![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বন্ধুরা এই তো আর কয় দিন
আসছে আমাদের আখাংকিত মাতৃভাষার চেতনার লড়াকু মাস
আনন্দের সাথে জানাচ্ছি যে পরিবেশ বন্ধু ব্লক থেকে
একুশের চেতনাকে জাগ্রত রাখার মানসে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উপলক্ষে
বের হবে একুশে ম্যাগাজিন
একুশে বার্তা '' লেখা শুধু মাতৃভাষা দিবসের উপর ভিত্তি করে লিখতে হবে ।
ছড়া , কবিতা , প্রবন্ধ , একুশ সমচার , একুশের দলিল , একুশের
ফিচার , একুশের ছবি সম্বলিত যে কোণ চমক পদ লেখা
মনোনীত এবং প্রকাশ করা হবে ।
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১০ ই ফেব্রুয়ারি ২০১৩ ইং
সম্পাদক
একুশে বার্তা ,
পরিবেশ বন্ধু ব্লগ
ইমেইল[email protected]
যোগাযোগ ০১৯৩৮৭৮৮৯৩৩ ।
বাংলা মায়ের ভাষা একুশের স্মরণে
এম ,জি , আর , মাসুদ রানা
ফাগুন আসে রাঙা হয়ে
বাংলা মায়ের হৃদয় পানে
বাংলা ভাষার বোল ফুটে
বাঁশের বাঁশী পাখির গানে ।
বাউল সাধক বাংলা ভাষায়
সুরে সুরে মন মাতায়
কবির চেতনা এই ভাষাতে
কত রঙ্গিন কাব্য সাজায় ।
এই ভাষারও ধবনি তুলে
হাল ধরে মাটে চাষা
ছন্দ তালে মাঝির বৈঠা
নদীর বুকে ফুটায় ভাষা ।
এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।
ফুলে ফুলে ভ্রমর অলি
এই ভাষারই বার্তা আনে
তাইতো স্মৃতির মিনার সাজাই
বাংলা মায়ের প্রানে প্রানে ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
পরিবেশ বন্ধু বলেছেন: কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার আত্তাধিক
সার সংক্ষেপ ।
বল বীর , বল চির উন্নত মম শীর
শির নেহারি নত শির ঐ শিখর হিমাদ্রির
দ্যুলোক ভোলোক গোলক ভেদিয়া
খোঁদার আরশ আসন ছেদিয়া
উটিয়াছি আমি চির বিস্ময় বিশ্ব বিদাত্রির
বল বীর বল উন্নত মম শীর
বীরের মাথা কখনও অন্যায় অপশক্তির নিকট নতি স্বীকার করেনা ।
খোঁদার আরশ আসন বলতে
আরবি আয়াত কুলুবিল মুমিনিনা আরশেউল্লাহ
অর্থ মুমিনদের কলবে আল্লাহর সিংহাসন
আত্তাধিক জগতের সাধক প্রান লালন গেয়েছেন
আপনারে চিনতে হলে রে যাবে অচেনারে চেনা
ও যার আপন খবর আপনার হয়না ।
যারা আত্তাধিক সাধক , আত্তাধিক অর্থ আত্মার চাইতেও নিকটে
আয়াত কাল্বিল্লাহ ইছমু অয়া হাযা সাহ বুল আয়াতিন
আল্লাহ মানুষের সাহ্রগ এর চাইতেও নিকটে ।
আল্লাহ এত নিকটে আমরা যদিও চর্ম চোখে দেখিনা কিন্তু
যারা আল্লাহ কে পাওয়ার জন্য সারাজীবন সাধনা করে গেছেন
তাদের নিকট আল্লাহর পরিচয় ইমানী চেতনায় খুবই উজ্জ্বল ।
তাই কবি তার কবিতায় আল্লাহুর আরশ আসন ছুয়ে তারি রঙ্গে
রঙ্গিন হয়ে মিশে গেছেন ।
আবার লিখেছেন
আমি রন দা সর্বনাশী
জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি ।
সৈনিক জীবনে তিনি ২য় বিশ্ব যুদ্ধের প্রত্যক্ষ্য সাক্ষি এবং রণাঙ্গনের একজন সার্থক যুদ্ধা । তিনি ছিলেন অকুতভয় নির্ভীক ।
হাদিস , আল্লাহর একদল প্রেমিক কে হাসরের মাঠে ফেরেস্তারা
