![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
বরষার প্রথম দিনে এখনো বৃষ্টি নামেনি এই শহরে,
কালো মেঘের আনাগোনায় মন খারাপ আমি ঘুরে বেড়াই,
বাদল ঘন শ্রাবণে ঝাপসা হয়ে ওঠা শহর
হয়ত আচম্বিতে ঝরঝরিয়ে ঝরাবে প্রপাত!
ইচ্ছে গুলো আজ কারণে অকারণে উড়ে যায় নির্জন কোন অরণ্যে
বুকের জমিনে জমানো আবেগ গুলো নিয়ে রিমঝিম সুরে
বেশুমার বৃষ্টিতে ভিজে যাবো একাই।
একান্ত ভাবনায় আবেগ প্রবণ আমি
কাঙ্ক্ষিত মুখটি তীব্র থেকে তীব্রতরই হয়!
তোমার ওখানে কি এখন বৃষ্টি হচ্ছে খুব? শ্রাবনের বৃষ্টি!
সহজে থামবার নয়---জানালাটা খোলা কি শোবার ঘরের?
হয়ত তুমি গভীর মগ্ন খসড়া পাতার সাজে;
মনে কি পড়ে, বৃষ্টি ভেজা স্মৃতিময় সেই রাতে--কিছু বলতে গিয়েও চোখ বুজলে,
আর আমি ছিলাম আহা! আলিঙ্গনে শিউরে ওঠা শিহরিত,
নিরমিলিত চোখ, দেহজুড়ে অবসাদ, বৃষ্টিভেজা গোলাপ যেন!
বৃষ্টির জন্য অপেক্ষা করি,
অপেক্ষায় তোমার আজ বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি....
ভিজে যায় পথঘাট, আলোকিত শহর, কিন্তু তুমি আর আমি ভিজতে পারি কই!!
শ্রাবণ ধারার বর্ষণে একাকার হয়েছে দুচোখ
বুকের ভেতর মেঘ গুড়গুড়
দামাল হাওয়া শান্ত হচ্ছে না যে,
ভিজে যাচ্ছে, ভেঙ্গে যাই, ভাসছি বিলাপে হায়!
ঝরছি আমি ব্যথার তুমুল বরিষণে।
এই শ্রাবণ ধারায় ডুবতে চাই, ভাসতে চাই ভাঙতে চাই,
কি আশ্চর্য তুমি!
চুপ করে আছ প্রচন্ড খরা ধারন করে।
ঝিরিঝিরি বৃষ্টিতে আকাশের দিকে মুখ করে ভাবনার গভীরে ডুবে
ডাকছি তোমার নামটি ধরে
শুনতে কি পাও-- আমার শব্দহীন করুণ সুর?
( কিছুদিন খুব ভারি ভারি পোস্টে মন ভারি হয়েছিল তাই আজকে অনেক আগের লেখা আবার পোস্ট দিলাম)
১০ ই জুলাই, ২০১৭ ভোর ৪:০৯
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় প্রেরণা পেলাম।
অনেক ধন্যবাদ।
২| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০০
ঋতো আহমেদ বলেছেন: কোন শহর ছিল এটা?
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫
রাবেয়া রাহীম বলেছেন: কোন এক দূরের শহরে
৩| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হয়েছে আমি
বৃষ্টিস্নাত দিনের শুভেচ্ছা
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬
রাবেয়া রাহীম বলেছেন: তোমাকেও অনেক শুভেচ্ছা । আমার শহরে কিন্তু বৃষ্টি নেই ।
৪| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১০
কানিজ ফাতেমা বলেছেন: ভাল লাগলো এই বর্ষাবন্দনা ।
বৃষ্টিমূখর কদমের শুভেচ্ছা ।
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: কদমের শুভেচ্ছা আপনাকেও।
ভালো লাগায় আনন্দ পেলাম
৫| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪০
হাতুড়ে লেখক বলেছেন: সারা বেলা বন্ধ জানালা!
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯
রাবেয়া রাহীম বলেছেন: ভেতরে অসফুট নীরবতা
অনেক ধন্যবাদ ভালো থাকবেন।
৬| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বৃষ্টি হবে। শহরে নতুন করে প্রাণ ফিরে পাবে তার তার অনুষঙ্গররা।। আশায় বুক বাধুন।
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১
রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা
কি আশা য় বাঁধি খেলাঘর বেদনার বালুচর --- আমনার কথা। এই লাইন মনে আসলো।
অনেক ধন্যবাদ
ভালো থাকবেন।
৭| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: শুনতে কি পাও? আমার সকরুণ সুর !
হ্যা শুনতে পাই তোমার করুণ সুর। তাই যখন তুমি অভিমান করেছিলে তোমাকে ফেরার জন্য আহবান জানিয়েছিলাম । তুমি বুঝো না বুঝি?
ভাল লিখেছেন সুপ্রিয় ব্লগার । ভালই বর্ষা চলছে সেই সঙ্গে বর্ষাবিষয়ক কবিতা ।
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
রাবেয়া রাহীম বলেছেন: https://youtu.be/Q_eW5Fj03Z
আবৃত্তি টি শোনার আমন্ত্রণ রইলো
৮| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮
অর্ক বলেছেন: দারুণ ভাল লাগলো। পাখির পালকের মতো কোমলতা কবিতায়। ভাল না লেগে পারে!
১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
রাবেয়া রাহীম বলেছেন: https://youtu.be/Q_eW5Fj03ZU
আবৃততিটি শোনার আমন্ত্রণ রইলো
অনেক ধন্যবাদ
৯| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন আবৃত্তি ।
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭
রাবেয়া রাহীম বলেছেন: শুনেছেন ভীষণ আনন্দ পেলাম ।
কৃত জ্ঞতা জানাই।
১০| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩
তপোবণ বলেছেন: দারুণ কবিতা। মুগ্ধ হলাম কবি।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৪
রাবেয়া রাহীম বলেছেন: https://youtu.be/Q_eW5Fj03ZU
এটা কবিতাটির আবৃত্তি শোনার আমন্ত্রণ রইলো
১১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা।
১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫০
রাবেয়া রাহীম বলেছেন:
আনন্দ পেলাম
অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭ রাত ৩:৫৬
মিঃ আতিক বলেছেন: সঠিক সময়ের সঠিক কবিতা, দেশের মানুষ আজ চাইলেই বৃষ্টিতে ভিজতে পারছে,বড় শহর গুলতে না চাইলেও কাটতে পারছে সাঁতার। কবিতায় ভাললাগা রইল।