![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
জিব্রাইলের ডানা যিনি লিখেছেন সেই বিশিষ্ট প্রয়াত সাহিত্যক শাহেদ আলী সাহেব কে প্রস্ন রেখেছিলাম নজরুল অর্থ কি / উত্তর এল মুক্তির কাণ্ডারি । ভাবতে অবাক লাগে ইসলাম
কে তিনি বাংলাভাষি সাহিত্য প্রতিভায় একাই সমৃদ্ধি করেছেন ।
তার অসংখ্য ইসলামী গান , গজল , কবিতা ও রচনায় , বিশ্ব সাহিত্যর রত্ন বিশেষ । যা মানুষের
কল্যান ও মুক্তির পথ পাথেয় । আমি তার বিদ্রোহী কবিতার একজন গবেষক দার্শনিক / না কোন ডক্টরেড উপাধি লাভ করিনাই , তবে তার গভিরতা কতটুকু তাত্ত্বিক সামান্য উপমা
দেব । দ্যুলোক ভূলোক গোলোক ভেদিয়া
খোদার আরশ আসন ছেদিয়া ;;;;;;;;; কথাটি যথার্থ । হাদিস শরিফ
থেকে আয়াত খুলুবিল মুমিনিনা আরশুল্লাহ অর্থ মুমিনের কলবে
আল্লাহর সিংহাসন । নিশ্চয় কবি একজন আল্লাহর মুমিন বান্ধা ছিলেন । কোরআনের আয়াত আলা আউলিয়াল্লাহু লা খাওফুন অয়াআলা ইয়াহযানুন অর্থ নিশ্চয় আমার বন্ধুগনের ভয় নাই দুনিয়া ও আখেরাতে । নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতা
যে ভাবে বর্ণনা করেছেন যে সয়ং বিধাতাই তার নিজ ভাষায় ব্যক্ত
করেছেন ।যেমন আমি অমর অজর অক্ষয়
আমি মানব দানব দেবতার ভয় । একমাত্র অমর অক্ষয় আল্লাহ
ছাড়া আর কেউ নয় । দর্শন কবি মাওলানা রুমি তার বিখ্যাত
কাব্য মসনবি শরিফে উল্লেখ করেছেন
এক যামানা ছহবত বা আউলিয়া /ব্যাহতরে বে ছাল ছালে তাত বেরিয়া অর্থ মুহুরথ সময় আউলিয়া কেরামের সান্নিধ্য থাকা শত বছরের এবাদতের সমান । নিশ্চয় নজরুল বড় বুজুর্গ বা অলি ছিলেন । মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়নের .ক্রন্ধন রোল আকাশে বাতাসে ধবনিবেনা ।
আসলে দর্শনে কথাটি এমন দেহের মৃত্যু হয় কিন্তু আত্তার মৃত্যু
নেই । পরিশেষে তার ধুমকেতু কবিতাটির চরন এমন
আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ মহা বিপ্লবি হেতু
ঐ স্রষ্টার শনি মহাকাল ধুমকেতু । বিজ্ঞান ধুমকেতু নামে একটি
গ্যাসীয় প্রকাণ্ড গ্যাসিয় বলয় ৮৩ বছর অন্তর অন্তর একবার
পৃথিবী পদক্ষিন করে । আরেকটি কবিতার পংতি এমন
বিশ্ব জগত দেখব আমি আপন হাতেমুটুঁয় পুড়ে ।
আসলে মিথ্যার
লেশ মাত্র নেই । প্রমান মুটুঁ ফোন ,লেফটপ প্রভৃতি তিনি আমাদের জাতীয় কবি । শুধু দুঃখ একটাই আজও কবির স্মৃতি
বিরজিত কাজীর সিমলা স্কুল ও ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয় আজও উন্নয়নের ছোঁয়া পায়নি । ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সুচক ডি লিট ডিগ্রী উপাধিতে ভূষিত করেছিলেন ।এস সবে মিলে জাতীয় কবির মর্যাদা কে হ্রদয়ে লালন করি গভীর শ্রদ্ধায় ।
লেখক বলেছেন: নজরুলের ধুমকেতু কবিতার অংশ
আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন বিপ্লবী হেতু
ঐ স্রস্টার শনি মহা কাল নাগ ধুমকেতু ।
সে যা সৃষ্টি করে গেল কাব্য কথায়
তা ইতিহাসে কিয়ামত পর্যন্ত জিবন্ত থাকবে নানা শিক্ষার্থীদের চেতনায় ।
তাই কবি তাদের মাধ্যমেই তো যুগে যুগে আসে
আর শনি একটি গ্রহ যার নিকটে সূর্যের তাপ অগ্নিগোলক হয়ে
চিরদিন ভস্ম হয় শনি অগ্নিলাভায়
তাই কবি বলেছেন শনির মতই গ্যাসীয় ধুমকেতু যেভাবে ছুটে
বেড়ায় মহাশুন্য সেভাবেই কবির পদার্পণ ।
তার রচিত ইসলামী সংগীত ইসলামের উজ্জলতা বহুলাংশে
বৃদ্ধি করেছে ।
যেমন তৌহীদেরও মুর্শিদ আমার মুহাম্মাদের নাম
যে নাম হয় সয়ং খোদায়ী কালাম ।
মুর্শিদ অর্থ সত্য পথ চেনানো অয়ালা ।
ঈদের থিম সঙ্গীত বিশ্ব ব্যপি শুনি আনন্দ জলসায়
রমজানেরই রোযার শেষে এল খুশির ঈদ .........
রন সংগীত যা এখনত বিশ্ব সৈনিকদের যুদ্ধের প্রেরনা জাগায় ,
চল চল চল
উদ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উথালা ধরনি তল
অরুন প্রাতের তরুণ দল
চলরে চলরে চল
ঊষার দোয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধা চল
চল চল চল ...............
