![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
রাস্তায় দুপাশের গাছগুলোয় ফুলের কুড়িতে অজানা কিছু গন্ধ
অনেক আগে রোজ তুমি পাশে থাকতে যখন
অদ্ভুত মাদকতাময় এই সুগন্ধী ছেয়ে থাকতো
আর আমি বুক ভরে শ্বাস নিতাম
প্রেমে ডুবে যেতাম।
এমন সুন্দর গন্ধ অন্য আর কোন ফুলে খুঁজে পাইনা।
আজকে অনেক দিন পর এই গন্ধ আবার পেলাম
বুক ভরে তাজা ফুলের ঘ্রাণ নিলাম ---
তুমি আসছো কি?
বড় একটা দীর্ঘশ্বাস ফেলে জীবনের আড়ালের গল্পটিকে
মনের গহীনে চাপা দিয়ে এগিয়ে যাই, খুব সাধারন একটা জীবন,
পাশে তুমি--
খসড়া পাতায় অগোছালো কিছু পংতিমালা আর আলুথালু একটি সন্ধ্যা,
বিশ্বাস করো আর ঝগড়া করবো না
আঁচলে জড়িয়ে নেবো সব ভুল গুলো
হারিকেনের অবুঝ ক্ষীণ আলোয় বয়ে যাবে আমাদের চিরশান্তির অফুরন্ত প্রহর ।
একদিন দুজনে বুড়ো বুড়ি হব, হালকা পাক ধরা চুল, সিগারেটে পোড়া ঠোঁট, সাথে সেই ভীষণ চেনা দুর্বোধ্য চাহনি!
শীতের কুয়াশামাখা সকালে মিষ্টি রোদে বারান্দায় বেতের চেয়ারটাতে হালকা ওম জড়ানো ছোঁয়ায় তুমি চা খাবে- আর আমি মায়াজালে বিভোর হয়ে বকবক করতেই থাকবো, অনেক বছরের না বলা কথা জমা হয়ে থাকবে যে
তুমি মুচকি হেসে খসড়া পাতায় ব্যাস্ত
কি লিখছ? কতোটা লিখেছ...!!!
ওমা তেমন কিছুই তো নয়!
ঝরে পড়া শিশিরের স্নিগ্ধ ছোঁয়ায় লিখে দেব জমা থাকা এক জীবনের পূর্নতা।
চকচকে রোদের আলোয় দুজনার হাসি আলো ছড়াবে
ওটাই যে বুড়ো বুড়ির না বলা প্রেম!!
কেউ বুঝতে পারবেনা--
শুধু আমিই জেনে যাবো,
বহুদিন, বহুদিন ঘুম কেড়ে নেয়া শিরশিরে হাওয়া
কারণে অকারণে অপেক্ষায় ছল ছল চোখের জল শুকিয়ে
কতটা ভালোবাসা জমা করে রেখেছে শোকাতুর দুটি হৃদয়।।
(ছবিটা আমার মোবাইলে তোলা । আজ সকালে ঘর থেকে বের হয়ে তাদের দুজন কে এভাবে দেখে কবিতাটি মনে পড়ল । প্রেম একসময় নির্ভরতায় বদলে যায় । তখন দুজন হয়ে উঠে একে অপরের পরিপূরক। তখনি মানব জীবন সার্থক হয়)
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৫
রাবেয়া রাহীম বলেছেন: পাঠে ধন্যবাদ রইলো
২| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩০
ইসিয়াক বলেছেন: কবিতায় মুগ্ধতা শুধুই মুগ্ধতা ..........
দারুণ ভালো লাগলো ।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৬
রাবেয়া রাহীম বলেছেন: আনতরিক ধন্যবাদ জানবেন
৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২
এস সুলতানা বলেছেন: পাঠে একরাশ মুগ্ধতা শুধুই মুগ্ধতা
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৬
রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা রইলো
৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোলাগা নান্দনিক কবিতা....
