![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো এতো জাতের হিশাব লালন কখনো মানেন নাই। তাই তিনি বলেছিলেন - জাতের কিরূপ দেখলাম না। অর্থাৎ জাতের বাস্তব অস্তিত্ব তিনি অস্বিকার করেছেন। কিন্তু লালন জাত ভিন্ন অন্য কোন পরিচয়ও দাঁড়া করাইতে চান নাই, মানুষ পরিচয় বাদে। লালন বাঙলার আদ্যিকালের জাত প্রশ্নের মোকাবেলা করেছেন, উপনিবেশ বিরোধীতা করে জাতি তৈয়ার করার রাজনৈতিক চ্যালেঞ্জ তার মোকাবেলা করতে হয়নাই। কিন্তু নজরুল এইটা করেছেন। তাই তিনি জাতের সাথে জাতির তুলনামূলক প্রশ্ন এনেছেন। আমাদের নেতাদের কোন পরিচয়কে মূখ্য ধরে রাজনীতি করা উচিৎ, স্বাধীনতা সংগ্রাম করা উচিৎ? জাত নাকি জাতি? এই দেশে যদিও বহু জাত ছিল সেই সময়ে মুসলিম এবং হিন্দু এই দুই জাতের মধ্যে লড়াই তুঙ্গে ছিলো। বহু জাত মুক্ত হয়ে এইদেশের কিছু মানুষ মুসলমান হইছিলো মধ্যযুগে, আর বহু জাত ধারণ করে আরো বহু মানুষ হিন্দু হইলো ইসলাম, বৈষ্ণববাদ আর ব্রিটিশ শিক্ষা ও সাহচার্যের বদৌলতে। কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় দেখা গেলো যে এই দুই জাত পরস্পর দুশমন হইয়া দাঁড়াইছে। নজরুলের এই দুশমনিতে আপত্তি। তাই তিনি বলেছেন 'হিন্দু না ওরা মুসলিম, ঐ জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। মায়ের সন্তান, আমার মায়ের সন্তান। কে এই মা? এই মায়েরর একটা মানচিত্র নজরুলের মাথায় ছিলো কি? অথবা এই মায়ের সন্তানদের কোন জাতীয় নাম তার মাথায় ছিল কি? নজরুল বলেছেন, "কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর, বাঙ্গালীর খুনে লাল হ’ল যেথা ক্লাইভের খঞ্জর! ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পুনর্বার"। কবি 'বাঙালি'র কথা বলেছেন। কিন্তু তার মানে তারে এখন 'বাঙালি জাতীয়তাবাদী' বলতে হবে বিষয়টা এমন না। তিনি কিভাবে বাঙালি শব্দটা ব্যাবহার করেছেন সেটা দেখতে হবে। কবি পলাশীর দিগন্তে তাকাতে বলেছেন। বলেছেন বাঙালির রক্তের গঙ্গায় পুরা ভারতবর্ষের স্বাধীনতা ডুবে গেছে। আবার এই বাঙালির রক্তেই ভারতের স্বাধীনতার সূর্য উঠবে। ............ পশ্চিম বাঙলায় জন্ম নিলেও কবি বাংলাদেশেই মৃত্যু বেছে নিলেন। কারন এই বাংলাদেশ তার স্বপ্নের জাতীয় রাষ্ট্র, যেই বাংলাদেশ থেকে গোটা ভারতবর্ষের তাবৎ গণমানুষের স্বাধীনতার সূর্য উঠবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সূর্যের কিঞ্চিত আভা একসময় ভারতের আসাম, নাগাল্যান্ড, কাস্মির সহ বহু মুক্তিকামী জাতি দেখেছিলোও বটে। কিন্তু সেই সূর্য আর উদয় হইলোনা। কারন আমরা আবারো জাতি বনাম জাতের তর্কে ফিরা গেছি। কারন আমরা আবারো জাতি বনাম জাতের তর্কে ফিরা গেছি। বাঙালি জাতীয়তাবাদ বনাম বাংলাদেশী জাতীয়তাবাদের কুতর্ক তৈয়ার করেছি। কিন্তু আমাদের জাতীয় কবি এই রাষ্ট্রের জাতীয়তা বলতে জাত পাত সাম্প্রদায়িকতা মুক্ত জাতীয়তার কথা বলেছেন, বলেছেন সংগ্রামী ও বিপ্লবী জাতীয়তাবাদের কথা। যে জাতীয়তাবাদ শুধু বাঙালি না, ভারতের সকল জাতিসত্ত্বার মুক্তির কথা বলে, স্বাধীনতার কথা বলে।