ব্রিটিশ বিরুধি আন্দোলনে তার কবিতা ডাক
বিশ্ব বিবেকের ঘুম ভাঙ্গিয়ে দিয়েছিল ।
কারাগারে থেকেও তিনি রচনা করেছিলেন
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে সব কররে লোপাট
লাথি মেরে ভাঙ্গরে তালা
যত সব বন্ধি শালা আগুন জ্বালা,;;;;;;;;
আমাদের প্রানের দাবি আমাদের জাতীয় কবির গানকে
বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক ।
বিশ্ব কবি রবি ঠাকুর ব্রিটিশ বিরুধি আন্দোলন বা আমাদের দেশের
স্বাধীনতার পক্ষে কোন কবিতা লিখেন নি , তাকে বিশ্ব কবি হিসাবে শ্রদ্ধা করা যায় কিন্তু জাতীয় মর্যাদা দেওয়া অনেক ভুল । তিনি ভারতের জাতীয়
কবি , আমাদের নয় ।
মুক্ত মতামত হোক আমদের জাতীয় চেতনার উৎস ।
নজরুল ত্রিশাল কাজির সিমলা দারোগা বাড়িতে থাকার সময়
এখানের স্থানীয় অধিবাসী নজরুলের সাথে মুসলিম শিউলি অরফে মিলা চৌধুরীর সাথে বিয়ে টিক করেছিলেন অথচ নজরুল
ভালবাসতেন সিয়ার সোলের মেয়ে জুলেখাকে ।
বিয়ের রাত্রে নজরুল পালিয়ে গিয়েছিলেন এবং সৈনিকে যোগ দেন ।সেখান থেকে ফিরে নজরুল প্রতিভার বিস্ফোরণ ঘটলে ।
তিনি নিজেই ব্রিটিশ বিরুধি আন্দোলনে যোগ দেন এবং কলকাতা থেকে পত্রিকা সম্পাদনা করেন , তখন অবশ্য কলকাতা বাংলার
অংশ ছিল ।
লাঙ্গল , নবযুগ , ধুমকেতু প্রভৃতি তার সাময়িক পত্রিকা ।
ব্রিটিশের ভিত নড়ে নজরুল গ্রেফতার হয় ।
পরের ইতিহাস সবার জানা ।
পরে দেশে ফিরলে নজরুল উদাসিন হয়ে যায় ।
এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগলে তিনি মুখ্য ভুমিকা পালন করেন দাঙ্গা িনরসনে ।
অনেক গবেষকদের তাত্ত্বিক লেখায় উটে এসেছে যে নজরুল প্রমিলার মিলনের মধ্য দিয়ে
হিন্দু মুসলিমের দাঙ্গা রহিত হয় এবং এর রাজনৈতিক চাল চালেন সয়ং রবি ঠাকুর ।
দুষ আসলে কার
নিয়তির শিকার
আরও জানা যায় নজরুলের সাবেক প্রেমিকা জুলেখা বাকি জীবনে আর কোথাও বিয়ে করেন নি
যখন নজরুল বাকশক্তি হারা
তখন এক নারি তার সেচ্ছা সেবা দিতেন
আর নজরুল নির্বাক নয়নে তাকিয়ে তাকতেন
সম্ভবত সেই যে ছিল তার বাল্য সখি ।
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: কেন আমার এ গান টা
*এই আমাদের দেশ * এম,জি,র,মা।সুদ রানা
এইআমাদের দেশ এই আমাদের দেশ
স্বপ্ন মধু ভরা আমার বাংলাদেশ
ছোট্টয় সোনার গাঁ গাছে গাছে ঢাকা
বয়ে চলে নদী সেথা আঁকা বাঁকা
মাট রয় সাজানো ছবির মত অপরূপ বেশ ।
বনে বনে ফুল ফুটে ফল ধরে গাছে
গান গেয়ে পাখিরা ডালে ডালে নাছে
মেট পথ চলে যায় দুর সিমানায় রূপের নাই শেষ ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: তার অসংখ্য গানের বই
তার একটি দেশাত্তবোধক গান
সোনা সোনা নয় লোকে বলে সোনা
সোনা নয় তত খাঁটি
লোকে বলে খাঁটি তার চেয়ে খাঁটি
আমার বাংলাদেশের মাটিরে আমার জন্মভুমির মাটি ।
তখন কার জাতীয় সংগীত নির্বাচন কমিটি এই গানটিকেই
জাতীয় সংগীত হিসাবে প্রস্তাব এনেছিল কিন্তু ভারতের অনুরুধে
পরে রবি ঠাকুরের গানটিকে বেচে নেয় তাদের রাজনৈতিক
ফায়দা লুটার জন্য ।
২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
wrongbaaz বলেছেন: আমাদের জাতীয় কবি কে তার গান জাতীয় সংগীত হিসাবে মর্যাদা দেওয়া হোক ....... স হ ম ত
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ
জাতীয় চেতনায় উদ্ভুদ্য বন্ধুকে ।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এম আর সুমন বলেছেন: নজরুলের বাড়িও তো ভারতে। তাছাড়া তিনি তার কাজকর্ম ও অবস্থান মুলত ভারতেই তো করেছেন। কাজী নজরুলের মর্যাদায় এমনিতেই জাতীয় শব্দটি রয়েছে। তারপরেও দাবি থাকতে পারে।তাই বলে কবি প্রতিভাবে সীমান্ত দিয়ে বাধাটা অন্যায়। আসলে ঘোরতর অন্যায়।
আর একটি কথা, আমাকে কি সত্যিই মানতে হবে যে নজরূল বড় বুজুর্গু ওলি ছিলেন? আমার কেন জানিনা কথাটি শুনে মেজাজ খারাপ হয়ে গেল ভাই।
আমিও হিন্দু বিয়ে করার পায়তারা করছি। কে না বুজুর্গু হতে চায় বলেন?
ওনার ভজন সংগিত শুনেছেন কখনো? কোনো বুজুর্গু অলিকে ভজন সংগিত বা দেবতাদের আরাধ্যের গান লিখতে শুনিনি।
তিনি ইসলাম বা হিন্দু ধর্ম কিছুই মানতেন বলে আমার বিশ্বাস না। আসলে কথাগুলো ওনার ভাষাতেই বলি
জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া.........
আবার
হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন?
আবার বুজুর্গরা কি বলেন, ভগবান বুকে একে দেব পদচিন্হ? বা আমি ধরি জিব্রাইলের আগুনের পাখা জাবটি ইত্যাদি........
যাই হোক আপনার বেশিরভাগ কথার সাথে আমি একমত নই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ভারতে বলে যদি জাতীয় সংগিত পরিবর্তন করতে চান তবে আপত্তি আছে আমার। আর উনি হিন্দু বলে যদি চান , তাহলেও আপত্তি আছে।
তাছাড়া আমার সোনার বাংলায় প্রবলেমটা কি? একটু গুছিয়ে বলেন তো দেখি?
এমন তো নয় যে আমাদের জাতীয় সংগিতের রচয়িতা বলে মাসে মাসে বিশ্বভারতীতে আমাদের মোটা অঙ্কের টাকা পাঠাতে হচ্ছে? তবে কি আপনার সমস্যা?
