![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌবন মানেই একটা গোল্ডলিফ সিগারেট নয়! তেমনি বৈশাখ মানেও শুধু একদিন পান্তা- ইলিশ নয়! বৈশাখ মানে এক অন্যরকম অনুভূতি, যা কখনো শেষ হবার নয়!
বৈশাখই বাঙ্গালীর একমাত্র উৎসব যেখানে সকল ধর্মানুসারী বাঙ্গালীর এক মিলন মেলায় পরিনত হয়!বৈশাখই একমাত্র উৎসব যেখানে সমস্ত বাঙ্গালী এক কাতারে মিলিত হয়ে উৎসবে মেতে উঠে! সকল দ্বিধা দন্দ , ভেদাভেদ ভুলে একে অপরের সাথে বুক মিলায়, আনন্দ করে! এবং সবাই এক সঙ্গে গেয়ে উঠে এসো হে বৈশাখ এসো… এসো ……!
আসুন সকল দুঃখ কষ্টের মাঝে আমরা অন্তত এই একটি দিন সবাই প্রান খুলে হাসি, আনন্দ করি, এবং অন্যের মুখেও হাসি ফুটাই! আমাদের এই হাসির স্রোতে ভেসে যাক সমস্ত কালো ছায়া! সত্যের আলো ফুটুক জীবনের প্রতিটি ক্ষেত্রে! জীবনের সকল অন্ধকার দুর হয়ে যাক! বাঙ্গালী আবার ফিরে পাক তার শতভাগ বাঙ্গালিয়ানা!
শুভ নববর্ষ!
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭
আমিনুর রহমান বলেছেন:
শুভ নববর্ষ!