![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
ভালোবেসে ভক্তি ভরে কত ভক্ত তোমায় করে নৈবেদ্য দান
শত ভক্তের ভীড়ে কখনও কি খুঁজে থাক আমার মুখটি ?
মনে পড়েনা না?
তুমি কি এখনো সম্মুখে আসন পেতে ধুপ শিখার গন্ধ গায়ে মেখে
দেবতার আলোকে দ্যুতি ছড়াও ?
কখনো কি মন্ত্র ভুলে আমার নামটি চলে আসে ?
স্পর্শ বোঝ ?
বসন্ত বাতাসে শিহরণ খেলে যায় কি ?
সর্বাঙ্গে ঔদ্ধত্য মেখে বর চাইতে গিয়ে আমি তোমাকেই চেয়েছিলাম,
আমার স্পর্শে জেগে ওঠেছিল তোমার হাজার বছরের কামনা
আর আমি হয়েছি অসুচী, অস্পৃশ্য ।।
তোমার বেদিতলে হৃদয় রেখে আলোকিত করেছি হৃদয়,
অন্ধকার কি কখনো ঢেকে দিতে পারে !
হয়না না?
নিঃস্ব-রিক্ত হয়ে ভালবেসেছি হৃদ মাঝারে রাখবো তোমায়
অপবিত্র হয়েছিলে বুঝি ?
বিস্মৃত বেদনার বীষ দুঃসহ সান্ত্বনাহীন-মনমরা এক শঙ্খচিল;
না, জানতে চাইনি কেমন আছো
বুকের ভেতর দুমড়ে মুচড়ে রেখে দিলাম প্রশ্ন'টা
কেবলই কিছু আবেগী মেঘ প্রতিনিয়ত নিয়ম ভঙ্গের
প্রতিযোগিতায় মত্ত থেকে বার বার তোমায় মনে করিয়ে দেয় !!
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৪
রাফা বলেছেন: চমৎকার কবিতা-খুব ভালো লাগলো।
ধন্যবাদ,রা.রাহীম।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। ধন্যবাদ।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১০
রিপি বলেছেন: চমৎকার মন খারাপের কবিতা।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। ধন্যবাদ।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩
কল্লোল পথিক বলেছেন: তুমি কি এখনো সম্মুখে আসন পেতে ধুপ শিখার গন্ধ গায়ে মেখে
দেবতার আলোকে দ্যুতি ছড়াও ?
কখনো কি মন্ত্র ভুলে আমার নামটি চলে আসে ?
মনটা খারাফ হয়ে গেল।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। ধন্যবাদ।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১
শামছুল ইসলাম বলেছেন: "কিছু আবেগী মেঘ"-এর কিছু আবেগী কথা শুনলাম।
ভাললেগেছে আবার মনে ব্যথাও পেয়েছি।
ভাল থাকুন। সবসময়।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। ধন্যবাদ।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন কখন মনে অজান্তে মনের কথা বলে ফেলে তাইত কবিতা। নাকি নটরাজের নাটকয়িতা? কবিতা অনেক ভাল হয়েছে। ভাল থাকবেন প্রিয় কবি।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। ধন্যবাদ।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
প্রীতম বলেছেন: কবিতায় কবিতা আজকাল খুজে পাওয়া ভার। কিন্তু যখনই আপনার কবিতা আসে তখন শিরোনামেই ক্ষুধা ভুলি।
আলাদা আলাদা করে বলতে গেলে শেষ হবার নয়। তবে অদ্যপান্ত আবেগে আর সৃষ্টিতে ভরা।
খুব ভালো হয়েছে কবি। ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। ধন্যবাদ।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬
রায়হানুল এফ রাজ বলেছেন: প্রিয়জনের কথা মনে হলেই আনমনা হয়ে যায় সবাই। কবিতা ভালো লেগেছে। শুভকামনা রইল।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। ধন্যবাদ।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
মো: ইমরান আল হাদী বলেছেন: চমৎকার একটি কবিতা।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। ধন্যবাদ।
১০| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দাতা আর গ্রহীতায় অনুভবের ব্যবধান আকাশ জমিন
আকাশ হৃদয় উজার করে দেয় রোদ, বৃষ্টি জল
জমিন সমৃদ্ধ হয়, সুজলা,সুফলা। মনে পড়ার শর্তহীন!
দেবতারা নির্লোভ করে বলেছেন তোমায়?
উপাখ্যান ঘেটে দেখো, ইচ্ছে আর স্বপ্ন পূরনে কত বেশি স্বৈরাচারী
তুমি আবেশাবিষ্ট হলে দেবতার কি দায়!
তাদের ভুলও যে সুন্দর ভুল!
স্পর্শ শিহরণ অনুভব সূখ তো একচেটিয়া- অাধিকারিকের।
তোমার ঔদ্ধত্যও হয়তো তারই ইচ্ছাপূরণের এক শৈল্পিক পূত:মন্ত্র!
হাজার বছরের কামনা কি একে মিটে?-হাজার রম্ভা, উর্বশীরা কালে কালে
সূচী করে গেছে,যাচ্ছে, যাবে! দু:খহীন-অ কে গলে ধারন করে!
আলো-আঁধার আপেক্ষিক: বেড়াল চোখে
অন্ধকারেই যার বসবাস ভয়ডরহীন
বেদীর উপর-তলে পার্থক্য কি খুব হয়
হয়না না?
বিপ্রতীপ খেলা নিত্য, তুমি নি:স্ব হয়েছো বলেই সে ধনবান
পবিত্রতার বীজ যে বোঝে তারে অপবিত্র করে কার সাধ্যি?
হারাবার দু:খবোধই ক্লান্ত করে তোমায়
সবপ্রশ্ন হাওয়ায় উড়িয়ে দাও
আবেগী মেঘের আহবানে বাঁধ নতুন সুর
তুমি লা-মাকানে বসে থাকো স্মৃতি-বিস্মৃতির উর্দ্ধালোকে!
১১| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪২
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! চমৎকার কবিতা
স্পর্শ বোঝ ?
বসন্ত বাতাসে শিহরণ খেলে যায় কি ? --- মারাত্মক লাইন
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৪
কালনী নদী বলেছেন: সুন্দর কবিতা বোন! সংগ্রহে রাখলাম বৃষ্টির দিনে পড়া যাবে। কিন্তু বৃষ্ঠির ফুটাতে আপনি একটি ব্যথা রেখে গেলেন যা পাঠককে প্রতিবার ভাবাবে।