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: সমস্যা ভাই ওখানে নয় , সমস্যা এখানে
দেখুন , সব দেশেই একজন জাতীয় কবির মর্যাদার আসনে এক
বা একাধিক কবি সাহিত্যিক দের বেচে নেওয়া হয় । এবং জাতীয়
কবির গান বা রচনাকে সে দেশের থিম সঙ্গিত করা হয় ।
আর আত্তাধিক রছনার অর্থ একমাত্র তিনিই ভাল জানেন
যিনি রছনা করেন ।
যতক্ষন তার দ্বারা বিশ্লেশন না হয় ততক্ষন বুঝা বড় দায় ।
ধন্যবাদ মতামতের জন্য ।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ভেজাল* বলেছেন: পাগল হইছেন? রবীন্দ্রনাথরে হঠাবে এই জাতি? তার চাইতে সংবিধান থেকে বিসমিল্লাহ তোলাও অনেক সহজ!
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
পরিবেশ বন্ধু বলেছেন: বিসমিল্লাহ ওরা বদলায়
কিন্তু আল্লাহর সংবিধানে কিয়ামত পর্যন্ত একটা অক্ষর ও
পালটাবে না ।
নজরুল দুর্বল ছিল সে যুগে অর্থনীতিতে নয়ত বিশ্ব কবি
পুরস্কার সেই পাইত নিঃসন্দেহে ।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
সোনালী প্রান্তর বলেছেন: সহমত
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
হাছিনা সরকার এসে ডিগ্রী ক্লাশ থেকে নজরুলের কবিতা
বিদ্রোহী তুলে দিয়ে সেথা রবি ঠাকুরের প্রতিমা পুজা
জুড়ে দিল যে , এই আমাদের জাতীয় কবির মর্যাদা ।
আর ত্রিশাল ময়মন সিংহ নজরুল বিশ্ব বিদ্যালয় কে এরশাদ
সরকার স্বীকৃতি দিলেও বর্তমানে উলটু দুই ছাত্রকে ফাসিয়ে
যরযন্ত্র করে আবাসিক ভবন দখলে নিয়েছে ছাত্রলিগের কর্মীরা ।
এই কি জাতীয় মর্যাদা ।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
ভেজাল* বলেছেন: দুইটারেই বাংলাদেশ বেশী বেশী করে। এই দুজন আমাদের দেশের না। এদের এমন পর্যায়ে নিয়ে গেছে সবাই যে অন্য কারো যেন আসাটাও অপরাধ। ১০০ বছরের আগের সাহিত্য এখনো আমাদের গিলতে হচ্ছে।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: সাহিত্য অবশ্য চিরদিনের জন্য জিবন্ত যদি মান সম্মত হয় ।
আর নজরুলের মামার বাড়ী অবশ্য সিলেট হবিগঞ্জে ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: সাহিত্যিক বেচে থাকে তার অমুল্য কাব্য মাঝে
নহে তাদের জাত ব্যাবধান
অধরা কে জাগিয়ে তুলে বিদ্যার নিপুন সাঝে ।
নহে গণ্ডি তাদের দিক নির্দেশ
চির দিনের জন্য জীবন্ত
নহে স্থিতি সব সময়ই
তাদের কথা ফুটে মানবের তরে
হয়ে প্রান বন্ত
৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: পাগল নাকি। শুনেন ভাই, নজরুল ভারতে জন্মেছিলেন। তার অধিকাংশ সাহিত্যকর্ম তিনি ভারতে বসে সম্পাদন করেছিলেন। এটা অবশ্য বড় কথা নয়, বড় কথা হইল মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শ্রদ্ধাবশত তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন এবং তাকে জাতীয় কবি উপাধি দেন।
নজরুল ইসলামকে পরিপূর্ণ শ্রদ্ধা করেই আমি বলতেছি যে জাতীয় কবি খেতাবটি আসলে জসীমউদ্দীনের পাওয়া উচিত ছিল। যদিও বা এটি ক্যাচাল করার মত কোনো ইস্যু নয়। আমরা শ্রদ্ধা ভরে মেনে নিলাম তিনি জাতীয় কবি। নো প্রবলেম।
কিন্তু আপনি যা করলেন এটা ঠিক না। আর আপনি যে গানের নাম প্রস্তাব করলেন সেখানে দেশপ্রকৃতির বর্ননা করা হয়েছে। কবিগুরুর আমার সোনার বাংলাতেও দেশ বন্দনা করা হয়েছে।
আবেগ দ্বারা তাড়িত না হয়ে যদি আমরা চিন্তা করি নিরপেক্ষভাবে তাহলে দেখা যাবে আমাদের রক্তের সাথে মিশে যাওয়া "আমার সোনার বাংলা" গানটি বাদ দিয়ে একই থীমের আরেকটা গানকে বাছাই করাটা স্রেফ নির্বুদ্ধিতা।
আর আবেগ দ্বারা তাড়িত হয়ে বললে বলব যে, কবিগুরুর গানটাই বেস্ট।(এখানেও কাজী নজরুল ইসলামের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন কুরছি। আজ তিনি বেঁচে থাকলে তিনিও একই কথা বলতেন)
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
একদল লোক বাংলাদেশে বিষয়টা নিয়ে প্রোপাগান্ডা শুরু করেছে
আমি এর সঠিক তাৎপর্য নিয়ে এখনও ভাবছি দেখি এর
জবাব কি আসে
আসলে বাঙ্গাল হুজুগে মাতে
৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
অনির্বাণ রায়। বলেছেন: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥
লাইন গুলা কখনো বুঝার চেষ্টা করেছেন ?? মনে হয় করেন নি বা বুঝতে পারেন নি ।
নজরুল আমাদের বিদ্রোহী কবি , তিনি আমাদের জাতীয় কবি ।
তাই বলে সব কিছুতে মিলিয়ে ফেললে হবে না । আমি মনে করি নজরুল নিজে বেচে থাকলেও " আমার সোনার বাংলা" সঙ্গিত টিকেই বেছে নিতেন বাংলাদেশ এর জাতীয় সংগিত হিসেবে ।
আর তাছাড়া রবিন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ কে অনেক ভালো বাসতেন । জাতীয় সংগীত এর প্রতিটা লাইনে আছে দেশ কে ভালো বাসার অনুপ্রেরণা আর দেশের প্রয়জনে নিজেকে বিলিয়ে দেয়ার শক্তি ।
এই গান গেয়েই বাংলাদেশ এর মুক্তি যোদ্ধারা বুক পেতে ফাকিস্তান এর বুলেট নিয়েছিলেন , চেষ্টা করেছেন নিজের রক্তের বিনিময়ে যাতে বাংলার মাটিকে বুলেট থেকে বাচাতে পারেন ।
এর পর আরো জাতীয় চেতনা চান ??? কোন জাতীয় চেতনা বস ?? মুক্তি যুদ্ধ কে অস্বীকার করে ?? হাহাহা ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: আমি ও রবি ঠাকুরের চমৎকার গান টি গেয়ে মুগ্ধ হই
কিন্তু ধর্ম এবং অন্ধতা কিছু মানুষের বাধা তাই এই মতামত
ধন্যবাদ
৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
সোনালী প্রান্তর বলেছেন: @অনির্বাণ রায়, রবিন্দ্রনাথ ঠাকুর ইহা বাংলাদেশের জন্য বানায় নাই । বংগ ভংগ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিরোধিতা করে সে আর যাই হোক এদেশ কে ভালোবাসতে পারেনা ।
এদেশের খেটে খাওয়া মানুষের রক্ত চুষে পেট ভরেছে তারা ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: আসলে গানটি রচিত ১৯২৮ সালে
তখন মহাভারত এক ছিল
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই তাই
১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
নিমচাঁদ বলেছেন: উত্তম প্রস্তাব
পেমেন্ট কতো হইছে ?
