নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

বাজিকর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

বাহ্!
জিতে বাজীর দান
খেলেছো খেলা নিপুণ বাজিকর
তোমার আর কি দায়!
স্মৃতির হাটে সুখের পাহাড় ধুলোয় গড়ায়
হায়! খুব সহজ কি ভালোবাসবার দায়!
আজ থেকে ভালো থাকবার অভিপ্রায় !!
ভালো আছো কি?

পাখির ডাক, নদীর কল্লোল-
তরুপল্লবের সাড়াশব্দহীন নিজর্নতায়
স্বপ্নিল স্পর্শটুকু ঢাকা সন্ধ্যার অন্ধকার!!

রাশি রাশি সুখ গুলো ক্ষণে প্রতিক্ষণে বেদনায় গলে
নির্মেঘ, সুনসান, চুপচাপ দীর্ঘ কথোপকথন
হারানো স্মৃতির সুবাস প্রতিধ্বনিত অট্টহাস্য
অঝোর অশ্রু সিক্ত আর্তচিৎকার
অভিমানে ছুঁড়ে একটি প্রশ্ন---
ধুস শালা.....
ঈশ্বরের এ কেমন উপহাস?


মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

করুণাধারা বলেছেন: প্রথম প্লাসে ভাললাগা জানালাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই। ভাল থাকবেন।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: !:#P
ওজন লাগলো ভারী ওজন
হঠাৎ দিক পরির্বতন, খুঁজে ফিরছি দিকের সন্ধ্যান।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২

রাবেয়া রাহীম বলেছেন: =p~ হা হা হা ভাল বলেছ রবি।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

রাবেয়া রাহীম বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০

এডওয়ার্ড মায়া বলেছেন: শেষের লাইনটা কেমন জানি !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

রাবেয়া রাহীম বলেছেন: ঈশ্বরের ইশারা বিনে কি কিছু হয়!

অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

বর্ষন হোমস বলেছেন:
ছোটখাটো সুন্দর কবিতা।ছবিতে যে লাভ এর V দেখা যাচ্ছে এমন তো কোন কার্ড নাইক্কা!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

রাবেয়া রাহীম বলেছেন: ভালো বলেছেন। আজ থেকে খুঁজতে থাকুন পেয়ে যেতেও পারেন।

অনেক ধন্যবাদ।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

কুঁড়ের_বাদশা বলেছেন: ঈশ্বরের এ কেমন ইশারা?

আপা,শেষের লাইন ব্লগের সাইজির আছে না, তার কাছে ব্যখ্যা নিতে পারেন। তিনি এ প্রশ্নের ভালো উত্তর দিতে পারবেন বলে। আশা রাখি । :-B

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

রাবেয়া রাহীম বলেছেন: অন্যকে পরামর্শ দেওয়ার বদভ্যাস দেখি ভালোই আছে! আমি কার কাছ থেকে পরামর্শ নেবো সেটা আমার উপরই ছেরে দিন।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

খুব ভালো থাকবেন।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

খুব ভাল থাকবেন।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ জানাই আপনাকে । ভাল থাকবেন।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

জাহিদ অনিক বলেছেন: ধুস শালা.....
ঈশ্বরের এ কেমন উপহাস?



জানি না, আমিও বুঝি না। ঈশ্বর নিশ্চয়ই তাশ ভাল খেলেন !


দুইটা গান মনে পড়েলঃ

১) খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু
২) Baazigar O Baazigar



তাসের উপরে লেখা Hate love কাকে তবে ভালবাসব ?

ভালবাসাকেই যদি ভাল না বাসা যায় !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

রাবেয়া রাহীম বলেছেন:
তাসের উপরে লেখা Hate love কাকে তবে ভালবাসব ?

হা হা হা --- একটা বুদ্ধি আছে কিন্তু --- নিজেকে ভালবাসা যদিও অনেকটা অসম্ভব মানবের পক্ষে। কারন মানুষ ধরা খেতে পছন্দ করে =p~


তোমার করা কমেন্ট সবসময় ব্রিলিয়ান্ট আনন্দময়

বিরাট শিশুটি কে ভালবাসলেই মনে হয় সব সহজ করে দেবেন তিনি :-B

ভাল থেকো

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

জাহিদ অনিক বলেছেন: একটা বুদ্ধি আছে কিন্তু --- নিজেকে ভালবাসা যদিও অনেকটা অসম্ভব মানবের পক্ষে। কারন মানুষ ধরা খেতে পছন্দ করে =p~

সেটাই তো! সেটাই তো !!


দেখলেন না, নিজেকে ভালবেসে কিভাবে বউ বানিয়ে নিয়েছি, আট বছরের বাচ্চাও !
আমার তো হ্যাপি ফ্যামিলি । কে বলেছে নিজেকে ভালবাসা শক্ত !




কারন মানুষ ধরা খেতে পছন্দ করে =p~ - ন্যাড়া কয়বার বেলতলা যাবে !




আপনিও ভাল থাকবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৭

রাবেয়া রাহীম বলেছেন: কখনো আবার মাথায় ব্যান্ডজ বেঁধেও যায় । =p~

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় অনেক শূন্যতা আর ক্ষোভ মিশানো কথাগুলো। ভালো লাগলো।

বলা যাবেনা সব! যা দেখে স্রষ্টা নিজেই নীরব!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৮

রাবেয়া রাহীম বলেছেন: ভালো লাগলো আপনার কথা।

অনেক ধন্যবাদ

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: বাহ্!
জিতে বাজীর দান
খেলেছো খেলা নিপুণ বাজিকর
তোমার আর কি দায়!
হায়! খুব সহজ কি ভালোবাসবার দায়!

শুরুটা বেশি ভালো লেগেছে । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভালো লাগায় আনন্দ পেলাম।

ইদানীং আপনার কবিতা গুলিও খুব হৃদয় ছোয়া হচছে ।

ভালো থাকবেন।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাশি রাশি সুখ গুলো ক্ষণে প্রতিক্ষণে বেদনায় গলে
নির্মেঘ, সুনসান, চুপচাপ দীর্ঘ কথোপকথন
হারানো স্মৃতির সুবাস প্রতিধ্বনিত অট্টহাস্য
অঝোর অশ্রু সিক্ত আর্তচিৎকার
অভিমানে ছুঁড়ে একটি প্রশ্ন---
ধুস শালা.....
ঈশ্বরের এ কেমন উপহাস?



ক্যামনে কি?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: এমনে এমনিই সব হয়

অনেক ধন্যবাদ ।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

ডার্ক ম্যান বলেছেন: ঈশ্বর সবসময় আমাদের নিয়ে নানান খেলায় মেতে উঠেন। আর মাঝে মাঝে দারুণ উপহাস করেন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১০

রাবেয়া রাহীম বলেছেন: ঠিক তাই

অনেক ধন্যবাদ ।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

কাছের-মানুষ বলেছেন: কবিতা বিশ্লেষনের করার মত পন্ডিত আমি নই।
আমার ভাল লেগেছে।
++++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:



বাজিকর পৃথিবী । সুখ-শূণ্যতা, দুঃখ-পূর্ণতা ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৪

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

স্বতু সাঁই বলেছেন: দ্বিধা মনে হয় না ভালবাসা।
তাই আশাগুলো কেঁদে ফিরে, হয় নিরাশা!

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.