![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
সেই স্বপ্নিল রাতে আমি প্রস্তুত ছিলাম না
তুমিই ছিলে আমার নিয়ন্ত্রক ,
চালিকা শক্তি,
সারথী !!
আমি ফিরিনি সেই শেষ রাতে
আমার আর ফেরা হয়নি তোমার থেকে
আজ তুমি নিঃশ্চুপ...আমি নির্বাক
অপেক্ষার প্রহর গুনে চলেছি--
দশ বছরের অপেক্ষা !
শাপমুক্তি চেয়েছিলাম তোমাকে ছুঁয়ে,
হয়েছি তোমার ছোঁয়াতে অস্পৃশ্য ।।
হৃদয়ের কতটা গভীরে ধারন করেছি বলে,
তোমার অস্তিত্ব আমার মাঝে অনুভব করি
ভালবাসা কতটা গভীর হলে তোমার লুকানো ব্যাথা
আমার হৃদয় অজান্তেই বুঝে নেয়
তুমি বুঝতে পারো কি ?
ভরা চাঁদের আলোয় মন হয়ে উঠে অশান্ত
মধ্য রাতে বাঁধ ভাঙা আলো, ভেজা বাতাস....
হাসনাহেনার সুবাস
এ যেন তোমাকে কাছে পাওয়ার আভাষ !
নিরবে বুকের পাজরে কষ্ট গুলোকে জমিয়ে মিনতি আমার,
"তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো,
আমাকে দাঁড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায়।।"
দৃষ্টির ভেতর মানেই কি দৃশ্যমান !
পায়ে-পায়ে না হেঁটেও চলেছি পাশাপাশি,
স্পর্শ না করেও ছুঁয়ে আছি তোমাকে
ভালোবাসা থাকে শুধু অগাধ বিশ্বাসে--
তাই খুব সাধ,
শুধু একবার হোক দেখা এই জনমে তোমার সাথে
নয়তবা পরের জনম--
শুধু একবার চোখের দেখা,
ছুঁয়ে দেখা,
তবুও হোক--
কিছু জানার ছিল,
ছিল কিছু প্রশ্ন ,
আর একান্ত কিছু কথা
চোখে রেখে চোখ !!
যদি কখনো ঘুম ভাঙ্গা মাঝ রাতে মনে পড়ে যায়,
রাত পোশাকেই চলে এসো--
সতেজ ঘ্রাণ লাগানো তোমার শরীর,
না আত্ম-দ্বন্দ্ব,
না দ্বিধা,
না সঙ্কোচ--
তোমার সামনে নতজানু হয়ে
নয় প্রেমে-
নয় ক্ষমা--
হাঁটু মুড়ে বসে চাইব শুধু তোমার দয়া
তোমার সামনে নতমুখে এই আমি
আমাকে দয়া করো।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
রাবেয়া রাহীম বলেছেন: ঠিক তাই, অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রাহীম ,
সুন্দর লিখেছেন, ভালোবাসা থাকে শুধু অগাধ বিশ্বাসে... ।
আসলেও তাই । সে বিশ্বাস দৃষ্টির ভেতর থেকে দৃশ্যমান নয় । ভেতরের চোখে দৃশ্যমান সে ।
আর বিশ্বাস যেখান তীব্র হয়ে রাত পোশাকেই চলে আসে মাঝরাতে সেখানে দয়া নয়, ভালোবাসায় অবগাহন হয় । দয়া করা শুধু ভালোবাসারই অপমান !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
রাবেয়া রাহীম বলেছেন: দয়া -মায়া -প্রেম মিলেইত গভীর ভালবাসার জন্ম ।
অনেক শুভ কামনা । ভাল থাকবেন ।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কবি।
আপনার কবিতা পড়লে আমার বুকের ভেতরটা মোচর দিয়ে উঠে।
হাহাকার জাগে কত স্মৃতি মনে পড়ে।
অনেক শুভ কামনা জানবেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
রাবেয়া রাহীম বলেছেন: আপনার কষ্ট জাগিয়ে তোলার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
সঙ্গোপনেই কিন্তু আমরা কষ্ট ভালবাসি ।
অনেক শুভ কামনা আপনার জন্য রইল। "সুপ্রিয়" কথাটি আনন্দ দিল অনেক। ধন্যবাদ।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
আরাফআহনাফ বলেছেন: তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো...
