নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছা বক্তব্য দেশের কাণ্ডারিদের বোধ

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

প্রিয় দেশ বাসী ও বন্ধুগন

********************

রাজনৈতিক নীতি নির্ধারকদের ভুল সিদ্ধান্তের গেঁড়াকলে দেশ

এখন সামাজিক , সাংক্রিতিক , ও আর্থিক চরম সংকটে নিমজ্জিত ।

সরকার চায় বিরুধিদের দমন নিড়িপন করে ক্ষমতায় অধিষ্ঠিত

থাকতে , আর বিরুধি দল গুলু চায় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে

নির্বাচন , দাবি না মানা পর্যন্ত তারা নির্বাচন মুখি হবেনা ।



বাম দলগুলু সুযোগে সদ্যব্যাবহার করে উভয় দল কেই তাদের

নিজস্ব নীতিতে অবস্থান নেওয়ার জন্য চাপ প্রয়োগ অব্যহত ।



গণজাগরণ একটি পথ নাটক ।

ওরা চায় নিঃস্বার্থ দাবিতে দেশ ও গনমানুসের অধিকার নিশ্চিত করা স্বাধীনতার মুক্ত আহবানে , সেখানেও আজ নানা মুখি রাজনৈতিক ভাবাদর্শে ও চিন্তা চেতনার বার বার বাধা ।



সামরিক শাসনের পথ বন্ধ অনেক আগে থেকেই ।

তাহলে এহেন সার্বিক সহিংসতা থেকে দেশ কে মুক্ত করার মুল

চালিকা শক্তি কারা ?

এরশাদ সাহেব বলেন দেশ আজ ইরাক , আফগান পরিস্থিতি রুপ নিচ্ছে এখনই সার্বিক পদক্ষেপ না নিলে দেশ ও জাতীর ভুত ভবিষ্যৎ



খুবই অন্ধকার ।

তাই দেশের সুশীল সমাজের প্রত্যক রাজনৈতিক মহলের প্রধান

দের নিকট আমার আহ্বান ।

আসুন দেশ ও জাতীর মুক্ত চিন্তায়

আমরা এক্যবদ্ধ হই আলোচনার টেবিলে

আর চাইনা রক্ত ঝরা সহিংসতা

আর চাইনা আবারও ভুলের দায়ে পদদলিত হোক স্বপ্নের স্বাধীনতা ।

শুভেচ্ছা জ্ঞাপন ও দেশ সেবার অঙ্গিকারে

মহাপরিচালক

বাংলাদেশ সাহিত্য সংসদ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: সময়ের জিজ্ঞাসা বিবেক ও জাতীর মগজে
***********************************

৯০ এ গন অভ্যুত্থান হুসাইন মুহাম্মদ এরশাদ সরকারের সামরিক
শাসনের বিলুপ্তি হলে বাংলাদেশে স্বাধীন গনতান্ত্রিক ব্যাবস্থার সুচনা
ঘটে ।
আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরপর আসে আওমিলিগ , আবার বিএনপি এবং বর্তমানে আওমিলিগ ।

এর মধ্য সংবিধান রদবদল হয় ।
বাংলাদেশ সংবিধানের মুল ধারায় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে
নির্বাচন অনুষ্ঠান বলবত থাকার নিয়ম চালু ছিল , গত নির্বাচন
এ সহিংসতার জন্য তত্ত্বাবধায়ক তথা ফখরুদ্দিন সরকার ৩ মাসের জায়গায় প্রায় ২ বছর শাসন জারি রাখে এমনকি সামরিক
বাহিনিকে মাঠে নামানো হয় । ফলে বিএনপি সরকারের শীর্ষ নেতৃস্থানীয় দের ঘুষ দুর্নীতির চিত্র এবং তাদের গ্রেফতার জাতীর
এক কাল অধ্যায় ।

আবার যখন আওমিলিগের মেয়াদকাল শেষ হয়ে আসবে তখন
অবশ্যই নির্বাচনের ৩ মাস আগেই তত্ত্বাবধায়ক সরকারের নিকট
ক্ষমতা হস্তান্তর করার কথা , কিন্তু বিএনপির বিগত চিত্র দেখে
মহাজুট ও আওমি সরকার এ কেমন বোকামিতে মেতে উটে যে
৪০ বছরের সংরক্ষিত সংবিধানকে মুল প্রেক্ষাপট থেকে সরিয়ে
দলীয় সুবিধা পাবার আশায় পুনঃ সংশোধন ও পরিবর্তন করে
তত্ত্বাবধায়ক সরকার নীতি বাতিল ঘোষণা করা সম্পূর্ণই ভুল ।