শৃঙ্খলিত অবস্থায় নিয়ে আসবে , এবং তারা দুযখের দিকে দাবিত হবে , আল্লাহ বলবেন হে ফেরেস্তারা তারা তো আমার বন্ধু বেহেস্তে নিয়ে যাও ।
তখন তারা বলবে হে আল্লাহ দুযখিদের আযাব আমাদের দিয়ে দিন আর তাদের ক্ষমা করে দিন , নইলে আমরা বেহেস্তে যাবনা
আল্লাহ বলবেন যাদের পছন্দ নিয়ে যাও হে ফেরেস্তারা আমার আশেকেরা যদি দুযখের আগুনে পদার্পণ করে তবে দুযখের আগুন নির্বাণ হয়ে সেথা ফুলের বাগানে পরিনত হবে ।
কিতাব বায়হকি
আমি মৃন্ময় আমি চিন্ময়
আমি অমর অঝর অক্ষয়
আমি মানব দানব দেবতার ভয়
আসলে দেহ মরে কিন্তু আত্তার মরন নাই
কবিতার ভাষা তাই ।
আবার লিখেছেন
মহা বিদ্রোহী রন ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত
যবে উৎপীড়নের ক্ষন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা
অর্থ অন্যায় অত্যাচার যতদিন চলবে ততদিন পর্যন্ত
এর বিরুদ্ধে আমার অভিযান অব্যহত থাকবে তবুও সত্যর রন
হুংকার থাম্বেনা ।
শেষের চরন এমন যে
আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন
কথাটির অর্থ না বুঝে কিছু সংখ্যক মুল্লা কবিকে কাফের বলেছিল
জবাবে কবি
ভিগু অর্থ নাস্তিক বা যারা আল্লাহ মানেনা
কবি বলেছেন যারা আল্লাহ মানেনা তাদের বুকে একে দেই পদচিহ্ন আর ওরা না বুঝে কি বললে ।
পরে এসে কবির নিকট ওরা ক্ষমা ছেয়েছিল ।
এত এব অর্থের পার্থক্য একই শব্দকে ভিন্ন বুঝায় ।
তাই সঠিক অর্থ প্রয়োগের মাধ্যমে সাহিত্য কে জিইয়ে রাখা
প্রত্যকের মৌলিক ও সুক্ষ দায়িত্ব ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: সুবিধা [email protected]
লেখক বলেছেন: একুশে বার্তা
একুশে বার্তা ,বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ম্যাগাজিন উদ্ঘাটন '' বাংলাদেশ জাতীয় সুচেনা সাহিত্য পরিষদ ।
পুন প্রকাশকাল ২০১২ ই ং ২১ শে ফেব্রুযারি
প্রথম প্রকাশ ২১/২।২০০২ ইং
২য় প্রকাশ ২০০৬ ইং ২১ শে ফে;
ঢাকা মিরপুর সেনানিবাস ১২
মাতৃভাষা , সাহিত্য লোক সংস্কৃতি , এবং সুস্থ পরিবেশ গঠনে , শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ শান্তির মহা বন্ধন
আমাদের এ প্রয়াস । বাঙ্গালী সুনাগরিক হলে আপনিও যোগ দিন ।
সম্পাদক
এম , জিল্লুর রহমান মাসুদ রানা ।
সংঘটন সহযোগী
বাংলাদেশ সুচনা সাহিত্য পরিষদ , ধরমপাশা , সুনামগঞ্জ , নেত্রকোনা ।
বিশ্ব সাহিত্য কেত্র ময়মন সিংহ ।
বন্ধুসভা লি, সিলেট
দ্রুব তারা সাংস্কৃতিক ঐক্য জুট , বাদশা গঞ্জ
তারুন্যর হোলী সাহিত্য আসর ঢাকা বিশ্ববিদ্যালয় , সমাজ কল্যান এক্য ।
কবি সংসদ বাংলাদেশ , বাংলাবাজার ঢাকা ।
শিক্ষার সংগ্রাম জাতীয় ছাত্রদল , শাবি প্রবি সিলেট ।
আল ঈমান সুন্নি ইসলামী মুখপত্র শতর শ্রী , নেত্রকোনা ।
কৃষি ও লোকজ শিল্প উদয়ন , বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় , ময়মন সিংহ ।
জাতীয় ছাত্র সমাজ সাহিত্য অরুণোদয় রংপুর
আলোর মিছিল সাহিত্য ব্লগ মিডিয়া পরিষদ , মিরপুর ঢাকা ।
