নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

বাদল দিনের গান

আসুন আমরা আমাদের মূল্যবোধ কে জাগ্রত করি

বাদল দিনের গান › বিস্তারিত পোস্টঃ

আমরা আর শুধু শাহবাগের দিকে তাকিয়ে না থাকি! এইবার নিজেদের কোমর টা সোজা করে দাড়াই! শাহবাগ যেখানে শুরু করেছে আমরা সেখান থেকে শুরু করে নিজ দায়ীত্তে তা শেষ করি!

২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮

আমরা সবসময় ধরেই নেই আসলে এইসব আন্দোলন ফান্দলন দিয়ে কিছুই হবে না! আমরা কেন জানি বিশ্বাস হারিয়ে ফেলেছি! আসলে অন্যায় , দুর্নীতি, সন্ত্রাস, ধরমান্দতা, এইসব দেখে দেখে এবং এইসবের তলে পড়ে ঘার বাকা হতে হতে কুঁজো হয়ে গেছি! তাই এইসবের বিরুদ্ধে যে দাঁড়ানো যায়, সেই কথা আমরা ভুলে গেছি! কেও যদি সেই কুঁজো ভাব থেকে দাড়াতেও চায় তাহলে সেই দাঁড়ানো ভঙ্গী টা কে আমাদের অচেনা মনে হয়, খুব হাস্যকর মনে হয়! তাই আমরা অট্ট হাসিতে ফেটে পরি!

আবার অনেকেই আছে যারা এই কুঁজো ভাব টা খুব বেশিদিন বয়ে বেরাতে পারেনা! মনের মধ্যে দাঁড়ানোর সুপ্ত বাসনা থাকে, আবার একা একা দাড়াতেও ভায় পায়, পাছে পড়ে যায় এই ভয়ে! তাই সে বা তারা মনে মনে সুযোগ খুঁজে এবং আশায় থাকে কেও যদি সোজা হয়ে দাঁড়াত, তাহলে আমি তার কাধে ভর দিয়ে দারাতে পারতাম!

যদিও এই ধরনের মানুষের সংখ্যা খুবি কম! তারপরেও এই মানুষদের প্রত্যাশা অনুযায়ী আমরা যদি কেও ঘার এবং কুমোর সোজা করে দাড়িয়ে পরি, এবং সেই সুযোগ সন্ধানী দের উঠে দারাতে নিজের কাধ পেতে দেই এবং আমরা যদি এইভাবে একসাথে দাড়িয়ে উঠি, তাহলে বাকি যারা মেনেই নিয়েছিলো তারা সারাজিবন কুঁজো হয়েই থাকবে বা থাকতে হবে, তাহলে তাদের সেই ভুল বিশ্বাস টাও ভেঙ্গে যাবে! তখন তারাও ভাববে যে নাহ, আর কুঁজো হয়ে নয়! সোজা হয়ে মাথা উচু করে চলা আসলেই সম্ভব!

এবং একসময় যদি আমরা এই কুঁজো দল টা সবাই মাথা উচু করে দারাতে শিখে যাই, এবং যারা আমাদের কুঁজো করে রাখে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে যাই, তাহলে আর আমাদের কে কুঁজো হয়ে চলতে হবে না! অসুস্থ রাজনীতির চাপাকলে পড়ে জীবন হারাতে হবে না! উগ্রবাদী, মৌলবাদী, দের সন্ত্রাসী কার্যকলাপ, রাস্তা ঘাঁটে সন্ত্রাসী কার্যকলাপ, দুর্নীতি, অন্যায়, সাম্প্রদায়িক দাঙ্গা, এই সবকিছু থেকে জাতি কে মুক্ত করা সম্ভব! সেই সাথে জাতি কে কলঙ্ক মুক্ত করতে আমরা যদি এইভাবে কুমোর সোজা করে দাড়াই, তাহলে আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হবো! দেশ থেকে মৌলবাদী, ধর্মান্ধতা, ধর্ম নিয়ে রাজনীতি এই সবকিছুই বন্ধ করতে সক্ষম হবো!

অনেকেই আছেন যারা শুধু সংশয় প্রকাশ করতে পারেন, যেমন অনেকেই ভাবে এবং বলে থাকে যে,'' এখন আর আন্দোলনের খুব প্রচার শুনি না! জামাত নিষিদ্ধ হবে না! আর জামাত তো বাতিল হবেই না, যুদ্ধাপরাধী দের রায় যে কি হবে সে ব্যাপারেও তারা সন্দেহ প্রকাশ করে '' তাই আমি আপনাদের কেই বলছি, এতো কিছুর পরেও যেহেতু আপনাদের ঘুম ভাঙ্গে নাই, আর ভাঙবেও না!



শাহবাগ তো আর আপনাকে ভাত তুলে খাইয়ে দিবে না! এরা শুরু করে দিছে এখন ঘুম থেকে উঠে এটা শেষ করার দায়িত্ব আমাদের সকলের! আপনারা বা আমরা মুখে শুধু সন্দেহ আর সংশয় প্রকাশ করতেই জানি! কিন্তু অন্তত একটি বারের জন্যও মুখে পর্যন্ত বলি নাই'' যুদ্ধাপরাধীর ফাঁসি চাই! সাইদি, মোল্লা কাদের তোরা রাজাকার''! যারা মুখ দিয়ে এই কথা একবার উচ্চারন করেছে এবং অন্তরে স্বাধীনতা ধারন করেছে, এবং যারা বুঝে স্বাধীনতা মানে কি, তারা মনে প্রানে বিশ্বাস করে যে জামাত নিষিদ্ধ হবে, হতেই হবে! ঝুদ্ধাপরাধির বিচার হবে, হতেই হবে! কারন তারা সংগ্রামী, তারা আশাবাদী! তারা স্বপ্ন দেখতে জানে ! তারা স্বপ্ন দেখে সুন্দর একটা বাংলার! তারা জানে এবং বিশ্বাস করে, আধার থেকে একদিন আলো তারা ছিনিয়ে আনতে পারবেই! আলো আসবেই!

জয় বাংলা!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২

নতুন বলেছেন: শাহবাগ তো আর আপনাকে ভাত তুলে খাইয়ে দিবে না! এরা শুরু করে দিছে এখন ঘুম থেকে উঠে এটা শেষ করার দায়িত্ব আমাদের সকলের! আপনারা বা আমরা মুখে শুধু সন্দেহ আর সংশয় প্রকাশ করতেই জানি!

তারা স্বপ্ন দেখতে জানে ! তারা স্বপ্ন দেখে সুন্দর একটা বাংলার! তারা জানে এবং বিশ্বাস করে, আধার থেকে একদিন আলো তারা ছিনিয়ে আনতে পারবেই! আলো আসবেই!
জয় বাংলা!

২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

বাদল দিনের গান বলেছেন: জয় বাংলা!

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৬

কালবৈশাখীর ঝড় বলেছেন:
শাহাবাগ গনজাগরন মঞ্চ, আন্দোলনে যা পেলাম

এটি পড়ুন
Click This Link

২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪২

বাদল দিনের গান বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.