নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

" লেখাজোকা-১" নিয়ে যত লেখা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১



বাচ্চাদের স্কুলের গেটে অনেক সময় লেখা থাকে "খেলতে খেলতে হাতেখড়ি"। আমাদের লেখাজোকা গ্রুপের শুরু অনেকটা তেমন বলা যায়।
অনেক আগে থেকেই ফেসবুকে সামুর প্রায় সব ব্লগারদের সাথে আমরা যুক্ত হয়ে আছি। ফেসবুকে পোস্টকৃত বিভিন্ন পোস্টে নানা রকমের কমেন্টে আমাদের সবার সতস্ফুরত অংশগ্রহন বেশ এনজয় করতাম সবাই। মজার মজার কমেন্টে সবচেয়ে প্রানবন্ত ছিল কাজী ফাতেমা ছবি, কি করি আজ ভেবে না পাই ( ইমরান হাসান জেসন) , জাহিদ অনিক, অক্ষর অনিক, বিদ্রোহী ভৃগু ( মীম মাশকুর ), গিয়াসুদ্দিন লিটন, মনিরা সুলতানা, শায়মা,সোহানী সোহানী, গুলশান কিবরিয়া, গেমু অন সামু ( ও গেমস তোমাকে আমরা সবাই খুব মিস করি ) কোন কোন সময় সবার করা কমেনটের উত্তরে কমেনট বেশ উপভোগ্য হয়ে উঠত।

জাহিদ অনিক সামুর জনপ্রিয় কবি। প্রায় প্রতি পোস্টে তার করা বুদ্ধিদীপ্ত কমেনটে আমরা সবাই খুব এনজয় করতাম। প্রতি পোস্টে আমি তাকে বলতাম "তোমার এই কমেনট সেরা"।

একদিন জাহিদ অনিক কমেনট করলো “তাহলে সেরা কমেনট দাতাকে পুরস্কার করা হোক “ ।

তার বলা এ কথাটা বেশ মনে ধরলো। কি করি আজ ভেবে না পাই এর সাথে আলাপ করলাম কি করা যায়।
জেসনের তড়িৎ উত্তর আমরা একটা গ্রুপ বানাই তোমার নামে । আমি সাথে সাথে মানা করলাম। বললাম "গ্রুপ হতে পারে তবে আমার নামে নয়"

কয়েকদিন পর কি করি আজ ভেবে না পাই নিজে থেকেই গ্রুপ ক্রিয়েট করে নাম দেয় “ যা খুশি তাই “
শুরু হোল "যা খুশি তাই" গ্রুপের যাত্রা।

“যা খুশি তাই “ গ্রুপে যার যেমন ভালো লাগে যে যা করে তেমন পোস্ট করতে লাগলাম। যেমন - কামরুন নাহারের ঘুরে বাড়ানো নেশা। তিনি পোস্ট করতে থাকলেন প্রাকৃতিক রুপ সৌন্দর্যের কিছু ছবি। আবার নীলা নাজমা তার বাগান করার শখ সে পোস্ট করলো তার বাগানের শাকসব্জি। শায়মা পোস্ট করলো তার চিত্র কলা । আমি আর জেসন পোস্ট করতে থাকলাম কৌতুক জাতীয় পোস্ট। গ্রুপটিকে যা ইচ্ছে তাই বানিয়ে ফেললাম।

অল্প কয়েকদিনেই মেম্বার হিসেবে সামুর অনেকেই জয়েন হতে লাগলো। সামু পরিবারের আমরা কিছু সংখ্যক মেম্বার একটা ড্রয়িং রুম পেয়ে গেলাম যেনো। সেখানে গল্প আর আড্ডা । সামুতে মেম্বারদের নতুন কোন পোস্ট গেলে সেটা গ্রুপে শেয়ার করা হতে লাগলো।