সেবা সাহিত্য আসর নবাব পুর ঢাকা ।
মালঞ্চ মুখপত্র , ধান মণ্ডি , ঢাকা ।
হাওড় উন্নয়ন , লং মার্চ জাতীয় খনিজ সম্পদ রক্ষা কমিটি , ভাঁটি বাংলা , সুনামগঞ্জ ।
সুমনা মুখপত্র সোবহান বাগ ঢাকা
নিউজ ফেয়ার গ্রুপ ঢাকা ১০০০ ।
বাংলার জাগরন সাহিত্য পরিষদ রাজশাহি
মুক্তির বার্তা সাহিত্য আসর , চত্রগ্রাম ।
ও সাম্রাজ্যবাদী সুমতে চল নাগরিক সমাজ সিলেট ঢাকা বাংলাদেশ ।
মহাসম্পাদকীয় আলোচনা
মানুষ যা লিছু সুন্দর তা গ্রহন করে , অজানাকে জানে পায় সিমাহীন আনন্দ ।বৈচিত্র্য পৃথিবীর বিশ্রিত আয়োজনে ফুটে শিল্প সত্তার সৃজনশীলতা / কিছু আবেগ অনুভুতি স্মৃতি চারন ভাষা ও কথার মালায় লেখনির মাধ্যমে
সৃষ্টি হয় ছন্দ, কবিতা , গল্প , নাটক , সাহিত্যর উৎপত্তি । ৫২র ২১ শে দিনটি আমাদের জাতীয় চেতনায় ইতিহা্স ঐতিহ্য সর্ব যুগে চিরস্বর্ণই থাকবে ।
৫০বছর সুবর্ণ শতক উপলক্ষে
বীর শহীদভাইদের স্মৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি ।
বাংলার লোক সংস্কৃতি , ভাষা , সাহিত্য সব আজ বিশ্ব সভায়
অটুট তাদের দুর্বার আত্যত্যাগে ।
২১শে দিনটি বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত ।
আমাদের সাহিত্য ম্যাগাজিন উদ্ঘাটন সংশ্লিষ্ট সহযোগিতায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ।
প্রচারে বাংলাদেশ জাতীয় সুচনা সাহিত্য পরিসদ
প্রকাশ সময় ২১/২/২০০২
সম্পাদক উদ্ঘাটন
এম জিল্লুর রহমান মাসুদ রানা
যোগাযোগ ০১৯৩৮৭৮৮৯৩৩ ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলা মায়ের ভাষা একুশের স্মরণে
এম ,জি , আর , মাসুদ রানা
ফাগুন আসে রাঙা হয়ে
বাংলা মায়ের হৃদয় পানে
বাংলা ভাষার বোল ফুটে
বাঁশের বাঁশী পাখির গানে ।
বাউল সাধক বাংলা ভাষায়
সুরে সুরে মন মাতায়
কবির চেতনা এই ভাষাতে
কত রঙ্গিন কাব্য সাজায় ।
এই ভাষারও ধবনি তুলে
হাল ধরে মাটে চাষা
ছন্দ তালে মাঝির বৈঠা
নদীর বুকে ফুটায় ভাষা ।
এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।
ফুলে ফুলে ভ্রমর অলি
এই ভাষারই বার্তা আনে
তাইতো স্মৃতির মিনার সাজাই
বাংলা মায়ের প্রানে প্রানে ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: একুশে বার্তা
একুশে বার্তা ,বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ম্যাগাজিন উদ্ঘাটন '' বাংলাদেশ জাতীয় সুচেনা সাহিত্য পরিষদ ।
পুন প্রকাশকাল ২০১২ ই ং ২১ শে ফেব্রুযারি
প্রথম প্রকাশ ২১/২।২০০২ ইং
২য় প্রকাশ ২০০৬ ইং ২১ শে ফে;
ঢাকা মিরপুর সেনানিবাস ১২
মাতৃভাষা , সাহিত্য লোক সংস্কৃতি , এবং সুস্থ পরিবেশ গঠনে , শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ শান্তির মহা বন্ধন
আমাদের এ প্রয়াস । বাঙ্গালী সুনাগরিক হলে আপনিও যোগ দিন ।
সম্পাদক
এম , জিল্লুর রহমান মাসুদ রানা ।
সংঘটন সহযোগী
বাংলাদেশ সুচনা সাহিত্য পরিষদ , ধরমপাশা , সুনামগঞ্জ , নেত্রকোনা ।
বিশ্ব সাহিত্য কেত্র ময়মন সিংহ ।
