নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

অলিক আত্মা

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

অপেক্ষার শূন্যতায় ভীষণ নিঃস্ব আমি
ক্ষয়ে যায় প্রাসাদ –
কি করে থাকে প্রাণের মেলা!
ছুঁয়ে থাকার আকাঙ্ক্ষাগুলো ভীড় করে বাড়িয়ে তোলে বহুবছরের ক্ষোভ,
বিফল হয়ে যায় সহস্রাব্দ প্রণয়
মৃত্যুর আলিঙ্গনও প্রিয়তর মনে হয় !

প্রাপ্তি-প্রত্যাশা, পাওয়া-হারানোর হিসেব
কান্নার করুণ সুর, শুনতে পায় কি কেউ !

বুকের ভেতর অজস্র কবিতা জমে পার হয়ে যায় সময়
নিরব রাতের বুকে সোডিয়াম আলোতে জেগে থাকা প্রহর
‘খাঁচার ভিতর অচিন পাখি’ বারে বার কে যেন ডেকে কয় !!

ভিজে চুল বেয়ে গড়িয়ে পড়ছে জল
নরম তোয়ালে জড়ানো আদুরে শরীর!

না স্বপ্ন নয়...
সে এক অলিক আত্না! বেলা- অবেলায় দেখি যাকে !
স্বমেহন রতিসুখ...
দিন সন মাসের হিসাব থাকেনা,
শুধু মনে পড়ে রোজ, রোজ নয় প্রতিক্ষণ , প্রতিমুহূর্ত
দেখে যাই তার সম্পূর্ণ নগ্ন রুপ !

হ্যাঁ,অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছি সে মায়াময় রূপ !
কি দুর্লভ !
সুখ-অনুভূতির কি যন্ত্রণাময় সেই রূপ!

দুচোখ ভরে দেখি তাকে, ভূমিকম্প হয় সমগ্র আমিতে
বলতে ইচ্ছে করে কত কথা, বলতে পারি কই !
তাঁর ভেতরেই যে আমি রই!

অপলক তাকিয়ে রই,
সত্য সে, আমার পবিত্রতা..
তাই পাপ বোধ ছিলনা--

দ্রুত বুকের ওঠানামায় লুকানো প্রতীক্ষার অবসান
কোথায় সেই অলিক আত্না!
হায় অধরা হয়ে রয়!!

মন্তব্য ৩৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

আখেনাটেন বলেছেন: অলিক অাত্মার কাঠিন্যে আমার মাথা হ্যাং। :(


প্রাপ্তি-প্রত্যাশা, পাওয়া-হারানোর হিসেব
কান্নার করুণ সুর, শুনতে পায় কি কেউ !
---চমৎকার দুটি লাইনের জন্য লাইক দিলুম।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৯

রাবেয়া রাহীম বলেছেন: মাথা হ্যাং করার জন্য দুঃখিত ।

লাইকের জন্য ধন্যবাদ

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

শাহিন-৯৯ বলেছেন:



অলিক অাত্মা
আপনি যদি এই বস্তুটি খুঁজে পান আমাকে একটু জানাবেন আমারও দেখার খুব ইচ্ছে।

কবিতা খুব ভাল লেগেছে। ++++

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

রাবেয়া রাহীম বলেছেন: কোথায় সে অলিক আত্মা ?
অধরা হয়ে রয় !

অনেক ধন্যবাদ

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫

কানিজ রিনা বলেছেন: ওরেব্বাপরে আধ্যাত্বিক কবিতা
দার্শনিকতার ছোয়া ভিষন কাব্য।
রাবেয়া কালকেও তোমার কথা
ভাপছিলাম অনেকদিন পর কেমন
আছো? শুভ কামনা রইল।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১১

রাবেয়া রাহীম বলেছেন: আমি এখন কিছুটা ভাল আছি । আপা , আপনি কেমন আছেন?

দিন শেসে আমরা মনে হয় সেই আত্মার জগতেই ফিরে যাই ।

ভালবাসা রইল আপা

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হৃদয় ছোঁয়া কথামালা, দারুণ কবিতা উপহারের ধন্যব্দ, মনোমুগ্ধকর কথামালায় ভালোলাগা জানবেন।

শুভকামনা জানবেন সবসময়

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্যও

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: বাহ! কবিতা জুড়ে গভীর কথা, পাঠ শেষে রেখে গেলাম মুগ্ধতা। +++

