নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

কেমন আছো---যেমন আছি

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

প্রিয়তম,
কেমন আছো তুমি ...?
কাটছে তোমার দিন কেমন করে বলো-
রাতে বার বার ঘুম ভাঙ্গার বাজে অভ্যাস হয়েছিল
সেটা এখনো আছে কি ?
আমি হীন রাতগুলো তোমায় যন্ত্রণায় রাখে কি ?
প্রেশার বেড়েছে বলেছিলে, সুগারটাও নাকি ছিল বেশী-
এখন কেমন ?
নিয়মিত চেকাআপ করানোতে ছিল তোমার আলসেমি
কত বার মনে করিয়ে দিয়েছি গা করতেনা।।

তোমার ওখানে এখন কেমন শীত ?
শুনেছি অনেক শীত নাকি এবার তোমার শহরে !
ঠান্ডায় বুকে ব্যাথা বাঁধিয়েছিলে...
দেখ আবার হাঁপানির টান যেন না হয়
তোমার প্রতিটি শ্বাস আমায় ছুঁয়ে যায় যে,
কষ্ট আমারও হবে...সাবধানে থেক ।

আজ সারা রাত তুমুল তুষারপাত !!
তাপমাত্রা হিমাংকের অনেক নীচে
পেঁজা তুলার মতো নয় বাতাসে ভাসছে
শরীরে হুল ফুটানো ভারি মাত্রার বরফ কুচি
জীবনের উচ্ছাসে ভরপুর পুরো শহরটাই যেন
জনমানবহীন এক ভুতুড়ে নগর।
দুর্বোধহীন মৌনতা আর নিঃসঙ্গতা নিয়ে কেটে যাচ্ছে
এখানে আমার প্রতিটি প্রহর।
কত বছর দেখিনা জোছনায় প্লাবিত নদী,
শান্ত শীতল পূবালী বাতাসে পাল তোলা নাও,
শরতের খোলা আকাশ, ফাগুনের মৃদু মন্দ বাতাসে
হাল্কা কুয়াশা ভেজা শান্ত ভোর-শিশির ভেজা হলদে সর্ষে ফুল!!
নিঃস্ব জীবনে একাকীত্বের পাহাড় ভেদ করে খুব
শুনতে ইচ্ছে করে উদাসী ঢেউয়ে নাইয়ার বাঁশির সুর !!

ফায়ারপ্লেসের গনগনে আগুন বাড়ির নিস্তব্ধতা
আরও বেশী বাড়িয়ে শুধু তোমাকেই ভাবায়--
বিশ্বাস করবে কি, চোখ বুজলে এখনো স্পর্শ পাই
কপালে এঁকে দেওয়া তোমার মমতা ভালবাসায় সিক্ত উষ্ণ চুম্বন !!

প্রিয়তম, তুমি শুধু তুমি...নতুন করে..ভোরের প্রথম রোদে
চিকচিক করে উঠবে তোমার মুখ--
শীতের ধোঁয়া উঠা ভাপা পিঠার মিষ্টি সুবাসে তোমাকে আমন্ত্রণ
আসবে কি বহু প্রতীক্ষার প্রহর শেষে ?
গভীর রাতে ঘুম ভেঙে তোমায় জড়িয়ে
একবার সুখের কান্না কাঁদতাম !!
শুধু একটিবার তোমাকে জড়িয়ে ধরার
অদ্ভুত এক আক্ষেপ নিয়ে অপেক্ষায় আছি...
একবার আমাকে জড়িয়ে ধরো...তুমিই যে আমার সমর্পণ ।।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর। :)

আজ সারা রাত তুমুল তুষারপাত !!
তাপমাত্রা হিমাংকের অনেক নীচে
পেঁজা তুলার মতো নয় বাতাসে ভাসছে
শরীরে হুল ফুটানো ভারি মাত্রার বরফ কুচি

রাতে পরলে মনে হয় ঠান্ডায় ঠকঠক করে কাঁপতাম!