বন্ধুসভা লি, সিলেট
দ্রুব তারা সাংস্কৃতিক ঐক্য জুট , বাদশা গঞ্জ
তারুন্যর হোলী সাহিত্য আসর ঢাকা বিশ্ববিদ্যালয় , সমাজ কল্যান এক্য ।
কবি সংসদ বাংলাদেশ , বাংলাবাজার ঢাকা ।
শিক্ষার সংগ্রাম জাতীয় ছাত্রদল , শাবি প্রবি সিলেট ।
আল ঈমান সুন্নি ইসলামী মুখপত্র শতর শ্রী , নেত্রকোনা ।
কৃষি ও লোকজ শিল্প উদয়ন , বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় , ময়মন সিংহ ।
জাতীয় ছাত্র সমাজ সাহিত্য অরুণোদয় রংপুর
আলোর মিছিল সাহিত্য ব্লগ মিডিয়া পরিষদ , মিরপুর ঢাকা ।
সেবা সাহিত্য আসর নবাব পুর ঢাকা ।
মালঞ্চ মুখপত্র , ধান মণ্ডি , ঢাকা ।
হাওড় উন্নয়ন , লং মার্চ জাতীয় খনিজ সম্পদ রক্ষা কমিটি , ভাঁটি বাংলা , সুনামগঞ্জ ।
সুমনা মুখপত্র সোবহান বাগ ঢাকা
নিউজ ফেয়ার গ্রুপ ঢাকা ১০০০ ।
বাংলার জাগরন সাহিত্য পরিষদ রাজশাহি
মুক্তির বার্তা সাহিত্য আসর , চত্রগ্রাম ।
ও সাম্রাজ্যবাদী সুমতে চল নাগরিক সমাজ সিলেট ঢাকা বাংলাদেশ ।
মহাসম্পাদকীয় আলোচনা
মানুষ যা লিছু সুন্দর তা গ্রহন করে , অজানাকে জানে পায় সিমাহীন আনন্দ ।বৈচিত্র্য পৃথিবীর বিশ্রিত আয়োজনে ফুটে শিল্প সত্তার সৃজনশীলতা / কিছু আবেগ অনুভুতি স্মৃতি চারন ভাষা ও কথার মালায় লেখনির মাধ্যমে
সৃষ্টি হয় ছন্দ, কবিতা , গল্প , নাটক , সাহিত্যর উৎপত্তি । ৫২র ২১ শে দিনটি আমাদের জাতীয় চেতনায় ইতিহা্স ঐতিহ্য সর্ব যুগে চিরস্বর্ণই থাকবে ।
৫০বছর সুবর্ণ শতক উপলক্ষে
বীর শহীদভাইদের স্মৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি ।
বাংলার লোক সংস্কৃতি , ভাষা , সাহিত্য সব আজ বিশ্ব সভায়
অটুট তাদের দুর্বার আত্যত্যাগে ।
২১শে দিনটি বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত ।
আমাদের সাহিত্য ম্যাগাজিন উদ্ঘাটন সংশ্লিষ্ট সহযোগিতায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ।
প্রচারে বাংলাদেশ জাতীয় সুচনা সাহিত্য পরিসদ
প্রকাশ সময় ২১/২/২০০২
সম্পাদক উদ্ঘাটন
এম জিল্লুর রহমান মাসুদ রানা
যোগাযোগ ০১৯৩৮৭৮৮৯৩৩ ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
লেখক বলেছেন: বাংলা মায়ের ভাষা একুশের স্মরণে
এম ,জি , আর , মাসুদ রানা
ফাগুন আসে রাঙা হয়ে
বাংলা মায়ের হৃদয় পানে
বাংলা ভাষার বোল ফুটে
বাঁশের বাঁশী পাখির গানে ।
বাউল সাধক বাংলা ভাষায়
সুরে সুরে মন মাতায়
কবির চেতনা এই ভাষাতে
কত রঙ্গিন কাব্য সাজায় ।
এই ভাষারও ধবনি তুলে
হাল ধরে মাটে চাষা
ছন্দ তালে মাঝির বৈঠা
নদীর বুকে ফুটায় ভাষা ।
এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।
ফুলে ফুলে ভ্রমর অলি
এই ভাষারই বার্তা আনে
তাইতো স্মৃতির মিনার সাজাই
বাংলা মায়ের প্রানে প্রানে ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: [email protected]
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: একুশে বার্তা
