নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী আচরণ বিঁধি নবম জাতীয় সংসদ মেয়াদ শেষ এবং দশম জাতীয় সংসদের আইনি পরামর্শ

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫

নবম জাতীয় সংসদের মেয়াদ ২৫ শে অক্টোবর শেষ ।।

*************

এবার রাস্ট পতি যে কোন সময় সংসদ ভেঙ্গে দেবে । এবং ৯০ দিনের মধ্য দশম জাতীয় সংসদের রূপরেখা প্রস্তুত করবে । তার

মধ্যস্ততায় নির্বাচন কমিশন স্বাধীন ভাবে নতুন সংসদীয় সমন্বয়

কমিটির একাধিক লোক নিয়োগ করে ( ইচ্ছামত সব দল থেকে

২ এক জন পরিচালনা পরযদ বা সহযোগী লোক নিয়োগের মাধ্যমে

তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের লিস্ট রাস্টপতির নিকট

প্রেরন করবে ।।

রাস্ট পতি যাচাই বাচাই এর মাধ্যমে নিরঙ্কুশ জাতীয় নির্বাচনের

লক্ষ্য নির্বাচন কমিশন এর অবকা্টামো কে শক্তিশালি করার মাধ্যমে

নির্দলীয় নিরপ্রেক্ষ উপদেষ্টা কমিটির দিক নির্দেশ প্রধানে দশম

জাতীয় সংসদ কে নিরপ্রেক্ষ তার এক বলিস্ট মুক্ষম পরিবেশে

সব দল কে তাদের নির্বাচনী আচরন বিধি পালনের ঘোষণায়

সচেষ্ট এবং নিরপ্রেক্ষ ভুমিকা পালন করবে ।।

রাস্টপতি দেশের শান্তি শ্রিংখলা অটুট রাখার জন্য প্রয়োজনে

সেনাবাহিনী , পুলিশ, আনসার ভিডিপি সহ সকল আইন শ্রিংখলা বাহিনিকে গুরুত্ব সহকারে মাটে নামাতে পারবে ।।



নির্বাচন কমিশন শুস্থ নির্বাচনের লক্ষ্য , সকল সরকারী আধা সরকারি চাকুরি জীবীদের বিশেষ প্রশিক্ষনের মাধ্যমে সারা দেশে

দশম জাতীয় নির্বাচন কে শক্তিশালি করার প্রয়োজনীয় পদক্ষেপ

নেবে ।।

রাস্টপতি এবং নির্বাচন কমিশন যে কোন মুহূর্তে দেশ ও জাতীর

কল্যানে তাদের বলিষ্ঠ ভুমিকা হবে আগামী জাতীয় সংসদ এবং

বাংলাদেশের জনগনের নিশ্চিত শান্তি ও সুরক্ষা ।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

হাসান মাহবুব বলেছেন: গুফন সুতরে খোবোর পেলাম আপোনি নাকি সরকারপধান হতে যাচচছহেন ইহা কি সত্য?

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: আওয়ামিলীগ বলছে তাদের সরকারের মেয়াদ ২৪ জানুয়ারি ।

২০০৭ সালের ২২ জানুয়ারি বিএনপির একদলীয় নির্বাচন প্রায় হতে যাচ্ছিল। আওয়ামী লীগ ওই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিল। পরে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করায় বিএনপির বেশ কয়েকজন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপির নেত্রী খালেদা জিয়া নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছিলেন। কিন্তু সে নির্বাচন হতে পারেনি। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণ করায় আর সে নির্বাচন হয়নি।

সরকার বিরোধী দলকে বাদ দিয়েই নির্বাচন করার পরিকল্পনা করছে।

আওয়ামিলীগ সরকারের মেয়াদ সংবিধান অনুসারে আসলে কবে শেষ হবে?

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০

ভিটামিন সি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: গুফন সুতরে খোবোর পেলাম আপোনি নাকি সরকারপধান হতে যাচচছহেন ইহা কি সত্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.