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: যত তার মূল্যায়ন
১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
Palol বলেছেন: kut torko,
it is stupidity.
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: এইডা গালি না তালি
কিছুই বুঝলাম্ না
১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
অনির্বাণ রায়। বলেছেন: @ সোনালী প্রান্তর , ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে , এর প্রমান সরুপ লিঙ্ক দেন । আমি ব্যাপারটা জানি না ।
আচ্ছা ভাই এটা বলতে পারবেন , তাহলে কোন দেশের জন্য লিখেছেন তিনি ??
আর বঙ্গভঙ্গ এর বিরোধিতা তিনি করতেই পারেন , কারণ ওই সময়ে অনেকেই চায় নি , যে ধর্ম সংখ্যাগরিষ্ট দিয়ে দেশ ভাগ হয়ে মানুষ এ মানুষে হিংসা বিদ্যেষ হোক । সত্যিকার অর্থে বঙ্গ ভঙ্গ দিয়ে কি এমন লাভ হয়েছিলো আমাদের ?? ফাকিস্তান ও আমাদের আবার চুষেছে ।
এদেশের রক্ত কে চুষেছে ভাই রবিন্দ্রনাথের আমলে ?? ঐ সময়ে মে বি ব্রিটিশ শাসন ছিলো এবং পরে , পাকিস্তান এর শাসন ছিলো ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: সেত ব্রিটিশেরও দালাল ছিল
জমিদার হিসাবে
নজরুল ছিল গুড় বিরুধি
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
হাসান মুহিব বলেছেন: agree
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যা
১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
অনির্বাণ রায়। বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
হাছিনা সরকার এসে ডিগ্রী ক্লাশ থেকে নজরুলের কবিতা
বিদ্রোহী তুলে দিয়ে সেথা রবি ঠাকুরের প্রতিমা পুজা
জুড়ে দিল যে , এই আমাদের জাতীয় কবির মর্যাদা ।
আর ত্রিশাল ময়মন সিংহ নজরুল বিশ্ব বিদ্যালয় কে এরশাদ
সরকার স্বীকৃতি দিলেও বর্তমানে উলটু দুই ছাত্রকে ফাসিয়ে
যরযন্ত্র করে আবাসিক ভবন দখলে নিয়েছে ছাত্রলিগের কর্মীরা ।
এই কি জাতীয় মর্যাদা ।
এত ক্ষনে ল্যাজ বের হইলো । :-<
জাতীয় সঙ্গীত কারো বাপের বা জামাই এর সম্পত্তি না । সো কোন রাজনৈতিক দলকে টেনে আনা আপনার উচিত হলো না । নিরপেক্ষ ভাবে বলেন । রাজনীতি টেনে বুঝিয়ে দিলেন , আপনি আসলে কোন রাজনৈতিক দলের বিপক্ষে আর কোন রাজনৈতিক দলের পক্ষে সাফাই গাইতে এসেছেন ।
------------------------
নিমচাঁদ বলেছেন: উত্তম প্রস্তাব
পেমেন্ট কতো হইছে
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: নো রাজ নীতি
সত্য কথা
যে ভাসানীর হাত ধরে বঙ্গবন্ধুর নেতা হয়ে ঊটা তার জীবনী
ক্লাশ ফোর এর বই থেকে উটিয়ে লাগানো হল
মহাত্তা হান্ধির জিবনি
অইসব কি ইতিহাস বিক্রিত নয় ।
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
রাসেল মেটামোরফোজ বলেছেন: বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র মৌলবাদীরা আপনার মনের খায়েশ কখনও পূরণ হতে দেবেন না। তাদের হাত অনেক লম্বা (ওপারে)! আর রবীন্দ্রনাথের 'আমার সোনার বাংলা' জাতীয় সংগীত হিসাবে প্রস্তাব করা হয়েছিল ভারতের অনুরুধে।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: আসলে স্বাধীনতা পাইলাম কিন্তু প্রকৃত অর্থে নয় ।
ধন্যবাদ
১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
আমি নি (?) বলেছেন: একটা আন্তর্জাতিক সঙ্গীত থাকাও দরকার। আমি নজরুলের নীচের লাইনগুলি প্রস্তাব করছি সম্ভাব্য আন্তর্জাতিক সঙ্গীত হিসেবেঃ
মূর্খরা সব শোন,
মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন।
কিম্বা,
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোন আর মন্দির কাবা নাই।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: একমত
শুভকামনা অনেক
১৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
নিষ্পাপ কয়েদি বলেছেন: তুই রাজাকার
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: রাজা + কার
পথের না দেশের
না দুই রমণীর আউলা কেশের
আমার জন্ম ৭১ এর পর স্বাধীন বাংলায়
উল্টা পালটা কইলে
নিস্পাপ কয়েদি সাজায়
১৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
রাসেল মেটামোরফোজ বলেছেন: রবীন্দ্রনাথ কখনও বাঙালিদের জন্য পৃথক রাষ্ট্র চাননি। তিনি যা চেয়েছিলেন তা হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের আওতায় বাংলা ভাষাভাষি মানুষের মুক্তি। এই কারনে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষপাতিও ছিলেন না। রবীন্দ্রনাথ বুহ জায়গায় খোলামেলা বলেছেন, হিন্দি হওয়া উচিত নিখিল ভারতের রাষ্ট্রভাষা। শান্তি নিকেতনের এক অনুষ্ঠানে হিন্দির পক্ষে রবীন্দ্রনাথের এরকম মন্তব্যের প্রতিবাদ করেছিলেন ড. শহীদুল্লাহ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
পরিবেশ বন্ধু বলেছেন: গভীর সত্য
এসব এখন আর কেউ ঘাটেনা
শুভকামনা
