![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
শূন্যের নীচে ঠান্ডায় পথঘাটে বেরোতে হলে ভালো মতন গা ঢেকে, মাথায় টুপি চাপিয়ে, হাতে গ্লাভস পরে নিতে হয়।
কিন্তু মুখ ঢাকতে গেলে আমার দমবন্ধ লাগে। মায়ের পান্ডুর মুখটি ভেসে উঠে।
মায়ের শরীর থেকে সবটুকু বাতাস বের হয়ে যাওয়ার পর তাঁর কষ্টের তীব্রতা অনুভব করতে থাকি।
আমার হাঁসফাঁস লাগে।
জানুয়ারি মাসের শেষ সপ্তাহের এক সন্ধ্যায় মা চলে গেলেন ।
মায়ের চলে যাওয়ার ক্ষণটির কথা খুব মনে হয়। হঠাত মায়ের পা থেকে ঠান্ডা হতে থাকে।
প্রবল শীতের সময় গল্ভস আর পা মোজা ছাড়া ঘর থেকে বের হলে যেমন হয়। না,তার চেয়েও বেশী ঠান্ডা।
আচ্ছা মা চিরকাল কেন থাকে না?
আমি আকুল হয়ে কাঁদতে থাকি!
শহরের আবছা গলিতে এলোমেলো পায়ে হাঁটতে থাকি।
রাস্তার নেড়ি কুকুরের করুন ডাকে রাত্রির শহরটা খুব আপন লাগে।
মায়ের হাসি মুখের ছবি ভেসে উঠে। দুর্দান্ত শৈশব জলজ্যান্ত হয়ে উঠে আমার চোখের তারায়!
আমার ছয় কি সাত বছর বয়স। চাকুরি সুত্রে বাবাকে তখন আমাদের থেকে দূরে অন্য একটি শহরে থাকতে হত।
সাপ্তাহিক ছুটির আগের রাতে যথানিয়মে বাড়ী হাজির থাকতেন বাবা। তবে বাবা ঘরে প্রবেশ করার আগেই আমি ঘুমিয়ে যেতাম।
সেই সময়কার এক সন্ধ্যায় আমার তরুণী মা দেওয়ালে ঝোলানো আয়নার সামনে দাঁড়িয়ে
চুলে সিঁথি কেটে বিনুনি বাঁধছেন আর গুনগুন সুর তুলে চলেছেন।
দেওয়ালের সাথে লাগানো বিছানায় বসে আমি স্কুলের হোম ওয়ার্ক করতে ব্যস্ত। মায়ের খুশি আমাকে ছুয়ে যাচ্ছে।
বিনুনি হাতে ধরে মা জানতে চাইলেন " তোর বাবা এতক্ষণে অনেকখানি পথ চলে এসেছেন তাইনারে?"
মায়ের হাসির স্ফুরণ আমাকে আহ্লাদিত করে দিলো। আমি হেসে বললাম "হ্যা মা"।
আমার হাসি দেখে মা চোখে কাজল টেনে দিলেন। কি অপূর্ব আমার মায়ের চোখ দুটি!
একদিন ভোর রাতে মায়ের চাপা কান্নায় আমার ঘুম ভাঙ্গে। আমাকে দেখে কেমন অসহায় দৃষ্টি মেলে ধরেন তিনি!
চোখের দু'কোনে জল জমে এক আকাশ মেঘে ঢাকা বিমর্ষতা মায়ের মুখে। আমার বুক ফেটে কান্না আসলো।
তার হাত ধরে টেনে আমার সামনে বসালাম। ব্যাকুল হয়ে জানতে চাইলাম ‘কী হয়েছে, মা?’ আমার সদ্য হাস্যময়ী "মা" হু হু আর্তনাদে হাতে ধরা এক টুকরো সাদা কাগজ । যেখানে লেখা ছিল ভালোবাসা প্রত্যাখ্যান করে, উড়ে যাচছে সব বিশ্বাস।
সেই থেকে বাবাকে ছেড়ে মা কে নিয়ে আমাদের দুজনার সংসার দিব্যি চলে যাচ্ছিল।
অনন্ত আফসোস নিয়ে প্রকৃত ভালোবাসা খুজে মরিয়া আমার মা বাবাকে ভালোবেসে নিঃস্ব, রিক্ত হয়েছিলেন।
মায়ের ভাবলেশহীন উদাসী মুখের দিকে তাকিয়ে প্রায় ভাবতাম যে মানুষটি রিপুর তাড়নায় আমাদের প্রত্যাখ্যান করে অন্য কোথাও সুখ খুঁজে নিয়েছেন কখনো কি তাঁর অনুতাপ হয়? পাপ স্বীকার করতে না পারার দায় কি তাঁকে তাড়ায় ?
