![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি, তবে ভেঙ্গে যায় অহরহ। কষ্ট পাই, কিন্তু কষ্টকে লালন করতে বড্ড ঘৃণা করি। তাই আমি খুশির সাথেই থাকি বেশি। :)
প্রথম ভোরে এখানে এসেই একটা লেখা পড়লাম; বিষয়টা ছিলো বিশেষ দুজনের সুবিধা নিয়ে। ভালো লাগে নি, অন্তত ইতিবাচক কিছু পাই নি। তাই প্রথম লেখা কষ্ট থেকেই লিখে ফেললাম। অন্য কারো কষ্ট পাবার দরকার নেই। এটা আমারই থাক।
আমার জানা নেই এখানে রাজনৈতিক আঘাত-প্রতিঘাত সহনীয় ব্যপার কী-না, তবে এভাবে সরকারি সুবিধা পাবার বিরুদ্ধে বলা কথা (ভেতরে আপত্তিকর কথাও দেখলাম) অনেকের কাছেই কটু মনে হতে পারে। ভারতের সরকার প্রধান যেখানে এত্তো সুবিধা সরকারিভাবে পেয়ে থাকে, বাংলাদেশের সরকার তেমন কিছু সুবিধা পেতেই পারে; আমরা যে কেউ সরকারি পদে থাকলে নিজের সুবিধার ব্যবস্থা অবশ্যই করতাম এবং যে যেই অবস্থাতেই থাকি না কেনো সেটা করিও বটে।
হয়তো অনেকে ভেবে থাকতে পারেন আমি রাজনৈতিক মতাদর্শে কোনো এক বিশেষ পক্ষ নিয়েই বলছি; আসলে তা নয়। আমরা বাঙ্গালীরা অনেক আগে থেকেই এদেশের রাজনীতি দেখে আসছি। এখানে সবাই চায় নিজের সুবিধা আগে, পরেরটা পরে। কেউ বেশী আর কেউ কম, তবে বাদ নই কেউই। বিশ্বাস হলো না! আমার বাইক আছে, দাম ২ লাখ টাকা। কেনো, আমি কি পারতাম না এই টাকা দিয়ে বাইক না কিনে আমার এলাকায় একটা পাঠাগার গরে তুলতে! করি নি কেনো? ইচ্ছে তো আছে! হ্যা, ওই যে বললাম, নিজের সুবিধা আগে, পরেরটা পরে।
আশা করি আমার কথায় কেউ মন খারাপ করবেন না। আমি সাবলীলভাবে বলতে চাই, উমুক দল আসলে দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে, তুমুক নেতা জিতলে আমরা সবাই পেট পুরে সস্তা খেতে পারবো, এসবে আমি বিশ্বাস করি না। সোনার বাংলা গড়ার জন্য কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে নির্বাচন করা লাগেনা, নিজের প্রতিবেশীদের নিয়ে মিলেমিশে সম্মিলিত উন্নতির স্বাদও নেয়া যায়, উদাহরণও হওয়া যায়; যেটা দেখে অন্যেরাও শিখবে।
ধন্যবাদ।
২৮ শে মে, ২০১৫ রাত ৮:৪২
সুবৃষ্টি বলেছেন: বুঝলাম না কী বোঝাতে চাইলেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ সকাল ৭:০২
চাঁদগাজী বলেছেন:
পানি