![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্তরিত
সুব্রত সামন্ত (বুবাই)
দশকের পর দশক
নিজে না ঘুমিয়ে
আর না অপরকে ঘুমাতে দিয়ে ;
‘এতটুকুও দয়া মায়া নেই শরীরে’
এই কথাটিকে আরো জোর দেওয়াতে
দেশজোড়া লুঠ, খুন, অশান্তি, দুর্নীতি বাড়িয়ে তুলে...
তারপর
মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়ে
স্ত্রীর কপাল থেকে স্বামী মুছে দিয়ে
মায়ের কাছ থেকে বাবাকে নিঁখোজ করে দিয়ে
আর এইসব যাবতীয় নৈতিকতা বজায় রাখতে গিয়েই
ঐ বাড়ির বউকে নগ্ন করে গাছে বেঁধে রাখা
ঐ বাড়ির মেয়ের ইজ্জত নেওয়ার মতো
মহৎ কাজ সাড়া ;
এসব নরক দর্শন নিজে করে
এবং অপরকে করিয়ে ;
আদিখ্যেতা করে
গলা চিরে যাকে নিয়ে বড়াই করি
সেটাই হল ধর্ম।
( কবিতাটি এক বাক্যে শেষ করার কারণ হল, ধর্মের অধর্মরূপকে দেখানো। যা আগেও ছিল, এখনো আছে এবং এরপরেও থাকবে।
সুব্রত সামন্ত (বুবাই)
খানাকুল, হুগলী।
©somewhere in net ltd.