নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

কোথায় যে হারিয়ে যাও তুমি!!

২২ শে জুন, ২০১৬ সকাল ৮:০৬

বাঁধবে ঘর আমার সাথে?
খরস্রোতা নদীর গা ঘেঁষে ছোট্ট একটি টিলা উঠে গেছে তার উপরেই
আড়ম্বরহীন একমুঠো ঘর,কুঁড়ে ঘরও হতে পারে,
পাশেই রৌদ্র ছায়ার লুকোচুরিতে এক চিলতে উঠোন
উঠোন বেয়ে ঠিক নীচেই সবুজ ধানের ক্ষেত-- হুহু করে বয়ে যাওয়া বাতাস
বিকেলে গাঁয়ের হাট থেকে কিনে আনা কচুর শাক,
ছোট মাছ সেই সাথে তোমার প্রিয় মোচার ঘন্ট আর হিং দেয়া ডাল
কোমরে আচঁল পেঁচিয়ে শুকনো পাতায় করবো অাটপৌরে রান্না।।

এই বনভুমে থাকবে আমায় নিয়ে?
উদোম পায়ে যখন তুমি নদীটির ওপারে যেতে থাকবে,
পায়ের তলার ছোটছোট নরম পাথরগুলো
নীচের দিকে ডেবে গিয়ে উপরে বুদবুদ উঠে,
তোমার পায়ের তালুতে সুড়সুড়ি দেবে,
সমস্ত বনভুম কাঁপিয়ে তুমি হা-হা করে হেসে উঠবে...
বুনো অরণ্য, থোকা থোকা সবুজের ঝোঁপঝাঁড়ে
অনুরাগের নির্জনতায় কেঁপে উঠবো দুজন এক সাথে,
তুমি চেয়ে দেখোনা---একটা ডিঙি ও নেই এ তল্লাটে,
হাঁসের পালকে বোনা সাদা ডানায় ভেসে যাবো জলের স্রোতের মাঝে।।

হবে আমার সাথে অরণ্যচারী?
রাত মূখর হবে ঝিঁঝিঁ পোকার কোলাহলে
ভেঁজা বাতাসে ভেসে আসবে জ্যোৎস্নার হাতছানী
ঝরা বকুল আর শিউলীরা সারারাত অস্ফুট সৌরভ ছড়াবে
নবীন সৌরভে সুরভিত হবো এক সাথে
জানি, এরপর তোমার মন ঠিক ভালো হয়ে যাবে
হয়তো তুমি ফিরতেই চাইবে না আর
সকাল সন্ধ্যা একটানা বিষ্টিতে ভেঁজা, রৌদ্রজ্জ্বল পদ্মপুকুরের পাশে
ঘাসফুলের নাচানাচি দেখবো হাতে হাত রেখে
কেরোসিনের কুপি জ্বালিয়ে সাজাব নিরাভরণ শয্যা;

রোদ বৃষ্টির ছাওনিতে বসে ভালবাসার বীজ বুনবে?
চলোনা একটা সাধারণ জীবন যাপন করি।

এই দেখো, গল্প করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যাই হয়ে গেল,
তোমার দেখা নেই,
কোথায় যে হারিয়ে যাও তুমি!!

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:০৭

সাইদুর রহমান শাওন বলেছেন: ভালো লিখেছেন

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:১৫

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ!!!
এমন করে বললে কে না যেতে চাইবে :)

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম, অনেক ধন্যবাদ

৩| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৫

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।

সকাল বেলায় আপনার কবিতাটি পড়ে মনটা ভরে উঠল।

বাঁধবে ঘর আমার সাথে?
এই বনভুমে থাকবে আমার সাথে?
হবে আমার সাথে অরণ্যচারী?

অসাধারণ আহ্বান!

শুভকামনা।

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: ভালো লাগলো
অনেক ধন্যবাদ

৪| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:১৭

কল্লোল পথিক বলেছেন:




বাহ!চমৎকার কবিতা।
কবিতায় একরাশ ভালো লাগা রেখে গেলাম।

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
যা চেয়েছি কেন তা পাইনা
যা পেয়েছি কেন তা চাই না
ছেড়া ছেড়া ফুলে গাথা মালা
পুরেনাকে কেন ভুলে যাইনা--

গানটাই মনে পড়লো কবিতা খানা পড়ে ;)

অসাধারন আকুতি :)

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: ভাইজান নতুন গান লিখতে থাকুন ততক্ষন্

৬| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ কবিতা। ধন্যবাদ বোন রাবেয়া রাহীম।

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৭

রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভালো লাগাতার আনন্দ পেলাম
অনেক ধন্যবাদ

৭| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:২৩

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কবিতা, আপুনি। :)

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৮| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:২৭

মোস্তফা সোহেল বলেছেন: যে সুন্দর বর্ননা দিলেন যে কেউই যেতে চাইবে কারও না বলার থাকবে না।
অনেক ভাল লাগল

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৭

কানিজ রিনা বলেছেন: আশ্বাসের বিশ্বাস থাকলনা,ভেঙে গেল প্রলয়
ঝড়ে খেলারও পুতুল ঘর। জীবন্ত পুতুল
গুল হাড়াল স্নেহ মমতার বন্ধন।

২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

১১| ২৩ শে জুন, ২০১৬ রাত ২:১৮

কালনী নদী বলেছেন: অসাধারণ কবিতা।

২৩ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

১২| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:৫৭

শুভ্র বিকেল বলেছেন: অসাধরণ প্রকৃতির ছবি তুলে ধরেছেন। অনেকদিন পর? যদিও আমি ছিলাম না।

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:১৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা ! চমৎকার ওয়েল পেইন্টিং !!

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:১৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.