নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

যাতনা বাড়ায় অহর্নিশি

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৬

একাকী একজন--
দীর্ঘ রাত্রির নিস্তব্ধ প্রহরে
মুখোমুখি হই স্বপ্নাহত দিনলিপির
দুঃস্বপ্নের বীর্যে বেদনার গর্ভে জন্ম নেয়---
কি অসহ্য হাহাকার!

কৃষ্ণপক্ষের মধ্যরাতে শরীরের নেশায় বুঁদ হয়ে
একজনই বলেছিল-এসো শিখিয়ে দেই ভালোবাসা কি...
এড়াতে পারিনি সেই কামার্ত আহবান,
তাই গিয়েছিলাম ভীরু পায়ে--পেরিয়েছিলাম নিষিদ্ধ সব দরজা,
অজস্র পাপগ্রস্থ জানালা; অবাক আমি নীরব খেলাতে,
গোপন মেলাতে-আপন খেয়ালে,
বিলীন হয়েছিলাম সেই সর্বনাশা রাতে !
ছুঁয়ে দিলে কপাল থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত--
বুকে জড়িয়ে রাখলে দীর্ঘক্ষণ !
কি ভয়ংকর সর্বনাশা ভালোবাসা দেখেছিলাম
তোমার দু'চোখের তারায় আর বুকের পাঁজরের গভীর খাঁচায় !!

কামনার আগুন সেদিন তুমিই জ্বেলেছিলে
নাজুক গোলাপের পাপড়ির মত আমার সমগ্র সত্ত্বায়!
অশরীরি তোমার আগমনে আন্দোলিত হয়ে
নিজেকে সাজিয়েছিলাম টকটকে লাল রঙে
আমি শুধু কান পেতে শুনেছিলাম চুমুর আহ্বান,
অতঃপর আমিও ঠোঁট বাড়ালাম
ভালোবেসে সেই থেকে পুড়ছি আগুনে, একাকী !

অনন্ত বিষাদের দৃষ্টিতে নির্বাক চেয়ে থাকা
আজ আমায় নেশাগ্রস্থ করে রাখে;
স্মৃতিটুকু রাখতে দিলে আমার কাছে-
দু'জনার স্মৃতি একাই বয়ে বেড়ানো
কি কষ্ট, বুঝতে পারো কি?
মৃত স্বপ্নরা অভয় দিয়ে বলে যায়--ফিরে আসবে সে,
কিচ্ছুটি হারাবে না!
তবুও হারায় সব,
যাতনা বাড়ায় অহর্নিশি!

কবিতাটির আবৃত্তি
কবিতার আবৃত্তি

মন্তব্য ৭৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩১

নিরাশ পরশ বলেছেন: একাকী একজন দীর্ঘ রাত্রির নিস্তব্ধ প্রহরে মুখোমুখি হই স্বপ্নাহত দিনলিপি..............................

ভালো লাগলো..............সুন্দর.....।

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

২| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪

শাহ আজিজ বলেছেন: চমৎকার রাবেয়া , অসাধারন উচ্চারন , খোলামেলা , নির্বিবাদ, অপরাধবোধহীন কামচরিত , ভাল্লাগলো ।

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

৩| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪

সাগর মাঝি বলেছেন: আপনার কবিতার মাঝে হারিয়ে গেছি। সত্যিই অসাধারণ!!!!!!

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

৪| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

তার আর পর নেই… বলেছেন: বাহ্! নিষিদ্ধ আগুনে পোড়া … +

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

৫| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

৬| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১০

সুরাইয়া বীথি বলেছেন: আপুনি, অব্যক্ত কথাগুলো অকপটে লিখেছ কবিতার ভাষায় ! ভাষাশৈলী দেখে মুগ্ধ হলাম !