যার ফলশ্রুতিতে আজকের এ ভয়াবহ রাজনৈতিক সংকটে দুদলের মধ্য বিরোধ ও সংঘাত ।
এবার সাংবিধানিক আওতায় আমার প্রশ্ন যে ভাবে ঘরের দরজা শক্ত পেরেকে আটকে বসে আছেন সেখান থেকে বেরুনোর রাস্তা এত সুজা নয় ।
হয় আইন পাল্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা বহাল করুন নয় আপনাদের মনগড়া আইনের প্যাচে ভ্রান্ত বাকশাল নীতি চালু রাখলে ,এমনিতেই আইন ছাড়াই সামরিক কু জারি হওয়া এখন
সময়ের দাবি ।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: মহাপরিচালকের সারকথা এবং দিক নির্দেশ
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩ |
শেয়ারঃ
0 0

প্রিয় দেশবাসী ও বন্ধুগন
রাস্টনীতির আওতায় সয়ং প্রধান মন্ত্রি যদি শুন্য রাস্টপতির পদ
অলংকিত করেন তাহলে প্রধান মন্ত্রীর শুন্য পদ আরেক জন এই
নীতিতে পুরন করা সম্ভব পর নয় ।
কারন রাস্টপতি পতি শপথ গ্রহনের পর পরই সাংবিধানিক ৫ বছর
মেয়াদ সে অতিক্রান্ত করবে তার রাস্টিয় ক্ষমতাবলে । কিন্তু প্রধান মন্ত্রীর শুন্য পদ নির্বাচন ব্যথিত পূরণ সম্ভব পর নয় ।
আর প্রধান মন্ত্রীর মেয়াদ কাল অতিক্রান্ত হওয়ার সাথে সাথে রাস্টপতি নিজস্ব ক্ষমতাবলে তত্ত্বাবধায়ক বা রাস্টের অভিভাবক ।
তিনি পরবর্তী প্রধানমন্ত্রীর শুন্য পদ সৃষ্টির লক্ষ্য ৩ মাসের মধ্য নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ্য ভোটে বিজিত সংখ্যাগরিস্ট নেতাকে দেশের দায়িত্ব অর্পণ করবেন ।
রাস্টপতি যে কোন সংঘাত বা সহিংসতা এড়াতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ নিবেন এবং নির্বাচন সংক্রান্ত সহযোগী প্রধান
উপদেষ্টা নিয়োগের সমন্বয়ে ১১ সদস্য বা অধিক সদস্য বিচার পতি বেঞ্চ গঠনের মাধ্যমে দেশের সব রাস্টিয় কর্মকাণ্ড পরিচালনা করবেন ।
এই নীতি ফলফ্রসু করা দেশেও জাতী গঠনে সহায়ক
আসুন আমরা সংবিধান মেনে গণতন্ত্র কে উদ্ধার করি
নয়ত অসাংবিধানিক কর্মকাণ্ডই ইরাক আগফান পরিস্থিতির
জন্ম দেয়

২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: : ব্লগ সারা বিশ্বের নিকট বর্তমানে স্বাধীন এবং স্বচ্ছ একটি মতামতের
যুগান্তকারী অত্যাধুনিক চলমান বিজ্ঞান , সাহিত্য , শিক্ষা , ও
যুগাযুগের মাধ্যম ।
ব্লগ ব্যাবহার কারি বৈজ্ঞানিক দিক নির্দেশনায় তারা ঘরে বসে , জীবন
গড়ে , পায় সমাজ , চাকুরী , ও রাস্টের দিক নির্দেশ ।
এখানে ঘৃণ্য হিনমন্য ধূর্তামি , অন্ধ রাজনীতি , আর অদ্ভুদ খেয়ালি পনা
কেন ? বিশ্বের প্রায় ২ কোটি লোক এ ব্লগ জগতের সাফল্য তারা অনেক উন্নত আবিস্কারক , ইঞ্জিনিয়ার , প্রতিভা দিপ্ত কবি দার্শনিক
রাস্টনায়ক তথা সমাজের সকল দ্বারায় প্রতিষ্ঠিত ।
আমাদের দেশে এর বহুল প্রচার এবং কার্যকর ভুমিকা মাত্র কয়েক
বছর যাবত , উন্নত দেশে এর বহুল কার্যক্রম ২ যুগ আগে থেকে যার জন্য তাদের সাফল্যর চাইতে আমরা আরও অনেক অনেক দুর্বল ।
সরকার এর প্রয়োজনীয়তার গুরুত্ব দেশ ও জাতীর ভবিষ্যৎ এগিয়ে যাবার বাস্তবায়নের লক্ষ্য উচিত এই ব্লগ সাইট কে উন্নত প্রশিক্ষনের
আওতায় প্রতিটি অধিদপ্তরে , শিক্ষা প্রতিষ্ঠানে , এবং রাস্টের
চালিকা শক্তি হিসাবে উপযোগ সৃষ্টি ও কর্ম দক্ষতার সাক্ষর বহন
করা ।
অথচ না বুঝে মানুষ , একে নিয়ে মিথ্যা অপপ্রচার , এবং রাজনীতির অন্ধ আবরনে টেলে দিচ্ছে । জানিনে বিবেকবান মানুষদের ব্লগ মিডিয়া সম্পর্কে তাদের বোধোদয় ঘটে কিনা ।