শাহবাগের রাষ্ট্রপ্রকল্প
পাওয়া যাবে ২২ ফেব্রুয়ারি থেকে বইমেলায় শুদ্ধস্বর প্রকাশনীর স্টলে। স্টল নং ৩৯-৪১।
মূল্যঃ ২১০ টাকা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
পারভেজ আলম বলেছেন: শীতা কার বাপ তা আমি জানিনা।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১০
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: এটি মূলত: একটি বইয়ের 'এক ধরণের' বিজ্ঞাপন। কিন্তু কাউকে যদি বইয়ের নামটি না দেখিয়ে লেখাটির একটি শিরোনাম লিখতে বলা হয় সে হয়তো লিখবে 'জাতিয়তা প্রশ্নে লালন কিংবা নজরুল'। কিংবা এর কাছাকাছি কিছু একটা, কিন্তু কস্মিনকালেও সে লিখবে না 'শাহবাগের রাষ্ট্রপ্রকল্প'।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৬
বেঈমান আমি. বলেছেন: কবি বাংলাদেশ বেছে নিছে নাকি জাতির জনক মুজিব তাঁকে বাংলাদেশে নিয়ে এসেছেন?
পারভেজ তুমি একটা বর্নচোরা জ্ঞানপাপী।লাকি তো সাধারন সম্পাদক হলো আসিফ গেলো জার্মানি তোমার কি হপে?
জামাত কিন্তু ইলেকশানে কয়েকটা আসন পাইছে আজকে।তোমার শাহাবাগ কি কর্মসুচি নাও তার অপেক্ষায় থাকলাম।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৪
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: আমি যতদূর বুঝি স্বাধীনতার পর এই ভীরু বাঙ্গালীর জন্য সবচেয়ে সাহসী সময় এই শাহবাগ থেকেই উঠে এসেছে। সকল সীমাবদ্ধতা নিয়েও শাহবাগ বাঙ্গালীদের উজ্জ্বলতম সময়। এবং হাতে গুণা যে ক'জন এর ভিত্তিমূলে ছিলেন পারভেজ আলম তাদের মধ্যে একজন।
এই শাহবাগের জন্যই আমরা অন্তত: একজন রাজাকারের কবর খুঁড়তে পেরেছি। আর কিচ্ছু না, শুধুমাত্র এই অর্জনটুকুর জন্যও শাহবাগ আমাদের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।
৫| ১৯ শে জুন, ২০১৪ রাত ২:১১
ভাম_বেড়াল বলেছেন: @ব্লগার পারভেজ আলম, এই পোস্টটিতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অপ্রাসঙ্গিক কমেন্টের জন্য মাফ করবেন।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বইটি সংগ্রহের চেষ্টা করবো।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম....
৮| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:৪১
বিজন রয় বলেছেন: খবর কি পারভেজ আলম।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
পাঠক১৯৭১ বলেছেন: আপনি লিখেছেন:
" সেই সময়ে মুসলিম এবং হিন্দু এই দুই জাতের মধ্যে লড়াই তুঙ্গে ছিলো। "
হিন্দু ও মুসলিম, এরা কি জাতি?
ধর্মের ভিত্টিতে কি জাতি হয়?
লিখে যাচ্ছেন, ভাবনার মুল ঠিক নেই!