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

৭| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৪

বিজন রয় বলেছেন: কিন্তু এই বেদনার স্ফুরণ তো পাপ ছিলনা! এক প্রেম প্রার্থিনীর গোপন প্রকাশ।
+++

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর বলেছেন, ভাল লাগলো । ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

৮| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩০

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন সুন্দর প্রকাশ
+

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা । ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

৯| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

কল্লোল পথিক বলেছেন:






বাহ্! নিষিদ্ধ আগুনে পোড়া …...... + +++++++++++++++++++++++++

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

১০| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

১১| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭

ঈশান আহম্মেদ বলেছেন: অসাধারণ কবিতার শব্দগুলো ও ভাষা। +++

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

১২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

প্রীতম বলেছেন: আগাগোড়া পড়ার আগে থামিনি। তারমানে ভালোলেগেছে খুব। ভালো থাকবেন।

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

১৩| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

আরাফআহনাফ বলেছেন: "তবুও হারায় সব, যাতনা বাড়ায় অহর্নিশি!" সব কি হারায়?
ভালো লাগা থাকলো অনেক অনেক।

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

রাবেয়া রাহীম বলেছেন: হারায়াও হারায় না কিছু তাইতো কষ্টেরা ছাড়েনা পিছু।
ভালবাসা রইল। ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

১৪| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

রাজু বলেছেন: হেব্বীতো কবিতাটা!! নিচ্চয় আপনে লেখচেন, তাইতো এতো সুন্দর হইচে হে হে হে.

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম আপনার কথায়। ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

১৫| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: নিষিদ্ধ কবিতার বর্ননায় মূগদ্ধ হলাম ।

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

১৬| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সপ্নাহত - টাইপো?


বেশ ভালো লেগেছে।

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।
এখনি ঠিক করে নিচ্ছি। অনেক ভালবাসা রইল।

১৭| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: কামনার ঝড়! তারপর বিষাদময় অপেক্ষা।

ভালো লেগেছে।

++

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

১৮| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩

রিপি বলেছেন: কৃষ্ণপক্ষের মধ্যরাতে শরীরের নেশায় বুঁদ হয়ে
একজনই বলেছিল-এসো শিখিয়ে দেই ভালোবাসা কি...
এড়াতে পারিনি সেই কামার্ত আহবান,
তাই গিয়েছিলাম ভীরু পায়ে--পেরিয়েছিলাম নিষিদ্ধ সব দরজা।


কি ভয়ংকর সর্বনাশা ভালোবাসা দেখেছিলাম
তোমার দু'চোখের তারায় তারায় আর বুকের পাঁজরের গভীর খাঁচায় !!


আবারও মুগ্ধ হলাম। এত ভয়ংকর সুন্দর করে কথা গুলো লিখে ফেললেন কিভাবে!!!
অনেক ভালোবাসা রইল কবি ও কবিতার জন্য।

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: এত সুন্দর কমেন্ট যেভাবে করেছেন ঠিক সেভাবেই আমি লিখি । এই মন্তব্যের পর আবারো লিখতে ইচ্ছে করছে আপু ।
ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম। অনেক ভালবাসা ।

১৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
দৃষ্টিভঙ্গি, অবস্থান আর মনের অনুভব
স্বপ্নকে সাজায় ভাল মন্দ সূখ দু:খে ভাসায়

দারুন এক স্বপনের তরীতে যেন যাঁদুর তালে তালে দুলে দুলে চলেছি.....

অসাধারন কাব্য!

২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৯

রাবেয়া রাহীম বলেছেন: =p~ ভালো বলেছ। হোম ওয়ার্ক মনে হয়না বেশি টাফ হবে।

ভাল থেক।

২০| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কামনার আগুন সেদিন তুমিই জ্বেলেছিলে
নাজুক গোলাপের পাপড়ির মত আমার সমগ্র সত্ত্বায়!
অশরীরি তোমার আগমনে আন্দোলিত হয়ে
নিজেকে সাজিয়েছিলাম টকটকে লাল রঙে
আমি শুধু কান পেতে শুনেছিলাম চুমুর আহ্বান,
অতঃপর আমিও ঠোঁট বাড়িয়েছিলাম
ভালোবেসে সেই থেকে পুড়ছি আগুনে, একাকী !