এভাবে যা খুশি তাই চলতে লাগলো ।

বইমেলা আসন্ন। লেখকগন নিজেদের বই প্রকাশ নিয়ে ব্যস্ত । গ্রুপটাও কেমন যেনো ঝিম ধরে গেছে।
কেউ আর তেমন কৌতুক বা ঘুরে বেড়ানোর ছবি বা শাক সবজীর ছবি পোস্ট করেনা। জেসনের কাছে প্রস্তাব করলাম গ্রুপ কে চাংগা করো । জেসন জানতে চায় "কেমন করে?"। বললাম "ভাবো"। তাকে ভাবতে দিয়ে আমিও ভাবতে থাকলাম।

ভাবতে ভাবতে দুজনার ভাবনা গ্রুপের সব মেম্বারদের ভেতর ছডিয়ে দিতে চাইলাম। ভাবনা মোতাবেক পরিকল্পনা হোল গ্রুপের পক্ষ থেকে সব মেম্বারদের লেখা নিয়ে একটি সংকলন বের করা। কি করি আজ ভেবে নাই পাই যেনো এমন একটি প্রস্তাবের জন্য রেডি হয়েই ছিলো। তার সেকি দারুন উৎসাহ! তার উতসাহ দেখে আমিও দ্বিগুণ উৎসাহিত।

এতোদিন আমরা সামুর ব্লগাররা ব্লগে যত লেখা লিখেছি তার থেকে কিছু কিছু লেখা ছাপার অক্ষরে এক মলাটে বন্দী হবে এটাই ছিল ভালো লাগার প্রধান কারন।

ইতিমধ্যে কি করি আজ ভেবে নাই পাই লেখা চেয়ে গ্রুপে এনাউন্স করে দিয়েছে। বেশ সাড়া পেলাম। অনেকেই বেশ উৎসাহ নিয়ে লেখা পাঠাতে লাগলেন। শুরু হলো লেখা বাছাইয়ের কাজ। এই কাজের গুরু দায়িত্ব নেওয়ার মতন শায়মা আর গিয়াসুদ্দিন লিটন ভাই এই দুই জনকেই যোগ্যতর মনে হলো।

সাহিত্য নিয়ে যাচ্ছে তাই তো করা যায় না। তাই এবার গ্রুপের নাম পরিবর্তনের তাগিদ অনুভব করলাম।

“যা খুশি তাই” নামে বই প্রকাশ করা যাবেনা । জোর তাগিদ দিলাম গ্রুপের নাম পরিবর্তন করার জন্য।

সব এডমিনদের গ্রুপ চ্যাটের ফলাফল মনিরা সুলতানার প্রস্তাব "লেখাজোকা" নামটি খুব পছন্দ হয়ে যায় সবার ।

"লেখাজোকা-১" ছাপার অক্ষরে মলাট বন্দী হয়ে "এক রংগা এক ঘুড়ি" স্টলে জায়গা করে নিয়েছে সবার ভালোবাসায় ।

"লেখাজোকা-১" যাদের লেখা ছাপা হয়েছে তাদের সবাইকে গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।

৩৭ জন ব্লগারের লেখা এই বইতে রয়েছে। বইটা এখনো হাতে পাইনি। সম্পাদনায় আমি ছিলাম না। তাই বলতে পারছিনা কোন ৩৭ জনের লেখা ছাপা হয়েছে। বইটি হাতে পাওয়ার পর নিশ্চিত হয়ে বলতে পারবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা।

ভালোবাসা সবার জন্য।

মন্তব্য ৫৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৬

নীল আকাশ বলেছেন: চমৎকার পোস্ট! শুভ সকাল আপু,
কার কার লেখা এখানে এসেছে সেটা যদি জানা যেত, খুব ভালো লাগতো!
ধন্যবাদ!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫২

রাবেয়া রাহীম বলেছেন: ৩৭ ব্লগারের লেখা এই বইতে রয়েছে। বইটা এখনো হাতে পাইনি।
সম্পাদনায় আমি ছিলাম না। শায়মা আর লিটন ভাই জানেন ।
অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৪

ঋতো আহমেদ বলেছেন: অভিনন্দন ব্লগারদের।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা প্রাণের বই রে........

