নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

বাদল দিনের গান

আসুন আমরা আমাদের মূল্যবোধ কে জাগ্রত করি

বাদল দিনের গান › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বরে লাখো জনতার মাঝে আমিও একজন। কেও কাউকে চিনিনা কিন্তু সবাই আপন। তাইতো সবার কণ্ঠে একিই চিৎকার, কাদের মোল্লা তুই রাজাকার।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

ক্যাম্পাসে যাবার পর সমাবেশ নিয়া পুলাপাইনের হাসি, মশকরা দেখে এবং উল্টা পাল্টা কমেন্ট'স শুনে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো।যদিও মজার ছলে এসব করতেছিল । তবুও তখন কেন জানি এই অতি পরিচিত মুখ গুলো খুব অপরিচিত লাগছিলো! যদিও এরা বয়সের দিক দিয়ে বড় হলেও এখনো ঠিক বড় হয়ে উঠেনি।(আমিও কিন্তু ওদের মতই তয় কেমনে জানি একটু বেশি বড় হইয়া গেছি!) এরা তেমন কিছু জানেও না, জানার চেষ্টাও করেনা।



তবে এরা একটা জিনিস খুব ভালো বুঝে । তা হল, হুজুরদের(সাইদি, মোল্লা কাদের...) নিয়া কিছু বললে অনেক পাপ হওয়ার সম্ভাবনা।(যদিও এই ধরনের ছেলে মেয়ের সংখ্যা খুব বেশি নয়) কিন্তু সেই হুজুররাই যে ৭১এ পাকিস্তানের দালালী করে বেড়িয়েছে, শত শত মানুষ কে হত্যা করেছে, মা- বোন দের নির্যাতন করেছে, এবং আজো তারা বিভিন্ন কুকর্ম করে বেরাচ্ছে, পাপ করে বেড়াচ্ছে, সেটা তারা কোন ভাবেই মেনে নিতে চায়না।



তার অন্যতম কারন তারা কখনোই এই ধরনের চরম অপ্রিয় সত্যের মুখোমুখি হয়নি। তাই তারা এইসব উপলব্ধি করতে পারেনা।এমন কি আমরা মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস টা তাদের সামনে কখনোই তুলে ধরতে পারিনি। আমাদের অভিভাবকরা কখনোই আমাদের সাথে মুক্তি যুদ্ধের গল্প করেনি।এই সুযোগে ছাগুরা এইসব তরুণদের মগজ ধুলাই করে ওদের দুসর বানিয়ে গড়ে তুলছে এই প্রজন্মের ডিজিটাল রাজাকার।



তাই যারা মুক্তি যুদ্ধ দেখেছে বা এর সঠিক ইতিহাস জানে, তাদের উচিত ছোটোদের এবং আমাদের মত এই প্রজন্মের তরুণদের যারা মুক্তি যুদ্ধের ইতিহাস জানেনা, তাদের সেই ইতিহাস জানানো। এবং আমাদের দেশে যেন আর একটা রাজাকারের জন্মও হতে না পারে, এই ব্যাপারটা নিশ্চিত করতে বাংলার মাটি কে জামাত- শিবির মুক্ত করতে হবে। আর যেন বাংলার একটা ছেলেও রাজাকারে রুপান্তরিত হতে না পারে।



কি আর করা মন খারাপ নিয়ে বাসায় ফিরে ব্যাগ টা রেখেই চললাম শাহবাগের উদ্দেশে। প্রজন্ম চত্বরে লাখ লাখ অপরিচিত মানুষের মুখ। অথচ কেন জানি আজ সবাই কে খুব আপন মনে হল। মনে হল আমরা সবাই একে অপরের চির চেনা। তাই সবার কণ্ঠেই একিই চিৎকার, সবার মুখেই এক দাবি। রাজাকারদের ফাঁসি চাই । মুহূর্তেই আমার মন টা ভালো হয়ে গেল।



সবশেষে, সমস্ত রাজাকারের ফাঁসি চাই। জামাত- শিবির মুক্ত বাংলাদেশ দেখতে চাই।

তাই আসুন আমরা যে যেখানে আছি, সে সেখান থেকেই রাজাকারদের ফাঁসির দাবি জানাই। এবং জামাত- শিবির কে নিষিদ্ধ ঘোষণা করে তাদের নির্মূল করি।

জয় বাংলা!

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

মনির খুলনা বলেছেন: ++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

বাদল দিনের গান বলেছেন: রাজাকারদের ফাঁসি চাই। জামাত- শিবির মুক্ত বাংলাদেশ চাই।
ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

অতুল মিত্র বলেছেন: একজন কাদের মোল্লা বেঁচে থাকলে ছাগুরা ইসলাম থুইয়া মোল্লা নীতি দিয়া দেশ চালাইব। মোল্লারে ঝুলাইয়া দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বাঁচাইয়া রাখলে বাংলাদেশের রক্ত কুলশিত হতে থাকবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

বাদল দিনের গান বলেছেন: মোল্লা সহ সব রাজাকারের ফাঁসি চাই। জামাত- শিবির মুক্ত বাংলাদেশ চাই।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

স্বপনবাজ বলেছেন: মোল্লা সহ সব রাজাকারের ফাঁসি চাই। জামাত- শিবির মুক্ত বাংলাদেশ চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

বাদল দিনের গান বলেছেন: আর কোন দাবি নাই, ফাঁসি চাই ফাঁসি চাই।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

রেজোওয়ানা বলেছেন: তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা,

জয় বাংলা!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

বাদল দিনের গান বলেছেন: জয় বাংলা।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাঁসি চাই.....

ছাগু মুক্ত সামু চাই......

জয় বাংলা!!!!!! জয় বাংলা!!!!!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

বাদল দিনের গান বলেছেন: রাজাকারের ফাঁসি চাই.....

ছাগু মুক্ত সামু চাই......

জয় বাংলা!!!!!! জয় বাংলা!!!!!!!

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

আব্দুর রহ্‌মান বলেছেন: +++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

বাদল দিনের গান বলেছেন: দাবি একটাই, সব রাজাকারের ফাঁসি চাই।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

আমি ইহতিব বলেছেন: আন্দোলনের ফলাফল পজিটিভ হলে দেখবেন এই মশকরাকারীরাই বলবে আমরাও এর অংশীদার ছিলাম, ভালো লিখেছেন।

একটাই দাবী, রাজাকারের ফাঁসি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

বাদল দিনের গান বলেছেন: ঠিক বলেছেন। ৭১এও তাই হয়েছিলো।
ধন্যবাদ
একটাই দাবী রাজাকারের ফাঁসি

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

বোকামন বলেছেন:

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

বাদল দিনের গান বলেছেন: বাঙ্গালীর একটাই দাবী। সব রাজাকারের ফাঁসি।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

শাকিল ১৭০৫ বলেছেন: সমস্ত রাজাকারের ফাঁসি চাই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

বাদল দিনের গান বলেছেন: আমাদের দাবী একটাই সব রাজাকারের ফাঁসি চাই।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

একজনা বলেছেন: সমস্ত রাজাকারের ফাঁসি চাই। জামাত- শিবির মুক্ত বাংলাদেশ দেখতে চাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

বাদল দিনের গান বলেছেন: সমস্ত রাজাকারের ফাঁসি চাই। জামাত- শিবির মুক্ত বাংলাদেশ দেখতে চাই।
জয় বাংলা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.