![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের ওপর খুব অল্প বয়েস থেকেই বিভিন্ন ধরণের নিয়ন্ত্রণ আরোপ করে চলছি, বাঁধনহারা হবার বাসনা চিরকাল ছিল,আজো আছে, তবে আজকাল বেশ সাহস আর আত্মবিশ্বাস আছে মনে, বুঝে গেছি নিজেকে মেলে দিলেই ভালো, তাতে কার কী আসে আসে যায়, এটা ভাবার দরকার নেই, এখন তাই আমি এক উড়ন্ত, দুরন্ত পাখি নই-অভ্র, খুশিতে ভিজিয়ে দিতে, দুঃখে অশ্রু লুকোতে, আমি সত্যিই আজ দু্রন্ত, দুরন্ত অভ্র।
তিউনিসিয়ায় বুয়াজিজির আত্মহননে এসেছিল আরব বসন্ত, আর শাহবাগের একাত্ম হওয়া বাঙ্গালীদের এই মহাআন্দোলনে নিয়ে আসুক বাংলা বসন্ত। উড়ে যাক দেশ থেকে সব অশুভ আত্মা, মানুষ, মুখোশধারী জনগণের শত্রু।
সকল আন্দোলনকারীদের প্রতি স্যালুট।
জয় হোক।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
বোকামন বলেছেন:
জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!! জয়য়য় বাংলা!