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২২

রাবেয়া রাহীম বলেছেন: লেখাগুলো ছাপার অক্ষরে দেখতে যে কি ভালো লাগে !
আহা! সাধনা সফল হোল ।

তোমার জন্য ভালোবাসা

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টুকরো সব অ-বলা জানা গল্পরা সব, কি অসাধাণ করে বললে আহা.........

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

রাবেয়া রাহীম বলেছেন: জানা বিষয় নতুন করা আবার জানতে পারা !

অপেক্ষায় আছি কখন হাতে বইটি পাবো ।

নাড়াচাড়া করবো

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১

তারেক_মাহমুদ বলেছেন: আহা সত্যি সুন্দরভাবে বলে গেলেন, আমিও কিন্তু সেই প্রথম থেকেই নিরবে আপনাদের এই গ্রুপের সাথে আছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

রাবেয়া রাহীম বলেছেন: দেখতে পাই তো আপনাকে । এভাবেই জুড়ে থাকবো আমরা সামু পরিবার।

ভালোবাসা জানবেন

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

শায়মা বলেছেন: বাহ আপুনি!!!!!!!!!!!

এত গভীর ইতিহাস তো আমিও জানতাম না!!!!!!!

সত্যিই লেখাজোকার জন্ম ইতিহাস আর তার বেড়ে ওঠার গল্প অনেক অনেক ভালো লাগলো!!!!!!!!!!

আর লেখাটাই লেখাজোকার সেরা লেখাজোকা ...... :)

ইশ আগে জানলে এই ইতিহাসটাও এড করে দেওয়া যেত সংকলনটাতে ....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: সত্যিই সে এক বিরাট ইতিহাস। তবে গ্রুপ ক্রিয়েট করার পেছনের কারন জাহিদ অনিক
আর গ্রুপের জনক কি করি আজ ভেবে না পাই

এই দুইজনের কাছে আমরা ঋণী হয়ে রইলাম

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপু,


তাহলে আমরা লেখাজোকা ১ এর শানে নুযুল জেনে নিলুম। ধন্যবাদ মনিরা সুলতানা আপুকে এতো সুন্দর নাম প্রস্তাব করার জন্য আর অশেষ কৃতজ্ঞ লেখাজোকা১ প্রকাসের পেছনের মেহনতি প্রিয় মানুষগুলোর কাছে। আর আপনি তো স্বদেশে এসেছেন আমাদের সারপ্রাইজড করতে, আশাকরি বইমেলায় একদিন দেখা হয়ে যাবে। তখন না হয় আপনারে কয়ে দিবু...;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: শোনার অপেক্ষায় রইলাম।

ভালোবাসা রইল

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: যা খুশি তাই ' থেকে লেখাজোকা ১ ' এর জন্ম বৃত্তান্ত জেনে ভালো লাগলো । এক রঙা ঘুড়ি'কে ধন্যবাদ এমন সুন্দর সৃষ্টির নেপথ্যে থাকার জন্য । আশা করি একুশে বইমেলায় তার নিজের চলার পথ করে নেবে নিজস্ব ছন্দে। সংকলনে সকল কবি সাহিত্যিককে জানাই শুভেচ্ছা।

শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকেও।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা আপনার জন্য

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

শিখা রহমান বলেছেন: রাবেয়া আপু আমি লেখাজোকা গ্রুপে খুব বেশীদিন আগে যুক্ত হইনি। গ্রুপটা শুরুর ইতিহাস ও নামকরণের ব্যাপারটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু এই তথ্য আর নেপথ্যের গল্পগুলো জানানোর জন্য।

