![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি, তবে ভেঙ্গে যায় অহরহ। কষ্ট পাই, কিন্তু কষ্টকে লালন করতে বড্ড ঘৃণা করি। তাই আমি খুশির সাথেই থাকি বেশি। :)
অনেক আগের কথা, তখন ভার্সিটিতে পড়তাম। হলে ইন্টারনেট নিয়ে প্রাক-ফেসবুক সময়ে হাই-৫ নিয়েও শিখছিলাম কীভাবে সোসাল কমিউনিকেশন করতে হয়।
তারও পরে, এই ব্লগে আমার পদার্পণ। নতুন নতুন প্রেমে পড়ি। তার নামের সাথে মিলিয়ে আমার ব্লগ নাম দিয়েছিলাম "সুবৃষ্টি" ব্লগ।
কিন্তু, এটার ফন্ট এখানে বর্তমানে ঠিক দেখায় না, প্রায় ৪ বছর পর আমি ব্লগে এক্টিভ হলাম বলে মনে হচ্ছে, কিন্তু সেই নাম এখন কোনোভাবেই পরিবর্তন করতে পারছি না।
কী করতে পারি, কীভাবে করতে পারি, এখানে কারো জানা থাকলে আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.