়ভীতি দেখাবে মুখ বন্ধ রাখার জন্য।



বরং আপনি-ই তো মিথ্যা লিখলেন।



আপনি বলেছেন "তারা (সরকার) ৬১ জনের নাম জানতে চেয়েছে, আমিও জানতে চাইতাম।"



সাইদির রায়ের পর সহিংসতায় সরকারি বাহিনির গুলিতে ব্যাপক রক্তপাতের পর আইন ও সালিশ কেন্দ্র রিপোর্ট করেছিলো যে ১৩৭ জন সারাদেশে সরকারি বন্দুকের , মানে পুলিশের গুলিতে নিহত হয়েছে।



১৩৭ তো ৬১ এর দ্বিগুণের চেয়েও বড় সংখ্যা।

কই , আপনারা কেউতো আসক কে মিথ্যাবাদী বলেননি।

১৩৭ জনের নাম তো জানতে চাননি

আপনারা কেউতো আসকের লীড পারসনদেরকে অ্যারেস্ট করেননি।

কেউ তো জবাবদিহিতা চাননি - আইন ও সালিশ কেন্দ্রের কাছে সেই ১৩৭ জনের নাম - ঠিকানা- পরিচয় জানতে চেয়ে !

--------------



এখন ২ টা কলামের তুলনা করি



একটাতে শিক্ষকেরা ভিসির অপসারণের দাবি জাফর স্যারের কাছে সহ্য হয় নাই , তার জন্য তদন্ত দরকার ইত্যাদি ইত্যাদি



আরেকটাতে একটা রিপোর্টের জন্য মানবাধিকার কর্মীকে গ্রেপ্তারের বৈধতা দেয়ার জন্য উনাকে মিথ্যার আশ্রয় নিতে হলো, তার ব্যাপারে তদন্তের আগেই উনি তাকে মিথ্যাবাদী এবং দোষী বানায়ে দিলেন





জাফর স্যার - আপনি দিনে দিনে কোথায় নামছেন আপনি নিজেও বুঝতে পারছেন না



শাহবাগের গণজাগরণ মঞ্চ যেমন কত মহৎ উদ্দেশ্যে এক হয়েছিল , কিন্তু পরে সরকারের পা চাটতে চাটতে সরকার বিরোধী দের হটাতে সদরঘাটের পাহারা দেয়া শুরু করছিল



আপনিও হয়ত কয়দিন পরে টাকু কামরুল বা ইনুর সাফাই গাওয়া শুরু করবেন

দলকানা হলে মানুষের যেমন পতন হয় , যেমন আজকের আব্দুল গাফফার চৌধুরীকে দেখলে বিশ্বাস ই হয়নে "আমার ভাইয়ের রক্তে রাঙানো " গান তার লেখা , জানি না আপনার অবস্থাও তেমন হয় নাকি



তবে আপনার অধপতনের গ্রাফ কিন্তু ঐরকম ই দিক নির্দেশ করে !



বি দ্র :আমি স্যারের সরাসরি ছাত্র

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এর অধ:পতন দেখে খারাপ লাগে, এত দালালী করলো মাগার ভিসি বানাইলোনা হাসিনা।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৩

ধুলোময়বৃষ্টি বলেছেন: জাফর স্যার মনে হয় অর্থ বা পদলোভী নয় - কিন্তু নেশা করলে মানুষ যেমন নেশাগ্রস্থ হয়ে যায় , ভালো মন্দ জানি না আমার নেশা লাগবে, স্যার মনে হয় আওয়ামী নেশায় নেশাগ্রস্থ হয়ে গেছেন

২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এর অধ:পতন দেখে খারাপ লাগে, এত দালালী করলো মাগার ভিসি বানাইলোনা হাসিনা।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৪

ধুলোময়বৃষ্টি বলেছেন: জাফর স্যার মনে হয় অর্থ বা পদলোভী নয় - কিন্তু নেশা করলে মানুষ যেমন নেশাগ্রস্থ হয়ে যায় , ভালো মন্দ জানি না আমার নেশা লাগবে, স্যার মনে হয় আওয়ামী নেশায় নেশাগ্রস্থ হয়ে গেছেন
ধন্যবাদ কমেন্টের জন্য

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৯

ধুলোময়বৃষ্টি বলেছেন: স্যারের ভন্ডামি এক ছোট ভাই ধরায়ে দিছে আরেকটু ভালোভাবে

"জাফর ইকবাল স্যার আজ কত নীতি কথা শুনাইলো। ২০০৬ সালের মাঝামাঝিতে আমাদের শাবি প্রবিতে ভিসি মুসলেহউদ্দিনকে যেভাবে নামানো হইছে উনার নেত্রিত্তে সেটা কি উনি ভুলে গেছেন? যেইদিন ভিসির বাংলোতে আগুন দেয়া হইছিল সেইদিন উনি আর ইয়াসমিন ম্যাডাম (স্যারের স্ত্রী) গেটের সামনে দাঁড়ানো ছিলেন। কিচ্ছু করেননি। বলতে গেলে যারা আগুন লাগিয়েছে তাদের পাহারা দিয়েছেন। আমার দুই চোখ সাক্ষী। সেই মুহূর্তে আমি বাংলোর সামনে ছিলাম। বাংলোর ভেতরে ভিসি স্যারের পুরো পরিবার ছিল। ভিসি স্যার পদত্যাগ করার পর (বাংলোর বাহিরে এসে) যখন টিভি ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছিলেন আমি তখন ক্যামেরাম্যানের পেছনেই ছিলাম।

