![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃদ্ধাশ্রম থেকে পাঠানো মায়ের চিঠি(১১১১১১১১১১)(নারীকণ্ঠ)
সুব্রত সামন্ত (বুবাই)
************
খোকা, তুই কেমন আছিস ?
বউমা ; আর আমাদের সবার সমগ্র আদরের ছোটো সোনা ঝলমলে দাদুভাই—
সবাই ভালো আছে তো ?
অবশ্য জানি, তোদের তিনজনের ছোটো-আধুনিক সংসারে
প্রত্যেকেরই খুব কাজ।
সেখানে আমার কথা ভাববার মতো এতটুকুও ফালতু সময় নেই।
তবুও তোদের কাছে করজোড়ে আমার একান্ত অনুরোধ :
একদিন একটু সময় করে
অন্তত একবারের জন্য হলেও
এই করুণ-দুঃখী বিচলিত বুড়িটাকেদেখতে আয় না।
তোদেরকে কতদিন দেখি নি !
কিরে, আসবি না ?
ওঃ বুঝতে পেরেছি !
এখনো আমার উপর থেকে পুরোপুরি অভিমান যায় নি বুঝি ?
জানি, শেষ দিনটাতে একটু বেশিরকমেরই বাড়াবাড়ি করে ফেলেছিলাম ;
তাছাড়া কিই-বা আর আমি করতে পারতাম বল !
যথাসময়ে ওরা এসে
আমার জিনিসপত্তর সব জোরজবস্তি করে ওদের গাড়িতে উঠিয়ে নিল।
তারপর তাগাদার পর তাগাদা, বারবার তাগাদা দিতে লাগল।
আমি কিন্তু তবুও তোর আসবার অপেক্ষায় বুক বেঁধেছিলাম।
আর কিছু না হোক—
আমি তো তোকে জন্ম দিয়েছি ;
‘জল-আগুন-অসুখ থেকে তোকে এতগুলো বছর... প্রতিদিন নানাভাবে বাঁচিয়ে রেখেছি ;
আর তোর স্বপ্নকেই আমার স্বপ্ন ভেবে এসেছি।
তাই যাবার আগে এই অভিন্ন আমাকে কি তুই আর না দেখে থাকতে পারবি ?
কিন্তু তুই এলি না !
আর সেদিন আমার সেই অদম্য-পাগলপ্রায় জেদ দেখে বউমা তো রেগেই আগুন ;
তাছাড়া তার তো রাগবারই কথাবাবা !
আমাকে নিয়ে যেতে যারা এসেছিলো ;
অল্প কিছুক্ষনের মধ্যেই তারা যা তড়িঘড়ি দামালপনা শুরু করে দিল...
তা দেখবার জন্য—
পাশেরবাড়ি থেকে কেউ কেউ অসভ্যভাবে আড়ি পেতে উঁকি দিচ্ছিল।
সেদিন তোদেরকে যে হাইড্রোজের অপমান করে এসেছি ;
: তোরা সেসব এত সহজে ভুলে যাস কেমন করে বলত !
আমার কথা একদম ভাবিস না।
আমি খুব ভালো আছি !
আর কেনই-বা ভালো থাকবনা বল ?
তোরা তো আমার ভালো থাকবারই যথাপোযুক্তবন্দোবস্ত করে দিয়েছিস।
আর যেদিন থেকে আমি বুঝতে পেরে গেছি :
সমস্ত লাভ-অলাভ হিসেব করে
আমাকে এখানে পাঠিয়ে তোরা সবাই বেঁচে গেছিস ;
ভুল করেও, সাত জন্ম কেউই আর এ পথ মারাবিনা ;
বিশ্বাস কর—
সেদিন থেকে আরো-আরো... আরো ভালো আছি।
কিরে, এই বুড়ী-পাগলীটার বিবেচনাহীন আবেগঘন চিঠি পড়ে
তুই আবার বিরক্ত হচ্ছিস না তো ?
তবে একটা কথা :
আমার কথা যদি তোর কখনো কোনোদিন ছিটেফোঁটা হলেও মনে পড়ে
তখন যেন নিজেকে তুই শেষ করে দিস না, বাবা !
তুই এখনো এক’শ বছর বেঁচে থাক।
আমি তো মা :
তোর জন্য কত সয়েছি !
এরপরেও সইব। আর সয়ে যাবো। ******
কবিতাটির youtube লিঙ্ক নীচে দিলাম ............ Click This Link
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪২
রক্তিম দিগন্ত বলেছেন: কাব্যের ছোয়ায় থাকা দুঃখের কথাগুলো মনেহয় একটু গভীর ভাবেই গিয়ে অন্তরে আঘাত করে।
চমৎকার লেগেছে লেখাটা। দুঃখটা খুব ভাল ভাবেই ফুঁটে উঠেছে।
আপনার লেখালেখির প্রতি শুভকামনা রইলো।