![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সাংবাদিকরা সব ম্যাজিস্টেট বা সুপ্রিম ক্ষমতার প্রথম সারির গ্রেজেটেড ।।
*********** পরিবেশ বন্ধু
সাংবাদিকতা ও গনমাধ্যম ছাড়া বর্তমান জগত অচল ।। একজন ন্যায় নিষ্ঠবান সাংবাদিকের
কতটুকু যোগ্যতার প্রয়োজন ।।
একমাত্র ঢাকা বিশ্ব বিদ্যালয়ে জারনালিযম কোর্স বা সাংবাদিকতা বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর
ডিগ্রি অর্জন করা যায় ।।
একজন সাংবাদিক মাঠ পর্যায়ে বা সকল যোগাযোগ মাধ্যমে দেশ , মানুষ , সর্বোপরি সমাজের
সকল শাখায় সে দায়িত্বশীল সংবাদ বা সত্য ঘটনার যথার্থ কারন এবং মুল বক্তব্য উপস্থাপনে
জনমনে দৃষ্টি আকর্ষণ রাখে , এবং সামাজিক ভারসাম্য বজায় রাখার মাধ্যম হিসাবে তৃণমূল
থেকে রাস্টপতি পর্যন্ত যে কোন আলোচনার পরিবেশ সৃষ্টির লক্ষ্য বাস্তব মুখি প্রশ্নবানে সত্য
সত্য দিক নির্দেশ , উন্নয়ন , এবং আর্থসামাজিক বক্তব্যর সার কথা বের করে জনমনে তা
প্রকাশ করে ।।
শুধু তাই নয় অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে নানাবিধ জটিল রহস্য উদ্ঘাটনে থাকে সদা নির্ভীক এবং সচেষ্ট ।।
অপরাধ জগতের খুঁটি নাটি বিষয় বস্তুকে তারা তুলে আনে নিরধিদায় ।
রাস্ট , আইন এবং সমাজের সব চালিকা শক্তি হিসাবে, ইউনিয়ন থেকে সংসদ এবং বিশ্বের
প্রত্যক টা অধিদপ্তরে গণমাধ্যম স্বাধীন ভাবে সত্য উপস্থাপন করে ।।
সাংবাদিকতা পেশা হিসাবে যদিও অনেক ঝুঁকিপূর্ণ তবুও তার কর্ম শীল বাস্তব মুখি অভিযাত্রা ও অভিজ্ঞতা
বিশ্ব মাঝে এখনও সকল রাস্টীয় পদমর্যাদার উদ্ধে সম্মান বহন করে ।।
যুদ্ধের ময়দানে মৃত্যুর কে জয় করেও তারা নিভিক সাহসিকতায় কখনও , সব বাধা অপেক্ষা করে ছুটে সম্মুখ পানে তাজা সংবাদ বয়ে দিতে মানবের তরে ।।
বর্তমান বিশ্বে সাংবাদিকতার আরও উন্নত প্রযুক্তি নিয়ে সেরা গবেষণা ও দক্ষতার পরিচয় বহনে
নানামুখি কর্মশালার মাধ্যমে তারা অজেয় ।।
এ বিসয়ে আন্তর্জাতিক জরিফে বাংলাদেশই অনেক পিছিয়ে ।।
উচিৎ তথ্য ও গনমাধ্যম কে আরও উন্নত এবং দক্ষতার মাধ্যমে সাংবাদিকতা পেশাকে
আন্তর্জাতিক মানে গড়ে তূলা ।।
বিদেশী একজন সাংবাদিক এর পাওয়ার ও বেতন ভাতা যে কোন মন্ত্রী মিনিস্টারের চাইতেও
কম নয় ।।
গবেষণা তথ্য সুত্র ইন্টারন্যাট থেকে সংগ্রহ ।।/
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ কবি!!