নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

অচেনা হওয়ার বাহানা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০০

আজ দুজনেই অচেনা হওয়ার বাহানায় ভীষণ ক্লান্ত;
ভান করি এমন যেন, কোন কালেই চেনা ছিলে না তুমি-
কোনক্ষণেই হৃদস্পন্দন দ্বিগুণ হয়নি-আমার জন্য তোমার-
বা আমার হৃদয় পোড়েনি তোমার প্রেমে !!
পরস্পরকে অবহেলা করার--
কি ভীষণ ছেলেমানুষিতে ব্যস্ত আজ দুজন !!
যেন, কখনো তোমার ভালবাসায়
আমি রঙ্গীন হইনি-- তুমি কেঁপে ওঠনি আমার ছোঁয়ায় !!

একমুঠো আলো-আঁধার মাঠ, তুমি আর আমি
এক আকাশ নগ্নতাকে সাক্ষী রেখে-তারা ভরা রাতে
হারিয়েছিলাম-তোমার বুকের রুক্ষ জমিনে;
নোনা ঘামের রোমশ বুকে মুখ লুকিয়ে-
বলেছিলাম "জন্ম জন্মান্তরের সাথী"।।

সব কিছুতে আজ শক্ত পাথুরে দেওয়াল দিয়ে
দূরত্ব বাড়ানোর কত হাস্যকর কৌশল আটি-
যেন কখনো তোমার নিঃশ্বাস-
আমার নিঃশ্বাসের ছোঁয়াতে ব্যাকুল ছিলনা !
শুধু জেনে রেখো--
তোমার ছায়ার কাছে কিছু প্রশ্বাস আমার তবু থেকে যায়!!

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভালবানা হারালেই কি এমন হয়?
কিংবা একবুক অভিমান!
বোঝা না বোঝার জন্মান্তরের ব্যবধান
পাথুরে দেয়াল দিয়ে--
কুসুম কোমল অনুভুতি
অবাধ্য অশ্রুজল
স্মৃতি কাতরতায় মুষড়ে পড়াকে ঠেকাতেই
যত কাঠিন্যের আয়োজন

আড়ালে ঠিকই প্রবহমান -অন্তহীন ভালবাসার তিরতির ফল্গুধারা........:)

অট: এত কষ্ট কে দিল কবি? ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

রাবেয়া রাহীম বলেছেন: পাথুরে দেয়াল দিয়ে--
কুসুম কোমল অনুভুতি
অবাধ্য অশ্রুজল
স্মৃতি কাতরতায় মুষড়ে পড়াকে ঠেকাতেই
যত কাঠিন্যের আয়োজন

আড়ালে ঠিকই প্রবহমান -অন্তহীন ভালবাসার তিরতির ফল্গুধারা...


ভীষণ ভাবে মন ছুয়ে গেল লাইন গুলি , আমি কিন্তু নোট করে নিলাম ।

ভাল থাকবেন অনেক অনেক, ভালবাসা রইল।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল। পরীক্ষা কবে থেকে । ?

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো আমার ঈদ বোনাস পাওয়া হয়ে গেল ঈদের আগেই :)

অধমের লাইন আপনার নোটে ঢোকার অনুমতি পেল :)

আপনার আগের কবিতাটা এখানে একজন কবিকে পড়িয়েছিলাম। কবিতার চেয়ে আমার কমেন্টে আপনার রিপ্লাই "এটা বেস্ট কমেন্ট দেখানোর জন্যই ;)
কিন্তু আপনার কবিতাই উনাকে দারুন আলোড়িত করেছে। কালও বলছিলেন- এইরকম অসাধারন লেখনি -সত্যিই সহসা খূঁজে পাওয়া যায় না! আপনার কবিতার বিষয়, ভাষা, শব্দ চয়ন, প্রকাশ ভঙ্গি, বিন্যাস.. উনিতো বলেই শেষ করতে পারেন না!

বড় বড় পাঙ্খা পাইয়া কিন্তুক আবার হাতপাখাগো ভূইলা যাইয়েন না ;) =p~ =p~ =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭

রাবেয়া রাহীম বলেছেন: আমি সত্যি সত্যি অনেক বেশী সম্মানিত বোধ করলাম আপনার কথায় । শুধুই ভালবাসা । আসলে আমি বাংলাদেশে থাকিনা । বিদেশে থাকলে নিজের দেশের প্রতি , ভাষার প্রতি, দেশের মানুষের প্রতি কতটাযে মায়া লাগে বিদেশে না আসলে বুঝতে পারবেন না । সত্যি আনন্দে চোখে পানি চলে এসেছে। অনেক ভাল থাকবেন । পাশে থাকবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: আমার "বিষে বিষক্ষয় " কবিতায় আপনার মুল্যবান মন্তব্য আমাকে অনেক বেশী আনন্দ দিবে , প্লিজ মন্তব্য করুন

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

তাসলিমা আক্তার বলেছেন: কোন এক সন্ধায় হঠাৎ চেনা পথে দেখা হয়ে গেলে, না দেখার ভান। তুমি হয়ত তিনবার ডাকতে গিয়েও পারোনি। আর আমি ভাবি, সেই ভাল-না দেখার অভিনয়। যে চোখে ভালবাসা দেখবো না আজ আর কি লাভ চেয়ে সেই চোখে??