দারূণ শব্দশৈলীতে একনিপুন গাঁথুনিতে মনের আবেশ ছড়ায়ে যাও তুমি কবি , অসাধারণ তোমার লিখনী । ভাল লাগার যতটুকু তটটুকু রেখে গেলাম। ভাল থেকু সবসময়।

২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: আবারো লিখতে ইচ্ছে করছেে এত সুন্দর মন্তব্যের পরে
আপ্নিও ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম। অনেক ভালবাসা ।

২১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৫

আমিই মিসির আলী বলেছেন:
কামনার আগুন সেদিন তুমিই জ্বেলেছিলে
নাজুক গোলাপের পাপড়ির মত আমার সমগ্র সত্ত্বায়!
অশরীরি তোমার আগমনে আন্দোলিত হয়ে
নিজেকে সাজিয়েছিলাম টকটকে লাল রঙে
আমি শুধু কান পেতে শুনেছিলাম চুমুর আহ্বান,
অতঃপর আমিও ঠোঁট বাড়িয়েছিলাম
ভালোবেসে সেই থেকে পুড়ছি আগুনে, একাকী !


চমৎকার।
+

২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: অনুপ্রাণিত হলাম। অনেক ভালবাসা ।

২২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৮

উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ লিখেছেন। মন চাচ্ছে কয়েকটা লাইনের ভিতর ডুব মেরে বসে থাকি।

২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: :D =p~ আনন্দ পেলাম আপনার কথায়, আমার লেখা সারথক। অনেক ভালবাসা ।

২৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

আবু শাকিল বলেছেন: রাবেয়া খালা- দারুন এক্কান কাব্য
প্লাস এবং লাইক :)

২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

২৪| ২১ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৯

ভবোঘুরে বাউল বলেছেন: অসাধারণ স্মৃতিচারণ! মুগ্ধ হলেম আরেকবার।

২১ শে মার্চ, ২০১৬ ভোর ৪:১১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

২৫| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬

সিফাত ও তার কবিতা বলেছেন: সাহসী লেখা। ভালো লাগলো। শুভ কামনা।

২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

২৬| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮

আলোরিকা বলেছেন: ' মৃত স্বপ্নরা অভয় দিয়ে বলে যায়--ফিরে আসবে সে,
কিচ্ছুটি হারাবে না! তবুও হারায় সব,
যাতনা বাড়ায় অহর্নিশি! ' - চমৎকার অভিব্যক্তি ! কবিতা অসাধারণ হয়েছে :)

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: অনুপ্রাণিত হলাম। ভালোবাসা রইল।

২৭| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৯

মোঃ দেলওয়ার হোসেন বালিয়াডাঙ্গী বলেছেন: অনেক সুন্দরভাবে ভালবাসার বাস্তবতা তুলে ধরেছেন। খুব ভাল লাগলো।

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: অনুপ্রাণিত হলাম। ভালোবাসা রইল।

২৮| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

স্পর্শ বলেছেন: অনেইইইক সুন্দর শব্দ চয়নে সাবলিলতা ও অসাধারন । কিছু বলার নেই ।

তবে না বললেই নয়

জাগতিক পৃথিবীর মানব-মানবীর অকৃত্রিম নিবিড় প্রেমময় ভালোবাসায় বিরহের করুণ সুর অনুরণিত হচ্ছে আপনার
চমৎকার বিচ্ছেদপূর্ণ প্রেমময় কাব্যে ।
যার থেকে অনুপ্রানিত হয়ে আমার কীবোর্ড থেকে বেড়িয়ে মনের কিছু অগোছালো ভাবনা

