![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বাবা,
তোমার জন্য আমার লেখা এটি প্রথম এবং একমাত্র চিঠি । কারণ তুমি যখন মুক্তি যুদ্ধে যাও তখন আমি লিখতে শিখিনি । যখন লিখতে শিখেছি তখন আমি তোমার ঠিকানা জানিনা । মাঝে মাঝে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে তোমাকে খুঁজেছি । জান বাবা যদি থাকতে তবে আমি লেখা শিখে তোমাকে কত চিঠি লিখতাম ।
তুমি ছিলে না তাই আমার শিশু বেলায় কোন রং আর আনন্দ ছিল না । আমি জানি তুমি 1971 সালে আমাদের স্বাধীনতা দিয়ে নিজে চলে গেছ না ফেরার দেশে । আমি তোমাকে হারিয়ে এক বুক হাহাকার নিয়ে সময়ের হাত ধরে দেখ কত বড় হয়ে গেছি । এই জীবনে কত কিছু লিখেছি শুধু তোমাকে চিঠি লেখা হয়নি ।
বাবা তুমি কেমন আছো ? তুমি কি তোমার সোনার বাংলাদেশ কে দেখতে পাও ? বাবা তুমি কি কষ্ট পাও ---যখন দেখ তোমাদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাসের বিকৃতি ঘটছে । আমি তোমার শহীদ দেহটি আমি দেখিনি । শুনেছি ওরা গুলিতে তোমার বুক ঝাঁজরা করে দিয়েছিল । তোমার ফরসা রং লাল হয়েছিল ।
বাবা আমার চোখ দিয়ে পানি ঝরছে । আর লিখতে পারছি না । আজ এই বাংলার স্বাধীনতার ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে শিখেছি । আর সেই প্লাটফর্মে আমি আমার জীবনের প্রথম চিঠি তোমাকে লিখলাম । তোমরা কষ্ট পেওনা, আমরা তোমাদের দেয়া স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে দিবনা , এ আমাদের অঙ্গীকার । তুমি যেখানেই থাক ভালো থেকো ।
ইতি তোমার ছোট্ট সেই মেয়েটি
© Salina Akhtar
©somewhere in net ltd.