একুশে বার্তা ,বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ম্যাগাজিন উদ্ঘাটন '' বাংলাদেশ জাতীয় সুচেনা সাহিত্য পরিষদ ।
পুন প্রকাশকাল ২০১২ ই ং ২১ শে ফেব্রুযারি
প্রথম প্রকাশ ২১/২।২০০২ ইং
২য় প্রকাশ ২০০৬ ইং ২১ শে ফে;
ঢাকা মিরপুর সেনানিবাস ১২
মাতৃভাষা , সাহিত্য লোক সংস্কৃতি , এবং সুস্থ পরিবেশ গঠনে , শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ শান্তির মহা বন্ধন
আমাদের এ প্রয়াস । বাঙ্গালী সুনাগরিক হলে আপনিও যোগ দিন ।
সম্পাদক
এম , জিল্লুর রহমান মাসুদ রানা ।
সংঘটন সহযোগী
বাংলাদেশ সুচনা সাহিত্য পরিষদ , ধরমপাশা , সুনামগঞ্জ , নেত্রকোনা ।
বিশ্ব সাহিত্য কেত্র ময়মন সিংহ ।
বন্ধুসভা লি, সিলেট
দ্রুব তারা সাংস্কৃতিক ঐক্য জুট , বাদশা গঞ্জ
তারুন্যর হোলী সাহিত্য আসর ঢাকা বিশ্ববিদ্যালয় , সমাজ কল্যান এক্য ।
কবি সংসদ বাংলাদেশ , বাংলাবাজার ঢাকা ।
শিক্ষার সংগ্রাম জাতীয় ছাত্রদল , শাবি প্রবি সিলেট ।
আল ঈমান সুন্নি ইসলামী মুখপত্র শতর শ্রী , নেত্রকোনা ।
কৃষি ও লোকজ শিল্প উদয়ন , বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় , ময়মন সিংহ ।
জাতীয় ছাত্র সমাজ সাহিত্য অরুণোদয় রংপুর
আলোর মিছিল সাহিত্য ব্লগ মিডিয়া পরিষদ , মিরপুর ঢাকা ।
সেবা সাহিত্য আসর নবাব পুর ঢাকা ।
মালঞ্চ মুখপত্র , ধান মণ্ডি , ঢাকা ।
হাওড় উন্নয়ন , লং মার্চ জাতীয় খনিজ সম্পদ রক্ষা কমিটি , ভাঁটি বাংলা , সুনামগঞ্জ ।
সুমনা মুখপত্র সোবহান বাগ ঢাকা
নিউজ ফেয়ার গ্রুপ ঢাকা ১০০০ ।
বাংলার জাগরন সাহিত্য পরিষদ রাজশাহি
মুক্তির বার্তা সাহিত্য আসর , চত্রগ্রাম ।
ও সাম্রাজ্যবাদী সুমতে চল নাগরিক সমাজ সিলেট ঢাকা বাংলাদেশ ।
মহাসম্পাদকীয় আলোচনা
মানুষ যা লিছু সুন্দর তা গ্রহন করে , অজানাকে জানে পায় সিমাহীন আনন্দ ।বৈচিত্র্য পৃথিবীর বিশ্রিত আয়োজনে ফুটে শিল্প সত্তার সৃজনশীলতা / কিছু আবেগ অনুভুতি স্মৃতি চারন ভাষা ও কথার মালায় লেখনির মাধ্যমে
সৃষ্টি হয় ছন্দ, কবিতা , গল্প , নাটক , সাহিত্যর উৎপত্তি । ৫২র ২১ শে দিনটি আমাদের জাতীয় চেতনায় ইতিহা্স ঐতিহ্য সর্ব যুগে চিরস্বর্ণই থাকবে ।
৫০বছর সুবর্ণ শতক উপলক্ষে
বীর শহীদভাইদের স্মৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি ।
বাংলার লোক সংস্কৃতি , ভাষা , সাহিত্য সব আজ বিশ্ব সভায়
অটুট তাদের দুর্বার আত্যত্যাগে ।
২১শে দিনটি বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত ।
আমাদের সাহিত্য ম্যাগাজিন উদ্ঘাটন সংশ্লিষ্ট সহযোগিতায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ।
প্রচারে বাংলাদেশ জাতীয় সুচনা সাহিত্য পরিসদ
প্রকাশ সময় ২১/২/২০০২
সম্পাদক উদ্ঘাটন
এম জিল্লুর রহমান মাসুদ রানা
যোগাযোগ ০১৯৩৮৭৮৮৯৩৩ ।
বাংলা মোদের মায়ের ভাষা একুশের স্মরণে
এম ,জি , আর , মাসুদ রানা
ফাগুন আসে রাঙা হয়ে
বাংলা মায়ের হৃদয় পানে
বাংলা ভাষার বোল ফুটে
বাঁশের বাঁশী পাখির গানে ।
