নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

জীবনের বাঁকে যদি কিছু থাকে ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

গবেষণা কর্ম মানুষ জীবন ও তার সংস্কৃতি ধারাবাহিক পর্ব ১





মানুষের জীবন বিচিত্র । সে বুদ্ধিমান , সকেন্ত্রিক ও মূল্যবোধ

সম্পন্ন । সমাজ ও প্রকৃতি নির্ভরশীল । সুপ্ত/লুপ্ত বাসনায় কুহকের

মোহ বিস্ট আবার চেতনায় জাগরিত প্রান ।



কভু জটিল কুটিল মননে অন্বেষণে বিভোর আবার চিন্তাশিল সাধক

অনিন্দ্য সুন্দর তার বিকাশ ।



স্টাডি ক

গ্রামের এক গরিব পরিবার দিন আনে দিন খায় নয়ত থাকে উপবাস । পরিবারে ৬ সদস্য , ১ ছেলে ৩ মেয়ে , ছেলেটি ছোট

মেয়েদের বয়স যথাক্রমে ১৪, ১১ ও ৮ ।

কর্তা রিক্সা চালক বউ গৃহিণী ।



তুমুল ঝগড়া শুনে আশেপাশের লোকজন ছুটে ওই বাড়িতে । আমরাও উপস্থিত ব্যাপার কি >

একসময় ঝগড়া মিটে যায় । কিছুসংখ্যক মহিলা জটলা বেধে

এক মধ্যবয়সি মহিলার মাথায় পানি দেয় ।



বিড়ির ধুয়া ছেঁড়ে উত্তেজিত লোকটি চটপট করে । জানতে চাইলে



একজন আমাকে নিষেধ দেয় মিয়া কিছু কইওনা আগে শান্ত হোক

নয়ত মাথা বে টিক করে আরও কিছু ঘটিয়ে ছাড়বে ।

আমরাও নিরব রইলাম ।



এই লোকটির বিষয়ে আরও অনেক কিছু জানলাম । তথ্য সংগ্রহ

করে জানতে পাই লোকটি গাজাখুর , বউ বাচ্ছাকে প্রায় সময় পিটুনি দেয় ।



রাতে গেলাম তার ঘরে আরও কিছু ইয়ার বন্ধু ছিল তারা সরে পড়ল ।

ভাই বসতে দিবেন । মুই গরিব মানুষ একটা পাটি বিছিয়ে দিলে

আমরা বসলাম । ভয়ে ভয়ে লোকটি জিজ্ঞাসা করে আপনারা কি

থানার লোক ,না আমরা তোমার মতই গরিব মানুষ তবে তোমার

উপকার যেন হয় সেটা দেখব । আচ্ছা বসেন ,বিবি চা বানা , আমি

মানা করলাম তবু ওরা শুনলনা , দোকান থেকে বিস্কুট আনাল ।

একটা কুপি বাতি ছোট ছেলে মেয়ে ২টি ছেরা বই নিয়ে নারা ছাড়া

করছে ।

আচ্ছা বাবু নাম কি

আরমান

খুব সুন্দর নাম । স্কুলে যাও । না । কেন ? এবার তার বাবা উত্ত র

দেয় স্যার ভর্তির লাগি গেছিলাম কিন্তু আমি ভয় পাই পরালেহার

প্রাইভেটের খরচ মুই গরিব মানুষ দিমু ক্যমনে ।



আমি সব বুঝিয়ে বললে ও তার অজ্ঞতা শিকার করল ।

আচ্ছা মকিম মিয়া গাজা যে খাও কি উপকারে আসে

প্রচুর ঘুম হয় আর মন ভাল থাকে

তাই নাকি

আমার সাথি কে বললাম কুত্রত

আমরা বিষয়টা একটু পরখ করে দেখতে চাই যদি মিথ্যা হয়

জীবনের জন্য ছাড়তে হবে আর যদি সত্য হয় আমরাও

তোমার শিস্য হয়ে যাব কি বল ।



আমাদের গাজা খুর মনে করে তার বাদ বাকি লোকজনও ফিরে এল । একটা ছালা বিছায়ে ওরা বসল ।

