নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

হে প্রিয় জেনে নিও এই বুকে জেগে থাক তুমিও

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

খুজে নিও হে প্রিয়

মোঃ মাসুদ মিয়া





অন্ধকার নিয়ন আলোয় দেখেছিলুম তার মুখ

তমাসাব্রিতা চাঁদ ম্লান হয়েছিল তার আগমনে

নিভু নিভু জোনাকির ঝিলমিল রাঙা যে বন

খুনসুটি মেখে এঁকে দিয়েছিল বার্তা সেই লগনে



তারারা হেসে ছিল আকাশের গায়ে চুপি চুপি

রিনিঝিনি বৃষ্টির মত হাতের চুরি বাজিল চমৎকার

উদাসি হাওয়া লুটালে এ গায় , অদৃশ্য কটাক্ষ করে

কেন জানি সেদিন চিনিতে ভুল হল আজও খুজি বারবার



আমার নয়নে পানে দীপশিখা জ্বলে তারি পড়ে ছায়া

সমুত্র গর্জনের মত নিশুতি জাগা বুকের দীর্ঘশ্বাস

অসীম কুয়াশার ইন্দ্র হতে এক ভোরের বাতায়নে

রুদ্রস্নান ঘুম ভাঙ্গা আবীর জলসানিতে আজ শুধুই হা হুতাশ ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

মায়াবী ছায়া বলেছেন: ভাল লিখেছেন।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: ভাললাগার জন্য শুভ কামনা

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: আরও কবিতা +
স্বপ্ন ছুয়া আকাশ

বরফের রাজ্য থেকে ভোরের বার্তা লয়ে

পালিয়ে বেড়ায় ঘন নীল আকাশে স্বপ্নেরা
আমি রই জেগে মেঘমালা হতে যদি ঝরে কিছু সুখ বৃষ্টি
রাখিব আঁখির তুলিতে ফুটিয়ে শুন্য মেলে দৃষ্টি

ঝরা পালকের গাঁয়ে যদি এঁকে যায় পবন
কিছু স্পর্শ রুদ্র দিপালিকার পঙ্গপালে
সেথায় খুজে নেব আকাশের ঠিকানা
মন হারাবার ভয়ে সে কথাও আজি বড় অচেনা ।

যখন সম্মুখে আসে তখনি কবিতা হয়ে যায়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: যার ছবি এঁকে কোন একদিন
মন হারাবার এসেছিল বেলা
আজ কেন রঙ মেখে
সেই ছবি থাকে বুকে
পুরুবেনা জানি তার শেষ সুখ জ্বালা
এই কি প্রেম না ছলাকলা ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: বাঁশি আর হাসি
উভয়েই সুর
ফলাতে জানলে
লাগে সুমধুর

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধরিত্রি সাজবে মনোরম সাজে
ঘুম ভাঙ্গাতে বেভুলের
তব বাজে তারি সুরাসুর
এল কি বসন্ত জাগ্রত দ্বারে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

পরিবেশ বন্ধু বলেছেন: কে তুমি ভাই বর্ষারানী
আসলে বেড়াতে
বসন্ত জাগ্রত দ্বারে
দেখি যে আঁখিতে

নব নব তরু লতা
মেলে সজীব আঁখি
ফুল ফসলের আবির রাঙায়ে
দেয় যে অঙ্গে মাখি ।

ধুলির ধুসর মাঠ সাজে
সবুজ বসন লয়ে
তুমিও কি ভাই আসবে ছুটে
বাংলা মায়ের পায়ে ।

৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: জে নিও হে প্রিয়
মোঃ মাসুদ মিয়া


অন্ধকার নিয়ন আলোয় দেখেছিলুম তার মুখ
তমাসাব্রিতা চাঁদ ম্লান হয়েছিল তার আগমনে
নিভু নিভু জোনাকির ঝিলমিল রাঙা যে বন
খুনসুটি মেখে এঁকে দিয়েছিল বার্তা সেই লগনে

তারারা হেসে ছিল আকাশের গায়ে চুপি চুপি
রিনিঝিনি বৃষ্টির মত হাতের চুরি বাজিল চমৎকার
উদাসি হাওয়া লুটালে এ গায় , অদৃশ্য কটাক্ষ করে
কেন জানি সেদিন চিনিতে ভুল হল আজও খুজি বারবার

আমার নয়নে পানে দীপশিখা জ্বলে তারি পড়ে ছায়া
সমুত্র গর্জনের মত নিশুতি জাগা বুকের দীর্ঘশ্বাস
অসীম কুয়াশার ইন্দ্র হতে এক ভোরের বাতায়নে
রুদ্রস্নান ঘুম ভাঙ্গা আবীর জলসানিতে আজ শুধুই হা হুতাশ ।




স্বপ্ন ছুয়া আকাশ

বরফের রাজ্য থেকে ভোরের বার্তা লয়ে

পালিয়ে বেড়ায় ঘন নীল আকাশে স্বপ্নেরা
আমি রই জেগে মেঘমালা হতে যদি ঝরে কিছু সুখ বৃষ্টি
রাখিব আঁখির তুলিতে ফুটিয়ে শুন্য মেলে দৃষ্টি

ঝরা পালকের গাঁয়ে যদি এঁকে যায় পবন
কিছু স্পর্শ রুদ্র দিপালিকার পঙ্গপালে
সেথায় খুজে নেব আকাশের ঠিকানা
মন হারাবার ভয়ে সে কথাও আজি বড় অচেনা ।

যখন সম্মুখে আসে তখনি কবিতা হয়ে যায়


মন ও প্রেম


যার ছবি এঁকে কোন একদিন
মন হারাবার এসেছিল বেলা
আজ কেন রঙ মেখে
সেই ছবি থাকে বুকে
পুরুবেনা জানি তার শেষ সুখ জ্বালা
এই কি প্রেম না ছলাকলা ।

: বাঁশি আর হাসি
উভয়েই সুর
ফলাতে জানলে
লাগে সুমধুর

ধরিত্রি সাজবে মনোরম সাজে
ঘুম ভাঙ্গাতে বেভুলের
তব বাজে তারি সুরাসুর
এল কি বসন্ত জাগ্রত দ্বারে

বরযা রানী

কে তুমি ভাই বর্ষারানী
আসলে বেড়াতে
বসন্ত জাগ্রত দ্বারে
দেখি যে আঁখিতে

নব নব তরু লতা
মেলে সজীব আঁখি
ফুল ফসলের আবির রাঙায়ে
দেয় যে অঙ্গে মাখি ।

ধুলির ধুসর মাঠ সাজে
সবুজ বসন লয়ে
তুমিও কি ভাই আসবে ছুটে
বাংলা মায়ের পায়ে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.