১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
জেনারেশন সুপারস্টার বলেছেন: রবীন্দ্রনাথের সোনার বাংলা গানটি মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছিল।গানটি গাওয়ার সময় রবীন্দ্রনাথ শব্দটি মাথা থেকে ঝেটিয়ে বিদায় দিয়ে শুধুমাত্র গানটি গাইবেন জাতীয় পতাকার সামনে দাড়িয়ে।অবশ্যই স্যালুট করবেন।এভাবে সাতদিন করেন।তারপর নতুন পোস্ট দেন
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: আমাদের জাতীয় পতাকায় স্যালুট
একবার নয় লক্ষ কোটি বার
যতদিন থাকবে আত্তায় প্রান
আমার বাংলা থাকবে হ্রদয়ে গাইব মুক্ত গান
২০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
অনিমেষ রহমান বলেছেন: ভারতীয় উপমহাদেশের কম্যুনিষ্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা কমরেড মোজাফফর আহমেদের ভাবশিষ্য কাজী নজরুলকে নিয়ে এই ধরনের বিনোদন্মুলক পোষ্ট না দিলেও পারতেন। আপনি যে চরম গেনী তা বুঝা গেলো। ছাগ কিংবা ছাগ প্রজাতির লোকজন যখন যারে দরকার তার পায়ে ধরে। নজরুলের বউ ছিলেন হিন্দু এবং তিনি ধর্মান্তরিত হয়েছেন এমন কোনো নজির নেই। তার ছেলেদের নাম রেখেছেনঃ অরিন্দম খালেদ বুলবুল কিংবা কৃষ্ণ মোহাম্মদ। যাক আপনি যে চিন্তা থেইক্কা লিখেছেন সেই বাছাইয়ে কাজী নজরুল বাদ পড়ে যান-তিনিও ভারতীয় আর রবীন্দ্রনাথ তথাকথিত হিন্দু ছিলেননা; তিনি ছিলেন ব্রাম্ম! ব্রাহ্ম আর হিন্দুর পার্থক্য বুঝলে আপনি এতোবড় লেখা ফাঁইদা বসতেননা। বাংলাদেশে বর্তমানে অনেকে কাঁঠালপাতা সাহিত্যিক আছেন। আমি কুবি তালিম হোসেনের কুনু কুবিতা 'জাতীয় সংগীত' হিসেবে প্রস্তাব করছি।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: রসিক বাজ
২১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
জাহিদ গাছবাড়ী বলেছেন: like,
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: লেখকের নাহি কোন জাত ব্যবধান
মানুষ তার নিকট বড়
হ্রদয়ে শুধুই ভাষা আর সৃষ্টি সুখের গান ।
২২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
জাহিদ গাছবাড়ী বলেছেন: like,
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
শার্লক বলেছেন: যারা বঙ্গভঙ্গের বিরোধীতা করেছিল তারা তো রাজাকার আছিল। লিস্ট করেন তো।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: লিস্ট সময় নেন
আর মতামত দেন
রাজাকার শব্দটা আমিও খুব বুঝি
সাহিত্য হল বিদ্যার প্রসাধন
তাদের নিয়ে রংবাজি করা
আসলেই প্রহসন
দিন যাবে আসবে অগ্রজ
পুরন করবে যত শুন্য পদ
সত্য কভু মিথ্যা হবেনা
চলে যুগযুগ গবেষণার রথ ।
২৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
শিপু ভাই বলেছেন:
কঠিনভবে দ্বীমত!!!!
এই টপিকে বহুত গ্যাজানো হৈছে। তাই আর কিছু কইলাম না।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: কইতে কইতে হাপিত গেলাম
আসল বিষয়
ভাসিয়ে দিলাম
ধন্যবাদ দিতে হয়
২৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আপনে যে একটা ছাগল তা বুঝলাম। আচ্ছা এত নজরুল নজরুল করেন, নজরুলের কবিতার "শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রীর" লাইনটার মানে কি বলেন দেখি।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: বিড়ি খাও কেন
নিজের দুষ
কথার মাঝে নাই হুস
আফছুস
২৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
সর্বহারা:৭১ বলেছেন: আপনার সাথে সহমত।এ বিষয়ে বলার অনেক কিছু ছিল।কিন্তু আমি নতুন ব্লগার তাই ইচ্ছে থাকলেও বলতে পারলাম না।শুভ কামনা।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কমেন্টে শালিনতা বজায় রাখার জন্য
পাঠকদের মন্তব্য নিয়ে আসল একটা ফলাফল আসবে
ধন্যবাদ
২৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আর রবীন্দ্রনাথ নিজে তার জাতীয়তা বাঙালি বলে গেছেন, ভারতীয় বলে যান নাই। জাতীয়তার জায়গায় তিনি বাঙালি লিখতেন, ভারতীয় নয়।
Characteristically, when he later visited Cornell University in New York State as a celebrity, and had to sign the distinguished visitor's book, in the space for the visitor's nationality he inscribed not 'Indian' but 'Bengali'.
সূত্রঃhttp://www.historytoday.com/hugh-tinker/death-rabindranath-tagore
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: মতামত হয় অন্যর প্রেরনা
আর জানার সমৃদ্ধি
আলোচনায় অধরাকে যায় ধরা
জ্ঞান সিন্ধু পায় বৃদ্ধি
তাই পাঠক বয় আহবান
ভাল কথা হোক কথার মালায়
নব প্রজন্ম একদিন দেখবে
আমাদের কথাকলি গবেষণায় ।
হাজার বছরের ইতিহাস লয়ে
আমরা যেমন জানি
তারাও জানবে আমাদেরটা
হয়ে আরও জ্ঞানি ।
২৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আইচ্ছা, এইডা তাইলে একটা বিনোদন ব্লগ!