লেখাজোকা গ্রুপের সাথে খুব প্রথম থেকে না থাকলেও যখনই যুক্ত হয়েছি প্রিয়সব ব্লগারদের ও লেখক-কবিদের প্রানচাঞ্চল্যে মুগ্ধ হয়েছি। লেখাজোকা সংকলনের জন্য আপনি, শায়মামনি, লিটন ভাই, আর জেসন অনেক সময় আর পরিশ্রম দিয়েছেন। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। এই সংকলনে যে সব লেখক-কবিদের লেখা প্রকাশিত হয়েছে তাদের সবাইকে অভিনন্দন। সঙ্কলনটাও অবশ্যই সংগ্রহ করবো।

আমি এই গ্রুপের সদস্য ভাবতেই ভালো লাগে। ব্লগের মানুষগুলোকে হঠাত করেই খুব চেনা আর আপন করে দিয়েছে এই লেখাজোকা গ্রুপ।

লেখাজোকা গ্রুপকে শুভকামনা ও এই সঙ্কলনের সাফল্য কামনা করছি।

ভালোবাসা প্রিয় আপু ও প্রিয় কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

রাবেয়া রাহীম বলেছেন: আপনাকে পেয়ে এই গ্রুপ ঋদ্ধ হয়েছে।

ভালোবাসা আপনার জন্য

২০২০ সালে লেখাজোকা -২ আরও বড় করে করার ইচ্ছে আছে। এভাবেই পাশে থাকবেন।
ভাল লাগবে

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন জানাচ্ছি।
এতগুলো ব্লগারের লেখা একত্রে ছাপার অক্ষরে পাওয়া যাবে, ভাবতেই ভালো লাগছে।
শুভ কামনা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লেখাজোকা' নিয়ে চমৎকার পোস্ট করেছেন আপু।
বইটি সম্পাদনা করেছি দুজন; শায়মা ও আমি।
শায়মা তো শায়মাই, বলা যায় অলরাউন্ডার, সে দশ হাতে কাজ করে। সম্পাদক হিসেবে তাঁর মনোনয়ন যথার্থ । শায়মার সাথে আমাকে যোগ করা 'অপাত্রে অনুগ্রহ বিতরণ' বই অন্য কিছু নয়।

পুর্বে আমার দুটি বই প্রকাশিত হয়েছে। আমি লক্ষ্য করেছি লিখার চেয়ে সম্পাদনার কাজটা কঠিন বৈকি। বিশেষ করে যারা লিখা পাঠিয়েছেন, লিখালিখি জগতে এরা প্রায় সকলেই আমার নমস্য। তাঁদের লিখা সম্পাদনা করব ভাবতেই আমার হাত পা ঠাণ্ডা।:D এত এত ঝানু লিখকদের চমৎকার চমৎকার সব লিখা। কাকে রেখে কাকে বাদ দেই। শায়মা কারো লিখা বাদ দিতে চায়তো আমি বলি- আমার লিখা বাদ দাও , ওটা নাও। আবার আমি কোন লিখা বাদ দিতে চাইলে শায়মা বলে- তাঁর লিখা বাদ দিয়ে হলেও ওই লিখা ছাপাতে। আবার 'কি করি আজ ভেবে না পাই' ভাই বলে আপনাদের দুজনের লিখা থাকবে, আমার লিখাটা বাদ দেন।
এই করতে করতে আমাদের যে বই ছাপানোর কথা ৯৬ পেজে, সেই বইয়ের কলেবর ঠেকেছে ১৪৪ পেজে। খরচও হয়েছে অনুমিত বাজেটের প্রায় দিগুণ।
সম্পাদনার কাজ করতে গিয়ে প্রচুর আনন্দ পেয়েছি। আমি আর শায়মা যথাসম্ভব চেষ্টা করেছি পাঠককে ভাল কিছু উপহার দিতে। আশা করছি বইটি পাঠে পাঠক তৃপ্ত হবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: লিটন ভাই আপনার বিচক্ষণতা আর বিনয় সব সময়ই প্রশংসনীয়।
আর শায়মা আপু ত শায়মা রানী । তিনি নিজেই একা একশত । আপনারা দুজন এই গুরু ভার সঠিকভাবে পালন করে আমাদেরকে চির কৃতজ্ঞ করে রাখলেন।

