নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ব্লগ আবিস্কার কাহিনী এবং শালিনতা

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১



বিজ্ঞান মানুষের অন্ধ চোখে আলো ফুটাইল , মূর্খের

জন্য এর কদর কম থাকতে পারে কিন্তু জ্ঞানিদের জন্য অনেক

রহস্য এবং আল্লাহর ক্ষুত্রত ।।



যিনি প্রথম এই ব্লগের আইডিয়া করেন তিনি একজন বিজ্ঞানি এবং

কবি নাম তার রিচারড হেরিসন , জন্ম ইংল্যান্ডে ।

বিয়ে করেন তিনি এক আইরিশ ললনাকে ।

কবি নিয়মিত কিছু পত্র পত্রিকা সংগ্রহ করে তিনি বিজ্ঞাপনের বিশেষ বিজ্ঞপ্তি এবং আশ্চর্য ঘটনা সমুহ কে সযতনে দেয়ালে সংরক্ষন করে রাখতেন ।

একদিন তার স্ত্রী জুবেথ এলিসন তার জন্য মজার কিছু খাবার তৈরি করে অপেক্ষা করতে লাগলেন ।

প্রসঙ্গ তিনি নিয়মিত তার ল্যাবে নিরিবিলি সময় কাটাতেন তখন

তার রুমে অন্য কারও যাওয়া ছিল নিষিদ্ধ এমন কি তার স্ত্রীর বেলায় ও ।। ঘণ্টা খানেক অপেক্ষা করে যখন স্বামীর সাড়া মিললনা তখন কিছুটা বিরক্ত হয়ে ল্যাবের দরজা ধাক্কা তে লাগল ।।

যখন কেউ সাড়া দিলনা তখন স্ত্রী জুবেথ অনেকটা শংকিত হয়ে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দিল । তারা এসে দরজা ভেঙ্গে দেখল

কবি নিরবে টেবিলে মাথা রেখে আধু আধু তন্ত্রার ভাব করে বসে আছে , কিন্তু কোন দিকে তার খেয়াল নেই ।।

স্ত্রী তার নাখে মুখে পানি ছিটিয়ে দিলে সে তন্দ্রা ভাবটা কাটিয়ে

চিৎকার জুড়ে দিল , আমার ব্লগ আমার কবিতা সব পুড়ে ছাই ,

আর আর আসবেনা সব আজ ধংশ , সব আজ পুড়ে ছাই ।।

অর্ধ পাগল ভেবে অন্যরা চলে গেল আর তার স্ত্রী রেগে আগুন হয়ে বলল এত নামি দামি মানুষ তুমি আজকের এই পাগলের

নাটক না করলেই পারতে । কেন তুমি এমন করলে বল ,উত্তর

দাও ।।

আরও ঘণ্টা খানেক তিনি নিরব রইলেন এবং তার স্ত্রী বকবক করে ক্লান্ত হলে তিনি হটাৎ এক বিকট চিৎকার দিয়ে উটলেন

তার চিৎকারের ধ্বনি চেলসি থেকে তাহিতি পর্যন্ত এসে ট্যাকল ।।

তার স্ত্রী আরও অনেক মানুষের শলাপরামর্শে ডাক্তারের শরণাপন্ন

হল । ডাক্তার এসে দেখে কবি বিজ্ঞাপন গুলুকে আস্তে আস্তে ভিজিয়ে সুক্ষ ভাবে টেনে তুলছে আর দেয়ালে অবিকল বিজ্ঞাপনের লেখাগুলু সুন্দর ভাবে শুভা বর্ধন করছে ।।

ডাক্তার ডাকলেন হে বন্ধু আজ কিছুই বুজতে পারতেছিনা , কিসব

কাণ্ড খারকানা যে তোমার জ্বালায় আজ রাজ্যর বারটা বাজতে বাকি নাই ।

ছোট একটা ধমক দিয়ে বললে ইউরেকা ইউরেকা বন্ধু যা আমি

আবিস্কার করেছি তা ধরে না রাখলে বিশ্ব হারাবে চমক আর আগামী নব সভ্যতা হারাবে তার উন্নত চিন্তা চেতনার এক সূর্য

ফসল ।

বন্ধু প্লিজ বাধা না দিয়ে আমাকে আমার মতে কাজ করার সময় দাও , পরে না হয় অনেক আড্ডা দেওয়া যাবে ।।