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: হা ভ্রাত
শুভকামনা
২৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
বিদ্রোহী কান্ডারী বলেছেন: এইআমাদের দেশ এই আমাদের দেশ
স্বপ্ন মধু ভরা আমার বাংলাদেশ
ছোট্টয় সোনার গাঁ গাছে গাছে ঢাকা
বয়ে চলে নদী সেথা আঁকা বাঁকা
মাট রয় সাজানো ছবির মত অপরূপ বেশ ।
বনে বনে ফুল ফুটে ফল ধরে গাছে
গান গেয়ে পাখিরা ডালে ডালে নাছে
মেট পথ চলে যায় দুর সিমানায় রূপের নাই শেষ ।
এই গানটা অবশ্যই আমাদের জাতীয় সংগীত হওয়ার দাবী রাখে। আর আমাদের বর্তমান জাতীয় সংগীত দেখুন-
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥
আর এখানে একটা লাইনেও বাংলাদেশ কথাটা লেখা নাই। শুধু বাংলা মানে কি? পশ্চিম বাংলা নাকি আমাদের বাংলাদেশ। আর শব্দ চয়ন গুলো দেখুন নয়ন, জল, এগুলোতো কলকাতার শব্দ। এগুলো কেন আমাদের জাতীয় সংগীতে থাকবে?
জাতীয় সংগীত সারমর্ম হওয়া উচিত এমন-আমার দেশ বাংলাদেশ, পৃথিবীর সেরা দেশ, যে এই দেশের দিকে তাকাবে তার চোখ তুলে নেব।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী কাণ্ডারি
এস জলন্ত চেতনায়
বীরের মত রাখি বুকে বল
মরুক অপশক্তি লজ্জায়
৩০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
wrongbaaz বলেছেন: @বিদ্রোহী কান্ডারী >>> (যে এই দেশের দিকে তাকাবে তার চোখ তুলে নেব, কথাটির সাথে দ্বিমত জানাই, কথাটি হইবেক, যে যাই বলুক, আমার দেশের জন্য আমি যেকোন কিছুই করিতে পারি)
পরসমাচার এই যে, আপনার কথা কতিপয় জ্ঞানপাপীরা বুঝিবে নাকো, উহারা সং্খ্যায় সীমিত কিন্তুক জানেন তো একশত মানুষের কন্ঠস্বর হইতে গোটা বিশেক কাকের কন্ঠস্বর বেশি কর্কশ শোনায়, কিন্তু তাই বলিয়া মানুষের মর্যাদা কাকের চেয়ে কমিয়া যায় নাই। অতিসত্বর মানুষ কাকের কাছে সাময়িকভাবে হারানো মর্যাদা পূণরুদ্ধার করিবেক এই আসায়।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: রসাত্মক কথা বাজে
এস দেশের তরে লাগি ভাল কাজে
অন্যায় যুলুম শোষক পদধলে
এস আলোর এ মিছিলে ।
৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমাদের প্রানের দাবি আমাদের জাতীয় কবির গানকে
বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক ।
বিশ্ব কবি রবি ঠাকুর ব্রিটিশ বিরুধি আন্দোলন বা আমাদের দেশের
স্বাধীনতার পক্ষে কোন কবিতা লিখেন নি , তাকে বিশ্ব কবি হিসাবে শ্রদ্ধা করা যায় কিন্তু জাতীয় মর্যাদা দেওয়া অনেক ভুল । তিনি ভারতের জাতীয়
কবি , আমাদের নয় ।
মুক্ত মতামত হোক আমদের জাতীয় চেতনার উৎস ।
বুঝলাম না, আপনি নিজে এত ভাল ভাল কমেন্ট করেন আর নস্যি একটা বিষয় নিয়ে গেঁজাচ্ছেন। রবীন্দ্রনাথ-নজরুল উনারা নিজ নিজ জায়গায় সমোহিমায় গুণান্বিত। কেউই বিন্দু মাত্র ফেলনা নয়। সবচাইতে বড় কথা হচ্ছে উনারা কেউই এসব জাতীয় কবি বিশ্ব কবি হওয়ার জন্য কবিতা লিখেন নি। সময়ই উনাদেরকে আজকের আসনে বসিয়েছে। আর আমিতো রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা'র মধ্যে কোন সমস্যা দেখি না। আগে আরো ভালো মত রবীন্দ্রনাথ-নজরুল চর্চা করেন তারপর এ বিষয় নিয়ে একটা মন্তব্য করেন।
ভালো থাকবেন।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠকের মতামতই আসলে মুখ্য বিষয়
ফলাফল আমরা জানি
আর সাহিত্যিক রা সব সময়েই গুনি
শুভকামনা
৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন:
১) জাতীয় সঙ্গীত নির্বাচনের সময়ে বেশিরভাগ সদস্যই মত দিয়েছিল, দিজেন্দ্রলাল রায় এর " এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি" । কিন্তু ভারত সরকারের চাপে রবি ঠাকুরের গানটাকে জাতীয় সঙ্গীত করা হয়।। দিজেন্দ্রলাল রায় সম্পূর্ণ এই বাংলার মানুষ।।
২) শুনতে খারাপ লাগলেও আমার সোনার বাংলা গানটা একটা চুরি করা সুরের উপর গাওয়া।। রবীন্দ্রনাথের বহুদিন আগে বাংলাদেশের গগন হরকরা নামের এক বাউল " আমি কোথায় পাবো তারে" গানটাতে যে সুর দেন সেই সুর কপি পেস্ট করে রবিন্দ্রনাথ আমার সোনার বাংলা বসিয়ে দেন।।
৩) আর রবি ঠাকুর ছিলেন ইংরেজদের দালাল।। তিনি একনিষ্ঠ ইংরেজ প্রেমী ছিলেন।।
৪) আমার সোনার বাংলা গানটা তিনি তৈরী করেন এই বাংলার মানুষকে ভালবেসে নয় বরং কলকাতার মানুষের সার্থ রক্ষার জন্য ।। বংগভংগ যখন হয় তখন কলকাতার বাবুরা তা মেনে নিতে পারেনি।। কিন্তু বংগভংগ ছিল এই বাংলার মানুষদের জন্য আশীর্বাদ।। রবি ঠাকুর কলকাতার বাবুদেরই সাপোর্ট করেছেন।। কাজেই যেই গানটা তৈরী হয়েছে এই বাংলার মানুষের বিরুদ্ধে কলকাতার বাবুদের পক্ষে সেই গানটা আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার মর্যাদা কতটুকু রাখে??