তবু কোথায় যেন চিনচিনে ব্যাথা। চিনচিন করে। কবিতা ছুঁয়ে হৃদয় গেলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: লেখক বিদ্রোহী ভৃগু ভাইয়ের লেখাটাই আমি যোগ করলাম আপনার সাথে । বিদ্রোহী ভৃগু এর মন্তব্য আমাকে কবিতার সৌন্দর্য অনেক বাড়িয়ে দিল ।

স্মৃতি কাতরতায় মুষড়ে পড়াকে ঠেকাতেই
যত কাঠিন্যের আয়োজন
আড়ালে ঠিকই প্রবহমান -অন্তহীন ভালবাসার তিরতির ফল্গুধারা
.

তাসলিমা আক্তার আপু ভাল থাকবেন , ভালবাসা রইল।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
ধন্যবাদ কবি রাবেয়া রাহীম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল। ভাল থাকবেন কবি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

রাবেয়া রাহীম বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন। ভালবাসা রইল।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

কল্লোল পথিক বলেছেন: সব কিছুতে আজ শক্ত পাথুরে দেওয়াল দিয়ে
দূরত্ব বাড়ানোর কত হাস্যকর কৌশল আটি-
যেন কখনো তোমার নিঃশ্বাস-
আমার নিঃশ্বাসের ছোঁয়াতে ব্যাকুল ছিলনা !
শুধু জেনে রেখো--
তোমার ছায়ার কাছে কিছু প্রশ্বাস আমার তবু থেকে যায়!!
অসাধারন কবিতা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর কবিতা। +

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার কবিতার পরে
রবিন্দ্রনাথের এই কবিতাটি নিবেন করলাম

তবু মনে রেখো, যদি দূরে যাই চলি,
সেই পুরাতন প্রেম যদি এক কালে
হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি—
ঢাকা পড়ে নব নব জীবনের জালে।
তবু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি,
নূতন এ প্রেম যদি হয় পুরাতন,
দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি—
পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন।
তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে
উদাস বিষাদভরে কাটে সন্ধ্যাবেলা,
অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে,
অথবা বসন্ত-রাতে থেমে যায় খেলা।
তবু মনে রেখো, যদি মনে প’ড়ে আর
আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: আমি খুব খুব সম্মানিত বোধ করলাম , ভালবাসা রইল।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

জেন রসি বলেছেন: আপনার সব কবিতাতেই অব্যক্ত অনুভূতির তীব্র বহিঃপ্রকাশ থাকে। এই কবিতাতেও আছে। কবিতা ভালো লেগেছে।

ভালো থাকুন সবসময়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

শুভ্র বিকেল বলেছেন: সব কিছুতে আজ শক্ত পাথুরে দেওয়াল দিয়ে
দূরত্ব বাড়ানোর কত হাস্যকর কৌশল আটি-
যেন কখনো তোমার নিঃশ্বাস-
আমার নিঃশ্বাসের ছোঁয়াতে ব্যাকুল ছিলনা !

অনেক সুন্দর কবি। দারুণ অভিব্যক্তির প্রকাশ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ এক কবিতা পড়লাম ।

অভিনন্দন কবি !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: গভীরতা নেই তবে সুখপাঠ্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

শামছুল ইসলাম বলেছেন: খুব কাছের একজনকে এড়িয়ে যেতে "বাহানা"-র বিকল্প নেই।
সুন্দর ফুটিয়ে তুলেছেন অস্বস্তিকর মূহুর্ত গুলোঃ

//আজ দুজনেই অচেনা হওয়ার বাহানায় ভীষণ ক্লান্ত;
ভান করি এমন যেন, কোন কালেই চেনা ছিলে না তুমি-
কোনক্ষণেই হৃদস্পন্দন দ্বিগুণ হয়নি-আমার জন্য তোমার-
বা আমার হৃদয় পোড়েনি তোমার প্রেমে !!
পরস্পরকে অবহেলা করার--
কি ভীষণ ছেলেমানুষিতে ব্যস্ত আজ দুজন !!
যেন, কখনো তোমার ভালবাসায় //


ভাল থাকুন। সবসময়।

আমি রঙ্গীন হইনি-- তুমি কেঁপে ওঠনি আমার ছোঁয়ায় !!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে আপনার কথা। ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০

তানজির খান বলেছেন: শুধু জেনে রেখো--
তোমার ছায়ার কাছে কিছু প্রশ্বাস আমার তবু থেকে যায়!!

খুব ভাল লেগেছে কবিতা। শুভকামনা প্রিয় কবি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: "জন্ম জন্মান্তরের সাথী" চরম ছিল

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলি হৃদয়ের খুব কাছাকাছি।
পড়তেও ভাল লাগে।
++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

গেম চেঞ্জার বলেছেন: সুখপাঠ্যই বটে। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

সায়েম মুন বলেছেন: বেশ লিখেছেন। লিখতে থাকুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

ভ্রমরের ডানা বলেছেন: সব কিছুতে আজ শক্ত পাথুরে দেওয়াল দিয়ে
দূরত্ব বাড়ানোর কত হাস্যকর কৌশল আটি-
যেন কখনো তোমার নিঃশ্বাস-
আমার নিঃশ্বাসের ছোঁয়াতে ব্যাকুল ছিলনা !
শুধু জেনে রেখো--
তোমার ছায়ার কাছে কিছু প্রশ্বাস আমার তবু থেকে যায়!!


পুরো কবিতায় মুগ্ধতা রেখে গেলাম। এই শেষ কটি লাইনে অদ্ভুত শিহরনে দোলা দিলাম।

দুর্দান্ত কবিতায় +

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সময়ের আবর্তে বদলে যায় দৃশ্যপট।মানুষ সময়ের গোলামী করে মাত্র!
অসাধারণ কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.