নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

বাদল দিনের গান

আসুন আমরা আমাদের মূল্যবোধ কে জাগ্রত করি

বাদল দিনের গান › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা!!! আসুন রাজাকার নিধনে নামি, দেশ কে কলঙ্ক মুক্ত করি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

কিছুক্ষণ হল শাহবাগ চত্বর থেকে আসলাম। কিন্তু আমার মন টা এখনো সেখানেই পরে আছে। তবে শাহবাগ তথা সারা বাংলায় বাঙ্গালী যেভাবে মাথা উঁচু করে দেশ কে রাজাকার মুক্ত করে দেশের স্বাধীনতার গৌরব কে সু প্রতিষ্ঠিত করে দেশ কে কলঙ্ক মুক্ত করার জন্য অঙ্গীকার বদ্ধ হয়ে কাধে কাধ মিলিয়ে সংগ্রামে নেমেছে , তাতে করে এই বাঙ্গালীর গন জাগরণ কে নিয়ে আমি আজ সত্যিই গর্বিত। এবং ভাবতে ভালো লাগছে যে আমিও একজন বাঙ্গালী, এই বাংলায় আমার জন্ম।



আমি একাত্তুর দেখি নাই। কিন্তু আজ আমি যা দেখলাম তাতে করে এই টুকু উপলব্ধি করতে পেরেছি, বাঙ্গালি যদি একবার মাথা উচু করে দাড়ায়, তাহলে এমন কোন শক্তি নাই যে বাঙ্গালী কে প্রতিহত করে। যেমন টি ঘটেছিলো ৭১ এর মুক্তি যুদ্ধে। তাই আজও বাঙ্গালীর এই রাজাকার নিধন আন্দোলন অপ্রতিরুদ্ধ। এবং আমরা রাজাকারদের এবং তার বংশধর ( জামাত- শিবির ) দের এই দেশ থেকে নির্মূল করে ছাড়বোই।



ফাকিস্তান্ বুঝতে পেরেছিল বাঙ্গালী কি জিনিস! বাঙ্গালীর বাঁশ কত শক্ত। এবং তারা তা আজীবন মনে রাখবে। কিন্তু কুকুর সমতুল্য এই রাজাকারের দল সেই কথা ভুলে গেছে। তারা ভুলে গেছে বাঙ্গালী মরতে জানে। তারা ভুলে গেছে দেশের জন্য বাঙ্গালী ছুটন্ত বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না। রাজাকাররা ভুলে গেছে বাঙ্গালী বুকের রক্ত দিয়ে হলেও দেশের মাটি ধুয়ে মুছে পবিত্র রাখতে জানে।



দেশে রক্তের বন্যা বয়ে যাবে। তবু বাঙ্গালী রাজাকারদের ফাঁসির দাবি বাস্তবায়ন করে ছাড়বে। এটাই বাঙ্গালীর নীতি, এখানেই বাঙ্গালীর গর্ব। বাঙ্গালী শুধু স্বাধীনতা অর্জন করাতেই খ্যান্ত নয়, স্বাধীনতা রক্ষা করতেও জানে।

আমরা বাঙ্গালী জাতি চির উন্নত মম শির! এমন কোন অপশক্তি নাই যা আমাদের দমিয়ে রাখতে পারে।

তাই সময় এসেছে আর একটা যুদ্ধের। এই যুদ্ধ স্বাধীনতার গৌরব রক্ষার যুদ্ধ। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমাদের স্বাধীনতার গৌরব কে এতো টুকু ক্ষুণ্ণ হতে দেবনা। তাই সকলের প্রতি আহবান, আসুন আমরা সকলেই আজকের এই রাজাকারদের ফাঁসির দাবিতে ডাকা মহা সমাবেশে যোগ দিয়ে বাঙ্গালীর সংগ্রাম কে সফল করি, রাজাকারদের ফাঁসির দরিতে ঝুলিয়ে দেশের স্বাধীনতার গৌরবকে আরও পরিস্ফুটিত করি। এবং ৭১ এ আপনার আমার ভাই, মা- বোন দের সম্ভ্রম হারানোর বদলা নেই। বাংলা কে রাজাকার মুক্ত করি। বাংলা কে কলঙ্ক মুক্ত করি।

জয় বাংলা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.