![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
মিলন, বিরহ, বিচ্ছেদ কিছুই চাই না, তবু কেন বিস্মিত হই ?!
কন কনে শীতে নির্বাক এই আমি,
উত্তরীয়র প্রত্যাশা করি না কখনো,
তবুও, ভেতরে আমার ঝাউ বনের কাঁপা প্রগাঢ় অনুভূতি,
বাসনার গান শোনায় !!
স্নেহ, মায়া , কামনা, প্রেম কিছুই ছোঁয় না আমাকে
তবুও, লোনা জলে ভিজে নিশ্চুপ পড়ে থাকে আঁচল আমার ।।
অদ্ভুত তৃষ্ণার কাঁপা সুখে,
রক্তের মাঝে উদ্দাম হয়ে উঠা প্লাবিত কামনারা
পাষাণ রাতের অন্ধকার শেষে শরীরে সৌরভ ছড়ায় ।।
হিম ধরা সময়ে চুপচাপ বসে আছি এক কোণে
জল থৈ থৈ অভিমানী আঁখি আমার নীরবে বয়ে চলা নদী যেন
বইছে মৃদু মন্দ বাতাস, অস্তরাগে রঙ্গীন আকাশ, উঠবে এখনি মস্ত বড় চাঁদ
আর আমি, এক হৃদয় হাহাকার বুকে পুষে,নিকষ আঁধারে তলিয়ে যাই
ঠোঁটের ভাঁজে, গলার খাঁজে, ফোটেনা আগের মত রক্ত পলাশ!!
দূরে থেকেও যে থাকে পুরো খেয়াল জুড়ে
তাঁর ই জন্য পোড়া মনটা পোড়ে খুব করে,
অভিমান করাতে জানো "সাম্য" প্রেমিক, ভাঙাতে জানো কি ?!
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম , অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
একটি বালুকণা বলেছেন: ;; ভালো লেগেছে।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম , অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
কল্লোল পথিক বলেছেন: কবিতা ভাল লেগেছে।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
রাবেয়া রাহীম বলেছেন: আমার নিয়মইত পাঠকের জন্য অফুরন্ত শুভেচ্ছা আর শুভ কামনা। ভাল থাকবেন সব সময়।
৪| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিমানে ভরা অভিমান কাব্যে +++
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
রাবেয়া রাহীম বলেছেন: নতুন হোম ওয়ার্ক
৫| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজনের কবিতা থেকে কোট..
" কিছু হলেই বয়ে যেত চোখের জল..!!
কত চেষ্টায় ফুটতো মেঘে ঢাকা সূর্যের হাসি
আজো কি তেমনি গাল ফোলাও,
চোখের জল কি মুছে দেয় কেউ চুমু খেয়ে
তোমার অপূর্নতার ভাবনায় আজো কষ্ট হয়
কষ্টের চোরাস্রোত হৃদসিকস্তি করে নিত্য বর্ষায়
সব চাপা পড়ে বাস্তবতার বাঁধের নীচে- .."
অভিমানও গলে যাবে নিশ্চয়ই
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
রাবেয়া রাহীম বলেছেন: একের ভেতরে দুই
খুব আনন্দ পেলাম ।
৬| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
এম.এ.জি তালুকদার বলেছেন: আপু,পড়তে ভালোই লাগলো।হয়তো- অপ্রাসঙ্গিক একটা বিষয় হবে, আপনার আগের ছবিটাই বেশী ভালো ছিল।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
রাবেয়া রাহীম বলেছেন: একটু সাজু গুজু করতে মন চেয়েছিল তাই এই ছবি ।
আগেরটা কোন রকম মেকাপ ছাড়া বিদেশে ব্যস্ততার ছবি ।
আনন্দ পেলাম আপনার কথায় । ভাল থাকবেন
"আপু" ডাকে মন ভরে গেল ভাইয়া ।
৭| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
আবু শাকিল বলেছেন: খালা- কবিতা খুব সুন্দর হৈছে।কবিতা পড়ার পর আমার সাবেক প্রেমিকার কথা মনে পড়ছে।
"
দূরে থেকেও যে থাকে পুরো খেয়াল জুড়ে
তাঁর ই জন্য পোড়া মনটা পোড়ে খুব করে,
অভিমান করাতে জানো "সাম্য" প্রেমিক, ভাঙাতে জানো কি ?!
"
০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৫
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম , অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৩
জ্যোস্নার ফুল বলেছেন: মিলন, বিরহ, বিচ্ছেদ কিছুই চাই না, তবু কেন বিস্মিত হই ?!
মাথার ভিতরে
স্বপ্ন নয়, __কোন এক বোধ কাজ করে!
