নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর ক্ষুত্রত ,নবী পাক সা এর মুজেজা এবং সময়ের মূল্যায়ন

০২ রা মে, ২০১৩ সকাল ১০:০০

ইসলামী জগতে আল্লাহর ক্ষুত্রতে গননা ও সময়ের ব্যবধান

********************************



আল্লামা মোহাম্মদ মাসউদ মিয়া শাহি

কবি ও ইসলামী চিন্তাবিদ , আরবি বিশ্ব বিদ্যালয় , শতরশ্রি , নেত্রকোনা ।





*************

হাদিস থেকে জানি সহজ বাংলায় ।

রাছুল পাক সা বলেন আখেরাতে বা মৃত্যুর পরের জীবন

সময়ের ব্যাবধান তখনকার মুহূর্ত পরিমান সময় দুনিয়ার ৫০ হাজার

বছরের সমান ।



উদাহারন , নবী পাক সা এর মেরাজ গমন ।

৭ম আকাশ পাড়ি দিয়ে আরশে আল্লাহর সাথে দিদার এবং জগতে

পদার্পণ বায্যিক বর্ণনায় মুহূর্ত সময় ।

হজরত আবু বকর রা বলেন , নবীজী মদিনা থেকে মসজিদুল আঁকশা পর্যন্ত যান এবং সমস্ত আম্বিয়া নবী রাছুল ও অলিগণকে নিয়ে সেথা ২ রাকাত শোকরিয়া নামায আদায় করেন , সেথা মুসা আ আকামত দেন এবং নবীজী সয়ং ইমামতি করেন ।

এরপর সেথা হতে বোরাকে চড়ে ১ম থেকে ৭ম আকাশ পাড়ি জমান , এক আকাশ থেকে ২য় আকাশের যাওয়ার সময়ের ব্যবধান দুনিয়ার হিসাবে ৫০০ বছরের রাস্তা ।

আদম আ সহ সব প্রধান প্রধান নবী রাছুল গনের সাক্ষাৎ লাভ করেন এবং সফর সঙ্গী ছিলেন আল্লাহর প্রধান দুত জিব্রাইল আ

৭ম আকাশ অতিক্রম করবেন জিব্রাইল আ বিদায় আরজ করলেন ইয়া রাছুলুল্লাহ সা আমার আর এক মুহূর্ত সম্মুখে যাওয়ার ক্ষমতা নেই যদি অগ্রসর হই নুরের সাড়ে ৬ শত পাখা

জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে ।

নবী পাক সা একাই রবরবে আরোহণ করে আরশ মহল্লায় আল্লাহর দিদারে চলে যান ।

বেহেস্ত দুযখ সহ , আল্লাহর অসংখ্য ক্ষুত্রতি স্থান পরিদর্শন ও পরিভ্রমণ করেন ।

এবং আল্লাহর সাথে নবী পাক সা ৯০ হাজার জাহেরি বাতিনি ছয়াল জবাব করেন । এবং উম্মতের নাজাতের জন্য নামায রোযা উপহার হিসাবে লয়ে দুনিয়ায় ফিরে আসেন ।

বিশিষ্ট তফছির কারক ও ইসলামী চিন্তাবিদ গনের মতে নবীজী

মেরাজ গমনে আল্লাহর দিদারে ২৭ হাজার বছর সময় অতিক্রান্ত

করেন অথচ প্রমান মেরাজ গমনের আগে নবীজী অযু বানান এবং তিনি মেরাজ সমাপ্ত করে ফিরে এসে দেখে যে অযুর পানি

সবে মাত্র গড়িয়ে যাচ্ছে এবং দরজা খুলে যে গিয়েছিলেন ফিরে

এসে দেখেন দরজার কড়া নড়ছে ।

এটা কি নবী পাক সা এর ক্ষুত্রতি মুজেজা নয় , মুলত জ্ঞানিদের

জন্য শিক্ষা ও হেদায়েতের অনেক কিছু পরিলক্ষিত হয় এ ধরনের গটনায় । আখেরাত অনন্ত সময় বহমান সেথা আত্মার মৃত্যু নেই , শাস্তি তাও অনন্ত জান্নাত তাও অসীম তাই দুনিয়ার

সময় কে প্রাধান্য হোক আখেরাতের বিশাল অনন্তময় সময়ের

ভাল কাজে ভাল চিন্তায় ভাল ফলাফলে উৎসর্গ ।

কারণ স্বর্গ ও নরক মিলিবে মানবের কর্ম ফলে

আল্লাহ আমাদের সঠিক দিক নিদর্শনে হেদায়েত ও রহমত দিন

আমিন

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:০৯

ৈতয়ব খান বলেছেন: রাসুলে আকরাম (সাঃ) এর মেরাজ উপলক্ষে

প্রণয় নেশার টানে ; শিহর জাগা প্রাণে
প্রেমিক ছোটেন প্রেমময়ের তড়িৎ নভোযানে,
বিশেষ আহ্বানে।

ভক্তি তাঁরে শক্তি যোগায় মুক্তি চেতনে,
মধ্যরাতের অভিসারে উর্ধ্ব ভ্রমণে।
-স্বরূপ দরশনে ।।