বাউল সাধক বাংলা ভাষায়
সুরে সুরে মন মাতায়
কবির চেতনা এই ভাষাতে
কত রঙ্গিন কাব্য সাজায় ।
এই ভাষারও ধবনি তুলে
হাল ধরে মাটে চাষা
ছন্দ তালে মাঝির বৈঠা
নদীর বুকে ফুটায় ভাষা ।
এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।
ফুলে ফুলে ভ্রমর অলি
এই ভাষারই বার্তা আনে
তাইতো স্মৃতির মিনার সাজাই
বাংলা মায়ের প্রানে প্রানে ।
[email protected]
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: সম্পাদকীয় বার্তা
এই বাংলাদেশ ছিল একদিন সোনায় সোনায় ভরপুর । ছিল ঐতিহ্য
লোক সংস্কৃতি পরিপূর্ণ , বিশ্বের তীর্থ ভুমি । আজ সময়ের বিবর্তনে সব
বিলিন । এখন শুধু দুর্নীতি , দুঃশাসন , অর্থনৈতিক অবক্ষয় , ক্ষুধা দারিদ্রের এক করুন চিত্র । ৫২ র একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনায় , ইতিহাস , ঐতিহ্য , চির দিনের জন্য স্মরণীয় /বরণীয় ।
বাংলার সমস্ত অস্তিত্ত আজ বিশ্ব মাঝে অটুট তাদের দুর্বার আত্তত্যগে , যারা বাংলা ভাষাকে , মায়ের ভাষাকে , বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গেল প্রান , স্মরি গভীর শ্রদ্ধায়
এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।
তাদের দুর্বার চেতনায় আজ বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস হিসাবে স্বীকৃত । সেই মহান বীর শহীদানদের আত্মার প্রতি
জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী ।
সমাজ পরিবর্তন , বিবর্তন নারকীয় মুহূর্তের , বড় পরিতাপের বিষয়
প্রতিদিন কি দেখি , পত্র পত্রিকা , দূরদর্শনে , হত্তা , আশান্ত উগ্র ক্ষমতা দখলের ঘৃণ্য রাজনীতি , দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ , অসভ্যতার নারকীয় কাণ্ড খারকানা । একদলের বিপদ গামী বর্বরতায় সমাজ কুলুষিত আর একদল যারা সুন্দর পরিবেশে নির্মল বায়ুতে বেচে থাকার স্বপ্ন দেখে তারা আজ ওদের নিকট জিম্মি ।
গণতন্ত্রের মোড়কে জনসেবার নামে যাদের নিত্য রাজকীয় উদ্যুগ
তারাই লুটে গরীবের প্রাপ্য সম্পদ ।
একদল ক্ষমতার অন্ধে সমাজ ও মানুষের করে ক্ষতি সাধন
আর নিরীহ , অসহায় জাতী মরে ধুকে ধুকে নিয়তির নির্মম নিষ্পেষণে ।
যে জাতী একজন ভাল লেখক কে , ভাল শিক্ষক কে , ভাল প্রতিভার
অধিকারি কে মর্যাদা দিতে জানেনা , সে জাতী কখনই স্বাধীন সুসভ্য
দাবিদার নয় ।
হে জাতী সময়ে এস ওইসব বাধা বিপত্তি কুহকের অন্ধকার পরিহারে / সত্যর আওয়াজ তুলে
আলোর মিছিলে ।
আমার হৃদয়ের মাতৃভাষা সবার হৃদয়ে ফুল হয়ে ফুটুক
একুশের চেতনায় উদ্ভুদ্য হোক নব সমাজ গৌরবে বিশ্ব লোকে মাথা
তুলে । শুভেচ্ছা সংশ্লিষ্ট সবাইকে , লক্ষ বছর জাগ্রত থাক আমার এ
হৃদয়ের বাংলাদেশ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: ন: অন্যায় রুখে
সত্য আওয়াজ মুখে
যে পথ চলা
তাই ইসলাম ফির সেই অভিমুখে
আজি এ সমাজ
নাই নিরাপদ
তাই তুল আওয়াজ
এক হয়ে জানাই প্রতিবাদ