নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

সুস্থ শরীরে বেঁচে থাকাতে কি আনন্দ!

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৫




সুন্দর মায়াময় এই পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে থাকার প্রচন্ড আকুতি নিয়ে অন্যান্য সবার মতন আমিও গৃহবন্দী জীবন কাটাচ্ছি। সম্পূর্ণ প্রটেকশনে আছি! তবুও টেনশান কাজ করছে। নিউইয়র্ক সিটিতে করোনা আক্রান্ত রোগীর বিস্তৃতি সবচেয়ে বেশী। তবে আশার কথা হচ্ছে ১৪ দিন লকডাউন থাকার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়- নিউইয়র্কে করোনা ভাইরাস নিম্নমুখী দেখাচ্ছে। ইতিমধ্যে হারিয়েছি পরিচিত বেশ কয়েকটি মুখ।

গত নয়দিন সম্পূর্ণ বন্দী অবস্থায় ঘরে ছিলাম।আবার বাহিরে না গিয়েও উপায় থাকেনা।নয়দিন পর আজ দরকারি কিছু কেনাকাটা করার জন্য একবার বাড়ীর বাইরে যেতে হয়েছিল। চারদিকে কি সুনসান নীরবতা! ব্যস্ততম চেনা শহরটি আজ খুব অচেনা লাগলো।একদম শান্ত, নীরব। অনেক দূরে দূরে দুই কি একজন পথচারী নজরে এলো।গাড়ির চলাচলের সংখ্যাও খুব কম।

এখন এপ্রিল মাস।দীর্ঘ শীত ঘুম ভেঙ্গে গাছে গাছ ম্যাগ্নলিয়া আর চেরি ফুল ফুটে আছে। পরিষ্কার নীল আকাশ দেখে বুঝার কোন উপায় নেই যে নিউ ইয়র্কের উপর দিয়ে কি পরিমান দুর্যোগ বয়ে যাচ্ছে।

আমার পাশ দিয়ে সাইরেন বাজিয়ে এম্বুলেন্স চলে গেলো এল্মহারস্ট হাসপাতালের দিকে। হয়ত এম্বুলেন্সের ভেতরে তীব্র শ্বাসকষ্ট নিয়ে কেউ একজন মৃত্যু ভয়ে আতঙ্কিত! ভাবছি এখন পর্যন্ত আমার অনেক সৌভাগ্য যে এমন পরিস্থিতির শিকার হতে হয়নি। মহান আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করে দিন।

আমি বাতাসে বুক’ভরে শ্বাস নিলাম।খোলা আকাশের নীচে টাটকা সতেজ বাতাস আমার ফুসফুস ভেদ করে কোষে কোষে বহুদূর অবধি ছড়িয়ে যাচ্ছে!

আহ! সুস্থ শরীরে বেঁচে থাকাতে কি আনন্দ!

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি সুস্থ দেহ নিয়ে বেঁচে থাকার আনন্দের সীমা নেই।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৯

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার

২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮

শের শায়রী বলেছেন: যে কয় দিন বেচে থাকুন সুস্থ্য ভাবে জীবন কে উপভোগ করে বেঁচে থাকুন এই কামনায় বোন। সব জায়গায় এক অবস্থা গত কাল বের হয়েছিলাম জরুরী কাজে, মনে হচ্ছিল অচেনা কোন নগর।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:১১

রাবেয়া রাহীম বলেছেন: একদিন আমরা মুক্ত ছিলাম। ঘর থেকে বের হলে এমন হয়।

সুদিন আবার ফিরে আসুক জলদি।

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন.......

সব ঠিক হয়ে যাবে বোন। অপেক্ষা করুন। মনে সাহস রাখুন।

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:১০

রাবেয়া রাহীম বলেছেন: ইনশাআল্লাহ পৃথিবী আবার আগের মতন হয়ে উঠবে।

৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


ভালো থাকুন

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:১০

রাবেয়া রাহীম বলেছেন: আপনিও ভালো থাকবেন।

৫| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫০

নেওয়াজ আলি বলেছেন: সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকা আল্লার নেয়ামত

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৯

রাবেয়া রাহীম বলেছেন: আলহামদুলিল্লাহ

৬| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩০

রাফা বলেছেন: আরো একটু ধৈর্য্য ধারন করুন। আল্লাহ সেটা পছন্দ করেন। আমার আর না বেরিয়ে উপায় নেই। প্রায় সব সাপ্লাই শেষ।
আল্লাহ ভরসা। তিনিই রক্ষাকর্তা ।

০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: আল্লাহ রক্ষাকর্তা । আল্লাহ মালিক। নিরাপদে থাকবেন।

৭| ০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর পরিপাটি লিখা।উপভোগ করলাম।

০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫২

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ । নিরাপদ থাকবেন ।

৮| ০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৮

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন আপু্ ।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৯

রাবেয়া রাহীম বলেছেন: আপনিও সাবধানে থাকবেন। ভালো থাকবেন।

৯| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৩

নীল আকাশ বলেছেন: খুব সাবধানে থাকুন। ভালো থাকুন।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩০

রাবেয়া রাহীম বলেছেন: নিরাপদ থাকবেন । ভালো থাকবেন

১০| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: মন বলছে খুব দ্রুত আমরা করোনা থেকে মুক্তি পাব।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩০

রাবেয়া রাহীম বলেছেন: ইনশাআল্লাহ

১১| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৪

বিভ্রান্ত পাঠক বলেছেন: দীর্ঘ দিন বেচে থাকুন।। অল্প কথায় সুন্দর মনের ভাব প্রকাশ অব্যাহত থাকুক।।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩১

রাবেয়া রাহীম বলেছেন: আমরা সবাই যেন দীর্ঘ দিন প্রিয়জনের সান্নিধ্যে ভালো ভাবে বেচে থাকতে পারি এটাই কাম্য।

১২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৮

মনিরা সুলতানা বলেছেন: সুস্থ্য শরীরে, প্রিয়জন দের নিয়ে বেঁচে থাকার আনন্দ অপার্থিব !

১৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রাহীম,




"বেঁচে আছি' এই কথাটিতেই যতো সুখ!

টাটকা বাতাসে বুক ভরে শ্বাস নিন আর বেঁচে থাকুন চেরী ফুলে সাজানো প্রকৃতির মাঝে।

সবার মঙ্গল হোক। ঈশ্বর ক্ষমা করুক সবাইকে।

১৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার জন্য প্রার্থনা আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন।

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকলে এত করুন পরিস্থিতি হতো না।

১৫| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মনীষীরা বলে গেছেন ' স্বাস্থ্যই সকল সুখের মুল' । আমরা দাত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনা।

১৬| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৮

রাজীব নুর বলেছেন: করোনা আমার ঘুম কেড়ে নিয়েছে।

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: হালফিল সময়ের ভয়ঙ্কর চিত্র আঁকা থাকলো আপনার এ পোস্টে।
সুস্থ্য শরীরে, প্রিয়জন দের নিয়ে বেঁচে থাকার আনন্দ অপার্থিব! - মনিরা সুলতানা এর এ কথাটির সাথে আমি সম্পূর্ণ একমত। সাথে এটুকু যোগ করতে চাই যে সুস্বাস্থ্যে বেঁচে থাকতে পারাটাই আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর সবচেয়ে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ!
পোস্টে দ্বিতীয় ভাল লাগা + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.