নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের মিলন মেলা নিউইয়র্ক (সাময়িক পোস্ট )

২২ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০৮

ব্লগডে উপলক্ষ্য করে ঢাকা ব্লগারদের মিলন মেলায় চেনা নামের আড়ালে অদেখা প্রিয় মুখগুলো দেখে ভালো লাগছে খুব॥ ব্লগারদের ছবি দেখে মনে মনে ভাবছিলাম এমন করে একটা আয়োজন আমরা যারা নিউইয়র্ক বা উত্তর আমেরিকায় আছি তারা যদি এক সাথে হয়ে করতে পারতাম তবে আনন্দময় সময় কাটাতে পারতাম ।

অন্য আর সবাই কি ভাবছেন জানা নেই । কমেন্টে জানালে ভালো লাগবে ।

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আমরা যারা বাংলাদেশের ঢাকা বা চট্টগ্রামে উপস্থিত হতে পারিনি তাদের জন্য ইনভাইটেশন পাঠান। আমরা নিউইয়র্ক গিয়া মিলন মেলা করমু। প্রয়োজনে ট্রাম্পরেও ব্লগার বানাইয়া সাথে রাখমু :D

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৯

রাবেয়া রাহীম বলেছেন: খুব ভাল আইডিয়া দিলেন তো !!
তবে তাই হোক
=p~
ঢাকা বা চট্টগ্রামে উপস্থিত না হতে পারা সকল ব্লগারদের নিউইয়র্ক ব্লগিং মিলন মেলায় প্রেসিডেন্ট পাগলা ট্রাম্পের পক্ষ থেকে আমন্ত্রণ রইল

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বুবু!
জলদি আয়োজন করো!

আর সাদা মনের মানুষ ভাইয়ের মতো সাদা মনেই বলছি- হ হ , ট্রাম্পরেও ব্লগার বানাইয়া সাথে রাখমু ;) :P =p~ =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩২

রাবেয়া রাহীম বলেছেন: দেরি করে আয়োজনে আনন্দ কম । " ঊঠ ছেরি তোর বিয়া" মারাকা আয়োজন করার জন্য ঝাঁপাইয়া পড়তে আহবান জানালো হইল ।

আমিও সাদা মনের মানুষের পক্ষ হইতে প্রেসিডেন্ট পাগলা ট্রাম্প কে আমন্ত্রন করলাম

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

অব্যক্ত কাব্য বলেছেন: আমাদেরও ইনভাইট করেন।
ট্রাম্পের সাথে মিট আপ না করতে পারলেও হিলারী মিস হবে না

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২০

রাবেয়া রাহীম বলেছেন: হিলারী ও ট্র্যাম্প দুইজনের পক্ষ থেকে আপনার আমন্ত্রণ রইল

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

নীল আকাশ বলেছেন: শুধুমাত্র সাদা মনের মানুষদের কে দাওয়াত দিবেন আপু......।
অনুষ্ঠানের জন্য শুভ কামনা রইল!
আমরা চট্টগ্রামেও এটা আয়োজন করেছিলাম।
ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২০

রাবেয়া রাহীম বলেছেন: হিলারী ও ট্র্যাম্প দুইজনের পক্ষ থেকে আপনার আমন্ত্রণ রইল

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো উদ্যোগ আপু । সাধুবাদযোগ্য ! এগিয়ে যান। নিশ্চয় প্রবাসী বাঙালিরা এ আবেদনে সাড়া দেবে...


শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।


২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

রাফা বলেছেন: নিউ ইয়র্কে ব্লগ ডে আয়োজন করেছিলাম আমরা কয়েকজন ব্লগার।অভিজ্ঞতা খুব ভালো ছিলোনা।স্বাধীনতা বিরোধী রাজাকাররা ওৎ পেতে থাকে এইসব অনুষ্ঠানের আয়োজনে।প্রথম দিকে অনেকেই উৎসাহ দেখায় ,কিন্তু ফাইনালি সবাই কেটে পড়ে।চেষ্টা করে দেখুন ।কামনা করি সফলতা লাভ করুক আপনার প্রচেষ্টা।

চাঁদগাজী'তো দেখলাম খুবই উৎসাহি।আপনি মনে হয় তাকে কমেন্ট ব্যান করে রেখেছেন আপনার পোষ্টে।উঠিয়ে নিন তার ব্যান।

ধন্যবাদ,রা.রাহীম।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৮

রাবেয়া রাহীম বলেছেন:
আপনি নিউয়রক থাকেন জেনে ভাল লাগছে।

যদি আমাদের ব্লগ আড্ডার উদ্দেশ্য হয় শুধুই ব্লগিং এর ব্যাপারে মতবিনিময় । কোনরকম রাজনৈতিক আলচনা করা নিশিধদ্ধ এমন হলেও কি সমস্যা হবে?

চাদ্গাজী কে যে কবে ব্লক করেছিলাম সেটা ভুলেই গিয়েছিলাম । আজকে চাঁদ মামুর হাউকাউ দেখে মনে পড়লো । তাকে আবার নিরাপদ করেছি । তিনি যে আমাকে মিস করেছেন এটা জেনেও ভাল লাগলো

ধন্যবাদ রাফা

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: করুক। খুব ভালো হয়ে। সবাই মিলে একসাথে!
কিন্তু আমার একটা আবদার আছে- শ্রদ্ধেয় চাঁদগাজীকে সবার আগে রাখতে হবে। উনাকে ছাড়া মিলন মেলা সম্ভব না।

প্রবাসী ব্লগারদের মিলন মেলা সফল ও সার্থক হোক।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪০

রাবেয়া রাহীম বলেছেন: আমার একটা আবদার আছে- শ্রদ্ধেয় চাঁদগাজীকে সবার আগে রাখতে হবে।

আপনার কথা ভাল লেগেছে ।

চাদ্গাজী শ্রদ্ধেয় গুরুজন। গুরুজনের সম্মান দিতে জানি আমি। গুরুজনদেরও উচিত নিজেরদের সম্মান বজায় রাখার জন্য শালিনতার শিক্ষা নেওয়া ।

মুল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

আল ইফরান বলেছেন: রাফা বলেছেন:
চাঁদগাজী'তো দেখলাম খুবই উৎসাহি।আপনি মনে হয় তাকে কমেন্ট ব্যান করে রেখেছেন আপনার পোষ্টে।উঠিয়ে নিন তার ব্যান।

আমি একই কথা বলতে আসছিলাম, দেখি ব্লগার রাফা আগেই বলে ফেলছেন। :-B

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৩

রাবেয়া রাহীম বলেছেন: জনাব চাদ্গাজী কে নিরাপদ করেছি। আসলে কবে যে তাকে ব্লক করেছিলাম আমার সেটা মনে ছিল না।

তিনি বেশীরভাগ রাজনৈতিক পোস্ট দিয়ে থাকেন । রাজনিতি আমার খুব অপছন্দের জায়গা । তাই তার পোষ্ট আমার পড়া হয় না ।

ধন্যবাদ আ ইফরান

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

ঢাবিয়ান বলেছেন: প্রবাসে বিশেষ করে নিউইয়র্ক এবং লন্ডনে আমার মনে হয় এই ধরনের আয়োজন সফল হবে না। বাংলাদেশের দুই রাজনৈতিক দল আওয়ামিলীগ এবং বিএনপি/জামাত এর বিড়াট একটা অংশে দলের সহায়তায় এই দুই দেশে প্রবাসী হয়েছে। এরা যখন এই ধরনের অনুষ্ঠানে যায় তখন সেটা ব্লগারদের কোন অনুষ্ঠান থাকবে না সেটা হয়ে যাবে দুই রাজনৈতিক দলের পেশিশক্তি প্রদর্সনের প্রতিযোগিতা। প্রায়ই পত্রিকা ও ফেসবুকে শেয়ার হতে দেখা যায় যে এসব দেশে সাধারন সাংস্কৃতিক কোন অনুষ্ঠানে পর্যন্ত চেয়ার ছুড়োছুড়ি করছে দুই দলের সমর্থকেরা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: ব্লগিং মেলার মেইন উদ্দেশ্য হবে শুধু মাত্র সরল সহজ ব্লগিও মতামত ভিত্তিক আড্ডা । সব রকম রাজনৈতিক আলোচনা বর্জিত আড্ডা । এমন উদ্দেশ্য নিয়ে যদি আমরা শুরু করি তবে মনে হয় চেয়ার যথাস্থানেই থাকবে =p~

মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: নিউইয়র্কে এরকম অনুষ্ঠান হলে মন্দ হয় না।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: ঠিক বলেছেন প্রামানিক ভাই । তাই সকলের মতামত চেয়েহিলাম । অনেক ধন্যবাদ আপনাকে।

একটা কথা প্রামানিক ভাই। আপনার ব্লগের এই ছবিটির চেয়ে বল্গ ডে তে তোলা ছবিতে কিন্তু আপনাকে দারুন লাগছে।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫২

হাসান রাজু বলেছেন: আপনি চাঁদগাজী সাহেবকে ব্যান মারছেন (এইকান ওইকান হইয়া একসময় সবাই কইব ভান মারছেন) এইটা সবাই জাইনা গেছে। ট্রাম্প মামু এইটা জানলে খবর আছে। দেশে আসলে হাসিনা জ্বালাইব, ওইদেশে ট্রাম্পে জ্বালাইব এরচেয়ে তাড়াতাড়ি ভান (সরি) ব্যান খুইল্যা দেন।

ট্রাম্প আইলে আমি খেলুম না। ছোড থাইক্যা আমি পাগলা মোষ ভয় পাই। আমার টিকেট লাগব না। সাদা মনের মানুষ একলাই যাক । গুঁতা খাইয়া আবার দেশে ফিইরা রেল লাইন ধইরা খুড়াইয়া খুড়াইয়া হাঁটব নে।


আপনাদের মিলন মেলার ছবি খুব তাড়াতাড়ি দেখতে পাব । আশারাখি। সবাই ভাল থাকুন।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪১

রাফা বলেছেন: আপনি আমার কথা বুঝতে পারেন নাই। ব্লগিং নিয়ে কোন দলাদলি না থাকারই পক্ষে আমি।শুধু মনে রাখবেন যারা বাংলাদেশের বিরোধী/আমার ভাষার বিরোধী তাদের'কে কোন অবস্থায়ই ,কোনভাবেই আমি সংযুক্ত করার পক্ষে নই।কারন এই ছোট ছোট অংশ-গ্রহণের মাধ্যমেই তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা করে।বিশেষ করে ধর্মিয় আচার-অনুষ্ঠানের মাধ্যমেই তাদের এক্সেস ঘটে।যেই অনুষ্ঠানগুলো খুবই স্পর্শকাতর।আপনি ,আমি ব্যাবহার হয়ে যাই নিজেদের অজান্তেই। তারা ,তাদের প্রয়োজনে বঙ্গবন্ধুকে ব্যাবহার করে,শেখ হাসিনাকে ব্যাবহার করে।নিশ্চই সোষ্যাল মিডিয়াতে তা লক্ষ করেছেন।এমনকি আপনার কাছে সবাচাইতে কনিষ্ঠ সদস্যটিকে নিষ্পাপ মনে হলেও তারা কিন্তু তা নয়।

যাই হোক ।আপনাকে নিরুৎসাহিত করা আমার লক্ষ নয়।আমি বাস্তবতা থেকে যা দেখেছি বা শিখেছি তা যেনো আর কারো বেলায় না ঘটে।এই জন্যই বলা।যেহেতু ভাষা নিয়ে কথাহয় ব্লগ-ডের অনুষ্ঠানে।কিন্তু আমি তাদের মুখে আমাদের ভাষার গৌরবের ইতিহাস শুনিনা।আমাদের সবচাইতে বড় অর্জন মুক্তইযুদ্ধের কথা শুনিনা।খুব কৌশলে তারা তা এরিয়ে চলে।