ভালোবাসা লিটন ভাই

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বুবু! যদিও অনেকটাই জানতাম তবুও সুন্দর করে গুছিয়ে জানানোয় ধন্যবাদ।
কি করি ভায়া, লিটন ভায়া আর শায়মাপু সহ সম্পাদনা পরিষদের সকলকে আন্তরিক শুভেচ্ছা।
লিটন ভায়ার বিনয়ে বিস্মিত! ;)
বিশাল যজ্ঞ সাফল্যের সাথে সমাপ্ত করায় অভিনন্দন সব্বাইকে।

+++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

রাবেয়া রাহীম বলেছেন: আপনার আশীর্বাদ কামনায় ভাইজান ।
আপনার লেখাও এক খান আছে এতে মনে হয়।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ফেসবুক আর ব,লগার মিলেমিশে একাকার।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

রাবেয়া রাহীম বলেছেন: মিলেমিশে একাকার হয়ে আমরা সব সামু পরিবার ।

ধন্যবাদ রাজীব নুর

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

নজসু বলেছেন:




গ্রুপে জয়েন করে এলাম। :-B

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

রাবেয়া রাহীম বলেছেন: আপনাকে স্বাগতম

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

জাহিদ অনিক বলেছেন: কত গান -- কত কথা--- মনে পড়ে যায়
লোখাজোকা অব্যত থাকুক......। শুভেচ্ছা ও ভালোবাসা সকলের প্রতি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

রাবেয়া রাহীম বলেছেন: এখন বোল পুরস্কার পছন্দ হয়েছে ?

ভালোবাসা তোমার জন্য

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগারদের অভিনন্দন :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

সামিয়া বলেছেন: লেখাজোকার জন্য আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা সামিয়া ।

নতুন জীবনের জন্য রইল অভিন্নদন

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লেখাজোকা ১ এর কথা শুনে খুশিতে উদ্বেলিত হয়েছি। ব্লগারদের লিখা একসাতে দেখতে পাওয়া যাবে। অনেক সুন্দর কাজ। ভবিষ্যতে আরো এহেন সুন্দর কাজ হবে প্রত্যাশা অনেক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৯

রাবেয়া রাহীম বলেছেন: আপনার আনন্দ আমাকে ছুঁয়ে গেলো ।
অনেক অনেক ভালোবাসা জানবেন।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

খায়রুল আহসান বলেছেন: লেখাজোকা ১ এর জন্ম বৃত্তান্ত জেনে মুগ্ধ হ'লাম। এর উদ্যোক্তা হিসেবে আপনাকে এবং 'কি করি আজ ভেবে না পাই' কে, সম্পাদক হিসেবে শায়মা ও গিয়াস উদ্দিন লিটন কে, প্রকাশক হিসেবে নীলসাধুকে এবং পৃষ্ঠপোষক হিসেবে সকল ক্রেতা ব্লগারদেরকে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৮

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক ধন্যবাদ খায়রুল ভাই।
লেখাজোকা-২ তে আপনার লেখা অবশ্য কামনা করছি এখন থেকেই।

অনেক ভাল থাকবেন।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

হাবিব বলেছেন: লেখাজোকা১ এর বৃত্তান্ত ভালো লাগলো। লেখাজোকার আরো উন্নতি কামনা করি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৮

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:






এভাবেই গল্পে গল্পে সৃষ্টি হয় অসাধারণ সৃষ্টিকর্মগুলো। চমৎকার।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক সুন্দর করে বললেন । ভাল লাগলো ।

