![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের দারিদ্রের হার -২৫.৬%
বাংলাদেশের গড় দারিদ্রের হার -৩০.৭%
অতিদারিদ্রের হার -১২.৪%
দারিদ্রসীমার নীচে বসবাসকারী জনসংখ্যা মোট জনসংখ্যার -১৭.৬%
দারিদ্রসীমার উপরে বসবাসকারী জনসংখ্যা মোট জনসংখ্যার -৩১.৫%
সবচেয়ে বেশি দরিদ্র মানুষ অধুষিত বিভাগ - রংপুর-৪২%
সবচেয়ে কম দরিদ্র মানুষ অধুষিত বিভাগ -সিলেট--২৫.১%
দারিদ্র হারে শীর্ষ জেলা -কুড়িগ্রাম ৬৩.৭%
কম দারিদ্র হারে শীর্ষ জেলা -কুষ্টিয়া- ৩.৬%
studypress.org
বি.দ্র: কোন ব্যক্তি যদি প্রতিদিন ২১২২ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণ করে তাকে দরিদ্র হিসেবে ধরা হয় । আর কোন ব্যক্তি যদি প্রতিদিন১৮০৫ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণ করে তাকে চরম দরিদ্র হিসেবে ধরা হয়।
দৈনিক আয় ১ডলার ৩৫ সেন্ট হলে দরিদ্র।
বিভাগ ভিত্তিক তথ্য
১.মোট বিভাগ -৭টি (সর্বশেষ রংপুর)
২.আয়তনে বৃহত্তম বিভাগ - চট্টগ্রাম
৩.আয়তনে ক্ষুদ্রত্তম বিভাগ - সিলেট
৪.জনসংখ্যায় বৃহত্তম বিভাগ-ঢাকা
৫.জনসংখ্যায় ক্ষুদ্রত্তম বিভাগ-বরিশাল
৬. জনসংখ্যা বৃদ্ধির হার বেশি-সিলেট
৭.জনসংখ্যার হার কম - বরিশাল
৮. জনসংখ্যার ঘনত্ব বেশি-ঢাকা
৯.জনসংখ্যার ঘনত্ব কম-বরিশাল
১০. স্বাক্ষরতার হার বেশি-বরিশাল
১১. স্বাক্ষরতারহার কম- সিলেট
১২.জেলার সংখ্যা বেশি-ঢাকা বিভাগে ১৭টি
১৩. জেলার সংখ্যা কম- সিলেট বিভাগে ৪টি
সব তথ্য একসাথে পেতে দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন
studypress.org তে।
©somewhere in net ltd.