আপাতত নিউ ইয়র্কে নেই ।বাংলাদেশে ইলেকশনে আছি।শুভ কামনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪

রাবেয়া রাহীম বলেছেন: আপনার কথা আমি বুঝেছি। জাত আর ধর্ম মত বাদ দিয়ে সবার উপরে দেশ আর জের ভাষার উপর শ্রদ্ধাশীল হয়ে যারা আসতে পারবেন শুধুমাত্র তারাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন।

সময়ে অনেক কিছু বদলায়।

আমি আশাবাদী মানুষ তাই বিশ্বাস
মানুষের মানসিকতাও বদলাবে।

আর এক মাস পর আমিও বাংলাদেশ যাচ্ছি ইনশাআল্লাহ

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এ উদ্যোগ সফল হোক। শুভকামনা র'লো।
ব্লগার চাঁদগাজী এর ব্লক প্রত্যাহার করে বহত্তর স্বার্থে একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, সেজন্য ধন্যবাদ।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রাহীম,




নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।
বলেছেন, জাত আর ধর্ম মত বাদ দিয়ে সবার উপরে দেশ আর জের ভাষার উপর শ্রদ্ধাশীল হয়ে যারা আসতে পারবেন শুধুমাত্র তারাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন।
সেটা আপনি কি করে বুঝবেন ? ৬নং মন্তব্যে রাফার আশংকাটিই যেন না ঘটে। তাঁর ১২ নং মন্তব্যটিও মাথায় রাখতে হবে। কাজটি কঠিন সন্দেহ নেই তবে জোর সংকল্প থাকলে সে বাঁধা পেরিয়ে যেতেও পারা যায় । চাঁদগাজী মনে হয় খুবই আন্তরিক ভাবে চাইছেন একটা কিছু হোক। সে রকমই একটা পোস্ট দিয়েছেন তিনি ইতিমধ্যেই আপনার সাথে একাত্নতা প্রকাশ করে। তাঁর উপরে থাকা আপনার "ব্যান" উঠিয়ে ব্লগীয় সহমর্মিতারই স্বাক্ষর রাখলেন । আশা করি চাঁদগাজী সাহেবও তার মর্যাদা রাখবেন।
আপনার ইচ্ছের প্রতিফলন ও তা বাস্তবায়ন হোক।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি যেতে চাই । ভিসার ঝামেলা না থাকলে চলে যেতাম ।

যাই হোক মিলন মেলা সফল হোক ।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রস্তাবনা। অনুষ্ঠানে ছবি সম্বলিত পোস্ট দিয়ে দিবেন আমরা সবাইা দেখে অপার আনন্দ লাভ করবো।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

এম এ কাশেম বলেছেন: দারুন প্রস্তাব। সাথে আছি।
জ্যাকসন হাইট অথবা জ্যামাইকাতে হতে পারে।
শনিবারে হলে ভাল হয়।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১

এম এ কাশেম বলেছেন: যদি আমাদের ব্লগ আড্ডার উদ্দেশ্য হয় শুধুই ব্লগিং এর ব্যাপারে মতবিনিময় । কোনরকম রাজনৈতিক আলচনা করা নিশিধদ্ধ এমন হলেও কি সমস্যা হবে?

------- তাই হওয়া উচিত।
কারণ নানা মুনির নানা মত। রাজনীতি কিংবা ধর্ম নিয়ে আলোচনা সুখকর তো হবেই না বরং বিভক্তি নিয়ে আসবে।
কোন দল কিংবা ব্যাক্তির পক্ষে বিপক্ষে হেইট আলোচনা কোন অবস্থাতে গ্রহনযোগ্য না হওয়াই উত্তম।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.