তবুও ডাক্তার তার দায়িত্ত পালন করে ঔষধ পত্র দিয়ে বিদায় নিল ।। সে কাজে এমন মগ্ন যে আত্মীয় স্বজনেরা রশি দিয়ে বেধে রিতি মত শিশুদের মত খাবার খাইয়ে দিল এবং সাথে ঔষধ পত্র ও ।

সে ঘুমিয়ে আবার জাগে আবার ঘুমায় আবার কাজ করে ,অন্যকোন খেয়াল তার নেই , শুধু একটা খেয়ালই কিভাবে দেয়ালের অক্ষর গুলুকে কপি বানিয়ে সংরক্ষন করা যায় ।

মাস গেল ,বছর গেল অবশেষে ৩৮৪ দিন পর তার সাধনায় ল্যাব

হতে বেরিয়ে এল এ ব্লগ অয়েব ।। সেথা সে লিখল সাধনা ছাড়া সাফল্য নিস্ফল ।।

বন্ধুরা প্লিজ গালি দিবেন না ।।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: জুলাইতে ৫২ টা, আগস্টে ১৬টা হয়ে গেছে, আপনি পারেনও
আসলে ইতর প্রাণী সবসময়ই বেশি বাচ্চা দেয়।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: এটা গালি নয় বন্ধু শালিনতা
এরি নাম বাক স্বাধীনতা
তবুও ধন্যবাদ
জানি আলোচনাই সংবাদ ।।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১

গৃহ বন্দিনী বলেছেন: কবি ভাই , এটা গল্প নাকি ঐতিহাসিক কিছু আমার এন্টেনায় ধরলো না ঠিকমত।
যদি গল্প হয় তাইলে বলব "মার হাবা"

যদি ইতিহাস হয় তাইলে :-B :-B :-B :-B ব্লগ যে আবিষ্কার করসে সেও কবি ছিল আর আপনেও কবি , দারুন মিল ।আজকে বুঝসি ব্লগের উপ্রে আপনার এত পাওয়ার কই থেকে আসছে।




(দয়া করে কমেন্ট রিপ্লাইয়ে , আপনের বায়োডাটা তুইলা দিয়েন না :(( :(( :(( )



১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
শুভকামনা থাকল ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৭

প্রিন্স হেক্টর বলেছেন: বন্ধু আপনি রিসার্চ আর্টিকেল লেখা শুরু করলেন কবে থেকে? :)



যাক ভালো হয়েছে। আর্টিকেলের প্রতি খন্ডেই আপনার রিসার্চের কষ্ট আর অভিজ্ঞতার আলো ঠিকরে বেরিয়েছে। আপনার মত গবেষককেই দরকার এদেশে। 8-|


কবিতার পাশাপাশি এ ধরনের গবেষনা পত্র নিয়মিত লিখবেন আশা করি :)

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার পাশাপাশি এ ধরনের গবেষনা পত্র নিয়মিত লিখবেন আশা রাখি ।
কমেন্টের জন্য ধন্যবাদ ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪

আরজু পনি বলেছেন:

এটাকে গল্পই ধরে নিচ্ছি ।

কিছু বানান ভুল বাদ দিলে দারুন লাগলো কিন্তু পড়তে ।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: আমার অভ্র কি বোর্ডে সাময়িক সমস্যা অনেক বানান ভুল আসে ,
সব টিক হয়ে যাবে , ধন্যবাদ আপু ।।

৫| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

মামুন রশিদ বলেছেন: মডুরে যেভাবে ধমক-টমক লাগান, মাঝে মাঝে সন্দে হয় ব্লগ টা কি আপ্নেই আবিষ্কার করছেন কি না... !!!


বন্ধুর জন্য শুভকামনা । প্লিজ ঘুম হয়ে যাও চোখে..

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল এবং সেরা উক্তি
অনেক ধন্যবাদ , নিজেকে আবিস্কারক ভাব্লে ভালই লাগে ।।

৬| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: বন্ধু এটা গল্প নাকি আবিষ্কার ?


শুভকামনা বন্ধু B-)

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কমেন্ট
অশেষ ধন্যবাদ

৭| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: B:-) B:-) B:-) এত পরিশ্রমী পোস্ট!! এটাকে গল্প ধরে নিলে আপনার গল্পের মতো অচাম গল্প আমি পড়ি নাই! প্লাসায়িত!

আর রিসার্চ ওয়ার্ক ধরে নিলে বলতে হয় আপনার সাধনা যুগান্তকারী! এগিয়ে যান! পাশে আছি নির্মল বিনুদন দেখতে! :)

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , ভাল লাগল এমন কথায়
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.