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২০
পরিবেশ বন্ধু বলেছেন: সেটা সময়ে জবাবের অপেক্ষায়
সুন্দর গঠন মুলক কথা বলার জন্য ধন্যবাদ
৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: কেউ যদি আমার আগের মন্তব্যে হিন্দু মুসলিম টাইনা আনে তারে গদাম দেয়া হবে।। দিজেন্দ্রলাল রায় ছিলেন হিন্দু কবি
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা গঠন মুলক সমালোচনায় সাম্প্রদায়িকতা চাইনা
ধন্যবাদ
৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: আমি কোথায় পাবো তারে গানটার লিঙ্ক লিঙ্ক
৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: যাই হইছে তা হইছেই। ভুল হইলেও ঠিক, শুদ্ধ হইলেও ঠিক। এখন এইটাই আমাদের জাতীয় সংগীত। কোন চেঞ্জ চাইনা। চাইনা, চাইনা, চাইনা। তালগাছ আমার।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একদিন
শেরেবাংলা একে ফজলুল হকের প্রাথমিক স্কুল পরিদর্শনে গিয়েছিলেন , সবচাইতে মজার বিষয় মাওলানা ভাসানি মেধাবী
ছাত্র আবুল ফজল অরফে শেরেবাংলা কে প্রশ্ন করল
বল তো বাবা জগতে বড় কে ।
জটপট উত্তর কেউ নয় স্যার
তার মানে আপনিও আমার মত একদিন ছুট ছিলেন ।
উত্তর শুনে মাওলানা খুব খুশি হলেন এবং তাকে দোয়া করলেন বাবা তুমি অনেক বড় হও এবং এই দেশের নাম রেখ তোমার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ।
মাওলানা ভাসানির দোয়া আল্লাহ কবুল করেছিলেন ।
এবং আবুল ফজল একদিন বাঘের ন্যায় মঞ্চে দাড়িয়ে হাক
দিয়েছিলেন বাংলার কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে ।
খাজনা আদায় বন্ধ করে তাদের প্রকৃত ভুমি মালিক হিসাবে স্বত্বাধিকার দিতে হবে । এবং এই বাংলা থেকে চিরতরে মেহনতি মানুষের জন্য খাস জমি বরাদ্ধ করে ভুমি জায়গির রায়ত বা জমিদারি আইন ব্রিতিশদের প্রনিত বিলুপ্ত ঘোষণা করতে হবে ।
তার ভাষণে উদ্ভুদ্য হয়ে বাংলার সর্বস্তরের জনতা সেদিন তাকে
বাংলার বাঘ উপাধি দিয়েছিলেন । এবং অবিভক্ত ভারত বাংলার
মুখ্যমন্ত্রী হয়ে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সবি বাস্তবায়ন
করে গেছেন । তাই বলে শেরেবাংলা ক্ষমতায় গিয়ে মাওলানাকে
অস্বীকার করেনি ।
আমি এজন্য গল্পটি বললাম যে রবি ঠাকুর এবং নজরুলের মধ্য
অনেকটা যোগসূত্র ছিল ।
সে যাই হোক শুভকামনা
৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: যাই হইছে তা হইছেই। ভুল হইলেও ঠিক, শুদ্ধ হইলেও ঠিক। এখন এইটাই আমাদের জাতীয় সংগীত। কোন চেঞ্জ চাইনা। চাইনা, চাইনা, চাইনা। তালগাছ আমার।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
লোনলিফাইটার বলেছেন: হরে বকবক করে লাভ নাই যেটা আছে সেটাই থাকবে।ছাগলামি করিস না।যত্তসব বেকুবের দল
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
পরিবেশ বন্ধু বলেছেন: ভদ্র ভাষা সাহিত্যর অংশ
আর অশ্রাব্য যা গালি
কে বলেছে সাহিত্যকে মুছে দিতে
করে এসব ঘটকালি ।
৩৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
মুফতি বাবা বলেছেন:
ভারতীয় দালাল আম্লীগ ব্লগারদের পুটুতে অগ্নিসংযোগের ফলে তীব্র বেদনার সন্চার হয়েছে!
লেখকের কাছে এই পোস্ট মুছে নিয়ে ওদের পশ্চাতদেশের জ্বালা কমানোর অনুরোধ করলাম|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা মিথ্যা নয়
ওরা বেকুব
না বুঝে কথা কয়
ধন্যবাদ আপনায়
৩৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
মোলম্যান বলেছেন: মুফতি বাবা @ছাগু আইসা পড়ছে।তালিয়া।গেলমান তোরা ফাকিস্তানের কথা ভাবতে থাক ।বাংলাদেশ নিয়া আমরা যথেস্ট।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২
পরিবেশ বন্ধু বলেছেন: একমত
৪০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২
মুফতি বাবা বলেছেন: @মোলম্যন:
বোন জামাইকে ছাগু ডাকলে তোমার বোন মাইন্ড করবো|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: ভাবনা অতি
পৌঁছে যাক সে খবর
যেন বোনের না হয় ক্ষতি
৪১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২
মোলম্যান বলেছেন: মুফতি বাবা @আমারতো বোন নাই শুধু কাজের মেয়ে আছে তারে আমরা বোনের মত আদর করি।যা তোকে তার সাথে বিয়া দেবো।তবে সে রাজাকারের পুত্রের সাথে রাজি হবে কি না সেটা ভাবনার বিষয়।তোর কপাল খারাপ।সে হিন্দি পছন্দ করে তোর মতো আফ্রিদির জিনিষ পছন্দ করেনা।
৪২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮
মুফতি বাবা বলেছেন: @মোলম্যন:
শেখ হাসিনার মেয়ে পুতুলকে যেন কোন পরিবারে বিয়ে দিয়েছে??
৪৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
মোলম্যান বলেছেন: মুফতি বাবা @শেখ হাসিনা কেরে?তার মেয়েরে কই বিয়া দিছে আমারে জিগাস কেন?আমি কি তোর দুলাভাই?তোগো আডাফাক গুয়াযমের পোলা নাকি তার চাচিরে লন্ডনে কি করছে।শুন তারেক জিয়ার নাকি মান্জা ভেংগে দিছে
হায় হায় তার কি হবে?
৪৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭
মোলম্যান বলেছেন: ছাগু কোন পোস্টে সাপোর্ট করেছিস মনে রাখিস ছাগু
৪৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০০
মুফতি বাবা বলেছেন: @মোলম্যান:
কেন এইটা কি তোমার আব্বুর পোস্ট??
৪৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
গাজুরিয়া মাইর বলেছেন: শুধু শুধু এসব পোস্ট দেন কেন ভ্রাতা ???
