![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
শবযাত্রা চলছে শশ্মানের দিকে
অথবা গোরস্থান
আমার শবযাত্রায় পড়ছে কলেমা শাহাদাত
তোমার শবযাত্রায় বলছে "বল হরি বল"
আমি বলি আল্লাহ
তুমি বল ভগবান,
ঈশ্বর ।
শেষ ঠিকানা ঐ এক জায়গা ভূমীর তল
কখনোবা তুমি ভাবো তুমি সেরা
আমি ভাবি আমি
এসব দেখে মুচকি হাসেন আমাদের জগত স্বামী
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২১
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৩
সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।
৩| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৭
মিজানুর রহমান মিরান বলেছেন: এসব দেখে জগত স্বামীর সাথে সাথে আমিও হাসি!
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: ঠিক বলেছেন ,
অনেক ধন্যবাদ ।
৪| ১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫২
খায়রুল আহসান বলেছেন: তুমি ভাবো তুমি সেরা আমি ভাবি আমি
এসব দেখে মুচকি হাসেন আমাদের জগত স্বামী ।। -- চমৎকার বলেছেন।
কবিতার অন্তর্নিহিত ভাবটি সকলেরই জানা আছে, তবুও এ নিয়ে যেন কারো ভাবার অবকাশ নেই।
কবিতা ভালো লেগেছে।
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: ঠিক বলেছেন ,
অনেক ধন্যবাদ ।
৫| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:০৯
রুদ্র জাহেদ বলেছেন: শেষ ঠিকানা এক জায়গাতে ভূমীর তল
গভীরবোধ!এসব মানুষ ভাবতে উপলব্ধি করতে চাইনা
৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ছোট্ট কবিতাটি পড়ে ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
উল্টা দূরবীন বলেছেন: গভীর। হৃদয়ছোঁয়া। ভালো লাগলো।