নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

বাদল দিনের গান

আসুন আমরা আমাদের মূল্যবোধ কে জাগ্রত করি

বাদল দিনের গান › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম আর নাস্তিক নিয়া এক গ্রাম্য চাচার ধ্যান ধারনা!

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

গ্রামে যাবার পর এক চাচার সাথে দেখা। সে খুবিই ধর্মপ্রাণ একজন মানুষ। কখনো টিভি দেখে না। বিকেল বেলা হাটতে বের হয়েছি। হঠাৎ এক চায়ের দোকানে দেখি টিভির সামনে আমার এক পরিচিত চাচা বসে আছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখি, দিগন্ত টিভি তে হেফাজতে ইসলামের সমাবেশ লাইভ দেখাচ্ছে! চাচা সহ আরও অনেকেই খুব আগ্রহের সাথে সবাই সেই প্রোগ্রাম দেখছে! সবাই একটু পর পর বক্তার সাথে সাথে তারাও নারাই তাকবীর আল্লাহুয়াকবার বলে শ্লোগান দিচ্ছে!

সন্ধ্যার দিকে সেই চাচার সাথে আবার দেখা। চাচা কে বললাম, আচ্ছা চাচা, আপনি কি এই হেফাজত ইসলামের ১৩ টা দাবী কে সমর্থন করেন? তখন চাচা বলে এতো দাবী টাবি বুঝিনা! এরা খাটি মুসলমান! দেশে ব্লগারে ভইরা গেছে, এরা যখন তখন আমাদের নবী কে নিয়া খারাপ মন্তব্য করে! এরা আল্লাহ্ কে বিশ্বাস করে না! আর এই হেফেজতে ইসলাম আমাদের ইসলাম কে এদের হাত থেকে রক্ষা করতে নেমেছে! এরা নাস্তিক দের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে! এরা দেশে ইসলামের শাসন চালু করবো! তাই এদেরকে সমর্থন দেওয়া অবশ্যই আমার ইমানি দায়িত্ব!

আমি বললাম, চাচা, তাহলে আপনি এক কাজ করেন। আপনার যে বড় মেয়ে টা আছে প্রাইমারী স্কুলে মাস্টারি করে তাকে মাস্টারি করা থেকে বিরত রাখেন। এবং আপনার যে আর একটা মেয়ে আছে নবম শ্রেণীতে পড়ে তাকেও স্কুলে যাওয়া বন্ধ করে দেন। এরপর দুইজনকেই ঘর থেকে বের হতে দিবেন না! চাচি সহ তাদের কে ঘর হতে বের হতে দিতে পারবেন না!

তখন চাচা আমার উপর রেগে গিয়ে বলল, তুমি এইসব কি কউ ভাতিজা? ওদের আমার ঘরে বন্দী করতে হবে কেন? তাছাড়া আমার বড় মেয়েটার মাস্টারির টাকায় আমি আজ একটু ভালো ভাবে চলতে পারি! তুমি কি আমার সাথে ফাইজলামি কর?

তখন আমি বললাম, আপনি আজ যাদের হেফাজতে ইসলাম বলতেছেন, যাদের কে আপনি সমর্থন দেওয়া ইমানি দায়িত্ব মনে করতেছেন, তাদের কাছে এটাই ইসলামী শাসন বেবস্থা!এবং এই ইসলামী শাসন বেবস্থা এতদিন আপনি মানেন নাই! তাই আপনিও ধরতে গেলে নাস্তিকের পর্যায় পড়েন! এবং তারা আজ যে তেরো দফা দাবী নিয়া সমাবেশ করতেছে, তার প্রথম দাবী হচ্ছে নারী শিক্ষা বন্ধ। এবং নারীদের ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ! তার কারন মেয়ে মানুষ দেখলেই তাদের মেশিনের গিয়ার অটোমেটিক টপে উঠে যায়!

এখন চিন্তা করেন কি করবেন! চাচা আর একটা কথা বলি, আপনি যখন পাশের পাড়ার হিন্দু দের মালু বলে গালি দেন, তাদের ধর্ম নিয়া কটূক্তি করেন, মুসলমান রা যখন তাদের মন্দির ভাঙ্গে, তখন ধর্ম কে অবমাননা করা হয়না! কারন আপনার চোখে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নাই! নাস্তিকের চখেও ঠিক তেমনি কোন ধর্মই ধর্ম না! তারা ধর্মে বিশ্বাসী না! তাই মোহাম্মদ কে নিয়া বা ইসলাম অথবা ধর্ম নিয়া যদি তারা কোন জুক্তিক আলোচনাও করে তাহলেও আপনাদের চোখে তা কটূক্তি হিসেবে ধরা পড়ে কেন?