সৃষ্টি জগৎ ইঙ্গিতে কোন- গতির রশি টেনে,
থমকে অবাক রয় তাকিয়ে- বিমুগ্ধ নয়নে।
কালশূন্য ক্ষণে।।

০০০০
প্রণয় নেশার টানে ; জানার যে সে জানে,
নিত্য সে রয় মত্ত হয়ে আত্ম অন্বেষণে,
একলা মানব বনে।

যুক্তি যারে ভক্তি শেখায় ; মুক্ত সে জন জ্ঞানে,
তার হৃদয়ে ফোটে প্রসূন আক‚ল করা ঘ্রাণে।
অপূর্ব বরণে।

প্রণয় নেশায় তৈয়ব খানের সব কিছু উৎসর্গ,
নেশার কারিগরের হাতে ফুল কিবা থাক খড়্গ,
শেষ বিচারের দিনে।
তাঁর চিত্তবিনোদনে।।


প্রণয় নেশার টানে কাব্যগ্রন্থের অন্তর্গত
তৈয়ব খান

০২ রা মে, ২০১৩ সকাল ১০:১২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই আগেও একদিন বলেছি আজও বলছি... আপনার এই 'ক্ষুত্রত' এর ব্যাখ্যা দিন।

শব্দের উৎস মূল শব্দ এবং কিভাবে তা কুদরত বা সমার্থক শব্দ তা কুঝীয়ে বলুন।

নয়তো এটা পরিহার করুন। আশা করি বিভ্রান্তি দূর করবেন। খুব ষ্পষ্ট ভাষায়।

০২ রা মে, ২০১৩ সকাল ১০:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কুত্রত আর কুদরত
খুদরত ই শব্দ
উচ্ছারন এক অর্থ গত পার্থক্য

৩| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:২৩

মিটন আলম বলেছেন: 'ক্ষুত্রত' কি?

০২ রা মে, ২০১৩ সকাল ১০:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: কুদরত অর্থ রহস্য তবে আল্লাহ প্রদত্ত , মানবের সাধ্য নেই
এক আল্লাহ ছাড়া বুঝার ।
আল্লাহ তার কুদরতি ক্ষমতায় সমস্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করেন ।
আর যারা এতে বিশ্বাস স্থাপন করেন তারাই ইসলামে গন্য এবং প্রকৃত মুমিন বান্ধা । ধন্যবাদ

৪| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:৪৬

আহলান বলেছেন: কুদ্রত যদি ক্ষুত্রত হয়ে যায়, তবে তো মুশ্কিল ..

০২ রা মে, ২০১৩ সকাল ১০:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: যেমন মুশকিল আর মুস্কিল
তফাৎ
আচমকা ঘটে বানানে হটাৎ
দুষের কিছু নয়
মেনে নিতে হয়

৫| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:১৮

ৈতয়ব খান বলেছেন: ভারতের নদীয়া শান্তিপুরে বাংলাভাষার স্বর্গবাস
বাংলাদেশের নোয়াখালিতে বাংলার ভাষার সর্বনাশ
সিলেটে গিয়ে পাল্টে গেছে বাংলাভাষার ধরন
চাটগাঁয়ে অবশেষে বাংলাভাষার মরণ

লেখক সম্ভবত নোয়াখাইল্যা হবে। তাই কুদরতকে ক্ষুদ্রত বলেছেন। মহা মুশিবত। যারা বোঝার তারা বুঝে নিন।

আঁই কই কি, হেতিরে হাঙ্গস মাছে হাগল কইচ্চে।

০২ রা মে, ২০১৩ দুপুর ১:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভুল কইলা বেটা মুগ সিলেডি । বেশি মাতন ভালআ না
তয় সুনামগঞ্জের
আস্ত সিলেডি না
আমরা সুদ্ধ ভাষার জনুক কোন প্যাঁচ বনিত্যা নাই
ভালআ লাগল কইলাম মনে অয় সমালোচক নয়াখাল্লি কেমন
চেতাং চেতাং কথা মাতইন ।

৬| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: আর কোন +

০২ রা মে, ২০১৩ দুপুর ২:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: সাবধান আমার চারিত্রিক দিক উত্তম
মিথ্যা সমালোচকদের নামাইয়া দিমু নরম ঘরম
সারা জগত আমার মধ্য এক আত্মীয়ের বাধন
আমার ও জাতীর সম্মান ধুলায় লুটাবে ঘটালে মিথ্যা প্রহসন

আমি খুব শান্তি সুবোধ
অবুঝদের দেই দিশা
আল্লাহর নিকট থেকে পাওয়া রহমতে গড়ি সমাজ
ভালবাসা দিয়ে যাই বিলায়ে অকাতরে মানুষের সেবায় সহসা

বন্ধুর মত রেখ আচরন
বিমুখ নাহি হবে
বিবেকের সুদ্ধ বাসনায় মোর কর্ম যজ্ঞ
চলমান ইতিহাসে জায়গা করে নেবে ।

এক পরম আত্মার আত্মীয় কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.