কোন মানে হয়না
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: একদিন ঢাকা বিশ্ব বিদ্যালয় এরিয়ায় গেলুম উস্কুকুস্কু মনটাকে
একটু ঝাড়ি দেওয়ার জন্য ,
কিছুসংখ্যক দেশ প্রেমিক একত্র হয়ে নজরুল এবং রবিন্ত্রনাথ ঠাকুরের বাংলাদেশে বেহুদা মর্যাদা যে পাইল তাই লিয়া শুরু করল
তর্ক
এবং এক পর্যায়ে জাতীয় সংগীতের গোসটি উদ্ধার করে মোড় মগজে দিল আচ্ছামত ধুলাই ।
ভাবলুম সেই আড্ডা খান ব্লগে উপস্থাপন করা যায় কিনা
তাই লিখলাম এবং আবারও মগজে ধুলাই
মানেটা বুঝলেন গাজুরিয়া মাইর
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: সমালোচনার ধরন বুঝার জন্য
৪৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭
Alien4mTheEarth বলেছেন: মুফতি বাবা ওরফে মোসাজস ওরফে কানাডিয়ান ওরফে বুইড়া ধ্বজভংগ , তোর পিছনের অংশ পোন্দানি খাইয়া তো গ্যাংরিন হইছে, এইবার এলা থাম।
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: আমি একজন স্বাধীন বাংলার মুক্ত লেখক মন্তব্য গঠন মুলক
হোক নয়ত কমেন্ট করার বা ফাজলামো করার দরকার নেই
৪৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
দি সুফি বলেছেন: রবীন্দ্রনাথকে পছন্দ করিনা তার বঙ্গ-ভঙ্গ বিরোধী আন্দোলনের জন্য।
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি ইতিহাস টা জানা থাকলে একটু লিংক দিন ত
৪৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ইখতামিন বলেছেন: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: শুভকামনা
৫০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: তাই নাকি ইতিহাস টা জানা থাকলে একটু লিংক দিন ত
লিন্ক কই পাব?? বইতে পড়েছিলাম। বইয়ের নাম মনে নেই। আগে অনেক বই পড়তাম, তাই বইয়ের নাম মনে রাখা সম্ভব নয়। ইংরেজ আমলের উপমহাদেশ নিয়ে লেখা ছিল বইটা।
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সত্য বলার জন্য আমি সাধারন লিংক দেই ৫৪ এর
যুক্ত ফ্রন্টে সাম্প্রদায়িক হিন্দু মুসলিম দাঙ্গার কারনে
এ ফ্রন্টের ডাক দেওয়া হয়
এবং ১৭ দফা বঙ্গ বঙ্গ রদ কর্মসূচি ঘোষণা করা হয়
এতে হিন্দু মুসলিম সমান সংখ্যাক আসন রাখার প্রস্তাব আসলে
রবিন্রনাথ ঠাকুর এর বিরুধিতা করে , যার পরিনতি ঘটে ৫৭ এর
সিপাহি বিপ্লব ।
এটাই কবির ছিল ভুল স্বীকৃতি
৫১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
নান্দাইলের ইউনুস বলেছেন: জাতীয় সঙ্গীত নিয়া ভারতেও যৌক্তিক তর্ক হয় কিন্তু আপনি শুধুই সাম্প্রদায়িক এঙ্গেল থেকে এই তর্ক শুরু করলেন।
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: আমি কারও সম্মান বিনষ্ট করে কিছু লেখার জন্য পোস্ট দেই নাই
অথবা সাম্প্রদায়িক মনোভাবেও নয়
আমার থিউরি
যার ধর্ম তার তার নিজস্ব কাজ
মিলে মিশে হয় সমাজ ।
আসুন সমালোচনার মাধ্যমে প্রকৃত ইতিহাস্ কে জানতে ও
বুঝতে শিখি
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: সাহিত্যিক বেচে থাকে তার অমুল্য কাব্য মাঝে
নহে তাদের জাত ব্যাবধান
অধরা কে জাগিয়ে তুলে বিদ্যার নিপুন সাঝে ।
নহে গণ্ডি তাদের দিক নির্দেশ
চির দিনের জন্য জীবন্ত
নহে স্থিতি সব সময়ই
তাদের কথা ফুটে মানবের তরে
হয়ে প্রান বন্ত
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: নজরুল ত্রিশাল কাজির সিমলা দারোগা বাড়িতে থাকার সময়
এখানের স্থানীয় অধিবাসী নজরুলের সাথে মুসলিম শিউলি অরফে মিলা চৌধুরীর সাথে বিয়ে টিক করেছিলেন অথচ নজরুল
ভালবাসতেন সিয়ার সোলের মেয়ে জুলেখাকে ।
বিয়ের রাত্রে নজরুল পালিয়ে গিয়েছিলেন এবং সৈনিকে যোগ দেন ।সেখান থেকে ফিরে নজরুল প্রতিভার বিস্ফোরণ ঘটলে ।
তিনি নিজেই ব্রিটিশ বিরুধি আন্দোলনে যোগ দেন এবং কলকাতা থেকে পত্রিকা সম্পাদনা করেন , তখন অবশ্য কলকাতা বাংলার
অংশ ছিল ।
লাঙ্গল , নবযুগ , ধুমকেতু প্রভৃতি তার সাময়িক পত্রিকা ।
ব্রিটিশের ভিত নড়ে নজরুল গ্রেফতার হয় ।
পরের ইতিহাস সবার জানা ।
পরে দেশে ফিরলে নজরুল উদাসিন হয়ে যায় ।
এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগলে তিনি মুখ্য ভুমিকা পালন করেন দাঙ্গা িনরসনে ।
অনেক গবেষকদের তাত্ত্বিক লেখায় উটে এসেছে যে নজরুল প্রমিলার মিলনের মধ্য দিয়ে
হিন্দু মুসলিমের দাঙ্গা রহিত হয় এবং এর রাজনৈতিক চাল চালেন সয়ং রবি ঠাকুর ।
দুষ আসলে কার
নিয়তির শিকার
আরও জানা যায় নজরুলের সাবেক প্রেমিকা জুলেখা বাকি জীবনে আর কোথাও বিয়ে করেন নি
যখন নজরুল বাকশক্তি হারা
তখন এক নারি তার সেচ্ছা সেবা দিতেন
আর নজরুল নির্বাক নয়নে তাকিয়ে তাকতেন
সম্ভবত সেই যে ছিল তার বাল্য সখি ।
৫২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
বদমায়েশ বলেছেন: wrongbaaz বলেছেন: আমাদের জাতীয় কবি কে তার গান জাতীয় সংগীত হিসাবে মর্যাদা দেওয়া হোক ....... স হ ম
সহমত
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: জ্ঞানি গুনি আর প্রজ্ঞায়
তারাই জাতীর বিদ্যা রত্ন
জ্ঞানের অমুল্য সঞ্চয়
রাখা আছে যে কাব্য তা অতি যত্ন ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
জীবন্মৃত০১ বলেছেন: কোন গানটাকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া যায়?