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

রাবেয়া রাহীম বলেছেন: ভাল বলেছেন । অনেক ধন্যবাদ ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

গেম চেঞ্জার বলেছেন: ফায়ারপ্লেসের গনগনে আগুন বাড়ির নিস্তব্ধতা
আরও বেশী বাড়িয়ে শুধু তোমাকেই ভাবায়--
বিশ্বাস করবে কি, চোখ বুজলে এখনো স্পর্শ পাই
কপালে এঁকে দেওয়া তোমার মমতা ভালবাসায় সিক্ত উষ্ণ চুম্বন !!


রোমান্টিক অনুভূতির কবিতা। +

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগলো , শুভেচ্ছা আর ধন্যবাদ রইল ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফায়ারপ্লেসের গনগনে আগুন বাড়ির নিস্তব্ধতা
আরও বেশী বাড়িয়ে শুধু তোমাকেই ভাবায়--
বিশ্বাস করবে কি, চোখ বুজলে এখনো স্পর্শ পাই
কপালে এঁকে দেওয়া তোমার মমতা ভালবাসায় সিক্ত উষ্ণ চুম্বন !!


দারুন লিখেছেন। মুগ্ধতা।

উচ্ছ্বাসউচ্ছাসে

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগলো , শুভেচ্ছা আর ধন্যবাদ রইল ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

কল্লোল পথিক বলেছেন: তোমার ওখানে এখন কেমন শীত ?
শুনেছি অনেক শীত নাকি এবার তোমার শহরে !
ঠান্ডায় বুকে ব্যাথা বাঁধিয়েছিলে...
দেখ আবার হাঁপানির টান যেন না হয়
তোমার প্রতিটি শ্বাস আমায় ছুঁয়ে যায় যে,
কষ্ট আমারও হবে...সাবধানে থেক ।
দারুন লিখেছেন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগলো , শুভেচ্ছা আর ধন্যবাদ রইল ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কত বছর দেখিনা জোছনায় প্লাবিত নদী,
শান্ত শীতল পূবালী বাতাসে পাল তোলা নাও,
শরতের খোলা আকাশ, ফাগুনের মৃদু মন্দ বাতাসে
হাল্কা কুয়াশা ভেজা শান্ত ভোর-শিশির ভেজা হলদে সর্ষে ফুল!!
নিঃস্ব জীবনে একাকীত্বের পাহাড় ভেদ করে খুব
শুনতে ইচ্ছে করে উদাসী ঢেউয়ে নাইয়ার বাঁশির সুর !!


অসাধারণ ------------ অনেক ভাল লাগা রইল।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগলো , শুভেচ্ছা আর ধন্যবাদ রইল ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগলো , শুভেচ্ছা আর ধন্যবাদ রইল ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২

তার আর পর নেই… বলেছেন: আপনার সবগুলো কবিতায় এক ধরণের হারিয়ে ফেলা প্রকাশ পায়।
এক ধরণের স্মৃতিচারণ থাকে …
গানটা শুনেছিলেন কিনা জানিনা , খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছ …

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

রাবেয়া রাহীম বলেছেন: হ্যা গানটা অনেক শুনেছি । খুব ভাল লাগার গান । অনেক শুভেচ্ছা রইল সুন্দর মন্তব্যের জন্য । ভাল থাকবেন।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

মনিরা সুলতানা বলেছেন: কয়েকবার পড়লাম
ভাল লেগেছে :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম , ভাল থাকবেন । শুভেচ্ছা রইল।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

আজাদ মোল্লা বলেছেন: আপু অনেক সুন্দর মন ছুঁয়ে গেছে , ভালো থাকবেন ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন । ধন্যবাদ অফুরন্ত।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: আজ সারা রাত তুমুল তুষারপাত !!
তাপমাত্রা হিমাংকের অনেক নীচে
পেঁজা তুলার মতো নয় বাতাসে ভাসছে
শরীরে হুল ফুটানো ভারি মাত্রার বরফ কুচি
রাতে পরলে মনে হয় ঠান্ডায় ঠকঠক করে কাঁপতাম!