আমাকে দাঁড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায়।
ভালো লাগা জানবেন সাথে শুভ কামনা।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভ কামনা আপনার জন্য রইল।
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "দৃষ্টির ভেতর মানেই কি দৃশ্যমান !
পায়ে পায়ে না হেঁটেও চলেছি পাশাপাশি,
স্পর্শ না করেও ছুঁয়ে আছি তোমাকে -
ভালোবাসা থাকে শুধু অগাধ বিশ্বাসে তাই খুব সাধ,
শুধু একবার হোক দেখা এই জনমে তোমার সাথে
নয়তবা পরের জনম--শুধু একবার চোখের দেখা,
ছুঁয়ে দেখা, তবুও হোক--কিছু জানার ছিল,কিছু প্রশ্ন ছিল,
ছিল কিছু একান্তকথা চোখে রেখে চোখ !!"
একটা সুন্দর গতিশীল কবিতা পড়লাম।
আবেগটা খুব স্পষ্ট, যেটা ভাল লাগলো।
অনেক ভাল থাকবেন।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় অনেক আনন্দ পেলাম। ভাল থাকবেন।
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
দ্বীপের হিমু বলেছেন: ভালোবাসাটা সত্যি এক অদ্ভুদ শব্দ,,, যাহ এক সাথে অনেক কিছু বুঝাতে সক্ষম, ,,, অাপনার লেখাটা পড়ে ভালোবাসতে ইচ্ছা করে,,,,
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
নেক্সাস বলেছেন: স্পর্শ না করেও ছুঁয়ে আছি তোমাকে
বেশ লাগলো
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতার আবেশ রন্ধ্রে রন্ধ্রে আবেশিত করে দিল.....
+++++++++++++++++++++++++++++++
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
রাবেয়া রাহীম বলেছেন: হোম ওয়ার্ক বাকি রয়ে গেছে কিন্তু
ভাল থেকবে , অনেক ভাল লাগা নিও।
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ লাগল কবিতাটা। +
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
আবু শাকিল বলেছেন: খালা- কবিতা খুব সুন্দর হৈছে।
বিষাদের সুর নাই।বিরক্তি নাই।
শুধু ভাললাগা,ভাললাগা।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!!
ভাল লাগার মত কবিতা।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার কবিতা, অনেক ভাল লাগলো রাবেয়া আপা!
শুভ কামনা জানবেন!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০
শুপ্ত বলেছেন: ভালবাসা এবং বিশ্বাস আপনার মাজে প্রবল । আশাকরি ভবিষ্যতে ও এর ছন্দপতন ঘটবে না।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ লিখেছেন । অনেক ভালো লাগলো ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার একটি কবিতা, পড়তে ভীষণ ভাল লেগেছে ---
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
১৭| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সৃষ্টির স্বপ্নে বর্ণিল সে রাতে অপেক্ষায় ছিলাম
মৃত জমিনে নতুন জীবনের -প্রাণবীজের অন্কুরোদগমের
তুমি এসেছিলে শেষ প্রহরে
গভীর স্পর্শে রুয়েছিলে স্বপ্ন প্রাণ
বিহ্বলতা মুগ্ধতা আর আবেশে -যুগান্তের ওপার।
মুক্তি চেয়েছিলাম তোমার ছোঁয়ায়
অপবাদে কলংকিত হলাম-অন্তহীন।
আমি কাঁদলেই তোমার অস্থিরতা বেড়ে যায়
জেনে, কষ্টকে গিলে খাই- কান্না ভুলে
সাত সাগরের ওপারে তুমি সূখে থাকো ভেবেই-
তোমার আত্মা আমার চারপাশে ঘোরে আমি অনুভব করি।
এটাকি গভীর ভালবাসা! না অবশেসন!!