মানলাম মুসলেহ উদ্দিন খুব খারাপ লোক ছিল। আমি ভর্তি হওয়ার পর খুব বেশিদিন তাকে পাইনি। তাই তার ভালো মন্দ জানার সুযোগও হয় নাই। তাই বেশিকিছু বলতেও পারবোনা। কিন্তু শ্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোন ভিসি কে তার বাংলোতে আগুন দিয়ে পদত্যাগ করানো হয়নাই্ একমাত্র এই নজির আমাদের শাবিতেই আছে এবং সেই ঘটনায় জাফর ইকবাল স্যার সামনে থেকে নেত্ত্রত্ত দিয়েছিলেন।

যেইদিন ভিসির বাংলো ঘেরাও করা হয় সেইদিন সকালে আমাদের একটা মাইনর কোর্সের (Introduction to computer application) ফাইনাল ছিল। কোর্সেরশিক্ষক ছিলেন ইফতেখার রানা ভাই। উনি ্মঘটের কারনে পরীক্ষা নিলেন না। টানা ৬ মাস ধম্মঘটের কারনে ক্লাস পরীক্ষা হয়নাই। কিন্তু এই ধমঘটের ভেতরেই জাফর স্যার উনার ডিপার্টমেন্টের একটা ব্যাচের অনার্স ফাইনাল নিয়ে নিলেও আমাদের মাইনর কোর্সটা নিলেন না। "

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:০৪

অর্থব আমি বলেছেন: স্যার আজকের কলামে নিজেই বলছে একটা কথা যা উনার নিজের সাথে ভালই খাপ খায় -"আমাদের দেশে লেখালেখির একটা নতুন স্টাইল শুরু হয়েছে, সবারই একটা নিরপেক্ষতার ভান করতে হয়। তাই কেউ যদি গুরুতর অন্যায়ও করে– সোজাসুজি স্পষ্ট করে কেউ লিখেন না, ঘুরিয়ে-পেঁচিয়ে গা বাঁচিয়ে লিখেন যাতে কেউ কিছু বলতে না পারে। "

আর ধুলোময়বৃষ্টি শুধু মুসলেহউদ্দিনকে না তার পরেও স্যারের পাওয়ার প্র্যাকটিসের অনের নমুনাই ক্যাম্পাসে দেখছি। তবে মুসলেহউদ্দিনকে নিঃসন্দেহে খুব খারাপ লোক ছিল।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

ধুলোময়বৃষ্টি বলেছেন: SUST এর পোলাপাইন জানে স্যার কি জিনিস , তবে অন্য নোংরা টিচারদের মত ছ্যাবলা পলিটিক্স উনি করেন না , কিন্তু ঘাগু জিনিস। SUST এর বাইরে উনার ইমেজ আর এর ভিতরে উনার ইমেজ পুরাই ডিফারেন্ট

৫| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৫

েবনিটগ বলেছেন: বহি লয়ে অতীতের সকল বেদনা ,

ক্লান্তি লয়ে , গ্লানি লয়ে , লয়ে মুহূর্তের আবর্জনা ,

লয়ে প্রীতি ,

লয়ে সুখস্মৃতি ,

আলিঙ্গন ধীরে ধীরে শিথিল করিয়া

এই দেহ যেতেছে সরিয়া

মোর কাছ হতে ।

সেই রিক্ত অবকাশ যে আলোতে

পূর্ণ হয়ে আসে

অনাসক্ত আনন্দ - উদ্ভাসে

নির্মল পরশ তার

খুলি দিল গত রজনীর দ্বার ।

নবজীবনের রেখা

আলোরূপে প্রথম দিতেছে দেখা ;

কোনো চিহ্ন পড়ে নাই তাহে ,

কোনো ভার ; ভাসিতেছে সত্তার প্রবাহে

সৃষ্টির আদিমতারা - সম

এ চৈতন্য মম ।

ক্ষোভ তার নাই দুঃখে সুখে ;

যাত্রার আরম্ভ তার নাহি জানি কোন্‌ লক্ষ্যমুখে ।

পিছনের ডাক

আসিতেছে শীর্ণ হয়ে ; সম্মুখেতে নিস্তব্ধ নির্বাক্‌

ভবিষ্যৎ জ্যোতির্ময়

অশোক অভয় ,

স্বাক্ষর লিখিল তাহে সূর্য অস্তগামী ।

যে মন্ত্র উদাত্ত সুরে উঠে শূন্যে সেই মন্ত্র— ‘ আমি ' ।

রবি ঠাকুর

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

ধুলোময়বৃষ্টি বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য

৬| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬

ভিটামিন সি বলেছেন: এই বেটা একটা খবিশ।

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯

ধুলোময়বৃষ্টি বলেছেন: হম, দিনকে দিন খবিস হিসাবে উনাকে আর থামিয়ে রাখা যাচ্ছে না

৭| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

আল ইফরান বলেছেন: চামচামির একটা সীমা থাকা উচিত।
এই লোকের পক্ষে কিভাবে ক্লাসরুমে ছেলেমেয়েদের জ্ঞান দান করা সম্ভব তা কিন্তু আমার মাথায় আসে না।
শিক্ষক যদি হয় দুর্বৃত্ত শ্রেণীর অন্ধ সমর্থক সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন ওঠাই স্বাভাবিক :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

ধুলোময়বৃষ্টি বলেছেন: ভাই, উনি ভালো পড়ান , খুবই পান্ক্চুয়াল , এবং পরিশ্রমী।
উনার কোর্স থাকলে ওই কোর্স টাকে ইজি মনে হয়

কিন্তু ধীরে ধীরে উনি আবেগের কাছে যুক্তিকে বিসর্জন দিতে দিতে অন্ধ হয়ে গেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.