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৭
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ! কুয়াশাভেজা স্নিগ্ধ সকালে এর চেয়ে স্নিগ্ধতাময় কবিতা আর হতে পারে না! মুগ্ধতা একরাশ!
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৭
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অফুরান ভালো থাকবেন
৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৮
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন
৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৫
চাঁদগাজী বলেছেন:
অনেক সুখ কল্পনা, অনেক আশা
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৯
রাবেয়া রাহীম বলেছেন: আর এভাবেই মানুষের বেঁচে থাকা
সুনদর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাক
৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৮
বিজন রয় বলেছেন: আপা, ভাল আছেন নিশ্চয়ই। অনেক দিন আপনার সাথে অনেক কথা হয় না।
আসলে ব্লগছাড়া আমি অনলাইনে তেমন একটা থাকার সুযোগ পাই না।
আপনার কবিতাগুলো খুব শান্তভাবে অনেক গভীরে নিয়ে যায়, যেখানে নিয়ে যায় সেখানটা অনেক শান্ত আর শান্তির।
আপনাকে অনেক শুভকামনা।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪
রাবেয়া রাহীম বলেছেন: গতকাল আমার স্টেটাসে বলেছিলেন যে এখন কবিতার প্রয়োজন। সত্যি আপনি একজন জাত কবি।
জাগতিক সবকিছু যখন অপ্রয়োজনীয় হয়ে যায় তখনি কবিতা খুব জরুরী হয়ে পড়ে । একমাত্র কবিতাই পারে মনের শূন্য স্থান পুর্ন করতে।
আপনার করা মন্তব্য সবসময় অনেক বড় পাওয়া ।
ভালো থাকবেন । কবিতায় থাকবেন । অনেকদিন আপনার নতুন কবিতা পাই না।
ধন্যবাদ অফুরান
৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৭
নগরসাধু বলেছেন: পূর্ণতা আর শূন্যতাই তো জীবন রহস্য
জীবনাবর্তনের গতি
কবিতায় গভীর ভালবাসার অন্তহীন ব্যাকুলতা দারুন ফুটে উঠৈছে।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬
রাবেয়া রাহীম বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা জানাই
ভালো থাকবেন সবসময়
১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
আমিও তো বৃদ্ধ হবো...
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭
রাবেয়া রাহীম বলেছেন: হ্যাঁ বৃদ্ধ হবো তারপর মরে যাবো। মাটিতে মিশে যাবো
অনেক ধন্যবাদ আপনাকে
১১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের গভীর অনুভবে রাঙা কাব্য
হায়! মানুষ কত অসহায়
সময়ের কাছে
শুরু না হতেই শেষ
বুদ্ধুদ জীবন যেন!
কবিতায় ভাল লাগা রইলো।
অন্তহীন শুভেচ্ছা
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: প্রতি শুভেচ্ছা জানাই
১২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর অভিব্যক্তি। প্রেমে বুঁদ হওয়ার ব্যাকুলতা পরিণত বয়সেই বোধহয় পরিপূর্ণতা পায়।
পূর্ণতা বানানটি টাইপো হয়ে আছে আপু।
শুভেচ্ছা নিয়েন।
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪২
রাবেয়া রাহীম বলেছেন: পরিনত বয়সে বুদ্ধির পরিপক্কতায় সম্পর্কের গভীরতা বাড়িয়ে দেয়। তাই হয়ত বয়সী প্রেমের স্থায়ীতত বেশী।
বানান ঠিক করেছি । কৃতজ্ঞতা রইলো
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন
আপনিও ভালো থাকবেন।
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নান্দনিক কবিতা!!!
ভাল থাকুন নিরন্তর
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৩
রাবেয়া রাহীম বলেছেন: আপনিও খুব ভালো থাকবেন
অনেক ধন্যবাদ
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে বুবু
ভালোবাসা নিয়ো
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৩
রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা নিও ছবি
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতার স্নিগ্ধতায় মুগ্ধতা রেখে গেলাম।