নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

বাতাসের শহরের আকাশ থেকে তোলা কিছু ছবি (ছবি ব্লগ)

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৭



শহরটির কিছু ডাকনামও রয়েছে তবে বাতাাসের শহর বা বড় কাঁধের শহর নাম দুটি আমার বেশ লাগে! শহরটি মিশিগান হ্রদ এর উপকূলে অবস্থিত নাম শিকাগো। ইলিনয় অঙ্গরাজ্যের একটি শহর। 

শিকাগো" নামটি আদিবাসী মিয়ামি-ইলিনয় শব্দ শিকাকওয়া একটি ফরাসি অনুবাদ থেকে উদ্ভূত হয়েছে। যেটি দ্বারা পেঁয়াজের একটি বন্য জাতকে বুঝায়।  

অগাস্ট ১২, ১৮৩৩-এ, শিকাগো শহরটি প্রায় ২০০ জন জনসংখ্যা নিয়ে গঠিত হয়েছিল। একটি সমৃদ্ধ অর্থনীতি গ্রামীণ সম্প্রদায় এবং বিদেশ থেকে অভিবাসী প্রত্যাশীদের এখানে নিয়ে আসে। যার ফলে  পরবর্তী সাত বছরের মধ্যে এখানে ৪,০০০ এরও বেশি লোক বসতি গড়ে উঠে। এই শহর কারখানাজাত ও খুচরা ও অর্থ খাত প্রভাবশালী হয়ে ওঠে যা আমেরিকান অর্থনীতিকে প্রভাবিত করতে থাকে। 

শহরের রজার্স পার্ক এলাকার নর্থ ক্লার্ক স্ট্রিট-এর একাংশকে সম্মানসূচক ‘জিয়াউর রহমান ওয়ে’ নামকরণ করা হয়।
গ্রীষ্ম কালে  আরামদায়ক গরম থাকে শহরটিতে। শীতকাল ঠান্ডা এবং তুষারময়। 



বিশেষ কিছুকাজে পাঁচদিনের জন্য মিশিগান যেতে হয়েছিল। মিশিগান থেকে ফেরার পথে শিকাগোর আকাশে প্লেনের জানালা দিয়ে অভাবনীয় কিছু দৃশ্য দেখে ছবি তোলার লোভ সামলাতে পারিনি। পুরো আমেরিকা জুড়ে এখন শীত কাল চলছে। ভারী ভারী সুয়েটার আর কোট গায়ে চাপিয়ে ঘর থেকে বের হতে হয়। নভেম্বরেই এবার কয়েক দফা তুষারপাত হয়েছে। আগামী কয়েকটা মাস তীব্র ঠান্ডায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে চলে যাবে। সেকারনেই হয়ত আকাশ জুড়ে প্রস্তুতি চলছে।















প্লেন যখন নিউইয়র্কের আকাশে



নিউইয়র্কের আকাশ থেকে তোলা







মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১১

ইসিয়াক বলেছেন: চমৎকার......।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



এবার নাকি অনেক বেশী শীত পড়বে? শিকাগোতে বাংগালী টাংগালী দেখলেন নাকি?

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

রাবেয়া রাহীম বলেছেন: এ বছর নভেম্বরের শুরুতেই তুষারপাত । ডিসেম্বর শুরুর আগেই মাইনাস টেমপারেচার প্রচন্ড ঠান্ডার পূর্বাভাস বলেই মনে হচ্ছে ।
তবে ঠান্ডা এবারে আমেরিকার তীব্র শীত আমাকে ছুতে পারবেনা মনে হয়। কারন আমি ঐ সময়ে আমেরিকায় থাকছিনা।

শুনেছি আলাস্কাতেও নাকি কিছু সংখ্যক বাংলাদেশী আছে। আলাস্কা থাকতে পারলে শিকাগো তো তেমন কিছুই না। তবে আমি শিকাগো যাই নি। ডেট্রয়েট গিয়েছিলাম । ডেট্রয়েট থেকে ফেরার পথে বিকালের আলোয় আকাশে ভাসমান বরফের স্তুপ দেখে ভয়ংকর শীতের কথা মনে হলো।

সাবধানে থাকবেন । ভালো থাকবেন ।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: সাদা সাদা আটা ময়দার মতোন এ গুলো কি?

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা হা —

৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১১

জাহিদ হাসান বলেছেন: আল কাপোনের বাড়ি B-)

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩১

রাবেয়া রাহীম বলেছেন: হ্যা

অনেক ধন্যবাদ

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:১৬

মিরোরডডল বলেছেন: Detroit Michigan
শব্দ দুটো শুনলেই বুকের ভেতর যেন কেমন করে উঠে
আমার খুব প্রিয় একজন মানুষ ওখানে হারিয়ে গেছে

আপনার লেখা ভালো লেগেছে

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩০

রাবেয়া রাহীম বলেছেন: সেচছায় হারালে কেউ ফেরেনা। আপনার কষ্টের জন্য সমবেদনা রইলো।

অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৭

মলাসইলমুইনা বলেছেন: মুজতবা আলীর আব্দুর রহমানের ইন্হাস্ত ওয়াতানাম --এর স্নো ছাওয়া পানশিরের মতোই এইতো আমাদের শ্বেত শুভ্র স্নো ছাওয়া মিশিগান ! নেক্সট মিশিগান ভিজিটের হিঁম শীতল নয় উষ্ণ শুভেচ্ছা জানানো থাকলো অগ্রিম।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩১

রাবেয়া রাহীম বলেছেন: উষ্ণ শুভেচ্ছা আপনার জন্যও

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

শের শায়রী বলেছেন: শিকাগোর গুন্ডা মহলে একটা কথা প্রচলিত আছে,

প্রথমবার দেখা হলে সাক্ষাত
দ্বিতীয়বার দেখা হলে দৈবাৎ
তৃতীয়বার দেখা হলে বাজে সংঘাত।। B-)

জেমস বন্ডের কোন বইতে যেন পড়ছিলাম। সেই শহরে আপনি সাবধান।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

রাবেয়া রাহীম বলেছেন: আপনার কথায় হাসতেই আছি। অনেক সুন্দর করে বলেছেন। তবে আমি মিশিগান গিয়েছিলাম । মিশিগান থেকে ফেরার পথে শিকাগোর উপর দিয়ে আসার সময় শিকাগোর আকাশে বরফের স্তুপ দেখে আবেগতাড়িত হয়ে কিছু ছবি তুলেছি।

আমি নিউইয়র্কে স্থায়ী বসতি গড়েছি।

অনেক ধন্যবাদ । আপনাকে আমার পোস্টে পেয়ে আনন্দিত হয়েছি। ভালো থাকবেন।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৭

আসোয়াদ লোদি বলেছেন: মেঘের অনেক রঙ। ছবি দেখে বোঝলাম।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেন ঝরবে বলে তৈরী হচ্ছে . . .

অদ্ভুত ছবি... :)

+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.