স্বপ্ন নয়__শান্তি নয়__ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৪
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম , অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৯| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
রুদ্র জাহেদ বলেছেন:
দূরে থেকেও যে থাকে পুরো খেয়াল জুড়ে
তাঁর ই জন্য পোড়া মনটা পোড়ে খুব করে,
অভিমান করাতে জানো "সাম্য" প্রেমিক, ভাঙাতে জানো কি ?!
আপনার কবিতাদেরতো মুগ্ধ হয়ে পাঠ করি
+++
০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম , অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১০| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪৮
উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লাগলো। অনেক সুন্দর লিখেছেন।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:০৩
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম , অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫২
আরাফআহনাফ বলেছেন: "অভিমান করাতে জানো "সাম্য" প্রেমিক, ভাঙাতে জানো কি ?!"
+++++
সাম্য রাখতে হলে তো তাকে ভাঙাতেও জানা উচিৎ।
আপনার জন্য ফুটুক সব রক্ত পলাশেরা আরো রক্তিম হয়ে - শুভ কামনা প্রতিদিন।
০২ রা মার্চ, ২০১৬ ভোর ৪:৩৯
রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্যও রইল।
১২| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।
১৩| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিমানী-আজো একটুও বদলাওনি
তেমনি আছো ভেতরে কুসুম কোমল অথচ বাইরে
কি ভীষন পাষান! পাথরও মাথা কুটে মরে!
শুধু আমি জানি ভেতরে তিরতির কেঁপে ওঠা প্রগাঢ় প্রেম
সেবা, প্রেম আর সৃষ্টিসূখের গান বাঁধে।
স্নেহ, মায়া , কামনা, প্রেম সবকিছুকে এড়িয়ে
কতটুকু পেরেছো নিজেকে দূরে সরাতে?
লোনা জলের আহবানে দেখোনি-সুদূর পাহাড় থেকে র্ঝনা
কি চঞ্চলতায় ছুটে চলে মোহন মিলনে
গভীর নিশিথে রক্তের কণায় যখন মিলন স্মৃতি
আকন্ঠ তৃষ্ণায় অধরের উন্মাদনা
দেহের মাঝেই দেহাতীত মিলনের তীব্র ভাংচুর
কোমল রাত - কোমলতায় লুকিয়ে রাখে তোমায়।।
দেখো এখনো কেমন আগের মতোই
জলে ভরভর আখি দুটো নিয়ে আড়ালে মাখছো কষ্ট প্রলেপ
যে মৃদু হাওয়ায় উড়ছে তোমার আঁচল -চেয়ে আছো চাঁদপানে
না বুঝেই শিহরীত হচ্ছো- কেঁপে কেঁপে উঠছো আনমনে
তোমার ঠোঁটের ভাজে, গ্রীবার খাঁজে সবসময়ের মতোই ছুঁয়ে ছুঁয়ে
কে তোমায় মিশে রয়?
কে বলে দূরে আমি? শুধূই স্মৃতিতে? অসাম্যে!
অনুভবের চোখ মেলে দেখো- অনুভব করো আমি ছাড়া সবই মিছে!
০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
রাবেয়া রাহীম বলেছেন: হায়রে আমার আল্লাহ !! করেছ কি!! আজ আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম বাংলাদেশের নাম্বার ওয়ান কবি। আজ থেকে পাঁচ বছরের মধ্যে তুমি এই খেতাব পাবে এই আজ আমি লিখে দিলাম।
আমি অনেক খুশী হয়েছি। প্রত্যেকটি লাইন অপূর্ব হয়েছে। আলাদা করে আর কিছু বললাম না।
"নয় আর মিনতি" তে তোমার লেখা কিছু লাইন এড করেছি তোমার পারমিশন ছাড়াই আমার মত করে
ভাইয়ের সম্পদে বোনের দাবী থাকে সেই দাবী থেকেই নিয়েছি।
০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৫:৩০
রাবেয়া রাহীম বলেছেন: আগামীকাল এইটা আসরে দিয়ে দিও।
খুব সুন্দর ! খুব সুন্দর!
১৪| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১
শামছুল ইসলাম বলেছেন: আপনি যাই লেখেন, ভাল হয়ে যায়।
বেশ বলেছেনঃ
//দূরে থেকেও যে থাকে পুরো খেয়াল জুড়ে
তাঁর ই জন্য পোড়া মনটা পোড়ে খুব করে,
অভিমান করাতে জানো "সাম্য" প্রেমিক, ভাঙাতে জানো কি ?!//
ভাল থাকুন। সবসময়।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম , অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
রুবেল জামান বলেছেন: অসম্ভব ভাল লেগেছে ম্যাডাম, খুবি ভাল লিখেছেন।।।।