আমার প্রিয়তমাকে আসতে বললাম
দেখিলাম, আমার সম্মুখে এক অপরূপা
দৃশ্য, স্বর্গীয় অপরূপা অপ্সরিদের সবটুকুর
সৌদুর্য্য নিয়ে আমার সামনে আকাবাকা
মেঠো পথে দণ্ডায়মান হৃদয়য় প্রিয়া ।
চোখের সামনে কর্নঝরা ঝর্নাধারা, মুখে
ভুবন বিজয়ী হাসি, দুহাত ভরা তাজা গোলাপ,
আমি নির্বাক, নিস্পন্দন ভাবে তাকিয়ে রইলাম
তার স্বর্গীয় শ্রী অপ্সরির মুখের দিকে, স্মরন নাই
দুজনের বর্তমান অবস্থান, প্রত্যেকে হারিয়েছি
নিজেকে কারু মনে নেই এটি একটি জনপথ,
পৃথিবীর সবটুকু লজ্জা এসে তার নয়নপুত্তুলি
ঢেকে ফেলল , আনত নয়নে আমার অন্তর হাহাকার
মনে হল পুর্নশশি মেঘের আড়ালে ডাকা পরল।


তোমাকে কাছে পেয়ে পূর্ণিমার চাঁদ পেয়েছিলাম
শহর-বন্দর, গ্রাম-গঞ্, সাহারার মরুচারী পথিক ,
পারস্য সাগর-উপসাগর,আরব সাগর , লৌহিত
সাগর এবং বঙ্গোপসাগরের তৃষ্ণা বুকে নিয়ে
অবশেষে সাক্ষাত পেলাম পল্লী হাউজে কাওসারের ।
সুদীর্ঘ ফাগুন চৈত্রের খড়ার দাবদাহে দিন গুলিতে
একফুটা বৃষ্টির আশায় ধুসর আকাশে চেয়ে
থাকা বাংলার সবুজ তরুলতার তৃষ্ণার্ত চাতকী প্রিয়া !
পাইলে শ্রাবনের জলপ্রপাতের ধারা , সীমাহীন
নীলাম্বর ঝাপাইয়া তোমার ঐ বিশাল বুকে ।

ধন্যবাদ শুভ কামনা ।

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: মন থেকে ভেসে আসা আপন মনের কথা আপনার কবিতা খানি কিন্তু বেশ হয়েছে। আমার ভাল লেগেছে।
অনুপ্রাণিত হলাম। ভালোবাসা রইল।

২৯| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সাহসী উচ্চারণ, চমৎকার কবিতা।

অনেক অনেক শুভেচ্ছা।

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: অনুপ্রাণিত হলাম। ভালোবাসা রইল।

৩০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ২:২৭

মাটিরময়না বলেছেন: চমৎকার লেখনি।

+++

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

৩১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১০

শরনার্থী বলেছেন: বেশ মনযোগ দিয়েই পড়লাম। কোন কবিতাই কখনো আমাকে এভাবে কামার্ত করে তুলতে পারেনি। যেটা এটা করল ক্ষনিকের জন্য। কি বলব বুঝতে পারছিনা। সমালোচনা করতে চেয়েছিলাম পারলাম না।

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।

৩২| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১

এম.এ.জি তালুকদার বলেছেন: খবর পাঠকের মতো ঝরঝরে কবিতার আবহ। আপুরে তোমাকে অনেক ধন্যবাদ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫

রাবেয়া রাহীম বলেছেন:

অনুপ্রাণিত হলাম।

ভাইয়ারে ভাল থাকবে , দোয়া করিও।
আমার অনেক গুলি কবিতা চুরি করে অনেকেই নিজের নামে চালিয়ে দিচ্ছে। ভাবছি লেখাই বন্ধ করে দিব।

৩৩| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

শুদ্ধ রয় বলেছেন: কবিতার সততা, হৃদয়ের মগ্নতা এনে দিল মুগ্ধতা।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর করে বলেছেন, অনুপ্রাণিত হলাম। ভালোবাসা রইল।

৩৪| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

রায়হানুল এফ রাজ বলেছেন: "দুঃস্বপ্নের বীর্যে বেদনার গর্ভে জন্ম নেয়---কি অসহ্য হাহাকার!"
"মৃত স্বপ্নরা অভয় দিয়ে বলে যায়--ফিরে আসবে সে,
কিচ্ছুটি হারাবে না! তবুও হারায় সব,
যাতনা বাড়ায় অহর্নিশি!"
খুবই ভালো লিখেছেন।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: অনুপ্রাণিত হলাম। ভালোবাসা রইল।