হাতে ধরা মোবাইল ফোন বেজে চলেছে অনেকক্ষন! আমি অপলক স্ক্রিনের দিকে তাকিয়ে আছি।
চোখের ঝাপ্সা পাপড়ির ফাঁক গলে স্ক্রিনের নাম পড়ার চেষ্টা করতে থাকি। মসজিদের ইমাম, মহল্লার মুরুব্বি, নিকট আত্মীয়
আরও অনেক---অনেক নাম ! এতো নামের ভীড়ে আমার ছয় ফুট শরীরটিকে অনাথ লাগছে খুব।
কী যেন নেই ঘরে কী যেন হারিয়ে ফেলেছি এই মাত্র আমি। আমার চারপাশ ঘিরে আছে দীগন্ত বিস্তৃত শূন্য মাঠ।
কেবল অস্ফুট কান্নায় উচ্চারিত হতে থাকে "মা" "মা"।
***** বিঃ দ্রঃ আমার মা আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন। কেউ যেন মনে না করেন যে এটা আমার মাকে নিয়ে লেখা। কখনো কখনো অনেক রকমের ভাবনা মনে আসে। সে সব ভাবনা থেকেই এই লেখা *********
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪১
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৮:৩১
নেওয়াজ আলি বলেছেন: সুকোমল ভাবনার অনন্যসাধারণ লেখা।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪৪
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অত্যন্ত চমৎকার একটি লেখা। সেইসংগে বলতে হয় মা-এর তুলনা শুধুই মা।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪৫
রাবেয়া রাহীম বলেছেন: মা তো মা ই হয়। মা হারানোর কষ্টটাও ভয়ংকর
অনেক ধন্যবাদ
৪| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ভাবে সহজ সরল ভাষায় লিখেছেন।
পোষ্ট পড়ে মনটা বড্ড বিষন্ন হয়ে গেল।
দুনিয়ার সমস্ত মা-বাবা ভালো থাকুক।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪৫
রাবেয়া রাহীম বলেছেন: ভালো থাকুক সব সন্তানের বাবা মা
অনেক ধন্যবাদ আপনাকে
৫| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে বুবু
মায়ের তুলনা নেই
০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:২০
রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা ছবি
৬| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০২
কানিজ রিনা বলেছেন: অনেক অনেক ভালবাসা তোমার জন্য,তুমিতো
আমার মেয়ের জীবনের ঘটনা লিখেছো।
কেমন আছো?
অনেক দিন ব্লগে কোনও মন্তব্য করিনা,কারন
আমার চোখের সমস্যা,একটি চোখে অপারেশন
করিয়েছি। আরএকটা আর কিছুদিন পরে।
নিশ্চয় আমার জন্য দোয়া করবা।
আমার মেয়েটা নিজের ভার্সিটিতে জয়েন করেছে
দোয়া রেখ। কিন্তু বিবাহ সাদীতে অনিহা,বড়
পেরেশানিতে আছি।
০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:২৪
রাবেয়া রাহীম বলেছেন: আপা তোমাকে অনেক দিন পর পেয়ে খুব ভালো লাগছে। আশা করছি সুস্থ আছো।
না আপা তোমার মেয়ে অনেক ভাগ্যবতী যে তুমি এখনো তার সামনে আছো । পাশে আছো। তোমার মেয়ের চেয়েও আরও অনেক বেশী হতভাগ্য সন্তান আছে দুনিয়াতে যে তার মায়ের করুন জীবনের সাক্ষী হয়ে থাকে। মা কে চোখের সামনে তিল তিল করে মরে যেতে দেখে ।
আপা তোমার জন্য অনেক শুভ কামনা।
মনের মতন কাউকে পেয়ে গেলে অবশ্যই তোমার মেয়ে তার সাথে ঘর বাঁধবে । মা হিসেবে সন্তানের জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই
ভালো থেকো আপা ।
৭| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩২
ফয়সাল রকি বলেছেন: মা এখনো আছেন, জানি একদিন হারাবো। সেদিনটা ভাবতেও ভয় হয়।
লেখায় প্লাস +++
০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:২৫
রাবেয়া রাহীম বলেছেন: আপনার মায়ের সুস্থ শরীরে দীর্ঘ জীবন কামনা করছি
অনেক ধন্যবাদ
৮| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩৮
নীল আকাশ বলেছেন: মা মা'ই। মায়ের কোন বিকল্প হতে পারে না।
সহী হাদিস আছে মা'র পায়ের পায়ের নীচেই সন্তানের বেহেস্ত।
০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:২৬
রাবেয়া রাহীম বলেছেন: হ্যা মা তো মা হয় । সে মায়ে কে কষ্ট পেতে দেখলে সন্তানের জীবনে সেটা সবচেয়ে কষ্টকর
অনেক ধন্যবাদ আপনাকে
৯| ০৪ ঠা মার্চ, ২০২০ ভোর ৫:৩১
শের শায়রী বলেছেন: আমার মা আমার সাথে এখনো আছে। ভীষন প্রশান্তি বোন।
লেখায় ভালো লাগা জানবেন।
০৪ ঠা মার্চ, ২০২০ ভোর ৬:৩৩
রাবেয়া রাহীম বলেছেন: আপনি ভাগ্যবান যে আপনি এখন পর্যন্ত মায়ের ছোঁয়া পেয়ে চলেছেন। আমাকে মায়ের থেকে অনেক অনেক দূরে থাকতে হয়।
তবে সব সময় তাকে মিস করি।
অনেক অনেক শুভ কামনা আপান্র মায়ের জন্য ও আপনার জন্য ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৭:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
মা এর কোনো বিকল্প নেই। মা হচ্ছে হাসি কান্না ভালোবাসা, রাগ, অভিমান, দুঃখ, দোয়া, প্রেরণা সব।
সব কিছুর প্রথম শিক্ষক।