লেখক বলেছেন: উন্নত দেশের উদাহরণ যখন একটু বলি, SOPA ও PIPA এই শব্দ দুটোর কথা শুনছেন? গত কয়েক বছর ধরে ইন্টারনেটে শেকল পরানোর জন্য 'উন্নত বিশ্বও' ঊঠে-পড়ে লেগেছে। আমি বলতে চাইছি, এখালে ব্লগ-ব্লগার-অনলাইন এক্টিভিস্ট তথা ইন্টারনেট সংশ্লিষ্টদের কোন দেশ নাই, তাদের পক্ষে সরকারও নাই, বিরোধী দলও নাই। তারা নিজেরাই হচ্ছে নিজেদের জন্য। এবং এটা প্রমাণিত যে তারা এক হলে অসাধ্য সাধন করা সম্ভব। খোদ ইউএস সরকারেরও সামর্থ হয় না ইন্টারনেটে শেকল পরাতে। তাই গত বছর SOPA ও PIPA জপমালা ইউএস সরকার বাধ্য হইছিল শিকেয় তুলতে। কিভাবে? সর্বস্তরের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রবল প্রতিরোধের মুখে।

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: লেখাটি সারি করুন
জানান দিন সবাইকে

৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: : ব্লগ সারা বিশ্বের নিকট বর্তমানে স্বাধীন এবং স্বচ্ছ একটি মতামতের
যুগান্তকারী অত্যাধুনিক চলমান বিজ্ঞান , সাহিত্য , শিক্ষা , ও
যুগাযুগের মাধ্যম ।
ব্লগ ব্যাবহার কারি বৈজ্ঞানিক দিক নির্দেশনায় তারা ঘরে বসে , জীবন
গড়ে , পায় সমাজ , চাকুরী , ও রাস্টের দিক নির্দেশ ।
এখানে ঘৃণ্য হিনমন্য ধূর্তামি , অন্ধ রাজনীতি , আর অদ্ভুদ খেয়ালি পনা
কেন ? বিশ্বের প্রায় ২ কোটি লোক এ ব্লগ জগতের সাফল্য তারা অনেক উন্নত আবিস্কারক , ইঞ্জিনিয়ার , প্রতিভা দিপ্ত কবি দার্শনিক
রাস্টনায়ক তথা সমাজের সকল দ্বারায় প্রতিষ্ঠিত ।
আমাদের দেশে এর বহুল প্রচার এবং কার্যকর ভুমিকা মাত্র কয়েক
বছর যাবত , উন্নত দেশে এর বহুল কার্যক্রম ২ যুগ আগে থেকে যার জন্য তাদের সাফল্যর চাইতে আমরা আরও অনেক অনেক দুর্বল ।
সরকার এর প্রয়োজনীয়তার গুরুত্ব দেশ ও জাতীর ভবিষ্যৎ এগিয়ে যাবার বাস্তবায়নের লক্ষ্য উচিত এই ব্লগ সাইট কে উন্নত প্রশিক্ষনের
আওতায় প্রতিটি অধিদপ্তরে , শিক্ষা প্রতিষ্ঠানে , এবং রাস্টের
চালিকা শক্তি হিসাবে উপযোগ সৃষ্টি ও কর্ম দক্ষতার সাক্ষর বহন
করা ।
অথচ না বুঝে মানুষ , একে নিয়ে মিথ্যা অপপ্রচার , এবং রাজনীতির অন্ধ আবরনে টেলে দিচ্ছে । জানিনে বিবেকবান মানুষদের ব্লগ মিডিয়া সম্পর্কে তাদের বোধোদয় ঘটে কিনা ।