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩

ঋতো আহমেদ বলেছেন: কবিতা হিসেবে ভালো লাগেনি তেমন। তবে, অলীক আত্মা ব্যপারটা ইন্টারেস্টিং। ভাবনাটা ভালো লেগেছে। নিজের, ভেতরের, নগ্ন সৌন্দর্যতে মুগ্ধতা, ভালোবাসা; ভেতরের সেই আত্মাকে অন্বেষণ; পাওয়া/না-পাওয়া থেকে অলীক আত্মার ধারনায় পৌঁছা। চমৎকার।++

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২২

রাবেয়া রাহীম বলেছেন: তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর মেলেনা
দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা

আপনার ভাললাগায় আপ্লুত হলাম । অনেক ধন্যবাদ

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৭

বিজন রয় বলেছেন: সুখ যন্ত্রণার রূপ দেখে গেলাম।

রূপ বানানদুটি ঠিক করে দিন আপা।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৩

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ বিজন দা । ভাল থাকবেন

বানান ঠিক করেছি

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

শিখা রহমান বলেছেন: ইশশ!! কি দুর্দান্ত একটা কবিতা। কবিতাটা পড়ে কেন যেন মনে হলো আমার মনের কথাগুলোই বলেছেন।

ভালো থাকবেন প্রিয় আপু ও কবি। অলীক আত্মা অধরাই থাকুক। অন্তহীন অন্তর্যাত্রার পথে কবিতারা সুবাস ছরাক।

শুভকামনা ও মুগ্ধতা!!

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৪

রাবেয়া রাহীম বলেছেন: অনন্তের যাত্রা পথে এই আত্মা অধরাতেই যে আনন্দ

তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর মেলেনা
দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা


ভালবাসা রইল প্রিয়

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাপ্রে !

দারুন টাচি নি:সঙ্গতার কাব্য!
খুঁটে খুঁটে তুলে আনা যাতনার স্বরুপ
স্বপ্ন আর প্রত্যাশার শুন্যতায় আত্মিক দ্বন্দ!
বিদ্রোহের বদলে আত্মরতিতে সামাজিকতার টানাপোড়েনের দায়!
আবার আত্মার স্ব ভুবনে দাড়িয়ে পাপমুক্তির আত্ম বিশ্বাস!
অলীক আত্মার সাথে স্বপ্নময় পূর্ণ তৃপ্তির মিলন স্বপ্ন কামনা!

অনেক অনেক ভাল লাগা রইল

++++

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৭

রাবেয়া রাহীম বলেছেন: কবিতার গভিরে ঢুকে সম্পূর্ণ নির্যাস বের করে আনা একেই বলে ।
কবিতার দারুণ বিশ্লেষণ কবিতাটি বিমূর্ত হয়েছে ।

ভালবাসা রইল

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রাপ্তি-প্রত্যাশা, পাওয়া-হারানোর হিসেব কান্নার করুণ সুর, শুনতে পায় কি কেউ !
সবাই ভাবে (নারী) ,
কবে আমার সেই রাজপুত্তুর আসবে
যে আমাকে নিয়ে যাবে,
আচেনা "সেই সমুদ্দুর "
..................................................................................................................

..................................................................................................................
একরাশ মুগ্ধতা !

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৮

রাবেয়া রাহীম বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ,

আপনার ভাল লাগায় আনন্দ পেলাম

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫

শায়মা বলেছেন: ধরা ছোঁয়ার বাইরের অলীক আত্নার অলীক কাব্য!

অনেক অনেক ভালো লাগা আপুনি! :)

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৯

রাবেয়া রাহীম বলেছেন: জীবনটাই যে একটি অলিক গাঁথার গল্প আপু । এই আছি এই নেই । কখন যে নেই হয়ে যাবো কেউ জানেনা

তোমার ভাল লাগায় অনেক আনন্দ পেলাম

ভাল থেক

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: কথা ও কাব্যের গাঁথুনি অসাধারণ লাগলো। ++

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩০

রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্যও অফুরান ।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আত্মা কঠিন জিনিস।

কঠিন কথার কাব্য।

১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৭

রাবেয়া রাহীম বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: অপেক্ষা ভালবাসার শুদ্ধতম রুপ

১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৮

রাবেয়া রাহীম বলেছেন: হ্যা ঠিক বলেছেন । যখন আর কিছুই করার থাকেনা তখন অপেক্ষাই উত্তম

অনেক ধন্যবাদ

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে আপু।

১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

১৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন :)

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।
শুভকামনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:৫১

মেঘ প্রিয় বালক বলেছেন: কোন আকাশে থাকে তোমার অলিক???? ভালো ছিলো।। চিরকুট পড়ার আমন্ত্রণ রইলো।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:৪১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.