তুমি এলে-
ভরা পূর্নিমায় যেমন এসেছিলে
আত্মায়-দেহের পরিপূর্ণতায় মিশে গেলে-
স্বপ্ন আর বাস্তবতার ব্যবধান ঘুচিয়ে- তোমার ঘ্রান,
এলো চূলের ঘন গহীনে বুদ করে..দিনপঞ্জি মিলিয়ে
পৃথিবী জেনেছিল- সেদিনই তুমি ফিরেছিলে
মাতৃভুমে- নাকি আমার আত্মায়!
আমার উদ্যানে তোমার এতই টান-তবে হারালে কেন?
আজো পারোনা সব ছিন্ন করে ফিরতে - পতঙ্গ যেভাবে ঝাপায় আগুনে।
সবাই দেখে- চোখ মেললেই কি দেখা হয়
তোমার আমার বাহ্য দূরত্বে সকলেই সূখি
অথচ তুমি জানো আমি জানি
পায়ে পায়ে না হেঁটেও চলেছি পাশাপাশি,
স্পর্শ না করেও ছুঁয়ে আছি তোমাকে
নিত্য স্মরণে তুমি মিশে থাকো
এ জনমে পারো কিনা পারো
আর জনমে--শুধু একবার চোখের দেখা,
ছুঁয়ে দেখা, তবুও হোক--কিছু বলার ছিল,কিছু মিনতি ছিল,
ছিল কিছু একান্তকথা চোখে রেখে চোখ !!
যদি ছিড়তে পারো মোহ বাঁধন
চলে এসো হিসেবকে উপেক্ষা করে
শান বাধানো প্রাসাদ পাবেনা সত্যি- হৃদয়ের প্রাসাদের
সূখ- তুমি অনুভব করেছো; তোমার জন্যে তুলে রেখেছি
ঐ বিলাস ব্যাসনে কৃত্রিমতায় বিস্বাদ হলে হৃদয় চলে এসো- তোমার জন্য
পাতার কুটিরে আজো অপেক্ষায়- একবুক ভালবাসা নিয়ে।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১
রাবেয়া রাহীম বলেছেন: কি বলব !! সত্যি এবার আমি অভিভুত, আনন্দে নির্বাক! তোমার কাব্য প্রতিভায় মুগ্ধ!
বলছি শুধু আমি নিজেকে তোমার লেখায় আবার খুঁজে পেলাম, যে কথা গুলি আমি খুঁজে পাচ্ছিলাম না তুমি বলে দিলে । আমি কৃতজ্ঞ তোমার কাছে।
বেশী ভাল লাগার লাইন মুক্তি চেয়েছিলাম তোমার ছোঁয়ায়
অপবাদে কলংকিত হলাম-অন্তহীন।
আমি কাঁদলেই তোমার অস্থিরতা বেড়ে যায়
জেনে, কষ্টকে গিলে খাই- কান্না ভুলে
সাত সাগরের ওপারে তুমি সূখে থাকো ভেবেই-
তোমার আত্মা আমার চারপাশে ঘোরে আমি অনুভব করি।
এটাকি গভীর ভালবাসা! না অবশেসন!!
সুপার সুপার সুপার+++++++++++++++++++্
১৮| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:২৬
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা
১৯| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯
জেন রসি বলেছেন: স্পষ্ট আবেগের শৈল্পিক উপস্থাপনা।
++
২০| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: কি বলব !! সত্যি এবার আমি অভিভুত, আনন্দে নির্বাক! তোমার কাব্য প্রতিভায় মুগ্ধ!
বলছি শুধু আমি নিজেকে তোমার লেখায় আবার খুঁজে পেলাম, যে কথা গুলি আমি খুঁজে পাচ্ছিলাম না তুমি বলে দিলে । আমি কৃতজ্ঞ তোমার কাছে।
আমি কিন্তু লাল হয়ে যাচ্ছি! জানেনতো কাল মানুষ লাল হলে আরও কাল লাগে
অনকে অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আন্তরিকতায় ভরা প্রতি মন্তব্যে।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
রাবেয়া রাহীম বলেছেন:
সত্যি খুব খুশী হয়েছি ।
২১| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২৪
রায়হানুল এফ রাজ বলেছেন: দৃষ্টির ভেতর মানেই কি দৃশ্যমান !
অসম্ভব সুন্দর আর হৃদয়গ্রাহী।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
যে ভাবনার শেষ নেই