নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনো কিছুর সাথেই খাপ খাওয়াতে না পারা একজন। খানিকটা বোহেমিয়ান তবে ঐতিহ্যর প্রতি ভীষণ অনুরাগী। নিজেকে প্রায়শই মনে হয় ভুল জায়গায় ভুল মানুষ। এলোমেলো আর প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে সাংঘর্ষিক চিন্তা ভাবনা নিয়েই যাপিত জীবন।

নীল অভ্র

নিজের ওপর খুব অল্প বয়েস থেকেই বিভিন্ন ধরণের নিয়ন্ত্রণ আরোপ করে চলছি, বাঁধনহারা হবার বাসনা চিরকাল ছিল,আজো আছে, তবে আজকাল বেশ সাহস আর আত্মবিশ্বাস আছে মনে, বুঝে গেছি নিজেকে মেলে দিলেই ভালো, তাতে কার কী আসে আসে যায়, এটা ভাবার দরকার নেই, এখন তাই আমি এক উড়ন্ত, দুরন্ত পাখি নই-অভ্র, খুশিতে ভিজিয়ে দিতে, দুঃখে অশ্রু লুকোতে, আমি সত্যিই আজ দু্রন্ত, দুরন্ত অভ্র।

নীল অভ্র › বিস্তারিত পোস্টঃ

Happy New Year 2013

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ডিসেম্বর ৩১ শেষ, জানুয়ারীর ১ তারিখ,

হ্যাপি নিউ ইয়ার।

কনকনে শীত, থার্টি ফার্স্টের জমকালো প্রোগ্রাম,

উত্তরবঙ্গে, দক্ষিণ বঙ্গে মরছে মানুষ,

হ্যাপি নিউ ইয়ার।

তাজরীনে আগুন, শত লাশের মিছিল, লাশের খোঁজে স্বজন,

হ্যাপি নিউ ইয়ার।

টিভি ক্যামেরা, সাংবাদিক, পুলিশ, মানুষের সামনে বিশ্বজিতকে হত্যা,

হ্যাপি নিউ ইয়ার।

রামুতে বৌদ্ধ পল্লিতে রাতের আঁধারে বর্বর হামলা, বিচার নেই,

হ্যাপি নিউ ইয়ার।

সাগর-রুনির ছোট্ট মেঘের অনাথে পরিণত হয়ে যাওয়া এক রাতে,

হ্যাপি নিউ ইয়ার।

লাগাতার হরতাল, দূর্বিষহ মানুষের জীবন,

হ্যাপি নিউ ইয়ার।

গাড়ী ভাংচুর, বাসে জ্বলে পুড়ে অঙ্গার যাত্রীর দেহ,

হ্যাপি নিউ ইয়ার।

আবার বাড়বে বিদ্যুতের দাম, বাড়বে জ্বালানি তেলেরও,

হ্যাপি নিউ ইয়ার।

সড়কে সড়কে চলবে মৃত্যুর পরিসংখ্যান, নিহতের ঘরে মাতম,

হ্যাপি নিউ ইয়ার।

ফেলানিরা ঝুলে থাকবে কাঁটাতারে, ঝুলন্ত মানবতার মত,

হ্যাপি নিউ ইয়ার।

হুমায়ূন চলে যাবে চান্নি পসর রাত আসার আগেই, বৃষ্টিস্নাত মধ্যাহ্নে,

হ্যাপি নিউ ইয়ার।

নাহ আর এভাবে কত বলা যায়, কত শব্দ খরচ করা যায়,

বধির, অন্ধ, বিবেকহীনদের কাছে, তার চেয়ে শ্রেয়, এই তো,

বুকের কাছে টেনে নিয়ে বাংলার মাটি, ঘ্রাণ শুঁকে, তাতে নিজেকে সমর্পণ করবার,

আর এটুকু বলে যাবার, সারা বাংলা যেদিন সাকিব-তামিম-মুশফিকদের মত

এশিয়া কাপে শোনাবে বাঘের গর্জন, সেদিন ডেকো আমায়, পাবে ভিড়ে,

মুখে থাকবে- হ্যাপি নিউ ইয়ার।



জানুয়ারি ১, ২০১৩।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ফারজানা শিরিন বলেছেন: নাহ আর এভাবে কত বলা যায়, কত শব্দ খরচ করা যায়,
বধির, অন্ধ, বিবেকহীনদের কাছে,

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

নীল অভ্র বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.