নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

জাতীয় ঐক্য যার মাধ্যমে সৃষ্টি হয় সেই কমরেড , কবি নজরুল ছিল তাই

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

বিদ্রোহী কবি নজরুল ছিলেন বিশ্বের সমস্ত জাতীর কমরেড ।

********************************





বন্ধবন্ধুর নৌকা প্রতীক

কবির কাণ্ডারি কবিতা থেকে চয়ন

সংক্ষেপ

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার

লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রিরা হুশিয়ার

দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ

ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত ।



লাঙ্গল প্রতীক নজরুল সম্পাদিত পত্রিকা লাঙ্গল থেকে চয়ন করা

পত্রিকার প্রধান শিরোনামে লাঙ্গলের চিত্রটি পাঠক প্রতিদিন

দেখত ।

এরশাদ সাহেব প্রতিক টি লয়ে মুক্ষম ভাবে জনতার নিকট পরিচিত হন ।

ধান শীষ নজরুলের একটি প্রবন্ধের নাম

যার প্রধান শিরোনাম ছিল একগুচ্ছ ধান , মেজর জিয়া তাই

প্রতীক নির্বাচন করে জনগণের প্রভুত মন জয় করে ।

কুঁড়েঘর ছিল তার কবিতা ও নিজস্ব আঁকা গ্রাম বাংলার ছবি

আরও তাঁর রঙ তুলিতে যা আঁকা , কাস্তে বা কাঁচি , মশাল , হুক্কা ,

মুম ,ফুল তালাচাবি , চাকা , আনারস , গরুর গাড়ী , পালকি, আনারস ,দোয়াত কলম , বই ইত্যাদি

অনেক প্রতিক কেই নজরুলের অঙ্কিত চিত্র কর্ম থেকে বিভিন্ন

সমাজতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিক হিসাবে নির্বাচন করেন ।

সুত্র , নজরুলের সম্পাদিত পত্রিকা ধুমকেতু ও নবযুগ থেকে ।

কলকাতায় প্রকাশিত , ১৯২৭ থেকে ৬৭ সাল । তখন ভারত বাংলার রাজধানি ছিল কলকাতা , দেশ স্বাধীন হয়ার পর কবির সর্ব স্বতঃ প্রকাশিত সাহিত্য সংশ্লিষ্ট সরঞ্জাম এবং অসুস্থ বাকরুদ্ধ

কবিকে ঢাকা আনা হয় ।

এই বিদ্রোহী কবির বজ্র কণ্ঠ ইরান মিশর , চিন রাশিয়ার

লড়াকু শক্তিকেও উদ্ভুদ্য করেছে তার প্রমাণ মিলে ,

আনোয়ার পাশা , কামাল পাশা কবিতায় ।

ঐ জেগেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই

অসুর পুড়ে সুর উটেছে জুড়সে সামাল সামাল তাই ।



কামাল পাশা তুরস্কের বীর সেনানী , পরে রাস্ট নায়ক । নজরুল

তার রন কৌশল এবং অসাধারণ বীরত্বের স্তবগান গায় । নজরুলের সাথে ছিল কামাল পাশার বন্ধুত্ব ।



চিনের লং মার্চ ডাক দেওয়া সমাজতান্ত্রিক শক্তির আধার মাওসেতুং ছিল নজরুলের দুরন্ত চেতনা ।

কবিতায় দেখি

আরব , বেদুইন , ইরান ,চিন

বাধ বাধ লৌহ রঙিন

কমরেড আজ ভাই ভাই

মজলুমের চিৎকারে যালিমের সিংহাসন পিষে যাই ।

তার কমরেড কবিতার অংশ বিশেষ ।

আর নজরুলের প্রধান প্রেরনা ছিল মাওলানা ভাসানি , কমরেড মজাফফর , মতিলাল , মনিসিং , গিয়াসউদ্দিন প্রমুখেরা

মজলুম জননেতার সব ধরনের ব্রিটিশ বিরুধি আন্দোলনে

একসময় নজরুল হারমোনিয়াম গলায় বেধে কলকাতার জমিদার মহল্লায় বধূদের গান শুনিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের

চাঁদা আদায় করতেন । তার গানে মুগ্ধ হয়ে অনেক জমিদার

রমনিরা দামি গলার হার , কানের দুল , হাতের বালা সহ স্বর্ণ মুদ্রা ধন রত্ন অকাতরে দান করতেন ।

তার গাওয়া গান

কোঁথায় বধূরা কোথায় ঝিয়েরা এস এস আজিকায়

অকাতরে হিংশ্র যালিমেরা রক্ত চুষে

বাঙালীর বুকে অরাজকতা গ্রাসে

শক্তি সাহস যুগাতে আমাদের দাও প্রান সঞ্চারে মুক্তির অন্ন বারতায় ।

গবেষণার ফলাফলে দেখামিলে নজরুলের দিপ্ত চেতনা আর

লেখনির শক্তি সমস্ত বিশ্ব কে এক মঞ্চে এক বলয়ে এনে ২য়

বিশ্ব যুদ্ধের ধংশ লেলিহান মরিচিকায় তিনিই সমস্ত জাতীর নব

প্রান সঞ্চারে দিয়েছিল দিশা ।

তার কবিতায় আজও উচ্ছারিত হয় ।

বিশ্ব জগত দেখব আমি আপন হাতে মুটুয় পুড়ে

মুট বা মুষ্টি অর্থ একত্র বা একতার বাধন ।



হে বাঙ্গালী এস এক হই আবার ও

গড়ি সুন্দর সুসভ্য সমাজ

আমি সেই কবি

তারি দিক লয়ে ভান্তি পদধলে তুলি শান্তির আওয়াজ ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

শিরোনাম বলেছেন: ++++++++++++++++=

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

সজিব তৌহিদ বলেছেন: পরিবেশ বন্ধু, চমৎকার-সত্যিই অসাধারণ উদাহরণসহ প্রসঙ্গিক তথ্যবহুল কবিতা । ভালো না লাগার কোন উপায় নেই। তবে বানানের ব্যাপারে সতর্ক হওয়া আবশ্যক: যেমন: প্রেরণা, রাষ্ট্র,ধ্বংস, বেদুঈন ইত্যাদি শব্দ শুদ্ধ করে লেখা আবশ্যক ছিল..। সাধুবাদ থাকলো..। ভালো থাকবেন.. ভালো লিখবেন..

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

মাহতাব সমুদ্র বলেছেন: পরিবেশ বন্ধু আপনার লেখা ভালো লাগলো।। ভালো লাগা দিয়ে গেলাম। ভালো থাকবেন। শুভ কামনা। লেখা অব্যাহত রাখবেন আশা রাখি।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালোলাগা জানবেন।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
শুভকামনা

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগলো কবি:++++++++

শেয়ার করার জন্য ধন্যবাদ।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: বারবার শতবার
আশীর্বাদ লয়ে
আমার কথা মালা
সাজবে সব হৃদয়ে

শুভকামনা
ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.