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১১

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: এখন বোল পুরস্কার পছন্দ হয়েছে ? পছন্দ পছন্দ পছন্দ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩০

রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা হা হা

তিন কবুল বইলা দিলা হিহিহিহিহিহি

ভালো থেকো সবার ভালোবাসায়

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

ব্লগ মাস্টার বলেছেন: যাক একটা ভালো কাজ করছেন এতে লেখকরা বেশ উৎসাহ পাবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩১

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক ধন্যবাদ

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৫

বলেছেন: ৩৭ জন লেখাজোকার পোকাদের ৩৭ লাখ শুভেচ্ছা ও শুভ কামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৪

রাবেয়া রাহীম বলেছেন: গ্রুপের সবার পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৩

সোহানী বলেছেন: ফেবু জেসন নামের কারো সাথে যুক্ত হবার পর বুঝতে পারলাম ওটা "কি করি" এর এক নাম্বার নিক। তারপর সেই সাথে জেসনের রিকোমেন্ড এ যা খুশি তাই গ্রুপের সাথে যুক্ত হবার পর সত্যিই উপভোগ করতাম নাজমার ছবিপোস্ট আর সাথে জেসন আর তোমার ত্রিমুখী লড়াই। অফিসে যেতে আসতে পড়তে পড়তে নিজেই হেসে কুটি কুটি হতাম। সেই সাথে লিটন ভাই এর খোঁচাখুচিঁ, মনিরার একতরফা জেসনকে সাপোর্ট কিংবা জাহিদ বা শিখার গুড়গম্ভীর কবিতা অথবা শায়মার নতুন কোন প্রতিভার উন্মোচন!! একবারতো চটিাগাং আর নোয়াখালীর বউ নিয়ে রীতিমত মারামারির অবস্থা ;) । ভাগ্যিস তখন লিটন ভাই এর হস্তক্ষেপে কিছুটা পরিস্থিতি সামাল দেয়া হলো। সব মিলিয়ে চমৎকার একটা ফেবু পরিবার।

হঠাৎই একদিন জেসনের ঘোষনা আসলো বই বের করবে। তারপর সে আহবানের পর জেসন গ্রপের নাম চেইন্জ এর ঘোষনা দিলো। নতুন নামকরন হলো লেখাজোখা। এবং এই নামের আকিকার পর পরই দেখা গেল গ্রুপের যাবতীয় সদস্য-সদস্যাগন গম্ভীর থেকে গম্ভীরতর হতে লাগলো :( । নো ফান পোস্ট, নো নাজমার চমৎকার সব্জীর ছবি, নো খোঁচাখুঁচি..... সে এক কঠিন অবস্থা B:-) । বুঝলাম বই বের করতে হলে সবাইকে সিরিয়াস হবে হবে।

এভাবে প্রতিদিন পোস্ট খুলি আর কঠিনসব লিখা দেখে ভয় পেয়ে পালাই, আবার ঢুকি আবার পালাই.......। X( এভাবে সহ্য না হয়ে ফেবু থেকে খুজেঁ খুজেঁ কয়েকটা ফান পোস্ট দিলাম...। কিন্তু তারপর দেখি কেউই মুখ খুলে না। আবারো প্রমানিত হইলো বই মানে সিরিয়াস কিছু। হাহাহাহাহাহা। (আগে জানলে আরো সিরিয়াস লিখা দিতাম বিশ্বাস করো!!!)

যাহোক, যে বইয়ের জন্য এতো সেক্রিফাইস সেটা ভালো না হয়ে যাবে কোথায়??? তার উপর লিটনদা মাস্টার আর শায়মা বহুমখী প্রতিভাধর এর হাতে পরেছে.... B:-/ । পড়েছো মোগলের সাথে, খানা খেতে হবে সাথে!!!!!!!!!!

