নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৬

বাড়ী থেকে বের হয়ে আপন মনে হাঁটছে অয়ন । গলির মাথায় ছাই রঙা দোতলা বাড়ীটার সামনে এলে অনিচ্ছাসত্ত্বেও দৃষ্টি বার বার সেদিকে চলে যায় তাঁর । অয়ন জানে সমাজে এই সম্পর্কের কোন মুল্য নেই । এই সম্পর্কটিকে সামাজিক করার মত সাহস তার ও মালবিকা কারোরই নেই। তাকিয়েই থাকে সেদিকে। শত মণ পাথর বুকে চেপে আছে যেন তাঁর। হাতের উল্টো পিঠে চোখ মুছে নিয়ে দ্রুত বাড়ীটিকে পাশ কাটাতে চায় সে।

দুপুর বেলাতে পাড়াটা বেশ নির্জন। ঘর থেকে বের হয়ে আসে মালবিকা। পিঠের উপর শাড়ীর আঁচল ভাল করে টেনে দেয়। তবে থুতনির নিচে কালচে দাগ আড়াল করতে পারছেনা। মুখ কিছুটা নামিয়ে গুটিগুটি পায়ে গলির মুখে যেতেই চোখা চোখি হয় অয়নের সাথে। চোখ ফিরিয়ে পাশ কাটায় । ভাড়া ঠিক না করেই দ্রুত রিকশাতে উঠে পড়ে।

কিছুদুর যাওয়ার পর আরেকটি রিকশা এসে মালবিকার রিকশার সামনে পথ রোধ করে দাঁড়ায়। সামনের রিকশা থেকে নেমে মালবিকার রিকশায় উঠে হুড তুলে দিয়ে উৎকণ্ঠিত হয়ে জানতে চায় অয়ন---

"এখানে কালশিটে দাগ কেন পড়েছে। জানোয়ারটা গায়ে হাত তুলেছে আবার"? বলেই হাত বাড়িয়ে জায়গাটা ছুঁতে চায়।

ঝটকায় হাত সরিয়ে নেয় মালবিকা, শুকনো মুখে বলে--- "কিছু হয়নি আমি ঠিক আছি"।

"না তুমি ঠিক নেই" -- পিঠে হাত রাখে অয়ন।

আঁচল সরে গিয়ে কালসিটে দাগ দেখে আঁতকে উঠে সে।

সদাহাস্যময়ী, প্রাণচঞ্চল মিষ্টি স্বভাবের মেয়ে মালবিকা। বুকের গভীরে অয়নের জন্য ডানা ঝাপ্টালেও রায়হানের পরিবারে মানিয়ে চলার পরীক্ষাতে সে ভালোভাবেই উতরে যায়। মালবিকার শরীর নিয়ে মেতে উঠতে তাঁর স্বামী যতটা স্বচ্ছন্দ, তাঁর হৃদয়ের কথা জানতে ততোটাই অনাগ্রহী।

গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আলো ঝলমলে অচেনা শহরটার দিকে চেয়ে থাকে সে। এই শহর, পরিবার, কাজের জায়গা কোনোকিছুই মালবিকার আপন মনে হয় না। কখনও সে জোরে শাওয়ার ছেড়ে চিৎকার করে কাঁদে। খুব কাঁদে।

খুব সুখী হতে ইচ্ছে করে তার। প্রতিদিন হতাশায় ছেয়ে থাকা এই জীবনটা বোঝা মনে হয়। বুকে চাপ চাপ জমা কান্না , কষ্টে কণ্ঠ ভারী, পৃথিবীতে নিজেকে খুব উদ্বাস্তু মনে হয় মালবিকার।

কাছের আপনজনেরা অনেকটা জোর করেই যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে তাকে। মনে হয় কোথাও কেউ নেই এখন আর। বিয়েটা ভেঙে যাওয়ার পর অপবাদের বোঝা বয়ে বেড়ানোর ক্ষমতা তাঁর কই? সংসার টিকিয়ে রাখতে মুখ বুজে মেনে নেয় সব কিছু। মেনে নেওয়াটাই সংসার জীবনের সাফল্যের মূলকথা হয়ে দাঁড়ায় যেন।

ততক্ষণে রিকশা এসে দাঁড়ায় বাচ্চাদের স্কুলের সামনে। এক গাল হাসি নিয়ে পাঁচ বছরের মৃদুল তাঁকে জড়িয়ে ধরে। ছেলেটিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে, বেঁচে থাকার অবলম্বন খুঁজে পায়। অয়নের দিকে চেয়ে ম্লান হাসি দিয়ে মৃদুলের হাত ধরে বাড়ীর পথ ধরে মালবিকা।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!!!!!!!!!