লেখক বলেছেন: উন্নত দেশের উদাহরণ যখন একটু বলি, SOPA ও PIPA এই শব্দ দুটোর কথা শুনছেন? গত কয়েক বছর ধরে ইন্টারনেটে শেকল পরানোর জন্য 'উন্নত বিশ্বও' ঊঠে-পড়ে লেগেছে। আমি বলতে চাইছি, এখালে ব্লগ-ব্লগার-অনলাইন এক্টিভিস্ট তথা ইন্টারনেট সংশ্লিষ্টদের কোন দেশ নাই, তাদের পক্ষে সরকারও নাই, বিরোধী দলও নাই। তারা নিজেরাই হচ্ছে নিজেদের জন্য। এবং এটা প্রমাণিত যে তারা এক হলে অসাধ্য সাধন করা সম্ভব। খোদ ইউএস সরকারেরও সামর্থ হয় না ইন্টারনেটে শেকল পরাতে। তাই গত বছর SOPA ও PIPA জপমালা ইউএস সরকার বাধ্য হইছিল শিকেয় তুলতে। কিভাবে? সর্বস্তরের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রবল প্রতিরোধের মুখে।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: : ব্লগ সারা বিশ্বের নিকট বর্তমানে স্বাধীন এবং স্বচ্ছ একটি মতামতের
যুগান্তকারী অত্যাধুনিক চলমান বিজ্ঞান , সাহিত্য , শিক্ষা , ও
যুগাযুগের মাধ্যম ।
ব্লগ ব্যাবহার কারি বৈজ্ঞানিক দিক নির্দেশনায় তারা ঘরে বসে , জীবন
গড়ে , পায় সমাজ , চাকুরী , ও রাস্টের দিক নির্দেশ ।
এখানে ঘৃণ্য হিনমন্য ধূর্তামি , অন্ধ রাজনীতি , আর অদ্ভুদ খেয়ালি পনা
কেন ? বিশ্বের প্রায় ২ কোটি লোক এ ব্লগ জগতের সাফল্য তারা অনেক উন্নত আবিস্কারক , ইঞ্জিনিয়ার , প্রতিভা দিপ্ত কবি দার্শনিক
রাস্টনায়ক তথা সমাজের সকল দ্বারায় প্রতিষ্ঠিত ।
আমাদের দেশে এর বহুল প্রচার এবং কার্যকর ভুমিকা মাত্র কয়েক
বছর যাবত , উন্নত দেশে এর বহুল কার্যক্রম ২ যুগ আগে থেকে যার জন্য তাদের সাফল্যর চাইতে আমরা আরও অনেক অনেক দুর্বল ।
সরকার এর প্রয়োজনীয়তার গুরুত্ব দেশ ও জাতীর ভবিষ্যৎ এগিয়ে যাবার বাস্তবায়নের লক্ষ্য উচিত এই ব্লগ সাইট কে উন্নত প্রশিক্ষনের
আওতায় প্রতিটি অধিদপ্তরে , শিক্ষা প্রতিষ্ঠানে , এবং রাস্টের
চালিকা শক্তি হিসাবে উপযোগ সৃষ্টি ও কর্ম দক্ষতার সাক্ষর বহন
করা ।
অথচ না বুঝে মানুষ , একে নিয়ে মিথ্যা অপপ্রচার , এবং রাজনীতির অন্ধ আবরনে টেলে দিচ্ছে । জানিনে বিবেকবান মানুষদের ব্লগ মিডিয়া সম্পর্কে তাদের বোধোদয় ঘটে কিনা ।


লেখক বলেছেন: উন্নত দেশের উদাহরণ যখন একটু বলি, SOPA ও PIPA এই শব্দ দুটোর কথা শুনছেন? গত কয়েক বছর ধরে ইন্টারনেটে শেকল পরানোর জন্য 'উন্নত বিশ্বও' ঊঠে-পড়ে লেগেছে। আমি বলতে চাইছি, এখালে ব্লগ-ব্লগার-অনলাইন এক্টিভিস্ট তথা ইন্টারনেট সংশ্লিষ্টদের কোন দেশ নাই, তাদের পক্ষে সরকারও নাই, বিরোধী দলও নাই। তারা নিজেরাই হচ্ছে নিজেদের জন্য। এবং এটা প্রমাণিত যে তারা এক হলে অসাধ্য সাধন করা সম্ভব। খোদ ইউএস সরকারেরও সামর্থ হয় না ইন্টারনেটে শেকল পরাতে। তাই গত বছর SOPA ও PIPA জপমালা ইউএস সরকার বাধ্য হইছিল শিকেয় তুলতে। কিভাবে? সর্বস্তরের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রবল প্রতিরোধের মুখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.