চাচা পড়ে আর আমার সাথে উচ্চ বাচ্য না করে চলে গেলো!



মন্তব্য ১৭ টি রেটিং +৩/-১

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

সাদা কলো বলেছেন: দেশের অধিকাংশ মানুষের অবস্থাই আপনার ঐ চাচার মত। লেবাস দেখে হুস নাই ।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

বাদল দিনের গান বলেছেন: ঠিক বলেছেন ভাই! এখনি সময় যার যার স্থান থেকে সবাইকে সচেতন করার!

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ.......তুমি জামাত শিবির ও কিছু নাস্তিক ব্লগারের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা কর

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

বাদল দিনের গান বলেছেন: মাত্র কয়েকটা নাস্তিক ব্লগার দেশ টা কে নাস্তিক বানিয়ে ছেড়ে দিলো! বড়ই আফসোস এর কথা! এই দেশ টা এখন বেহেস্তে কেমনে যাইব? নাস্তিক দেশ কি কখনো বেহেস্তে যাইতে পারবে?

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

হেমায়েতপুরী বলেছেন: অতীব মনগড়া পোস্ট। পড়তেই ভাল লাগে। বিশ্বাস করতে নয়।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

বাদল দিনের গান বলেছেন: আগে নিজের বিশ্বাস ঠিক করেন! নিজেকে প্রশ্ন করেন! আপনি কি ধরনের শাসন বেবস্থা চান, এবং তারা কি ধরনের শাসন বেবস্থা চালু করতে চায়! এবং আপনি সেই শাসন বেবস্থায় চলতে পারবেন কিনা!

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

মুশে হক বলেছেন: পোস্টটা বিশ্বাস করা ঈমানি দায়িত্ব।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

বাদল দিনের গান বলেছেন: কি কইলাইন?

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

প্যারাসিটামল বলেছেন: কিছু ব্লগার আছে নিজের মতো বানিয়ে পোস্ট দেয়। এরা হল ক্যাচালবাগী এবং ফায়দাবাগী ব্লগার।

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

বাদল দিনের গান বলেছেন: এইখানে ক্যাচালের কি পাইলেন? আপনার কাছে বানানো হইতেই পারে! তয় কাহিনী সত্য!

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

শিরোনাম বলেছেন: সিরিয়াসলি একটা কথা বলি.............. এইটা একটা চরম ালপোস্ট।

ইসলাম মেয়েদেরকে ব্যবসা করারও অনুমতি দিসে। এইটা আপনে আগে জানেন তারপর চাচারে বুঝান।

আপনি কি মনে করেন ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারদের কি বিচার হওয়া উচিত?

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বাদল দিনের গান বলেছেন: তার আগে আপনি হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী পইরা আসেন! আপনি তোঁ আর তাদের চাইতে বেশি ইসলাম সম্পর্কে জানলে ওয়ালা না! খালি তোঁ পারেন গালিগালাজ করতে। সত্ত্য স্বীকার করতে এতো কষ্ট হয় কেন?

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শিরোনাম বলেছেন: ১৩ দফায় কোথাও দেখলাম না মেয়েদেরকে শিক্ষকতা করতে নিষেধ করছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বাদল দিনের গান বলেছেন: ইসলাম বিরোধী নারী নীতি বলতে আপনি কি বুঝেন? ইসলামে স্পষ্ট ভাবে উল্লেখ আছে নারীদের পুরুষের পাশাপাশি কাজ কর্ম করা নিষিদ্ধ! তাইতো আজ তারা নারী সাংবাদিকদের উপর চড়াও হচ্ছে!

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

শিরোনাম বলেছেন: লেখক বলেছেন: ইসলাম বিরোধী নারী নীতি বলতে আপনি কি বুঝেন? ইসলামে স্পষ্ট ভাবে উল্লেখ আছে নারীদের পুরুষের পাশাপাশি কাজ কর্ম করা নিষিদ্ধ! তাইতো আজ তারা নারী সাংবাদিকদের উপর চড়াও হচ্ছে!


ছাগলের বাচ্চা ছাগল। জীবনে কোনদিন কোরআণ-হাদিস পড়ছিস? ইসলামের কোথায় বলছে নারীদের পুরুষের পাশাপাশি কাজ কর্ম করা নিষিদ্ধ?

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

অপু ওপি বলেছেন: নারী শিক্ষা নয়, নারী নীতি বাতিল করতে বলা হয়েছে

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.