দারুন!!!!

++++++++++++++++++

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:৩০

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান।

২| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:০৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: অয়নের দিকে চেয়ে ম্লান হাসি দিয়ে মৃদুলের হাত ধরে বাড়ীর পথ ধরে মালবিকা। অয়ন কি এই হাসিটি দেখতে চেয়েছে ?

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:৩২

রাবেয়া রাহীম বলেছেন: খুব অর্থ পূর্ণ জিজ্ঞাসা করেছেন, সামাজিক নিয়ম ভাঙ্গা যায়না বলেই অনেক কিছুই দেখতে হয় অয়ন আর মালবিকাদের।
অনেক ধন্যবাদ, খুব ভাল থাকবেন।

৩| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:১৭

পথহারা মানব বলেছেন: দারুণ গল্প++++
অল্পকথায় অনেক কিছুকে কি সুন্দর করেই না বুঝালে বুবু!!!!

ও বুবু তোমার প্রেমের ক্লাসের ২য় ক্লাস কবে শুরু হবে.???
প্রথম ক্লাসেতো কি করি আজ ভেবে না পাই ভাইকে নিয়ে লিখছ এবার কিন্তু তোমার বোনদের যে কোন একজনকে নিয়ে লিখতে হবে!!!

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ ভাই।

প্রথম ক্লাস দিয়েই তো আমি স্কুল বন্ধ করে ভেগে গেলাম =p~

তারপরেও যদি করোর প্রয়োজন পড়ে তখন নতুন স্কুল দেওয়ার চিন্তা করা যেতে পারে।
তখন আবার কিন্তু ফান্ড রেইজ করতে হবে। সবার কন্ট্রিবিউশন লাগবে।

কানিজ রিনা বলেছেন: বুবুকে বলি পথ হাড়া মানুষের জন্য ইশকুল
শুরু হোক।

বোনেরা মনে হচ্ছে প্রেমে পারদর্শী তাদের ক্লাসের দরকার নাই =p~ =p~

৪| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:২২

কানিজ রিনা বলেছেন: বুবুকে বলি পথ হাড়া মানুষের জন্য ইশকুল
শুরু হোক।

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:৪০

রাবেয়া রাহীম বলেছেন: তুমি ঠিক বলেছ বোন , তাই ভাবছি--

অনেক ভাল থেক। ধন্যবাদ।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪০

পথহারা মানব বলেছেন: বুবু গ্রামদেশে না একটা কথা খুব প্রচলিত আছে "অতার পাতে ভাত দাও" মানে অন্যকে দেখিয়ে নিজের পাতের দিকে ইঙ্গিত করা। তাহলে বুবু বুঝতেই পারছ কার জন্য তোমার প্রেমের ক্লাস শুরু করা দরকার।

এবার তাহলে তোমার কানিজ রিনা বোনকে নিয়েই ক্লাস শুরু হোক। আর আমায় নিয়ে কি ক্লাস দিবে, আমিতো নিজেই প্রেমের হাটের প্রফেসর। তুমি ক্লাস চালু কর, আমি এসে লেকচার দিয়ে যাব। ;)

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫০

রাবেয়া রাহীম বলেছেন: আর আমায় নিয়ে কি ক্লাস দিবে, আমিতো নিজেই প্রেমের হাটের প্রফেসর। তুমি ক্লাস চালু কর, আমি এসে লেকচার দিয়ে যাব।

প্রোফেসর সাহেব কে অনুরধ করছি এবার নতুন ক্লাস আপ্নিই শুরু করেন, আমি আসব ভলান্টিয়ার হিসেবে =p~

৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১

রক্তিম দিগন্ত বলেছেন:
বড় একটি মন্তব্য লিখেছিলাম, সামুর কারণে পোস্ট করা গেল না।

মেজাজটাই খারাপ।

যাই হোক, +।

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: ইশ! কেমন আফসসে এখন পড়লাম! মন্তব্যটি পড়ার ভীষণ লোভ লাগছে।
যাই হোক মেশিনের উপর রাগ করে কি লাভ, আপনি পড়েছেন এতেই অনেক আনন্দ পেলাম ।
ভাল থাকবেন, ধন্যবাদ।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০

সুমন কর বলেছেন: মেনে নেওয়াটাই সংসার জীবনের সাফল্যের মূলকথা হয়ে দাঁড়ায় যেন। -- এর জন্যই কি নীরবে অত্যাচার সহ্য করতে হয় !!

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক সময় হয়ত তাই--- অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.