বড়ই ভাল লাগল
+++++++++্

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা রইল।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২২

রুদ্র জাহেদ বলেছেন:
প্রিয়তমার কী সুন্দর আকুতি...নির্মল ভাবনা।রোমান্টিক অনুভূতির কবিতা।অসাধারন সুন্দর। আপুনি আমরা খুব শীঘ্রই আপনার বই "কাব্যগ্রন্হ" পাবো নিশ্চয়ই?

২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৮

রাবেয়া রাহীম বলেছেন: আপনার প্রত্যাশা পূরণের চেষ্টা করব খুব শীঘ্রই (ইনশা আল্লাহ) । অনেক ভাল লাগলো আপনার অনুপ্রেরণা । এভাবেই পাশে চাইব সব সময়। উজার করা ভালবাসা জেনো ভাইয়া । ভাল থেক ।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



শব্দ ও বাক্যে কিসের এত আকুলতা, ব্যাকুলতা

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬

রাবেয়া রাহীম বলেছেন: তাতেই তো কবিতার সফলতা । ভাল বলেছেন । ভাল লাগলো । ধন্যবাদ।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: অদ্ভুত সুন্দর রোমান্টিকতা!

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল লাগলো ।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

আবু শাকিল বলেছেন: স্মৃতিচারন কবিতা।খুব ভাল লাগল। সাবেক প্রেমিকা কে কবিতা টা শুনানো যাবে।
ধন্যবাদ।
"তোমার ওখানে এখন কেমন শীত ?
শুনেছি অনেক শীত নাকি এবার তোমার শহরে !
ঠান্ডায় বুকে ব্যাথা বাঁধিয়েছিলে...
দেখ আবার হাঁপানির টান যেন না হয়
তোমার প্রতিটি শ্বাস আমায় ছুঁয়ে যায় যে,
কষ্ট আমারও হবে...সাবধানে থেক । "

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

রাবেয়া রাহীম বলেছেন: ভাল বলেছেন, আনন্দ পেলাম, সাবেক প্রেমিকার জন্য শুভ কামনা । আপনার জন্য শুভেচ্ছা।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

অবচেতনমন বলেছেন: অতুলনীয় মনের ভাব প্রকাশ, এক কথায় অসাধারন।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক ।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন: আকুলিত কবিতায় খুব ভাল লেগেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

জনম দাসী বলেছেন: দেখো বোন পোস্টটি আলোচিত ব্লগে এসেছে......... কি যে খুশি লাগছে আমার। এগিয়ে যাও নাইয়ার বাঁশির সুর আর শিশির ভেজা হলদে সর্ষে ফুলের মত।

দোয়া অনেক অনেক ছোট বুবুটি... কাল গ্রামে ঘুরতে কেমন লেগেছিল, দুষ্টুমি আর মাতলামিতে.........

আরও নিও, এবং লিখো... হাম বহত খুশ ......

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

রাবেয়া রাহীম বলেছেন: বুবু , আমার বুক ভরা ভাল বাসা নিও। বুবু দেখেছিলে তো সেদিন একজন আমাকে জিরিয়ে নিতে বলেছিল। যদি জিরাতাম তবে এমন সুন্দর কবিতা কি লিখতে পারতাম , বল বুবু ?

তোমার খুশী আমাকেও অনেক আনন্দ দিয়েছে । ভাল থেক । দোয়া করবে আমার জন্য । দেশের জন্য বুবু অনেক মন খারাপ লাগে ।

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

রফিকুলইসলাম বলেছেন: মন ছুঁয়ে গেছ। অনেক সুন্দর , ভালো থাকবেন।রাবু

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইল । ভাইয়া বুঝতে পারছি আপনি আমাকে অনেক আপন ভেবেই "রাবু" বলেছেন কিন্তু ভাইয়া এই নামটা আমার একদম পছন্দ নয় ।

ভাল থাকবেন । আপনার ভাল লেগেছে আমি আনন্দ পেয়েছি।

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক শুভেচ্ছা আর ভালবাসা রইল । ভাল থাকবেন।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

আমিই মিসির আলী বলেছেন: বাহ্
ভালো লাগছে । :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: আমার পড়ে ভালো কবিতার এটি একটি।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা রইল । ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.