তবে সত্যিই বলছি এখানে যারা লিখেছে (যদিও জানি না কারা তবে ধারনা করতে পারি) তাদের লিখা অনেকটাই আবেগ ভালোবাসা থেকে লিখা। এরা কেউই হুমায়ুন স্যার নয় ঠিকই কিন্তু এদের লিখা পড়ে কেউ ঠকবে না নিশ্চিত।

সেই আবেগ মিশ্রিত ভালোবাসা যার সাথে কোন দেনা পাওনার সম্পর্ক নেই সেই সামুর কিছু প্রিয় মানুষগুলোর বই সবাই কিনবে ও পড়বে .... এইটা আমি বিশ্বাস করি। আর এর সাথে নিজেকে যুক্ত করতে পেরে সত্যিই ভাগ্যবান মনে করছি নিজেকে। ভার্চুয়াল জগতে এর চেয়ে আর বেশি কি চাই????

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯

রাবেয়া রাহীম বলেছেন: যা খুশি তাই গ্রুপের সাথে যুক্ত হবার পর সত্যিই উপভোগ করতাম নাজমার ছবিপোস্ট আর সাথে জেসন আর তোমার ত্রিমুখী লড়াই। অফিসে যেতে আসতে পড়তে পড়তে নিজেই হেসে কুটি কুটি হতাম। সেই সাথে লিটন ভাই এর খোঁচাখুচিঁ, মনিরার একতরফা জেসনকে সাপোর্ট কিংবা জাহিদ বা শিখার গুড়গম্ভীর কবিতা অথবা শায়মার নতুন কোন প্রতিভার উন্মোচন!! একবারতো চটিাগাং আর নোয়াখালীর বউ নিয়ে রীতিমত মারামারির অবস্থা ;) । ভাগ্যিস তখন লিটন ভাই এর হস্তক্ষেপে কিছুটা পরিস্থিতি সামাল দেয়া হলো। সব মিলিয়ে চমৎকার একটা ফেবু পরিবার।

আপু একদম আমার মনের কথা বলেছ। বিভিন্ন ফান পোস্টে করা কমেন্টের উত্তর কমেন্টে ঝগড়া কমেন্ট পড়তাম আর হেসে কুটুকুটু হতাম। কিন্তু সত্য হোল প্রয়োজনে সব কিছুই বদলে যায় । যত ফান করি না কেন আমাদের পরিচয় আমার লিখিয়ে । আমরা লেখাজোকা করে থাকি। তাই সিরিয়াস হতেই হোল ।

আমিও আশা করছি বইটি অনেক অনেক ভালমানের হবে।

ভালবাসা আপু । ভাল থেকো ।

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১

হাবিব বলেছেন: গ্রুপের লিঙ্ক কি দেয়া যাবে রাবেয়া আপু?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১১

রাবেয়া রাহীম বলেছেন: Click This Link

লেখাজোকা ফেসবুক গ্রুপ

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা এই জন্যই সবাই আপনাকে বুবু ডাকে !!
মাশাল্লাহ সবাই কে নিয়ে খুব জানা ব্যাপারটাকে এমন করে উপস্থাপন করলেন !! মুগ্ধতা বাঁধ ভাঙল!! সবাইকে দারুণ আদরে আহলাদে আবদারে কাছে রাখার জন্য, অনেক অনেক ভালোবাসা আপু।

হাহাহাহাহা সোহানী আপু এইটা কি বলে !!! জেসন কে আমার মত শাসন ই ক' জন করে বল ?


০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

রাবেয়া রাহীম বলেছেন: তোমাদের সবার মায়ার বাঁধনে আমি আটকে গেছি । এতো বেশী ভালোবাসা সবাই দিয়েছ সত্যি আমই সৌভাগ্যবতী ।

ভালো থেকো সকলের ভালোবাসায়

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সময় সুযোগ হলে বইটি কেনার ইচ্ছে রইল। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.