![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীদের অধিকার
রক্ষা করতে আমরা আমাদের সমাজে এমন
কিছু আইন করেছি যা নারী দুর্বল
তা প্রমান করার জন্য যথেষ্ট। ধরুন
বাসে উঠলেন, দেখলেন ৯ সীট সংরক্ষিত।
কাদের জন্য? নারী, শিশু
এবং প্রতিবন্ধীদের জন্য!! খেয়াল করেন
নারীদের কাদের সাথে তুলনা করা হল।
নারী-পুরুষ সমতার কথা বলি আবার
নারীদের শিশু প্রতিবন্ধীদের
সাথে তুলনা করছি। আবার পত্রিকায়
নারীদের জন্য আলাদা পাতা করা হয়েছে,
যা একজন নারীর মনে বিশ্বাস জন্মানোর
জন্য যথেষ্ট যে সে দুর্বল। নারী কে ছোট
করার মানসিকতা একদম উচ্চশিক্ষিত
থেকে নিম্নশিক্ষিত পর্যন্ত বিদ্যমান।
হ্যাঁ নারী নির্যাতন
বিষয়ে কথা বললে হয়তো সচেতনতা বাড়ে কিন্তু
আপনি কি অবাক হবেন যখন দেখবেন
নারী অধিকার নিয়ে যে নারী কাজ করেন
তিনি তাঁর
পরিবারে স্বামী দ্বারা নির্যাতিত!!!
কোন কিছু জোর করে বা আইন
করে পরিবর্তন করা যাবে না। পরিবর্তন
করতে হবে মন থেকে। পরিবর্তন
হতে হবে মানসিকতার। সম্মান
বা মর্যাদা তখনই বৃদ্ধি পাবে যখন
আমরা উভয় উভয়কে মানুষ হিসেবে গণ্য
করব।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৫
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: তাহলে বাসে নারীদের জন্য বরাদ্দকৃত ওই সব সিট তুলে দেয়ার কথা বলছেন?