![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে যতো বেসেছি ভালো আমি
ততোই ছুঁয়েছি বেদনায় ,
ভালোবাসায় ততোই বেদনাহত
চোখের জল ততোই উদাসীন !
তোমাকে ঘৃনা করেছি আমি যতো
তোমার ঝরাও অবিরত
আমায় ততো হয়েছো প্রিয়তমা ।
অপেক্ষার প্রহর কেঁটেছে অবিরত!
তোমাকে যতো বেসেছি ভালো আমি
আমাকে কত করেছো অপমান ।
ততোই ভালোবাসায় হয়েছে নত
আমি রয়েছি অবিরত ।।
© সুব্রত দেব নাথ
©somewhere in net ltd.