৩৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সেই চিরন্তনী--মহাকালের অসীম প্রহরে
নিত্য খেলায় মূখোমূখি অগণন
প্রেম-কাম মন্থনে আত্মা দেহের পাতন নিপাতন
শুক্লপক্ষের শেষ প্রহরে জেগেছিল বোধোদয়:
-উর্বশীর মিলন আহবানে বিনিদ্র রজনী
অসীম সাহসে পেরিয়ে সকল নিষিদ্ধ দরজা
টগবগে ফুটন্ম কাম স্বপ্নাতুর প্রহর
আপাদমস্তক শৃংগারের রাগ মোচনের স্বপ্নে
বিভোর মনে সহসা~ পলকে মহাসত্য দর্শন!

ক্ষনজন্মা দেহের প্রতি এত আকুলতা
হারিয়ে যাওয়া যৌবনের প্রতি এত নিবেদন
যে ক্ষন পলকে পর হয়ে যায় তার জন্য এত সাধন
হায়-তবে সেই পরম- কি অমলিন, অফুরান,অন্তহীন।

শূন্যতায় সেই থেকে একাকী পরম মিলনের উন্মনা।

দেখি নির্মোহ দৃষ্টিতে সৃস্টির মহামেলা
জন্ম-মৃত্যু চক্রে অবিরাম আসা যাওয়ার কি ভীষন উন্মত্ততা
কামে-প্রেমে লন্ডভন্ড: দুধ জলে মেশা
রাজহাসী পানের নেশায় অনুভবে অনুভবহীনতা
প্রেমের আড়ালে কাম কামের আড়ালে নিত্যতা
নিজের কুষ্ঠি নিজেই লিখে নাও বিরতিতে
ফেরা না ফেরার পথ বেছে নিয়ে-চক্রাবর্তন পেরিয়ে।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: কি আর বোলব ! অসাধারণ কম হয়ে যায় । আসরে দিয়ে দাও এখুনি।

৩৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনে যাই বারেবারে
আহা ভালোলাগা;
বলবো কি বুঝিনাকো
ক্ষত বুকে দাগা।

যেই স্মৃতি আজতক
বুকে যাই বয়ে;
কি আজব! অনায়াসে
সবি দিলি কয়ে!!

যা পড়েছি,যা শুনেছি
বোল মোর বন্ধ;
তোর মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

বুঝিনারে কইবো কি
নই অত ঋদ্ধ;
আমি এক অগামগা
নিপাতনে সিদ্ধ।

মূল্যিবো তোর লিখা
নেই অত স্পর্ধা;
মন থেকে জানালুম
কবি তোরে শ্রদ্ধা।

৩৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২২

জাহিদ অনিক বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: ঘুম থেকে উঠার পরে পড়িও ।

৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

জাহিদ অনিক বলেছেন: ঘুম থেকে উঠে পড়েছিলাম।

কয়েকবার আবৃত্তটা শুনলাম। বেশ মন দিয়েই শুনলাম।


কবিতা বেশি ভাল লেগে গেলে আমি মন্তব্য খুঁজে পাই না। কিছু বলতে ইচ্ছে করে না। কবিতা নিয়ে আর কথা বলার সাহস পাই না। তখন মনে হয় হয় তারচেয়ে বরং অন্য কিছু নিয়ে কথা বলি কবির সাথে।

ও বুবু, যাতনা কমানোর কোন কবিতা নাই ??


১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: কবিতার প্রধান উপকরন হলো যাতনা । এখন তুমিই বলো আছে কি যাতনা কমানোর কোন কবিতা?

http://www.somewhereinblog.net/blog/su15/30204593#comments
এইটা দেখো কিছুটা মলম হি সেবে কাজ করতে পারে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: Click This Link

৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

জাহিদ অনিক বলেছেন: পড়ে এলাম কৃষ্ণপক্ষের মধ্যরাতে


নাহ যাতনা কমাতে পারে নাই, ঠিকই বলেছেন কবি, কবিতার প্রধান উপকরন হলো যাতনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.