বানাতে লাগল এভাবে , একটা পুতলি থেকে ছোট শিশি বের করে

কিছুটা তামাক পাতা পানিতে ভিজিয়ে সাদা পাতা মিশিয়ে

কাটের চাকতির মধ্য ফেলে একটা বিশেষ যন্ত্র দ্বারা কাটল কুচি কুচি করে । আবার গাজার কল্কিতে ভরে নারকেলের ছোলা দিয়ে

টিক্কা বানায়ে আগুন ধরাল । এবং ধিরে ধিরে হুক্কা খাওয়ার নিয়মে

দম দিতে লাগল । আমিও বিষয়টাকে প্রত্যক্ষ্য ভাবে বুঝবার জন্য

টান লাম দম করে ।

কিছুক্ষন মাথাটা ঝিমঝিম করে ঘুমের ভাব এল । আমার বন্ধু

খায়নি । ঐদিন আসলেই রাজ্যর ঘুম নেমে এসেছিল দুচোখে ।



এখন আসুন কি কি উপযোগ পেলাম ক্যাচ থেকে ।

১ একটি দরিদ্র পরিবারের বাস্তব চিত্র ।

২ তাদের অভাব অভিযোগ

৩ গাজা সেবন ব্যক্তি

৪ প্রত্যক্ষ গুরুত্ত ও সমাধান ।



আমি /আমরা বহু বার অই পরিবারের সাথে মিশেছি ।

এবং বড় মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছিল খুব মজা হল ।



ছোট ছেলে মেয়েরা স্কুলে পড়ে ।মধ্যম মেয়েটা সারা থানার মধ্য

জে এস সি পরীক্ষায় প্রথম হয়েছে ।

ছেলেটাও মেধাবি ।

আমাকে দেখলেই রিক্সা ওয়ালা তারিক সমিহ করে , আমাদের চেষ্টায় গাজা ছেড়ে দিয়েছিল , ছেলেমেয়েদের স্কুলে ভর্তি এবং তার

রুজি রোজগারের ব্যবস্থা ভালই হয়েছে । আজ তাদের সুখি বললে

ভুল হবেনা ।



একটা মেয়ে নাম লিসা সুন্দর গানের কণ্ঠ আমরা যখনি যাই সে গান শুনায় ভাল লাগে ।

এখন গবেষণার ফলাফল কি

আমাদের শ্রম বৃথা যায়নি এখানে আমরা সার্থক আর তাদের

পেছনে আমাদের একটি পয়সাও খরচ করতে হয়নি । বরং

আমাদের দিকনির্দেশনা ওরা সম্পূর্ণ ভাবে পালন করেছিল



আসলে ভাল দিক নির্দেশনা একটা পরিবার বা প্রতিষ্ঠান কে

উন্নত ভাবে গড়তে পারে ।

আর যদি সে দিক নির্দেশ ভাল হয় ।

আমরা নিজের বিবেক কে ভাল দিকে পরিচালিত রাখি আল্লাহ

অবশ্যই আমাদের সাহায্য করবে ।

গড়তে জীবন লড়তে জানে

জগত মাঝে যে জনা

সত্য সুন্দর দিশা পায়

যার মধ্য রয় সটীক দিক নির্দেশনা ।













মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
অত্যন্ত মুল্যবান কিছু জীবন বোধ এর কথা বলেছেন । আসলেই ভাল দিক নির্দেশনা একটা পরিবার বা প্রতিষ্ঠান কে
উন্নত ভাবে গড়তে পারে ।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
শুভ দিক নির্দেশ
ভাল থাক সবিশেষ

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: গবেষণা স্টাডি
দুই কবিতা ছন্দে +

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: জীবনের বাকে কত স্মৃতি থাকে
কভু হয় টক , কভু ঝাল মিষ্টি
আনমনে সবি তুলে দাবি
সমাজের বাহনে ফেরালে সে দৃষ্টি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.